আন্তর্জাতিক বিষয়াবলী-১২৪

প্রশ্নঃ কোন গ্রহকে গ্রহরাজ বলা হয়?
ক. নেপচুন
খ. পৃথিবী
গ. বৃহস্পতি
ঘ. মঙ্গল
উত্তরঃ গ

প্রশ্নঃ ২৪ এপ্রিল ২০০৯ তারিখে বাংলা সনের কত তারিখে কোন মাস?
ক. ৮ই বৈশাখ
খ. ৯ই বৈশাখ
গ. ১০ই বৈশাখ
ঘ. ১১ই বৈশাখ
উত্তরঃ ঘ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ চাঁদে কোন বস্তুর ওজন পৃথিবীর ওজনের-
ক. দশ ভাগের এক ভাগ
খ. ছয় ভাগের এক ভাগ
গ. তিন ভাগের এক ভাগ
ঘ. চার ভাগের এক ভাগ
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘VAST’ বলতে বুঝায়—
ক. Virtual Satellite
খ. Very Small Aparture Terminal
গ. Virtical Satellite
ঘ. Very Small Applitude Terminal
ঙ. None of these
উত্তরঃ উত্তর পাওয়া যায় নাই।

প্রশ্নঃ কর্কট ক্রান্তির অক্ষাংশ কত?
ক. ২২°
খ. ২২°২০’
গ. ২৩°৩০’
ঘ. ২৩°
উত্তরঃ গ

প্রশ্নঃ পৃথিবী সূর্যের নিকটতম স্থানে অবস্থান করে?
ক. ১ জানুয়ারি
খ. ২১ এপ্রিল
গ. ১ জুলাই
ঘ. ১ অক্টোবর
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘টলেমি’ কি ছিলেন?
ক. চিকিৎসক
খ. দার্শনিক
গ. জ্যোতির্বিদ
ঘ. যাদুকর
উত্তরঃ গ

প্রশ্নঃ কবে মানুষ প্রথম চাঁদে অবতরণ করে? In which year man landed on the moon?
ক. ২০ জুন, ১৯৬৯
খ. ২৫ জুলাই, ১৯৬৮
গ. ২০ জুলাই, ১৯৬৯
ঘ. ২০ আগস্ট, ১৯৬৯
উত্তরঃ গ

প্রশ্নঃ সূর্য ছাড়া পৃথিবীর নিকটতম নক্ষত্র কোনটি?
ক. বলকাম
খ. সেটাম
গ. নেবুলা
ঘ. প্রক্সিমা সেন্টেরাই
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন নভোচারী সর্বপ্রথম পৃথিবী প্রদক্ষিণ করেন?
ক. নেইল আর্মষ্ট্রং
খ. ইউরি আন্দ্রোপভ
গ. জন পে
ঘ. ইউরি গ্যাগারিন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘সবুজ গ্রহ’ বলা হয় কোন গ্রহকে?
ক. পৃথিবী
খ. প্লুটো
গ. নেপচুন
ঘ. ইউরেনাস
উত্তরঃ ঘ

প্রশ্নঃ Milky wayএকটি-
ক. তারা
খ. নীহারিকা মণ্ডল
গ. সৌরজগত
ঘ. সুপারনোভা
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন গ্রহের উপগ্রহ সবচেয়ে বেশি?
ক. শনি
খ. বৃহস্পতি
গ. ইউরেনাস
ঘ. প্লুটো
উত্তরঃ ক

প্রশ্নঃ আধুনিক আলোক বিজ্ঞানের জনক কে?
ক. মাইকেল ফ্যারাডে
খ. আল হাজেন
গ. জন কেলভিন
ঘ. জন এফ ক্যাম্পবেল
উত্তরঃ খ

প্রশ্নঃ কল্পিত আন্তর্জাতিক তারিখ রেখা টানা হয়েছে কোনটির ওপর দিয়ে?
ক. স্থলভাগ
খ. ভূ-পৃষ্ঠের নিচ
গ. মহাশূন্য
ঘ. জলভাগ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ রাষ্ট্রের মৌলিক উপাদান কোনটি?
ক. সার্বভৌমত্ব
খ. জাতীয়তাবাদ
গ. জনমত
ঘ. রাজনৈতিক দল
উত্তরঃ ক

