আন্তর্জাতিক বিষয়াবলী-৩১

প্রশ্নঃ এশিয়া সহযোগিতা সংলাপ (ACD)-এর বর্তমান (২০১৬) সদস্য দেশ কতটি?
ক. ৪০টি
খ. ৩৫টি
গ. ৩৪টি
ঘ. ৩৬টি
উত্তরঃ গ

প্রশ্নঃ ৩০ জানুয়ারি ২০১৭ আফ্রিকান ইউনিয়ন (AU)-এর চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?
ক. Idriss Déby, Chad
খ. Alpha Conde, Guinea
গ. Mohamed Ould Abdel Aziz, Mauritania
ঘ. Robert Mugabe, Zimbabwe
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ১ জানুয়ারি ২০১৭ G-7এর চেয়ারম্যান হিসেব দায়িত্ব গ্রহণ করেন কে?
ক. ডোনাল্ড ট্রাম্প (যুক্তরাষ্ট্র)
খ. অ্যাঞ্জেলা মার্কেল (জার্মানি)
গ. শিনজো অ্যাবে (জাপান)
ঘ. পাওলো জোন্তিলোনি (ইতালি)
উত্তরঃ ঘ

প্রশ্নঃ Euro is the currency of—
ক. Asia
খ. Europe
গ. America
ঘ. Africa
উত্তরঃ খ

প্রশ্নঃ NASA-কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৫২ সনে
খ. ১৯৫৪ সনে
গ. ১৯৫৬ সনে
ঘ. ১৯৫৮ সনে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ১৯৪৫ সালে জাতিসংঘ সনদ কোথায় স্বাক্ষরিত হয়?
ক. সানফ্রান্সিসকো
খ. নিউইয়র্ক
গ. প্যারিস
ঘ. জেনেভা
উত্তরঃ ক

প্রশ্নঃ কমনওয়েলথ- এর বর্তমান (২০১৬) সদস্য দেশ কতটি?
ক. ৫৫টি
খ. ৫৪টি
গ. ৫২টি
ঘ. ৫০টি
উত্তরঃ গ

প্রশ্নঃ ৫ অক্টোবর ২০১৬ কোন দেশ CERN-এর সহযোগী সদস্যপদ লাভ করে?
ক. পাকিস্তান
খ. তুরস্ক
গ. ইউক্রেন
ঘ. সাইপ্রাস
উত্তরঃ গ

প্রশ্নঃ আরাকান লিবারেশন পার্টি কোন দেশভিত্তিক বিদ্রোহী গোষ্ঠি?
ক. ভারত
খ. মায়ানমার
গ. শ্রীলংকা
ঘ. আফগাস্থান
উত্তরঃ খ

প্রশ্নঃ বিশ্ব খাদ্য কর্মসূচী (WFP)-এর বর্তমান (২০১৭) নির্বাহী পরিচালক কে?
ক. ডেভিড বিয়াসলে (যুক্তরাষ্ট্র)
খ. চিমিয়াও ফান (চীন)
গ. কাজুহিকো হিগুচি (জাপান)
ঘ. জন এলিয়ানসন (সুইডেন)
উত্তরঃ ক

প্রশ্নঃ কমনওয়েলথের সিদ্ধান্ত গৃহীত হয়-
ক. সংবিধানের মাধ্যমে
খ. সনদের মাধ্যমে
গ. সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোটের মাধ্যমে
ঘ. সর্বসম্মতিক্রমে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ IMF এর সদর দপ্তর অবস্থিত-
ক. ওয়াশিংটন ডিসি
খ. নিউইয়র্ক
গ. জেনেভা
ঘ. রোম
উত্তরঃ ক

প্রশ্নঃ ১৮ অক্টোবর ২০১৭ কোন দেশ COMESA’র ২০তম সদস্যপদ লাভ করে?
ক. লেবানন
খ. উজবেকিস্তান
গ. কসোভো
ঘ. তিউনিসিয়া
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. লন্ডন
খ. ব্রাসেলস
গ. বন
ঘ. প্যারিস
উত্তরঃ খ

প্রশ্নঃ কফি আনান আফ্রিকা মহাদেশ থেকে নিয়োগকৃত জাতিসংঘের কততম মহাসচিব?
ক. প্রথম
খ. তৃতীয়
গ. দ্বিতীয়
ঘ. চতুর্থ
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘সাইনিং পাথ’ হচ্ছে-
ক. পেরুর গেরিরা সংগঠন
খ. নেপলের গেরিয়া সংগঠন
গ. নিকারগুয়ার রাজনৈতিক দল
ঘ. হন্ডুরাসের রাজনৈতিক দল
উত্তরঃ ক

