প্রশ্নঃ ভূমধ্যসাগর ও উত্তর আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান?
ক. দার্দানেলিস প্রণালী
খ. বসফরাস প্রণালী
গ. জিব্রাল্টার প্রণালী
ঘ. হরমুজ প্রণালী
উত্তরঃ গ
প্রশ্নঃ ভূমধ্যসাগরীয় অঞ্চলের একটি উপদ্বীপ–
ক. গ্রিস
খ. ইতালি
গ. সাইপ্রাস
ঘ. পর্তুগাল
উত্তরঃ খ
প্রশ্নঃ এই দেশগুলোর মধ্যে কোনটি একই মাহদেশভূক্ত নয়?
ক. থাইল্যান্ড
খ. বার্মা
গ. উগান্ডা
ঘ. ভিয়েতনাম
উত্তরঃ গ
প্রশ্নঃ কোন দেশটি স্কানডিনেভিয়া অঞ্চলে অবস্থিত?
ক. হল্যান্ড
খ. ফিনল্যান্ড
গ. আইসল্যান্ড
ঘ. বেলজিয়াম
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘সুবিক বে’ কোথায় অবস্থিত?
ক. সিঙ্গাপুরে
খ. জার্মানিতে
গ. জাপানে
ঘ. ফিলিপাইনে
উত্তরঃ ঘ
প্রশ্নঃ দক্ষিণ ওসেটিয়া কোথায়-
ক. রাশিয়াতে
খ. ককেশাসে
গ. সাইবেরিয়ায়
ঘ. তুরস্কে
উত্তরঃ খ
প্রশ্নঃ কোনটি দ্বীপরাষ্ট্র নয়?
ক. কোরিয়া
খ. অস্ট্রেলিয়া
গ. ইংল্যান্ড
ঘ. ফিজি
উত্তরঃ ক
প্রশ্নঃ এশিয়ার দীর্ঘতম নদী কোনটি?
ক. হোয়াংহো
খ. ইয়াংসিকিয়াং
গ. গঙ্গা
ঘ. সিন্ধু
উত্তরঃ খ
প্রশ্নঃ জাপান ও রাশিয়ার মধ্যকার বিরোধপূর্ণ দ্বীপটির নাম কি?
ক. কুড়িল দ্বীপপুঞ্জ
খ. মার্শাল দ্বীপপুঞ্জ
গ. দিয়াগো গার্সিয়া
ঘ. গ্রেট বেরিয়ার রীফ
উত্তরঃ ক
প্রশ্নঃ মালদ্বীপ কোন সাগরে অবস্থিত?
ক. ভারত মহাসাগর
খ. বঙ্গোপসাগর
গ. আরব সাগর
ঘ. পারস্য উপসাগর
উত্তরঃ ক
প্রশ্নঃ কোন নদীর তীরে ওয়েস্ট ব্যাংক অবস্থিত?
ক. নীল
খ. ফোরাত
গ. জর্ডান
ঘ. সিন্ধু
উত্তরঃ গ
প্রশ্নঃ পৃথিবীর গভীরতম স্থান কোন মহাসাগরে?
ক. ভারত মহাসাগরে
খ. আটলান্টিক মহাসাগরে
গ. প্রশান্ত মহাসাগরে
ঘ. উত্তর মহাসাগরে
উত্তরঃ গ
প্রশ্নঃ পাপুয়া নিউগিনি কোন মহাদেশে অবস্থিত?
ক. অস্ট্রেলিয়া
খ. আফ্রিকা
গ. উত্তর আমেরিকা
ঘ. দক্ষিন আমেরিকা
উত্তরঃ ক
প্রশ্নঃ মিশর কোন মহাদেশে অবস্থিত?
ক. এশিয়া
খ. আফ্রিকা
গ. ইউরোপ
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘ভ্যাঙ্কুভার’ কোন দেশের সমুদ্র বন্দর?
ক. জার্মানি
খ. কানাডা
গ. স্পেন
ঘ. রাশিয়া
উত্তরঃ খ
প্রশ্নঃ দিল্লি কোন নদীর তীরে অবস্থিত?
