প্রশ্নঃ ‘রয়টার্স’ কান দেশের সংবাদ সংস্থা?
ক. যুক্তরাজ্য
খ. যুক্তরাষ্ট্র
গ. ফ্রান্স
ঘ. ইতালি
উত্তরঃ ক
প্রশ্নঃ কোন দেশ ন্যাটোর সদস্য নয়?
ক. অস্ট্রিয়া
খ. পোল্যান্ড
গ. হাঙ্গেরি
ঘ. স্পেন
উত্তরঃ ক
প্রশ্নঃ রিসার্চ অ্যান্ড অ্যানালাইসসি উইং (RAW) যে দেশের গোয়েন্দা সংস্থা-
ক. ভারত
খ. কঙ্গো
গ. দক্ষিণ আফ্রিকা
ঘ. কেনিয়া
উত্তরঃ ক
প্রশ্নঃ জাতিসংঘ সমুদ্র আইন (UN convention on the Law of the sea) কত সালে স্বাক্ষরিত হয়েছিল-
ক. ১৯৭৯ সালে
খ. ১৯৮২ সালে
গ. ১৯৮৩ সালে
ঘ. এর কোনটিই নয়
উত্তরঃ খ
প্রশ্নঃ The Headquarter of Asian Development Bank (ADB) is situated in-/ এশীয় উন্নয়ন ব্যাংক (ADB) এর প্রধান কার্যালয় কোথায়?
ক. Hong Kong(হংকং)
খ. Singapore(সিঙ্গাপুর)
গ. Manila(ম্যানিলা)
ঘ. Bangkok(ব্যাংকক)
উত্তরঃ গ
প্রশ্নঃ OPEC গঠিত হয় কোন সনে?
ক. ১৯৬০
খ. ১৯৬১
গ. ১৯৬২
ঘ. ১৯৬৩
উত্তরঃ ক
প্রশ্নঃ মিশর ও সিরিয়া কত সালে একত্রিত হয়ে ইউনাইটেড আরব রিপাবলিক গঠন করেছিল?
ক. ১৯৪৭
খ. ১৯৫২
গ. ১৯৫৩
ঘ. ১৯৫৮
উত্তরঃ ঘ
প্রশ্নঃ জনসংখ্যা ও আয়তনের ভিত্তিতে সার্কভূক্ত কোন দেশটির সবচেয়ে ছোট?
ক. শ্রীলংকা
খ. ভুটান
গ. মালদ্বীপ
ঘ. নেপাল
উত্তরঃ গ
প্রশ্নঃ Rome Statute ১৯৯৮ দ্বারা কোন আদালতের সৃষ্টি?
ক. The International Court of Justice
খ. The International Criminal Court
গ. The Permanent Court of International Justice
ঘ. The Permanent Court of Arbitation
উত্তরঃ খ
প্রশ্নঃ NATO’র ২৯তম সদস্যপদ লাভ করে কোন দেশ?
ক. ভারত
খ. মন্টিনিগ্রো
গ. ব্রাজিল
ঘ. রাশিয়া
উত্তরঃ খ
প্রশ্নঃ জাতিসংঘের মানব উন্নয়ন রিপোর্ট-
ক. সুইডেন
খ. সুইজারল্যান্ড
গ. নরওয়ে
ঘ. ডেনমার্ক
উত্তরঃ গ
প্রশ্নঃ ইউরো মুদ্রার জনক কে?
ক. রবার্ট আলবার্ট
খ. রবার্ট মুন্ডেল
গ. রবার্ট লুকাস
ঘ. কেউই নয়
উত্তরঃ খ
প্রশ্নঃ ২৫তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন (CHOGM) কোথায় অনুষ্ঠিত হবে?
ক. ভারত
খ. মাল্টা
গ. অস্ট্রেলিয়া
ঘ. যুক্তরাজ্য
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ১৪ জুলাই ২০১৬ কোন দেশ বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO)-এর ১৬৩তম সদস্যপদ লাভ করে কোন দেশ?
ক. ইরান
খ. তাইওয়ান
গ. আফগানিস্তান
ঘ. লাইবেরিয়া
উত্তরঃ ঘ
প্রশ্নঃ IMF is an:
ক. Multinational Bank
খ. International Financial Institution
গ. National Bank
ঘ. UN Body
ঙ. None of these
উত্তরঃ খ
প্রশ্নঃ সাংহাই কো-অপরেশন অর্গানাইজেশনের সদস্য নয় নিচের কোন দেশ?
