আন্তর্জাতিক বিষয়াবলী-১২৬

প্রশ্নঃ মূল মধ্যরেখা থেকে পূর্ব বা পশ্চিমে কোন স্থানে কোণিক দূরত্বকে ঐ স্থানের কি বলে?
ক. দেশান্তর
খ. অক্ষাংশ
গ. দ্রাঘিমাংশ
ঘ. প্রতিপাদ স্থান
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলা সনের প্রবর্তক কে?
ক. লক্ষ্মন সেন
খ. সম্রাট আকবর
গ. আবুল ফজল
ঘ. টোডরমল
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ বিশ্ব উষ্ণায়নের লক্ষণ-
ক. অতি বৃষ্টি
খ. অনাবৃষ্টি
গ. ঝড়-জলোচ্ছ্বাসের মাত্রা বৃদ্ধি
ঘ. সবগুলোই
উত্তরঃ গ

প্রশ্নঃ দিবা ও রাত্রি পরস্পর সমান, এরূপ দিন বছরে কয়বার আসে?
ক. ১ বার
খ. ২ বার
গ. ৩ বার
ঘ. ৪ বার
উত্তরঃ খ

প্রশ্নঃ হ্যালির ধুমকেতু আবার দেখা যাবে—
ক. ২০৪২ খ্রি.
খ. ২০৭২ খ্রি.
গ. ২০৫২ খ্রি.
ঘ. ২০৬২ খ্রি.
উত্তরঃ ঘ

প্রশ্নঃ হ্যালির ধুমকেতু কত বছর পর পর দেখা যায়?
ক. ৫৫ বছর
খ. ৬৫ বছর
গ. ৭৫ বছর
ঘ. ৮৫ বছর
উত্তরঃ গ

প্রশ্নঃ বিশ্বের বৃহত্তম রেডিও টেলিস্কোপ কোন দেশে অবস্থিত?
ক. রাশিয়া
খ. জাপান
গ. চীন
ঘ. যুক্তরাষ্ট্র
উত্তরঃ গ

প্রশ্নঃ A brief History of time’ গ্রন্থের লেখক কে?
ক. গিবন
খ. স্টিফেন হকিং
গ. গ্যালিলও
ঘ. নিউটন
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন রেখা অতিক্রম করলে একদিন যোগ বা বিয়োগ করতে হয়?
ক. বিষুবরেখা
খ. দ্রাঘিমা রেখা
গ. মূল মধ্যরেখা
ঘ. আন্তর্জাতিক তারিখ রেখা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ আলোর গতিতে চললে পৃথিবী থেকে চাঁদে পৌঁছাতে কত সময় লাগবে?
ক. ১৫ সেকেন্ড
খ. প্রায় ১.৫ সেকেন্ড
গ. ১.৫ মিনিট
ঘ. প্রায় ১৫ মিনিট
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন দেশ প্রথম রকেট আবিষ্কার করে?
ক. যুক্তরাষ্ট্র
খ. রাশিয়া
গ. চীন
ঘ. জাপান
উত্তরঃ খ

প্রশ্নঃ The shortest day is in the month of–
ক. November
খ. December
গ. January
ঘ. February
ঙ. None of these
উত্তরঃ খ

প্রশ্নঃ সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি?
ক. পৃথিবী
খ. শনি
গ. বুধ
ঘ. নেপচুন
উত্তরঃ গ

প্রশ্নঃ সেলফি স্টিক- এর উদ্ভাবক কে?
ক. জো কিম গাউক
খ. হিরোশি উয়েদা
গ. নাগাশি উয়েদা
ঘ. হিরোশি জং
উত্তরঃ খ

প্রশ্নঃ নিরক্ষরেখা থেকে যতই উত্তরে এবং দক্ষিণে যাওয়া যায় ততই বাড়তে থাকে-
ক. অক্ষাংশ
খ. দ্রাঘিমাংশ
গ. মধ্যাংশ
ঘ. কোনোটিই নয়
উত্তরঃ ক

প্রশ্নঃ What is there in the north Polar region?/উত্তর মেরুতে কি আছে?
ক. Arctic Ocean
খ. Antarctic Ocean
গ. Arctic Continent
ঘ. Antarctic Continent
উত্তরঃ ক

