আন্তর্জাতিক বিষয়াবলী-২৬

প্রশ্নঃ ১২ অক্টোবর ২০১৭ কোন দেশ UNESCO’র পদ ত্যাগের ঘোষণা দেয়?
ক. সিঙ্গাপুর
খ. পর্তুগাল
গ. যুক্তরাষ্ট্র
ঘ. যুক্তরাজ্য
উত্তরঃ গ

প্রশ্নঃ ৩০তম ASEAN শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
ক. Pampanga (Philippines)
খ. Vientiane (Laos)
গ. Kuala Lumpur (Malaysia)
ঘ. Metro Manila (Philippines)
উত্তরঃ ঘ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ আরব লীগের সদস্য দেশ নয় কোনটি?
ক. সিরিয়া
খ. মিশর
গ. তুরস্ক
ঘ. ইরাক
উত্তরঃ গ

প্রশ্নঃ Food and Agricultural Organization-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?/ জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. রোম
খ. জেনেভা
গ. ব্যাংকক
ঘ. প্যারিস
উত্তরঃ ক

প্রশ্নঃ ইরাক-ইরান যুদ্ধ বিরতি তদারকীতে অংশগ্রহণকারী জাতিসংঘ বাহিনীর সংক্ষিপ্ত নাম কি?
ক. UNIMOG
খ. UNGOMAP
গ. UNFPA
ঘ. UNIIMOG
উত্তরঃ ঘ

প্রশ্নঃ সার্কের পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়ন দেয়া হয় কাকে?
ক. খাগড়া প্রসাদ অলি (নেপাল)
খ. আমজাদ হোসেন বি. সিয়াল (পাকিস্তান)
গ. আইরিন খান (বাংলাদেশ)
ঘ. কে. ভি. কামাথ (ভারত)
উত্তরঃ খ

প্রশ্নঃ বিশ্ববাণিজ্য সংস্থার কার্যক্রম শুরু হয়-
ক. ১ জানুয়ারি, ১৯৯৩
খ. ১ জানুয়ারি, ১৯৯৪
গ. ১ জানুয়ারি, ১৯৯৫
ঘ. ১ জানুয়ারি, ১৯৯৬
উত্তরঃ গ

প্রশ্নঃ পারস্য উপসাগরের আঞ্চলিক জোটের নাম–
ক. ও.এই.উ
খ. আরব লীগ
গ. জি.সি.সি.
ঘ. ও.এ.এম
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘গার্ডিয়ান’ যে দেশের সংবাদপত্র-
ক. যুক্তরাজ্য
খ. যুক্তরাষ্ট্র
গ. ভারত
ঘ. ফ্রান্স
উত্তরঃ ক

প্রশ্নঃ BRICS- এর সপ্তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
ক. কেপটাউন (দ. আফ্রিকা)
খ. নয়াদিল্লি, (ভারত)
গ. ঢাকা, বাংলাদেশ
ঘ. উফা (রাশিয়া)
উত্তরঃ ঘ

প্রশ্নঃ NAM-এর সদর দপ্তর কোথায়?
ক. কোন সদর দপ্তর নেই
খ. বান্দুং
গ. জাকার্তা
ঘ. ঢাকা
উত্তরঃ ক

প্রশ্নঃ ধরিত্রী সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়?
ক. জেনেভা
খ. মেক্সিকো সিটি
গ. নিউইয়র্ক
ঘ. রিও ডি জেনিরিও
উত্তরঃ ঘ

প্রশ্নঃ আন্তর্জাতিক সৌর জোট (ISA) -এর উদ্যোক্তা কে?
ক. শেখ হাসিনা
খ. নরেন্দ্র মোদী
গ. ফ্রাসোয়াঁ ওঁলাদ
ঘ. খ ও গ উভয়ই
উত্তরঃ ঘ

প্রশ্নঃ আমেরিকায় রাষ্ট্রসমূহের সংগঠন Organization of American States(OAS) গঠিত হয় কত সালে?
ক. ১৯৩৭
খ. ১৯৪২
গ. ১৯৫৩
ঘ. ১৯৪৮
উত্তরঃ ঘ

প্রশ্নঃ সর্বশেষ কোন দেশটি LDC ভুক্ত হয়?
ক. দক্ষিণ সুদান
খ. পূর্ব তিমুর
গ. সেনেগাল
ঘ. অ্যাঙ্গোলা
উত্তরঃ ক

