আন্তর্জাতিক বিষয়াবলী-১৯

প্রশ্নঃ Bangladesh is not a member of:
ক. IMF
খ. OPEC
গ. OIC
ঘ. ILO
উত্তরঃ খ

প্রশ্নঃ আন্তর্জাতিক সমুদ্রতল কর্তৃপক্ষ (ISA)-এর বর্তমান (২০১৬) সদস্যদেশ কতটি?
ক. ১৬৩টি
খ. ১৬০টি
গ. ১৬৮টি
ঘ. ১৫৮টি
উত্তরঃ গ

প্রশ্নঃ জলবায়ু পরিবর্তন রোধে গঠিত গ্রিন ক্লাইমেট ফান্ড (GCF)-এর সদর দপ্তর কোথায়?
ক. নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
খ. ইনচিয়ন, দক্ষিণ কোরিয়া
গ. রোম, ইতালি
ঘ. কেপটাউন, দক্ষিণ আফ্রিকা
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ সার্কের সচিবলায় কোথায় অবস্থিত?
ক. দিল্লী
খ. ইসলাবাদ
গ. কাঠমান্ডু
ঘ. ঢাকা
উত্তরঃ গ

প্রশ্নঃ ১৩ মে ২০১৬ ফিফার ২১১তম সদস্যপদ লাভ করে কোন দেশ?
ক. সার্বিয়া
খ. জিব্রাল্টার
গ. কসোভো
ঘ. গ্যাবন
উত্তরঃ খ

প্রশ্নঃ ইউরো বলতে কি বোঝায়?
ক. ইউরোপীয় টিভি কার্যক্রম
খ. ইউসির অপর নাম
গ. ইউরোপীয় মুদ্রার নাম
ঘ. ইউরোপীয় বেতার
উত্তরঃ গ

প্রশ্নঃ জোট নিরপেক্ষ আন্দোলনের প্রতম শীর্ষ সম্মেলন কোথায়, কবে অনুষ্ঠিত হয়?
ক. হারারে, ১৯৮৯
খ. বেলগ্রেড, ১৯৬১
গ. হাভানা, ১৯৭৩
ঘ. কায়রো, ১৯৭০
উত্তরঃ খ

প্রশ্নঃ ECO র সদস্য সংখ্যা কত?
ক. ৯
খ. ১০
গ. ১১
ঘ. ১২
উত্তরঃ খ

প্রশ্নঃ জাতিসংঘের পঞ্চম উপ-মহাসচিব কে?
ক. জন এলিয়াসন
খ. আমিনা জে মোহাম্মদ
গ. ইয়ান এলিয়াসোন
ঘ. উপরের কেউ না
উত্তরঃ খ

প্রশ্নঃ ৭৭ জাতি গ্রুপের সদস্য সংখ্যা-
ক. ৭৭
খ. ৭৭-এর বেশি
গ. ৭৭-এর কম
ঘ. ৭৭-এর অর্ধেক
উত্তরঃ খ

প্রশ্নঃ নবম ডি-৮ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
ক. জাকার্তা, ইন্দোনেশিয়া
খ. ইসলামাবাদ, পাকিস্তান
গ. ইস্তানবুল, তুরস্ক
ঘ. আবুজা, নাইজেরিয়া
উত্তরঃ গ

প্রশ্নঃ MIGA কখন গঠিত হয়?
ক. ১৯৮২ সনে
খ. ১৯৮৪ সনে
গ. ১৯৮৬ সনে
ঘ. ১৯৮৮ সনে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ আবু সায়েফ গেরিলা গেষ্ঠী কোন দেশে তৎপর?
ক. ইরাক
খ. ফিলিপাইন
গ. ইন্দোনেশিয়া
ঘ. থাইল্যান্ড
উত্তরঃ খ

প্রশ্নঃ ৪ মার্চ ২০১৬ কোন দেশ IMSO-এর ১০২তম সদস্যপদ লাভ করে?
ক. অস্ট্রেলিয়া
খ. সিয়েরালিওন
গ. ফিজি
ঘ. দক্ষিন সুদান
উত্তরঃ গ

প্রশ্নঃ HDI ধারণাটি কোন সংস্তার উদ্ভাবন?
ক. বিশ্বব্যাংক
খ. UNDP
গ. FAO
ঘ. WHO
উত্তরঃ খ

