প্রশ্নঃ ১২ অক্টোবর ২০১৭ কোন দেশ UNESCO’র পদ ত্যাগের ঘোষণা দেয়?
ক. সিঙ্গাপুর
খ. পর্তুগাল
গ. যুক্তরাষ্ট্র
ঘ. যুক্তরাজ্য
উত্তরঃ গ
প্রশ্নঃ ৩০তম ASEAN শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
ক. Pampanga (Philippines)
খ. Vientiane (Laos)
গ. Kuala Lumpur (Malaysia)
ঘ. Metro Manila (Philippines)
উত্তরঃ ঘ
প্রশ্নঃ আরব লীগের সদস্য দেশ নয় কোনটি?
ক. সিরিয়া
খ. মিশর
গ. তুরস্ক
ঘ. ইরাক
উত্তরঃ গ
প্রশ্নঃ Food and Agricultural Organization-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?/ জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. রোম
খ. জেনেভা
গ. ব্যাংকক
ঘ. প্যারিস
উত্তরঃ ক
প্রশ্নঃ ইরাক-ইরান যুদ্ধ বিরতি তদারকীতে অংশগ্রহণকারী জাতিসংঘ বাহিনীর সংক্ষিপ্ত নাম কি?
ক. UNIMOG
খ. UNGOMAP
গ. UNFPA
ঘ. UNIIMOG
উত্তরঃ ঘ
প্রশ্নঃ সার্কের পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়ন দেয়া হয় কাকে?
ক. খাগড়া প্রসাদ অলি (নেপাল)
খ. আমজাদ হোসেন বি. সিয়াল (পাকিস্তান)
গ. আইরিন খান (বাংলাদেশ)
ঘ. কে. ভি. কামাথ (ভারত)
উত্তরঃ খ
প্রশ্নঃ বিশ্ববাণিজ্য সংস্থার কার্যক্রম শুরু হয়-
ক. ১ জানুয়ারি, ১৯৯৩
খ. ১ জানুয়ারি, ১৯৯৪
গ. ১ জানুয়ারি, ১৯৯৫
ঘ. ১ জানুয়ারি, ১৯৯৬
উত্তরঃ গ
প্রশ্নঃ পারস্য উপসাগরের আঞ্চলিক জোটের নাম–
ক. ও.এই.উ
খ. আরব লীগ
গ. জি.সি.সি.
ঘ. ও.এ.এম
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘গার্ডিয়ান’ যে দেশের সংবাদপত্র-
ক. যুক্তরাজ্য
খ. যুক্তরাষ্ট্র
গ. ভারত
ঘ. ফ্রান্স
উত্তরঃ ক
প্রশ্নঃ BRICS- এর সপ্তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
ক. কেপটাউন (দ. আফ্রিকা)
খ. নয়াদিল্লি, (ভারত)
গ. ঢাকা, বাংলাদেশ
ঘ. উফা (রাশিয়া)
উত্তরঃ ঘ
প্রশ্নঃ NAM-এর সদর দপ্তর কোথায়?
ক. কোন সদর দপ্তর নেই
খ. বান্দুং
গ. জাকার্তা
ঘ. ঢাকা
উত্তরঃ ক
প্রশ্নঃ ধরিত্রী সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়?
ক. জেনেভা
খ. মেক্সিকো সিটি
গ. নিউইয়র্ক
ঘ. রিও ডি জেনিরিও
উত্তরঃ ঘ
প্রশ্নঃ আন্তর্জাতিক সৌর জোট (ISA) -এর উদ্যোক্তা কে?
ক. শেখ হাসিনা
খ. নরেন্দ্র মোদী
গ. ফ্রাসোয়াঁ ওঁলাদ
ঘ. খ ও গ উভয়ই
উত্তরঃ ঘ
প্রশ্নঃ আমেরিকায় রাষ্ট্রসমূহের সংগঠন Organization of American States(OAS) গঠিত হয় কত সালে?
ক. ১৯৩৭
খ. ১৯৪২
গ. ১৯৫৩
ঘ. ১৯৪৮
উত্তরঃ ঘ
প্রশ্নঃ সর্বশেষ কোন দেশটি LDC ভুক্ত হয়?