প্রশ্নঃ বর্তমানে (২০১৫) কতটি শান্তিরক্ষা মিশন চালু রয়েছে?
ক. ২০ টি
খ. ২২ টি
গ. ১৬ টি
ঘ. ১৫ টি
উত্তরঃ গ

প্রশ্নঃ ৩ মার্চ ২০১৭ কোন দেশ WCO-এর ১৮১তম সদস্যপদ লাভ করে?
ক. ফিলিস্তিন
খ. সোমালিয়া
গ. দক্ষিণ সুদান
ঘ. কসোভো
উত্তরঃ ঘ

প্রশ্নঃ টেকসই উন্নয়ন লক্ষ্য (SDG) গৃহীত হয় কবে?
ক. ২৫ সেপ্টেম্বর ২০১৫
খ. ২০ সেপ্টেম্বর ২০১৫
গ. ৩০ সেপ্টেম্বর ২০১৫
ঘ. ২৭ সেপ্টেম্বর ২০১৫
উত্তরঃ ক

প্রশ্নঃ প্রথম সার্ক সাংস্কৃতিক রাজধানী কোনটি?
ক. ইসলামাবাদ, পাকিস্তান
খ. কলম্বো, শ্রীলংকা
গ. বামিয়ান, আফগানিস্তান
ঘ. মহাস্থানগড়, বাংলাদেশ
উত্তরঃ গ

প্রশ্নঃ বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) এর বর্তমান (২০১৬) মহাসচিব কে?
ক. তালেব রাফি (জর্ডান)
খ. পেত্তেরি তালাশ (ফিনল্যান্ড)
গ. ইউকিয়ো আমানো (জাপান)
ঘ. ব্রক চিজোলম
উত্তরঃ খ

প্রশ্নঃ ২৬তম আরবলীগ শীর্ষ সম্মেলন কবে, কোথায় অনুষ্ঠিত হয়?
ক. ২৭-২৮ মার্চ ২০১৫; ইরাক
খ. ৩০-৩১ মার্চ ২০১৫; ওমান
গ. ২৮-২৯ মার্চ ২০১৫; মিশর
ঘ. ২৫-২৬ মার্চ ২০১৫; আরব আমিরাত
উত্তরঃ গ

প্রশ্নঃ AIIB-তে চীনের বর্তমান (২০১৫) শেয়ার কত?
ক. ৩৫.৭৫%
খ. ৩০.৩৪%
গ. ৩৫.৩৪%
ঘ. ৩৩.৩৪%
উত্তরঃ খ

প্রশ্নঃ ৯ মার্চ ২০১৫ কোন দেশ আন্তর্জাতিক নবায়নযোগ্য শক্তি সংস্থা (IRENA)- এর ১৪০তম সদস্য পদ লাভ করে?
ক. ফিলিস্তিন
খ. নাইজেরিয়া
গ. কলম্বিয়া
ঘ. দক্ষিন সুদান
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘ওপেক’ ভুক্ত অ-আরব মুসলিম দেশ কোনটি?
ক. ইন্দোনেশিয়া
খ. মালয়েশিয়া
গ. ইরাক
ঘ. ইরান
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ওসামা বিন লাদেন কোন সংগঠনের নেতা?
ক. পিএলও
খ. আল-জাজিরা
গ. আল কায়েদা
ঘ. আল ফাতাহ গ্রুপ
উত্তরঃ গ

প্রশ্নঃ TI এর সদর দপ্তর কোথায়?
ক. ম্যানিলা
খ. বার্লিন
গ. ব্যাংকক
ঘ. সিঙ্গাপুর
উত্তরঃ খ

প্রশ্নঃ কমনওয়েলথ কোন ধরনের দেশ নিয়ে গঠিত?
ক. স্বল্ব উন্নত দেশসমূহ
খ. ইংরেজ শাসন থেকে স্বাধীনতাপ্রাপ্ত দেশসমূহ
গ. তেল উৎপাদনকারী দেশসমূহ
ঘ. এশিয়া ও ইউরোপের দেশসমূহ
উত্তরঃ খ

প্রশ্নঃ বর্তমানে (২০১৭) স্বল্পোন্নত দেশ (LDC) কতটি?
ক. ৪৯টি
খ. ৪৭টি
গ. ৪৬টি
ঘ. ৪৮টি
উত্তরঃ খ

প্রশ্নঃ জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় নিহত হয়েছিলেন?
ক. ট্রিগেভেলী
খ. কুটওয়াল্ডহেইম
গ. দ্যাগ হ্যামারশোল্ড
ঘ. উ থান্ট
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!