প্রশ্নঃ অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (OECD)-এর ৩৫তম সদস্য দেশ কোনটি?
ক. পাকিস্তান
খ. লাটভিয়া
গ. এস্তোনিয়া
ঘ. স্লোভেনিয়া
উত্তরঃ খ
প্রশ্নঃ ইউরোপীয় ইউনিয়ন (European Union) এর সাধারণ মুদ্রার নাম কি?
ক. ডলার
খ. ইউরো
গ. ইউরো ডলার
ঘ. পাউন্ড
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘আল জাজিরা’ টিভি চ্যানেলের মূল কেন্দ্র কোথায়?
ক. কুয়েতে
খ. মিশরে
গ. সিরিয়ায়
ঘ. দোহায়
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোন দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়?
ক. সুইডেন
খ. বেলজিয়াম
গ. নরওয়ে
ঘ. ডেনমার্ক
উত্তরঃ গ
প্রশ্নঃ জি-৮ বর্তমানে কি নামে পরিচিত
ক. জি-২০
খ. জি-১৬
গ. জি-১২
ঘ. জি-১৮
উত্তরঃ ক
প্রশ্নঃ The Head Quarter of Asian Development Bank (ADB) is situated in which country?/ এশীয় উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর—
ক. Saudi Arabia(সৌদি আরবে)
খ. Pkistan(পাকিস্তানে)
গ. Philippines(ফিলিপাইন)
ঘ. Thailand(থাইল্যান্ডে)
উত্তরঃ গ
প্রশ্নঃ জাতিসংঘের মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল-এর কয়টি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়?
ক. ৪টি
খ. ৬টি
গ. ৮টি
ঘ. ১০টি
উত্তরঃ গ
প্রশ্নঃ নিরক্ষীয় গিনি কবে LDC ভুক্ত হয়েছিল?
ক. ১৯৮২ সালে
খ. ১৯৭৯ সালে
গ. ১৯৮৫ সালে
ঘ. ১৯৭৫ সালে
উত্তরঃ ক
প্রশ্নঃ ২০১৬ সালে চতুর্থ বিমসটেক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
ক. শ্রীলংকা
খ. নেপাল
গ. ভারত
ঘ. বাংলাদেশ
উত্তরঃ খ
প্রশ্নঃ এশীয় অবকাঠামো বিনিয়গ ব্যাংক (AIIB)’র সদর দপ্তর কোথায়?
ক. দোহা, কাতার
খ. নয়াদিল্লি, ভারত
গ. বেইজিং, চীন
ঘ. কুয়ালালামপুর, মালয়েশিয়া
উত্তরঃ গ
প্রশ্নঃ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (NATO) কোন বছর প্রতিষ্টিত হয়?/উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা গঠিত হয়েছিল-
ক. ৪ এপ্রিল, ১৯৪৯
খ. ৩ জানুয়ারি, ১৯৫৪
গ. ২৬ মে, ১৯৫৫
ঘ. ১ ফেব্রুয়ারী, ১৯৫৬
উত্তরঃ ক
প্রশ্নঃ জাতিসংঘের নারী উন্নয়ন বিষয়ক তহবিলের নাম?
ক. ইউএন উইমেন
খ. সমতা তহবিল
গ. ইউনিফেম
ঘ. জেন্ডার সমতা তহবিল
উত্তরঃ গ
প্রশ্নঃ এশীয় অবকাঠামো বিনিয়গ ব্যাংক (AIIB)’র কাউন্সিলের প্রথম চেয়ারম্যান কে?
ক. জিন লিকুন
খ. শি জিনপিং
গ. লি কে কিয়াং
ঘ. লো চি ওয়েই
উত্তরঃ ঘ
প্রশ্নঃ OIC-এর প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোন দেশে?
ক. মরক্কো
খ. পাকিস্তান
গ. সৌদি আরব
ঘ. ইরান
উত্তরঃ ক
প্রশ্নঃ ১৮ জুলাই ২০১৬ কোন দেশ CERN-এর সদস্য পদ লাভ করে?
ক. তুরস্ক
খ. বুলিগেরিয়া
গ. সুইজারল্যান্ড
ঘ. রোমানিয়া
উত্তরঃ ঘ
প্রশ্নঃ গ্রুপ-৭৭ এর জন্ম হয়েছিল কত সালে?
