প্রশ্নঃ ইন্টারফ্যাক্স কি?
ক. রাশিয়ার সরকারি বার্তা সংস্থা
খ. ইন্টারনেটের মাধ্যমে ফ্যাক্স
গ. ইন্টারনেট
ঘ. কোনোটিই নয়
উত্তরঃ ক
প্রশ্নঃ সার্কের প্রথম মহাসচিব কে?
ক. জনাব আবুল আহসান
খ. জনাব কিউ.এ.এম. রমি
গ. জনাব ইব্রাহিম হোসেন জাকি
ঘ. জনাব সৈয়দ নাঈম-উল-হাসান
উত্তরঃ ক
প্রশ্নঃ ১ জানুয়ারি ২০১৫ আন্তর্জাতিক মান সংস্থা (ISO)-এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?
ক. মাসামি ট্যাঙ্গো (জাপান)
খ. বিল হিন্ডস (যুক্তরাষ্ট্র)
গ. জাং ঝাও গাং (চীন)
ঘ. জন হিল ( ব্রিটেন)
উত্তরঃ গ
প্রশ্নঃ The headquarter of the World Bank is situated in which city?/বিশ্বব্যাংকের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
ক. Washington D.C
খ. New York
গ. Chicago
ঘ. Geneva
উত্তরঃ ক
প্রশ্নঃ ২৭তম আসিয়ান শীর্ষ সম্মেলন কবে, কোথায় অনুষ্ঠিত হয়?
ক. ২১-২২ নভেম্বর ২০১৫; কুয়ালালমপুর, মালয়েশিয়া
খ. ২১-২২ নভেম্বর ২০১৫; জাকার্তা, ইন্দোনেশিয়া
গ. ২১-২২ নভেম্বর ২০১৫; ম্যানিলা, ফিলিপাইন
ঘ. ২১-২২ নভেম্বর ২০১৫; হ্যানয়, ভিয়েতনাম
উত্তরঃ ক
প্রশ্নঃ নিচে উল্লেখিত জাতিসংঘের সেক্রেটারি জেনারেলদের কোন জন এশিয়া মহাদেশের অধিবাসী?
ক. দ্যাগ হ্যামারশোল্ড
খ. পেরেজ দ্য কুয়েলার
গ. বুট্রোস ঘালী
ঘ. উ থান্ট
উত্তরঃ ঘ
প্রশ্নঃ জাতিসংঘের পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয় কবে?
ক. ১২ সেপ্টেম্বর ২০১৭
খ. ৮ সেপ্টেম্বর ২০১৭
গ. ২০ সেপ্টেম্বর ২০১৭
ঘ. ১৪ সেপ্টেম্বর ২০১৭
উত্তরঃ গ
প্রশ্নঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর অস্টম ও বর্তমান (২০১৭) মহাপরিচালক কে?
ক. Lee Jong-wook
খ. Anders Nordström
গ. Tedros Adhanom Ghebreyesus
ঘ. Hiroshi Nakajima
উত্তরঃ গ
প্রশ্নঃ ইসলামি উন্নয়ন ব্যাংক কে (IDB) দেয়া বাংলাদেশর চাঁদার হার কত?
ক. ২৫.০ মিলিয়ন ইসলামিক দিনার
খ. ১৫.৫ মিলিয়ন ইসলামিক দিনার
গ. ১০.০ মিলিয়ন ইসলামিক দিনার
ঘ. কোন চাঁদা দিতে হয় না
উত্তরঃ গ
প্রশ্নঃ নবম ডি-৮ শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
ক. ১০ অক্টোবর ২০১৭
খ. ১ অক্টোবর ২০১৭
গ. ২০ অক্টোবর ২০১৭
ঘ. ১৫ অক্টোবর ২০১৭
উত্তরঃ গ
প্রশ্নঃ উত্তর আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তি (NAFTA) কত সালে স্বাক্ষরিত হয়?
ক. ১৯৯০
খ. ১৯৯২
গ. ১৯৯৪
ঘ. ১৯৯৭
উত্তরঃ খ
প্রশ্নঃ IBRD is the official name of–
ক. IMF
খ. World Bank
গ. Both a&b
ঘ. None of these
উত্তরঃ খ
প্রশ্নঃ জাতিসংঘের মহাসচিব কার সুপারিশে নির্বাচিত হন?
ক. সাধারণ পরিষদের
খ. নিরাপত্তা পরিষদের
গ. স্থায়ী সদস্যদের
ঘ. আমেরিকার প্রেসিডেন্টের
উত্তরঃ খ
প্রশ্নঃ ইউরোপীয় নিরাপত্তা ও সহযোগিতা সংস্থা (OSCE)-এর বর্তমান (২০১৭) মহাসচিব কে?