ক. গঙ্গা
খ. যমুনা
গ. ভাগিরথী
ঘ. মেঘনা
উত্তরঃ খ
প্রশ্নঃ আলেকজান্দ্রিয়া বন্দর কোথায়?
ক. মিশর
খ. সিরিয়া
গ. ইসরাইল
ঘ. মরক্কো
উত্তরঃ ক
প্রশ্নঃ আয়তনের দিক থেকে আফ্রিকার ক্ষুদ্রতম দেশ-
ক. সিসিলিস
খ. বতসোয়ানা
গ. তিউনিসিয়া
ঘ. বেনিন
উত্তরঃ ক
প্রশ্নঃ আয়তনে বৃহত্তম মহাসাগর কোনটি?
ক. আটলান্টিক মহাসাগর
খ. প্রশান্ত মহাসাগর
গ. উত্তর মহাসাগর
ঘ. ভারত মহাসাগর
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘Greenland’ belongs to which country?/গ্রিনল্যান্ড কোন দেশের অধীন?
ক. USA
খ. UK
গ. Denmark
ঘ. Canada
ঙ. None of these
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘অস্ট্রেলিয়া’ শব্দের অর্থ কি?
ক. এশিয়ার উত্তরাঞ্চল
খ. ইউরোপের পশ্চিমাঞ্চল
গ. ইউরোপের পূর্বাঞ্চল
ঘ. এশিয়ার দক্ষিণাঞ্চল
উত্তরঃ ঘ
প্রশ্নঃ পৃথিবীর গভীরতম অংশ কত?
ক. ২৯১৪১ ফুট
খ. ১৯২২২ ফুট
গ. ৩৫৪০০ ফুট
ঘ. ৩৪৪০৫ ফুট
উত্তরঃ গ
প্রশ্নঃ Sargasso Sea কোথায় অবস্থিত?
ক. প্রশান্ত মহাসাগরে
খ. আটলান্টিক মহাসাগরে
গ. ভারত মহাসাগরে
ঘ. এন্টার্কটিকায়
উত্তরঃ খ
প্রশ্নঃ বালি দ্বীপ কোন দেশের অন্তর্ভুক্ত?
ক. ভারত
খ. ইন্দোনেশিয়া
গ. মালয়েশিয়া
ঘ. অস্ট্রেলিয়া
উত্তরঃ খ
প্রশ্নঃ এশিয়ার ক্ষুদ্রতম দেশ-
ক. নেপাল
খ. ভুটান
গ. মালদ্বীপ
ঘ. থাইল্যান্ড
উত্তরঃ গ
প্রশ্নঃ উত্তর আফ্রিকার দেশগুলোর ভৌগোলিক সীমারেখার বৈশিষ্ট্য কি?
ক. জ্যামিতিক সীমারেখা
খ. ঔপনিবেশিক সীমারেখা
গ. উপজাতিভিত্তিক সীমারেখা
ঘ. অচিহ্নিত সীমারেখা
উত্তরঃ ক
প্রশ্নঃ নীল নদ কোথায় পতিত হয়েছে?
ক. লোহিত সাগরে
খ. ভূমধ্যসাগরে
গ. এডেনসাগরে
ঘ. আরব সাগরে
উত্তরঃ খ
প্রশ্নঃ যেটি নদীর নাম নয়?
ক. ডন
খ. ভলগা
গ. দানিয়ুব
ঘ. আল্পস
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোন দ্বীপের মালিকানা বাংলাদেশ ও ভারত উভয়ই দাবি করে?
ক. উত্তর তালপট্রি
খ. দক্ষিণ তালপট্রি
গ. নিঝুম দ্বীপ
ঘ. মহেশখালি
উত্তরঃ খ
প্রশ্নঃ Karakas is the capital city of—-
ক. Honduras
খ. Venezuela
গ. Czechoslovakia
ঘ. Lithonia
ঙ. None of the avobe
উত্তরঃ খ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)