আন্তর্জাতিক বিষয়াবলী-২২

প্রশ্নঃ ১৪তম আঙ্কটাড সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
ক. ১৭ – ২২ জুলাই, ২০১৬
খ. ১৫ – ২০ জুলাই, ২০১৬
গ. ১৬ – ১৯ জুলাই, ২০১৬
ঘ. ১৫ – ১৮ জুলাই, ২০১৬
উত্তরঃ ক

প্রশ্নঃ IFC বলতে কোনটিকে বোঝায়?
ক. Indian film corporation
খ. International Finance Corporation
গ. Indian Forest corporation
ঘ. International Food Company
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ MIGA is an Organization of:
ক. European Union
খ. NAFTA
গ. ITO
ঘ. World Bank
ঙ. IMF
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ৮ম BRICS সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
ক. ২০ – ২১ অক্টোবর, ২০১৬
খ. ১৮ – ১৯ অক্টোবর, ২০১৬
গ. ১৭ – ১৮ অক্টোবর, ২০১৬
ঘ. ১৫ – ১৬ অক্টোবর, ২০১৬
উত্তরঃ ঘ

প্রশ্নঃ এশিয়ায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির মূল ভিত্তি কি?
ক. জাপানকে সাহায্য করা
খ. ‘আসিয়ান’ জোটকে সমর্থন করা
গ. ভিয়েতনামকে দমন করা
ঘ. দক্ষিণ কোরিয়াকে রক্ষা করা
উত্তরঃ খ

প্রশ্নঃ নয়া আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থার প্রস্তাব জাতিসংঘের সাধারণ পরিষদের কোন বিশেষ অধিবেশনে গৃহীত হয়?
ক. দ্বিতীয়
খ. তৃতীয়
গ. পঞ্চম
ঘ. ষষ্ঠ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ PTA’র পূর্ণরূপ কি?
ক. Preferential Trading Agreement
খ. Preferential Trading Association
গ. Preferential Trade Agreement
ঘ. Preferential Trade Association
উত্তরঃ গ

প্রশ্নঃ জোট নিরপেক্ষ আন্দোলন শুরু হয়-
ক. ১৯৪৮ সালে
খ. ১৯৫০ সালে
গ. ১৯৫৫ সালে
ঘ. ১৯৬১ সালে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ১৭ সেপ্টেম্বর ২০১৬ NAM-এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?
ক. রাউল কাস্ত্রো (কিউবা)
খ. হাসান রুহানি (ইরান)
গ. নিকোলাস মাদুরো (ভেনিজুয়েলা)
ঘ. নাজিব রাজাক (মালয়েশিয়া)
উত্তরঃ গ

প্রশ্নঃ ১০ সেপ্টেম্বর ২০১৬ PIF-এর ১৮তম সদস্যপদ লাভ করে কোন দেশ?
ক. ফরাসি পলিনেশিয়া
খ. ভানুয়াতু
গ. নিউ ক্যালেডোনিয়া
ঘ. পালাউ
উত্তরঃ গ

প্রশ্নঃ আরবলীগ প্রতিষ্ঠা পায়–
ক. ১৯৪৯
খ. ১৯৫০
গ. ১৯৪৫
ঘ. ১৯৪০
উত্তরঃ গ

প্রশ্নঃ Quantas কোন দেশের এয়ারলইনস?
ক. অস্ট্রেলিয়া
খ. অস্ট্রিয়া
গ. তাজাকিস্তান
ঘ. তাইওয়ান
উত্তরঃ ক

প্রশ্নঃ আন্তর্জাতিক সমুদ্র সংস্থা (IMO)-এর বর্তমান (২০১৭) সদস্য দেশ কতটি?
ক. ১৭২টি
খ. ১৭৬টি
গ. ১৭০টি
ঘ. ১৭১টি
উত্তরঃ ক

প্রশ্নঃ ২১তম আন্তর্জাতিক এইডস সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
ক. ১৫ – ১৯ জুলাই ২০১৬
খ. ১২ – ১৬ জুলাই ২০১৬
গ. ১৮ – ২২ জুলাই ২০১৬
ঘ. ১০ – ১৪ জুলাই ২০১৬
উত্তরঃ গ