ক. সার্জিও মুজিকা (চিলি)
খ. ইউকিয়ো আমানো (জাপান)
গ. টমাস গ্রিমিনজার (সুইজারল্যান্ড)
ঘ. এনরিক ক্যানন পেড্রোগোসা (উরুগুয়ে)
উত্তরঃ গ
প্রশ্নঃ নিম্নের কোন কার্যক্রমের সাথে অ্যামনেষ্টি ইন্টারন্যাশনাল যুক্ত।
ক. প্রাণীদের প্রতি নিষ্ঠুরতা রোধ
খ. পরিবেশ সংরক্ষণ
গ. মানবাধিকার সংরক্ষণ
ঘ. ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ
উত্তরঃ গ
প্রশ্নঃ ভেটো শব্দের অর্থ-
ক. আমি এটা জানি না
খ. আমি এটা মানি না
গ. আমি কোনো মতামত দিব না
ঘ. আমি সমর্থন করি
উত্তরঃ খ
প্রশ্নঃ সার্কভুক্ত দেশসমূহের মধ্যে কোন দেশের জনসংখ্যা ঘনত্ব সবচেয়ে কম?
ক. মালদ্বীপ
খ. নেপাল
গ. ভুটান
ঘ. শ্রীলংকা
উত্তরঃ গ
প্রশ্নঃ ফেয়ার ফ্যাক্স কি?
ক. সংবাদ সংস্থা
খ. পরিবেশ সংস্থা
গ. গোযেন্দা সংস্থা
ঘ. মানবাধিকার সংস্থা
উত্তরঃ ক
প্রশ্নঃ টেকসই উন্নয়ন লক্ষ্য- এর বাস্তবায়ন শুরু হবে কবে?
ক. ২৫ ডিসেম্বর ২০১৫
খ. ১ জানুয়ারি ২০১৬
গ. ১ ফেব্রুয়ারি ২০১৬
ঘ. ১০ জানুয়ারি ২০১৬
উত্তরঃ খ
প্রশ্নঃ Which is the largest trading block of the world?/পৃথিবীর বৃহত্তম বাণিজ্যিক ব্লক কোনটি?
ক. NAFTA
খ. ASEAN
গ. EU
ঘ. MERCOSUR
উত্তরঃ গ
প্রশ্নঃ কোনটি নিরস্ত্রীকরণের সঙ্গে সম্পৃক্ত নয়?
ক. NATO
খ. SALT
গ. NPT
ঘ. CTBT
উত্তরঃ ক
প্রশ্নঃ এশিয়ার কোন দেশ ওপেক সদস্যভুক্ত?
ক. ইন্দোনেশিয়া
খ. মালয়েশিয়া
গ. ব্রুনাই
ঘ. ইরান
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ১৪ এপ্রিল ২০১৬ ওআইসি (OIC)-এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?
ক. বাদশাহ সালমান (সৌদি আরব)
খ. ফুয়াদ মাসুম (ইরাক)
গ. মামনুল হুসাইন (পাকিস্তান)
ঘ. রিসেপ তায়িপ এরদোয়ান (তুরস্ক)
উত্তরঃ ঘ
প্রশ্নঃ জাতিসংঘ শিশু তহবিল (UNICEF) এর প্রধান কার্যালয় বা সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. জেনেভায়
খ. ওয়াশিংটনে
গ. নিউইয়র্কে
ঘ. প্যারিসে
উত্তরঃ গ
প্রশ্নঃ সার্কের সদর দপ্তর কোথায়?
ক. ঢাকা
খ. নয়াদিল্লী
গ. কলম্বো
ঘ. কাঠমান্ডু
উত্তরঃ ঘ
প্রশ্নঃ গ্রিণপিস কোন দেশের পরিবেশবাদী গ্রুপ?
ক. নেদারল্যান্ড
খ. পোল্যান্ড
গ. ফিনল্যান্ড
ঘ. নিউজিল্যান্ড
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘ইউরো’ মুদ্রা কখন চালু হয়?
ক. ১ জানুয়ারি, ১৯৯৯
খ. ১ জুলাই, ১৯৯৯
গ. ১ মার্চ, ২০০০
ঘ. ১ জুলাই, ২০০০
উত্তরঃ ক
প্রশ্নঃ ১০ এপ্রিল ২০১৭ কোন দেশ WCO’এর ১৮২তম সদস্য পদ লাভ করে?
ক. অ্যান্টিগুয়া অ্যান্ড বারমুডা
খ. সোমালিয়া
গ. আফগানিস্তান
ঘ. দক্ষিণ সুদান
উত্তরঃ ক
প্রশ্নঃ বর্তমনে জাতিসংঘের মাহসচিব কোন দেশের নাগরিক?
ক. দক্ষিণ কোরিয়া
খ. ঘানা
গ. সেনেগাল
ঘ. মরক্কো
উত্তরঃ ক
প্রশ্নঃ কোন মুসলিম দেশ সামরিক জোট ন্যটোর সদস্য?
ক. তুরস্ক
খ. পাকিস্তান
গ. সৌদি আরব
ঘ. মালয়েশিয়া
উত্তরঃ ক
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)