ক. দক্ষিণ সুদান
খ. পূর্ব তিমুর
গ. সেনেগাল
ঘ. অ্যাঙ্গোলা
উত্তরঃ ক
প্রশ্নঃ বেনেলাক্স (BENELUX) কতসালে গঠিত হয়েছিল?
ক. ১৯৪৮
খ. ১৯৫০
গ. ১৯৫১
ঘ. ১৯৫২
উত্তরঃ ক
প্রশ্নঃ গ্রিনপিস একটি-
ক. যুদ্ধ জাহাজ
খ. পরিবেশ আন্দোলন গ্রুপ
গ. সবুজ বিপ্লবের নাম
ঘ. বন সৃষ্টিতে নিয়োজিত প্রতিষ্ঠান
উত্তরঃ খ
প্রশ্নঃ বিশ্ব পর্যটন সংস্থা (UNWTO)-এর বর্তমান (২০১৫) সদস্য দেশ কতটি?
ক. ১৫৫টি
খ. ১৬০টি
গ. ১৫৭টি
ঘ. ১৬২টি
উত্তরঃ গ
প্রশ্নঃ ২৫তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন (CHOGM) কবে অনুষ্ঠিত হবে?
ক. ১৬ জুন ২০১৮
খ. ২০ মে ২০১৮
গ. ১৬ এপ্রিল ২০১৮
ঘ. ২৫ মার্ছ ২০১৮
উত্তরঃ গ
প্রশ্নঃ ফ্রাঙ্কফুর্ট বিমান বন্দরটি কোন দেশে অবস্থিত?
ক. রাশিয়া
খ. ইতালি
গ. জার্মানি
ঘ. যুক্তরাষ্ট্র
উত্তরঃ গ
প্রশ্নঃ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোন দেশভিত্তিক আন্তর্জাতিক সংস্থা?
ক. যুক্তরাষ্ট্র
খ. যুক্তরাজ্য
গ. জার্মানি
ঘ. ইতালি
উত্তরঃ গ
প্রশ্নঃ ১ জানুয়ারি ২০১৬ কোন দেশ OPEC-এ পুনরায় যোগদান করে?
ক. ইকুয়েডর
খ. অ্যাঙ্গোলা
গ. ইন্দোনেশিয়া
ঘ. গ্রিনল্যান্ড
উত্তরঃ গ
প্রশ্নঃ ইকনোমিক কম্যুনিটি অব সেন্ট্রাল আফ্রিকান স্টেটস (ECCAS)- এর বর্তমান কতটি?
ক. ৯ টি
খ. ১০ টি
গ. ১২ টি
ঘ. ১১ টি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ANZUS এর সদর দফতর কোথায় অবস্থিত?
ক. অটোয়া
খ. ওয়েলিংটন
গ. মনট্রিল
ঘ. ক্যানবেরা
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ১৯৯৫ সালটিকে কোন সংস্থাটির গোল্ডেন জুবিলি হিসেবে পালিত হচ্ছে?
ক. UNO
খ. NAM
গ. GATT
ঘ. ASEAN
উত্তরঃ ক
প্রশ্নঃ ২ আগস্ট ২০১৫ কোন দেশ আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (IOC) -এর ২০৬তম সদস্য পদ লাভ করে?
ক. তাইওয়ান
খ. কসোভো
গ. ফিলিস্তিন
ঘ. দক্ষিণ সুদান
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ইসলামী স্টেট (IS) প্রতিরোধে কোন দেশ মহাপ্রাচীর তৈরি করেছে?
ক. ওমান
খ. ইসরাইল
গ. কুয়েত
ঘ. সৌদি আরব
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কমনওয়েলথ সেক্রেটারিয়েট যে অট্টালিকায় অবস্থিত তার নাম কি?
ক. মার্লবোরো হাউজ
খ. হোয়াইট হাউজ
গ. বাকিংহাম প্রাসাদ
ঘ. দি চেকার্স
উত্তরঃ ক
প্রশ্নঃ জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনের সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. নিউইয়র্ক
খ. জেনেভা
গ. জুরিখ
ঘ. অ্যামস্টারডেম
উত্তরঃ খ
প্রশ্নঃ ৩১ জুলাই ২০১৫ কোন দেশ সার্ন (CERN) -এর সহযোগী সদস্যপদ লাভ করে?
ক. ভারত
খ. শ্রীলংকা
গ. পাকিস্তান
ঘ. আফগানিস্তান
উত্তরঃ গ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)