প্রশ্নঃ বেনেলাক্স (BENELUX) কতসালে গঠিত হয়েছিল?
ক. ১৯৪৮
খ. ১৯৫০
গ. ১৯৫১
ঘ. ১৯৫২
উত্তরঃ ক

প্রশ্নঃ গ্রিনপিস একটি-
ক. যুদ্ধ জাহাজ
খ. পরিবেশ আন্দোলন গ্রুপ
গ. সবুজ বিপ্লবের নাম
ঘ. বন সৃষ্টিতে নিয়োজিত প্রতিষ্ঠান
উত্তরঃ খ

প্রশ্নঃ বিশ্ব পর্যটন সংস্থা (UNWTO)-এর বর্তমান (২০১৫) সদস্য দেশ কতটি?
ক. ১৫৫টি
খ. ১৬০টি
গ. ১৫৭টি
ঘ. ১৬২টি
উত্তরঃ গ

প্রশ্নঃ ২৫তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন (CHOGM) কবে অনুষ্ঠিত হবে?
ক. ১৬ জুন ২০১৮
খ. ২০ মে ২০১৮
গ. ১৬ এপ্রিল ২০১৮
ঘ. ২৫ মার্ছ ২০১৮
উত্তরঃ গ

প্রশ্নঃ ফ্রাঙ্কফুর্ট বিমান বন্দরটি কোন দেশে অবস্থিত?
ক. রাশিয়া
খ. ইতালি
গ. জার্মানি
ঘ. যুক্তরাষ্ট্র
উত্তরঃ গ

প্রশ্নঃ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোন দেশভিত্তিক আন্তর্জাতিক সংস্থা?
ক. যুক্তরাষ্ট্র
খ. যুক্তরাজ্য
গ. জার্মানি
ঘ. ইতালি
উত্তরঃ গ

প্রশ্নঃ ১ জানুয়ারি ২০১৬ কোন দেশ OPEC-এ পুনরায় যোগদান করে?
ক. ইকুয়েডর
খ. অ্যাঙ্গোলা
গ. ইন্দোনেশিয়া
ঘ. গ্রিনল্যান্ড
উত্তরঃ গ

প্রশ্নঃ ইকনোমিক কম্যুনিটি অব সেন্ট্রাল আফ্রিকান স্টেটস (ECCAS)- এর বর্তমান কতটি?
ক. ৯ টি
খ. ১০ টি
গ. ১২ টি
ঘ. ১১ টি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ANZUS এর সদর দফতর কোথায় অবস্থিত?
ক. অটোয়া
খ. ওয়েলিংটন
গ. মনট্রিল
ঘ. ক্যানবেরা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ১৯৯৫ সালটিকে কোন সংস্থাটির গোল্ডেন জুবিলি হিসেবে পালিত হচ্ছে?
ক. UNO
খ. NAM
গ. GATT
ঘ. ASEAN
উত্তরঃ ক

প্রশ্নঃ ২ আগস্ট ২০১৫ কোন দেশ আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (IOC) -এর ২০৬তম সদস্য পদ লাভ করে?
ক. তাইওয়ান
খ. কসোভো
গ. ফিলিস্তিন
ঘ. দক্ষিণ সুদান
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ইসলামী স্টেট (IS) প্রতিরোধে কোন দেশ মহাপ্রাচীর তৈরি করেছে?
ক. ওমান
খ. ইসরাইল
গ. কুয়েত
ঘ. সৌদি আরব
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কমনওয়েলথ সেক্রেটারিয়েট যে অট্টালিকায় অবস্থিত তার নাম কি?
ক. মার্লবোরো হাউজ
খ. হোয়াইট হাউজ
গ. বাকিংহাম প্রাসাদ
ঘ. দি চেকার্স
উত্তরঃ ক

প্রশ্নঃ জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনের সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. নিউইয়র্ক
খ. জেনেভা
গ. জুরিখ
ঘ. অ্যামস্টারডেম
উত্তরঃ খ

প্রশ্নঃ ৩১ জুলাই ২০১৫ কোন দেশ সার্ন (CERN) -এর সহযোগী সদস্যপদ লাভ করে?
ক. ভারত
খ. শ্রীলংকা
গ. পাকিস্তান
ঘ. আফগানিস্তান
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!