ক. ১৯৬১
খ. ১৯৬৪
গ. ১৯৬৬
ঘ. ১৯৬৭
উত্তরঃ খ
প্রশ্নঃ ১ সেপ্টেম্বর ২০১৫ আফ্রিকান উন্নয়ন ব্যাংক (AfBD0 -এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?
ক. অকিনুমবি এদেসিনা (নাইজেরিয়া)
খ. ভুপেন্দ্র সিং (ভারত)
গ. ডেভিড রিচার্ডসন (দ. আফ্রিকা)
ঘ. জন দ্রামিনি মাহানা (ঘানা)
উত্তরঃ ক
প্রশ্নঃ How many members are there in the UN security council? জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা-
ক. ১০
খ. ১১
গ. ১২
ঘ. ১৫
উত্তরঃ ঘ
প্রশ্নঃ সার্ক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হচ্ছে-
ক. নয়াদিল্লি
খ. কাঠমান্ডু
গ. ঢাকা
ঘ. ইসলামাবাদ
উত্তরঃ ক
প্রশ্নঃ ৩১ ডিসেম্বর ২০১৫ কোন দেশ শিল্পোন্নয়ন সংস্থা (UNIDO)-এর সদস্যপদ প্রত্যাহার করে?
ক. রাশিয়া
খ. থাইল্যান্ড
গ. অস্ট্রিয়া
ঘ. বেলজিয়াম
উত্তরঃ ঘ
প্রশ্নঃ MI6′-কোন দেশের গোয়েন্দা সংস্থা?
ক. মিশর
খ. ইসরাইল
গ. ফ্রান্স
ঘ. ব্রিটেন
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোনটি বিলুপ্ত হয়েছে?
ক. ওয়ারশ প্যাক্ট
খ. ন্যাটো
গ. নাফটা
ঘ. অ্যাপেক
উত্তরঃ ক
প্রশ্নঃ ওয়ার্ল্ড ফেডারেশন অব এক্সচেঞ্জ (WFE)-এর সদর দপ্তর কোথায়?
ক. ওয়াশিংটন ডিসি
খ. লন্ডন
গ. প্যারিস
ঘ. জেনেভা
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘তাস’ কোন দেশের সংবাদ সংস্থা?
ক. ফিলিপাইন
খ. চীন
গ. রাশিয়া
ঘ. ইসরাইল
উত্তরঃ গ
প্রশ্নঃ বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) -এর বাণিজ্য সহায়তা চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
ক. ২৭ অক্টোবর ২০১৪
খ. ২৭ আগস্ট ২০১৪
গ. ২৭ নভেম্বর ২০১৪
ঘ. ২৭ সেপ্টেম্বর ২০১৪
উত্তরঃ গ
প্রশ্নঃ Where is the headquarter of the European Union(EU)?/ ইউরোপীয় উনিয়নের সদর দপ্তর কোথায়?
ক. London(লন্ডন)
খ. The Hague(দি হেগ)
গ. Brussels(ব্রাসেলস)
ঘ. Rome(রোম)
ঙ. None of these
উত্তরঃ গ
প্রশ্নঃ ২৪ শে মার্চ ২০১৫ কোন দেশ বিশ্ব শুল্ক সংস্থা (WCO)- এর ১৮০তম সদস্য পদ লাভ করে?
ক. সোমালিয়া
খ. ফিলিস্তিন
গ. কসোভো
ঘ. পূর্ব তিমুর
উত্তরঃ খ
প্রশ্নঃ স্বল্পোন্নত দেশগুলোর উন্নয়ন কাজে সমন্বয় করে কোনটি?
ক. ইউনোস্কো
খ. অছি পরিষদ
গ. ইউএনডিপি
ঘ. নিরাপত্তা পরিষদ
উত্তরঃ গ
প্রশ্নঃ ৭ম ব্রিকস শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
ক. কেপটাউন (দক্ষিণ আফ্রিকা)
খ. বেইজিং (চীন)
গ. উফা (রাশিয়া)
ঘ. নয়াদিল্লি (ভারত)
উত্তরঃ গ
প্রশ্নঃ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)-এর বর্তমান (২০১৭) সহযোগী সদস্য দেশ কতটি?
ক. ৮৮টি
খ. ৮৫টি
গ. ৯২টি
ঘ. ৯৮টি
উত্তরঃ গ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)