আন্তর্জাতিক বিষয়াবলী-১৮

প্রশ্নঃ ৭ম ব্রিকস শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
ক. ১২-১৩ জুলাই ২০১৫
খ. ১১-১২ জুলাই ২০১৫
গ. ১০-১১ জুলাই ২০১৫
ঘ. ৮-৯ জুলাই ২০১৫
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘মিলেনিয়াম চ্যালেঞ্জ একাউন্ট’ কোন দেশের সাহয্য সংস্থা?
ক. যুক্তরাজ্য
খ. মার্কিন যুক্তরাষ্ট্র
গ. জাপান
ঘ. কানাডা
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ কখন থেকে এশীয় উন্নয়ন ব্যাংকের লেনদেন শুরু হয়?
ক. নভেম্বর ১৯৬৬
খ. ডিসেম্ব ১৯৬৬
গ. ডিসেম্বর ১৯৬৭
ঘ. জানুয়ারি ১৯৮৮
উত্তরঃ খ

প্রশ্নঃ FARC গেরিলারা কোন দেশে তাদের কার্যক্রম চালাচ্ছে?
ক. পেরু
খ. কলম্বিয়া
গ. চিলি
ঘ. কোস্টারিকা
উত্তরঃ খ

প্রশ্নঃ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) -এর সময়কাল কত?
ক. ২০১৬ – ২০২৫ সাল
খ. ২০১৭ – ২০১৮ সাল
গ. ২০১৬ – ২০৩০ সাল
ঘ. ২০২০ – ২০৩০ সাল
উত্তরঃ গ

প্রশ্নঃ ১৭তম সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
ক. ১৫-১৬ জুন ২০১৭
খ. ১২-১৩ জুন ২০১৭
গ. ৮-৯ জুন ২০১৭
ঘ. ৫-৬ জুন ২০১৭
উত্তরঃ গ

প্রশ্নঃ ১৪ ফেব্রুয়ারি ২০১৬ কোন দেশ ILO-এর ১৮৭তম সদস্যপদ লাভ করে?
ক. সোয়াজিল্যান্ড
খ. পাপুয়া নিউগিনি
গ. টোঙ্গা
ঘ. তুর্কমেনিস্তান
উত্তরঃ গ

প্রশ্নঃ সার্ক সচিবালয় অবস্থিত-
ক. শ্রীলংকা
খ. ভারত
গ. ভূটান
ঘ. নেপাল
উত্তরঃ ঘ

প্রশ্নঃ এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (ACU)- এর সহযোগী দেশ কোনটি?
ক. পাকিস্তান
খ. আফগানিস্তান
গ. আলজেরিয়া
ঘ. সার্বিয়া
উত্তরঃ খ

প্রশ্নঃ ৩০ জুন ২০১৬ কোন দেশ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (IOM)-এর সদস্য পদ লাভ করে?
ক. Solomon Islands
খ. Tuvalu
গ. China
ঘ. All of them
উত্তরঃ ঘ

প্রশ্নঃ Which one is not a national currency?/ কোনটি জাতীয় মুদ্রা নয়?
ক. Pound
খ. Euro
গ. Dollar
ঘ. Guilder
উত্তরঃ খ

প্রশ্নঃ জাতিসংঘের কারিগরি সহায়তা কার্যক্রম সংশ্লিষ্ট বিভিন্ন তহবিল ও সংস্থার মধ্যে সমন্বয়ের দায়িত্ব পালনকারী বিভাগের নাম কি?
ক. UNDP
খ. DTCD
গ. UNFPA
ঘ. UNEF
উত্তরঃ ক

প্রশ্নঃ ১৯ সেপ্টেম্বর ২০১৬ জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থা হিসেবে যোগ দেয়—
ক. আন্তর্জাতিক সমুদ্রতল কর্তৃপক্ষ (IAS)
খ. আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC)
গ. ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (ICC)
ঘ. আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM)
উত্তরঃ ঘ

প্রশ্নঃ আল-জাজিরা স্যাটেলাইট টেলিভিশনের প্রধান সম্প্রচার কেন্দ্র কোন দেশে অবস্থিত?
ক. কুয়েতে
খ. ওমানে
গ. কাতারে
ঘ. বাহরাইনে
উত্তরঃ গ

প্রশ্নঃ How many countries are permanent members of the UN security council(UNSC)? জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা-
ক. ১১
খ. ৮
গ. ৫
ঘ. ১০
উত্তরঃ গ