প্রশ্নঃ Upper atmospheric O3 layer is depleted by–
ক. Ammonia gas
খ. Carbon dioxide gas
গ. Freon gas
ঘ. Helium gas
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘৬৭-পি’ কি?
ক. উপগ্রহ
খ. গ্রহাণু
গ. ধূমকেতু
ঘ. নক্ষত্র
উত্তরঃ গ

প্রশ্নঃ সার্বভৌমত্ব কি?
ক. সরকারের চরম ক্ষমতা
খ. রাষ্ট্রের চরম ক্ষমতা
গ. রাষ্ট্রপতির চরম ক্ষমতা
ঘ. প্রধানমন্ত্রীর চরম ক্ষমতা
উত্তরঃ খ

প্রশ্নঃ নিম্নের কোনটি বৃহৎ স্কেল মানচিত্র?
ক. ১ : ১০,০০০
খ. ১ : ১০০,০০০
গ. ১ : ১০০০,০০০
ঘ. ১ : ২৫০০,০০০
উত্তরঃ ক

প্রশ্নঃ The distance between the earth and the moon is about?/পৃথিবী হতে চাঁদের দুরত্ব গড়ে কত মাইল?
ক. 2,39,000 miles
খ. 2,49,000 miles
গ. 2,59,000 miles
ঘ. 2,69,000 miles
উত্তরঃ ক

প্রশ্নঃ Which of the following is the longest time ?/নিচের কোনটি সময়ের মানটি বৃহত্তম?
ক. ১৫০০০ seconds
খ. ১৫০০ minutes
গ. ১০ hours
ঘ. ১ day
ঙ. None of these
উত্তরঃ খ

প্রশ্নঃ ১৫° দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের ব্যবধান কত?
ক. ৪৫ মিনিট
খ. ৫০ মিনিট
গ. ৫৫ মিনিট
ঘ. ৬০ মিনিট
উত্তরঃ ঘ

প্রশ্নঃ মজাজাগতিক রশ্মি–
ক. বিদ্যুৎ চার্যহীন
খ. বিদ্যুৎ চার্যযুক্ত
গ. চার্য নিষ্কৃয়
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ নেপালে ৭.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে কবে?
ক. ২০ এপ্রিল ২০১৫
খ. ২২ এপ্রিল ২০১৫
গ. ২৪ এপ্রিল ২০১৫
ঘ. ২৫ এপ্রিল ২০১৫
উত্তরঃ ঘ

প্রশ্নঃ দুটি স্থানের দ্রাঘিমার পার্থক্য কত হলে স্থান দুটির মধ্যকার সময়ের পার্থক্য হবে ১ ঘন্টা
ক. ৩০°
খ. ১৫°
গ. ২০°
ঘ. ১০°
উত্তরঃ খ

প্রশ্নঃ ২০০৮ সালটি অধিবর্ষ এবং ১ম দিনটি মঙ্গলবার হলে ৩১ ডিসেম্বর কি বার?
ক. রবিবার
খ. সোমবার
গ. মঙ্গলবার
ঘ. বুধবার
উত্তরঃ ঘ

প্রশ্নঃ প্রথম মহাকাশচারী-
ক. আর্মস্ট্রং
খ. কনরেড
গ. অলড্রিন
ঘ. গ্যাগারিন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ রাষ্ট্রের প্রতি নাগরিকদের প্রধান কর্তব্য
ক. আইন মান্য করা
খ. ভোট দেয়া
গ. আনুগত্য প্রকাশ করা
ঘ. কর প্রদান করা
উত্তরঃ গ

প্রশ্নঃ বিশ্বের বৃহত্তম রেডিও টেলিস্কোপের ব্যাস কত?
ক. ১৬৫০ ফুট
খ. ১৬০০ ফুট
গ. ১৭০০ ফুট
ঘ. ১৭২৫ ফুট
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!