প্রশ্নঃ সবচেয়ে ছোট দিন-
ক. ২০ ডিসেম্বর
খ. ২৩ ডিসেম্বর
গ. ২৫ ডিসেম্বর
ঘ. ৩০ ডিসেম্বর
উত্তরঃ খ

প্রশ্নঃ আফ্রিকার প্রায় মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে-
ক. মূল মধ্যরেখা
খ. কর্কটক্রান্তি রেখা
গ. বিষুব রেখা
ঘ. মকরক্রান্তি রেখা
উত্তরঃ গ

প্রশ্নঃ What is Tropic of Capricon?
ক. ২৩.৫ N latitude
খ. ২৩.৫ S latitude
গ. ৩০ N latitude
ঘ. ৩০ S latitude
উত্তরঃ খ

প্রশ্নঃ গ্রিনিচে যখন রবিবার সকাল ৬টা তখন ১৮০° পূর্ব ও পশ্চিম দ্রাঘিমায় সময় যথাক্রমে–
ক. রবিবার দুপুর ১২টা ও শনিবার সকাল ৬টা
খ. রবিবার সন্ধ্যা ৬টা ও শনিবার দুপুর ১২টা
গ. রবিবার রাত ১২টা ও শনিবার রাত ১২টা
ঘ. রবিবার সন্ধ্যা ৬টা ও শনিবার সন্ধ্যা ৬টা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ পৃথিবীর ব্যাস আনুমানিক কত?
ক. ৪০০০ কিঃমিঃ
খ. ৪০০০ মাইল
গ. ৮০০০ মাইল
ঘ. ৮ মাইল
উত্তরঃ গ

প্রশ্নঃ সূর্যের নিজ অক্ষের উপর আবর্তন করতে সময় লাগে—
ক. ২৫ ঘন্টা
খ. ২৮ ঘন্টা
গ. ২৫ বছর
ঘ. ২৫ দিন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলা সনের প্রবর্তক কে?
ক. টোডরমল
খ. ফতেহুল্লাহ সিরাজী
গ. আবুল ফজল
ঘ. ফৈজী
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন স্থানের সময় দুপুর ১১টা হলে তার ৫° পশ্চিমের স্থানের সময় হবে-
ক. ১২ টা ১০ মিনিট
খ. ১২ টা ২০ মিনিট
গ. ১০ টা ৪০ মিনিট
ঘ. ১১ টা ৫০ মিনিট
উত্তরঃ গ

প্রশ্নঃ চাঁদে মানুষ কোন মহাশূন্যযানে যায়–
ক. অ্যাপোলো-১০
খ. অ্যাপোলো-১১
গ. স্পুটনিক
ঘ. চ্যালেঞ্জার
উত্তরঃ খ

প্রশ্নঃ ১৯৭১ ইং সনের ১৬ ডিসেম্বর বাংলা কত সন?
ক. ১৩৭৬
খ. ১৩৭৭
গ. ১৩৭৮
ঘ. ১৩৭৯
উত্তরঃ গ

প্রশ্নঃ পৃথিবী চাঁদের তুলনায় কতগুণ বড়?
ক. ৩৯
খ. ৪৯
গ. ৫৯
ঘ. ৬৯
উত্তরঃ খ

প্রশ্নঃ পৃথিবী মহাকাশে একটি-
ক. জ্যোতিষ্ক
খ. নীহারিকা
গ. নক্ষত্র
ঘ. উপগ্রহ
উত্তরঃ ক

প্রশ্নঃ আন্তর্জাতিক তারিখ রেখা সম্পর্কে যে তথ্যাটি সত্যি নয়-
ক. উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত একটি কাল্পনিক রেখা
খ. প্রশান্ত মহাসাগরে অবস্থিত
গ. রেখাটি আঁকাবাঁকা
ঘ. রেখাটি জাপানের কয়েকটি দ্বীপের উপর দিয়ে গিয়েছে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ At what velocity the earth is travelling around the sun along its orbit? পৃথিবী প্রতি সেকেন্ডে সূর্যের চারদিকে কত মাইল গতিতে আবর্তন করছে?
ক. ১৬ miles/sec
খ. ১৮.৫ miles/sec
গ. ২০ miles/sec
ঘ. ২১.৪ miles/sec
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!