প্রশ্নঃ নিচের কোন দেশটি EEC গঠন করার সময় উদ্যোক্তা ছিল না?
ক. বেলজিয়াম
খ. ফ্রান্স
গ. ইতালী
ঘ. UK
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ১১তম জি-২০ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
ক. ৯-১০ সেপ্টেম্বর ২০১৬
খ. ৭-৮ সেপ্টেম্বর ২০১৬
গ. ৫-৬ সেপ্টেম্বর ২০১৬
ঘ. ৪-৫ সেপ্টেম্বর ২০১৬
উত্তরঃ ঘ

প্রশ্নঃ পূর্ব আফ্রিকান কমিউনিটি (EAC)-এর বর্তমান (২০১৬) দেশ কতটি?
ক. ৫টি
খ. ৬টি
গ. ৮টি
ঘ. ৪টি
উত্তরঃ খ

প্রশ্নঃ ১ জানুয়ারি ২০১৭ আন্তর্জাতিক সমুদ্রতল কর্তৃপক্ষ (ISA)-এর মহাসচিব হিসেব দায়িত্ব গ্রহণ করেন কে?
ক. মাইকেল ডব্লিউ লজ (যুক্তরাজ্য)
খ. জোয়াহের চরফি (মরক্কো)
গ. জোসেফিন ফীহিলি (আয়ারল্যান্ড)
ঘ. মার্টিন জে ডান (নিউজিল্যান্ড)
উত্তরঃ ক

প্রশ্নঃ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ ফোরাম (PIF)-এর বর্তমান (সেপ্টেম্বর ২০১৬) সদস্য দেশ কতটি?
ক. ১৫টি
খ. ১৮টি
গ. ২০টি
ঘ. ২২টি
উত্তরঃ খ

প্রশ্নঃ The newest member of SARRC is-/ সার্কের নতুন সদস্য দেশ কোনটি?
ক. Myanmar(মায়ানমার)
খ. Bhutan(ভুটান)
গ. Afghanistan(আফগানিস্তান)
ঘ. China(চীন)
ঙ. Maldives(মালদ্বীপ)
উত্তরঃ গ

প্রশ্নঃ Where is the Headquarters of the UN Security council located at?/জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. Washington
খ. Paris
গ. New York
ঘ. Tokyo
ঙ. None of these
উত্তরঃ গ

প্রশ্নঃ Where is the headquarter of the Islamic Development Bank(IDB) located?/ ইসলামী উন্নয়ন ব্যাংকের (IDB) সদর দপ্তর বা প্রধান কার্যালয় বা সচিবালয় কোথায় অবস্থিত?
ক. Riyadh(রিয়াদ)
খ. Jeddah(জেদ্দা)
গ. Dubai(দুবাই)
ঘ. Bahrain(বাহরাইন)
উত্তরঃ খ

প্রশ্নঃ জাতিসংঘের মানব উন্নয়ন সূচকের ভিত্তিতে সার্কভূক্ত কোন দেশটি সবচেয়ে অগ্রগামী?
ক. ভারত
খ. পাকিস্তান
গ. বাংলাদেশ
ঘ. শ্রীলংকা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ Head office of Amnesty International Situated in-/ অ্যামনেস্টি ইন্টরন্যাশনাল- এর সদর দপ্তর কোথায়?
ক. Viena
খ. Luexmberg
গ. New York
ঘ. London
উত্তরঃ ঘ

প্রশ্নঃ NASA-এর সদর দফতর কোথায়?
ক. ফ্লোরিডা
খ. হিউস্টন
গ. কেপ কেনেডি
ঘ. টেকসাস
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘লীগ অব নেশনস’ কোন সালে বিলুপ্ত হয়?
ক. ১৯৩৯
খ. ১৯৪১
গ. ১৯৪৫
ঘ. ১৯৪৬
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ১৮তম ন্যাম শীর্ষ সম্মেলন কোন সালে অনুষ্ঠিত হবে?
ক. ২০১৯ সালে
খ. ২০২০ সালে
গ. ২০২২ সালে
ঘ. ২০১৮ সালে
উত্তরঃ ক

প্রশ্নঃ ১০ জুলাই ২০১৫ সাংহাই সহযোগিতা সংস্থায় (SCO) কোন দুটি দেশকে সদস্য হিসেবে গ্রহণ করার ঘোষণা দেয়া হয়?
ক. ভারত ও পাকিস্তান
খ. ইরান ও আফগানিস্তান
গ. বেলারুশ ও তুরস্ক
ঘ. মঙ্গোলিয়া ও শ্রীলংকা
উত্তরঃ ক

প্রশ্নঃ বিশ্বের সর্বশেষ জলবায়ু সম্মেলন(ডিসেম্বর ২০১৮) কোথায় অনুষ্ঠিত হয়?
ক. কাটোউইস, পোল্যান্ড
খ. প্যারিস, ফ্রান্স
গ. রোম, ইতালি
ঘ. বেইজিং, চীন
উত্তরঃ ক

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!