ক. চীন
খ. রাশিয়া
গ. কাজাকিস্তান
ঘ. আফগানিস্তান
উত্তরঃ ঘ
প্রশ্নঃ www.espnstar.com একটি-
ক. ওয়েবসাইট
খ. ই-মেইল অ্যান্ডেস
গ. স্যাটেলাইট ক্রীড়া নেটওয়ার্ক
ঘ. ক্রীড়া বিষয়ক ম্যাগাজিন
উত্তরঃ গ
প্রশ্নঃ SARRC energy center will be stablished in—
ক. Bangladesh
খ. India
গ. Pakistan
ঘ. Nepal
ঙ. Sri Lanka
উত্তরঃ গ
প্রশ্নঃ জাতিসংঘ সাধারণ পরিষদ (UNGA)- এর ৭১তম অধিবেশনের প্রেসিডেন্ট কে?
ক. অ্যালান গার্সিয়া (পেরু)
খ. আন্দ্রেয়া ডি ম্যাভরোআন্নি (সাইপ্রাস)
গ. নরবার্ট হফার (অস্ট্রিয়া)
ঘ. পিটার থমসন (ফিজি)
উত্তরঃ ঘ
প্রশ্নঃ আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) ১৬৬তম সদস্যদেশ কোনটি?
ক. তুরস্ক
খ. আফগানিস্তান
গ. টোঙ্গা
ঘ. ভিয়েতনাম
উত্তরঃ গ
প্রশ্নঃ ১২ মে ২০১৭ কোন বাংলাদেশি OPCW’র নির্বাহী পর্ষদের ২০তম চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন?
ক. নাজমুল ইসলাম
খ. শেখ মোহাম্মদ বেলাল
গ. গোলাম সারওয়ার
ঘ. শেখ সেকান্দার আলী
উত্তরঃ খ
প্রশ্নঃ ৩০তম ASEAN শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
ক. ২৮-২৯ এপ্রিল ২০১৭
খ. ২৫-২৬ এপ্রিল ২০১৭
গ. ১-২ মার্চ ২০১৭
ঘ. ২০-২১ এপ্রিল ২০১৭
উত্তরঃ ক
প্রশ্নঃ লেবানন ভিত্তিক হিজবুল্লাহ গেরিলাদের প্রধান নেতা-
ক. শেখ ইয়াসিন
খ. মুকতাদা আল সদর
গ. শেখ হাসান নাসরুল্লাহ
ঘ. মাহমুদ আহমাদিনেজাদ
উত্তরঃ গ
প্রশ্নঃ Which country is not a member of European Union?/কোন দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়?
ক. Italy
খ. Germany
গ. Switzerland
ঘ. France
ঙ. None of these
উত্তরঃ গ
প্রশ্নঃ আন্তর্জাতিক আদালত (International Court of Justice) সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. জেনেভা
খ. হেগ
গ. শিকাগো
ঘ. ব্রাসেলস
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ইন্টার পোলের সদর দপ্তর কোথায় অবস্থিত?/ Where is the head quarter of Interpol?
ক. লন্ডন
খ. লিও
গ. রোম
ঘ. প্যারিস
উত্তরঃ খ
প্রশ্নঃ পূর্ব ও দক্ষিণ আফ্রিকার জন্য অভিন্ন বাজার (COMESA)-এর বর্তমান (২০১৭) সদস্য দেশ কতটি?
ক. ২০টি
খ. ২২টি
গ. ১৮টি
ঘ. ১৯টি
উত্তরঃ ক
প্রশ্নঃ All are permanent members of the security council of the UNO except-/কোনটি ছাড়া অন্য সকল রাষ্ট্রই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য?
ক. England
খ. France
গ. USA
ঘ. Russia
ঙ. Japan
উত্তরঃ ঙ
প্রশ্নঃ ন্যাটো (NATO)-র সদর দপ্তর যেখানে অবস্থিত-
ক. নিউইয়র্ক
খ. বন
গ. জেনেভা
ঘ. ব্রাসেলস
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ১ মার্চ ২০১৫ ইউনিয়ন অব সাউথ আমেরিকান নেশনস (UNASUR)- এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?
ক. ওলান্তা হুমালা (পেরু)
খ. মিশেল বাশেলেট (চিলি)
গ. নিকোলাস মাদুরো (ভেনিজুয়েলা)
ঘ. তাবারে ভাজকুয়েজ (উরুগুয়ে)
উত্তরঃ ঘ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)