প্রশ্নঃ ১৩ জুলাই ২০১৭ কোন দেশ EBRD’র ৬৮তম সদস্যপদ লাভ করে?
ক. লেবানন
খ. চীন
গ. কসোভো
ঘ. তিউনিসিয়া
উত্তরঃ ক

প্রশ্নঃ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (UNDP) শীর্ষ পদটি কি?
ক. প্রশাসক
খ. মহাপরিচালক
গ. মহাসচিব
ঘ. প্রেসিডেন্ট
উত্তরঃ ক

প্রশ্নঃ The five permanent members of the security councils of the UNO are:/জাতিসংঘের পাঁচজন স্থায়ী সদস্য-
ক. USA-UK-Russia-Japan-China
খ. USA-Russia-China-France-Germany
গ. USA-UK-Russia-France-India
ঘ. USA-UK-Russia-France-China
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘টুপাক আমারু’ কি?
ক. একটি ফলের নাম
খ. পেরুর বামপন্থী গেরিলা সংগঠন
গ. একজন বিখ্যাত পন্ডিত
ঘ. একটি দর্শনীয় স্থান
উত্তরঃ খ

প্রশ্নঃ আন্তর্জাতিক রোটারি সংস্থার প্রতিষ্ঠাতার নাম কি?
ক. W. Wilson
খ. Paul Haris
গ. Baden Powel
ঘ. H. Wilson
উত্তরঃ খ

প্রশ্নঃ Which is the biggest oil consuming country in the world?/বিশ্বের বৃহত্তম তেল ব্যবহারকারী দেশ কোনটি?
ক. USA
খ. China
গ. India
ঘ. Japan
উত্তরঃ ক

প্রশ্নঃ গ্রুপ ৭৭ কোন ধরনের দেশগুলো নিয়ে গঠিত?
ক. উন্নত
খ. উন্নয়নশীল
গ. ঔপনিবেশিক
ঘ. অনুন্নত
উত্তরঃ খ

প্রশ্নঃ জাতিসংঘ সনদ কোন সাল কার্যকরী হয়?
ক. ১৯২০ সালে
খ. ১৯৪০ সালে
গ. ১৯৪৫ সালে
ঘ. ১৯৫০ সালে
উত্তরঃ গ

প্রশ্নঃ দ্বিতীয় এশিয়ান-আফ্রিকান শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
ক. ২৫-২৮ এপ্রিল ২০১৫
খ. ২৪-২৭ এপ্রিল ২০১৫
গ. ২৬-২৯ এপ্রিল ২০১৫
ঘ. ২২-২৪ এপ্রিল ২০১৫
উত্তরঃ ঘ

প্রশ্নঃ What kind of organization is Amnesty International?/ Amnesty International কি ধরনের সংস্থা?
ক. Economic
খ. Literature related
গ. Human Rights
ঘ. Law related
উত্তরঃ গ

প্রশ্নঃ IMF gives loan for:
ক. Starting factory
খ. Constructing airport
গ. Establishing hospitals
ঘ. Correecting unfavourable Balance of Payment
উত্তরঃ ঘ

প্রশ্নঃ জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP)-এর নতুন নির্বাহী পরিচালক কে?
ক. কাইটেক লিম (দক্ষিণ কোরিয়া)
খ. কোজি সিকিমিঝো (জাপান)
গ. এরিক সলহেইম (নরওয়ে)
ঘ. অভে নিলসেন (ডেনমার্ক)
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘হুথি’ বা ‘আনসারুল্লাহ’ কোন দেশের সংগঠন?
ক. ইরাক
খ. পাকিস্তান
গ. ইয়েমেন
ঘ. ওমান
উত্তরঃ গ

প্রশ্নঃ এসকাপের সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. ব্যাংকক
খ. সিঙ্গাপুর
গ. দিল্লী
ঘ. কলম্বো
উত্তরঃ ক

প্রশ্নঃ আন্তর্জাতিক শিশু পল্লীর প্রতিষ্ঠাতা কে?
ক. অ্যাঞ্জেলা গোমেজ
খ. হারম্যান মেইনার
গ. ভেলরি এ টেইলর
ঘ. ব্যাডেন পাওয়েল
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!
Scroll to Top