প্রশ্নঃ ১৯৬৫ সালের পূর্বে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত ছিল?
ক. ৭
খ. ৫
গ. ৯
ঘ. ১১
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) এর বর্তমান (২০১৬) সদস্য দেশ কতটি?
ক. ১৬৪টি
খ. ১৬০টি
গ. ১৬২টি
ঘ. ১৫৯টি
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন দেশ সবচেয়ে বেশিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়?
ক. আর্জেন্টিনা
খ. ভারত
গ. ব্রাজিল
ঘ. জাপান
উত্তরঃ ঘ

প্রশ্নঃ পুনর্গঠন ও উন্নয়নের জন্য আন্তর্জাতিক ব্যাংক (IBRD)-এর বর্তমান (২০১৬) সদস্য দেশ কতটি?
ক. ১৮৯টি
খ. ১৯২টি
গ. ১৮০টি
ঘ. ১৮৫টি
উত্তরঃ ক

প্রশ্নঃ জাতিসংঘে কোন দেশের ভেটো ক্ষমতা নেই?
ক. যুক্তরাজ্য
খ. ফ্রান্স
গ. জার্মানি
ঘ. চীন
উত্তরঃ গ

প্রশ্নঃ ২০১৭ সালে অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষ এককে শিরোপা জয়ী কে?
ক. অ্যান্ডি মারে
খ. রাফায়েল নাদাল
গ. রজার ফেদেরার
ঘ. নোভাক জকোভিচ
উত্তরঃ গ

প্রশ্নঃ ১৩তম ওআইসি (OIC) শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
ক. ২০ – ২১ এপ্রিল ২০১৬
খ. ১৪ – ১৫ এপ্রিল ২০১৬
গ. ২৩ – ২৪ এপ্রিল ২০১৬
ঘ. ১১ – ১২ এপ্রিল ২০১৬
উত্তরঃ খ

প্রশ্নঃ এল.টি.টি.ই হলো-
ক. বাংলাদেশের একটা সন্ত্রাসী দল
খ. ভারতের দস্যুদল
গ. কানাডার রাজনৈতিক দল
ঘ. শ্রীলংকার একটা বিচ্ছিন্নতাবাদী দল
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (IPU)-এর বর্তমান (২০১৭) ও দ্বিতীয় নারী প্রেসিডেন্ট কে?
ক. Gabriela Cuevas Barron (Mexico)
খ. Fatima Sadiq (Pakistan)
গ. Najma Heptulla (India)
ঘ. None of the above
উত্তরঃ ক

প্রশ্নঃ জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন?
ক. কুর্ট ওয়াল্ডহেইম
খ. পেরেজ দ্য কুয়েলার
গ. ট্রাইগভেলাই
ঘ. উ থান্ট
উত্তরঃ গ

প্রশ্নঃ ৯ ফেব্রুয়ারি ২০১৬ কোন দেশ জাতিসংঘ শিল্পোন্নয়ন সংস্থা (UNIDO)-এর ১৭০তম সদস্যপদ লাভ করে?
ক. লাওস
খ. সুদান
গ. কানাডা
ঘ. কিরিবাতি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ১৩৬তম IPU সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
ক. ২৬-৩০ মার্চ ২০১৭
খ. ৪-৯ এপ্রিল ২০১৭
গ. ১০-১৪ এপ্রিল ২০১৭
ঘ. ১-৫ এপ্রিল ২০১৭
উত্তরঃ ঘ

প্রশ্নঃ Amnesty International কত সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল?
ক. ১৯৭৭ সালে
খ. ১৯৭৮ সালে
গ. ১৯৭৯ সালে
ঘ. ১৯৮১ সালে
উত্তরঃ ক

প্রশ্নঃ WTO’র ১১তম মন্ত্রী পর্যায়ের বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়?
ক. বুয়েন্স আয়ার্স (আর্জেন্টিনা)
খ. সান্তিয়াগো, (চিলি)
গ. বেইজিং, চীন
ঘ. লিমা, পেরু
উত্তরঃ ক

প্রশ্নঃ সামন্তবাদ কোন ইউরোপীয় দেশে প্রথম সূত্রপাত হয়?
ক. ইটালী
খ. ইংল্যান্ড
গ. ফ্রান্স
ঘ. রাশিয়া
উত্তরঃ ক

প্রশ্নঃ হামাস গেরিলা সংগঠনটি-
ক. প্যালেস্টাইনের
খ. ইসরাইলের
গ. ফিলিপাইনের
ঘ. হাইতির
উত্তরঃ ক

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!