আন্তর্জাতিক বিষয়াবলী-১১৪

প্রশ্নঃ সবচেয়ে বেশী পামওয়েল উৎপন্ন হয় কোথায়?
ক. বার্মা
খ. ইরান
গ. ভারত
ঘ. মালয়েশিয়া
উত্তরঃ ঘ

প্রশ্নঃ চিনি উৎপাদনে শীর্ষস্থানীয় দেশ?
ক. বাংলাদেশ
খ. জাপান
গ. পোল্যান্ড
ঘ. কিউবা
উত্তরঃ ঘ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ খাদ্য সংগ্রহে শীর্ষ দেশ কোনটি?
ক. ভারত
খ. যুক্তরাষ্ট্র
গ. চীন
ঘ. রাশিয়া
উত্তরঃ গ

প্রশ্নঃ সার্কভুক্ত কোন দেশে বনভূমির হার বেশি?
ক. ভারত
খ. নেপাল
গ. শ্রীলংকা
ঘ. ভুটান
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বিশ্বের প্রধান স্বর্ণ উৎপাদনকারী দেশ হলো–
ক. উত্তর আমেরিকা
খ. দক্ষিণ আফ্রিকা
গ. চীন
ঘ. রাশিয়া
উত্তরঃ খ

প্রশ্নঃ খাদ্য আমদানিতে শীর্ষ দেশ কোনটি?
ক. ভারত
খ. চীন
গ. যুক্তরাষ্ট্র
ঘ. রাশিয়া
উত্তরঃ খ

প্রশ্নঃ কানাডা কোন শিল্পের জন্য বিখ্যাত?
ক. কার্পাস
খ. লোহা
গ. কাগজ
ঘ. বস্ত্র
উত্তরঃ গ

প্রশ্নঃ সার্কভুক্ত কোন দেশে বনভূমির হার কম?
ক. নেপাল ও মালদ্বীপ
খ. বাংলাদেশ ও পাকিস্তান
গ. পাকিস্তান ও আফগানিস্তান
ঘ. মালদ্বীপ ও আফগানিস্তান
উত্তরঃ গ

প্রশ্নঃ বিশ্বের কতটি দেশে ইলিশ রয়েছে?
ক. ১১টি
খ. ১৫টি
গ. ১৩টি
ঘ. ৯টি
উত্তরঃ ক

প্রশ্নঃ বিশ্বের চাল রপ্তানীকারক দেশ কোনটি?
ক. জাপান
খ. থাইল্যান্ড
গ. ভারত
ঘ. চীন
উত্তরঃ গ

প্রশ্নঃ বনভূমির হার কোন দেশের বেশি?
ক. ব্রাজিল
খ. ভুটান
গ. বেলিজ
ঘ. সুরিনাম
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বিশ্বের সবচেয়ে বেশী সয়াবিন উৎপাদনকারী দেশ–
ক. চীন
খ. যুক্তরাষ্ট্র
গ. ভারত
ঘ. ব্রাজিল
উত্তরঃ খ

প্রশ্নঃ পানীয় হিসাবে কফির প্রথম ব্যবহার শুরু হয়?
ক. আফগানিস্তানে
খ. চীন দেশে
গ. মালয় রাজ্যে
ঘ. আরব দেশে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ হিমালয় এনার্জি কোম্পানি লিমিটেড কোন দেশভিত্তিক?
ক. যুক্তরাষ্ট্র
খ. যুক্তরাজ্য
গ. চীন
ঘ. জার্মানি
উত্তরঃ গ

প্রশ্নঃ অভ্যন্তরীণ বাজারে খাদ্যমূল্য নিয়ন্ত্রণে বাংলাদেশ বিশ্বে কততম?
ক. দ্বাদশ
খ. দশম
গ. অষ্টম
ঘ. ষষ্ঠ
উত্তরঃ গ

প্রশ্নঃ ভলভো কোন দেশের গাড়ি?
ক. ইতালি
খ. সুইডেন
গ. জার্মানি
ঘ. জাপান
উত্তরঃ খ

প্রশ্নঃ বিশ্বে ওষুধের সবচেয়ে বড় বাজার কোন দেশ?
ক. যুক্তরাষ্ট্র
খ. চীন
গ. যুক্তরাজ্য
ঘ. ভারত
উত্তরঃ ক

প্রশ্নঃ পৃথিবীর বৃহত্তম অভ্র রপ্তানীকারক দেশ কোনটি?
ক. যুক্তরাষ্ট্র
খ. দক্ষিণ আফ্রিকা
গ. অস্ট্রেলিয়া
ঘ. ভারত
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোনটি জাপানি গাড়ি?
ক. টয়োটা
খ. মার্সিডিজ
গ. ফোর্ড
ঘ. ভক্সওয়াগন
উত্তরঃ ক

সাধারণ জ্ঞান, আন্তর্জাতিক বিষয়াবলী, মহাদেশ,সাগর,নদী ও নদীর তীরবর্তী শহর/বন্দর সমূহ:

প্রশ্নঃ ইয়াঙ্গুন কোন নদীর তীরে অবস্থিত?
ক. কিজিল
খ. ইরাবতি
গ. চাংকিং
ঘ. ইয়াং সিকিয়াং
উত্তরঃ খ

প্রশ্নঃ পেরুর রাজধানী কোথায়?
ক. বুয়েন্স এয়ারস
খ. লিমা
গ. কারাকাস
ঘ. হাইতি
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশ ও মায়ানমার কোন নদী দ্বারা বিভক্ত?
ক. নাফ
খ. কর্ণফুলি
গ. নবগঙ্গা
ঘ. ভাগিরথি
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন বছর আমেরিকা আবিস্কৃত হয়?
ক. ১৪৮৭
খ. ১৪৫৮
গ. ১৫৫৭
ঘ. ১৪৯২
উত্তরঃ ঘ

প্রশ্নঃ Of the following countries which nis not a Scandinavian country?/নিচের কোন দেশটি স্ক্যানডিনেভীয় দেশ নয়?
ক. Sweden
খ. Holland
গ. Finland
ঘ. Norway
উত্তরঃ খ

প্রশ্নঃ জাফনা দ্বীপ কোথায় অবস্থিত?
ক. মালদ্বীপ
খ. ইন্দোনেশিয়া
গ. জাপান
ঘ. শ্রীলংকা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ স্ক্যান্ডিনেভীয় উপদ্বীপ কোন দুটি দেশ নিয়ে গঠিত?
ক. নরওয়ে ও সুইডেন
খ. নরওয়ে ও যুক্তরাজ্য
গ. সুইডেন ও যুক্তরাজ্য
ঘ. নরওয়ে ও জার্মানি
উত্তরঃ ক

প্রশ্নঃ দেশের নামের সাথে ‘সিটি’ যোগ করলে কোন তিনটি দেশের রাজধানীর নাম একই?
ক. লাওস, ভ্যাটিক্যান, পানামা
খ. কুয়েত, মেক্সিকো, সিয়েরালিওন
গ. পানামা, ভ্যাটিক্যান, এন্ডোরা
ঘ. ভ্যাটিক্যান, মেক্সিকো, পানামা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন রাষ্ট্রগুলো দ্বীপের সমষ্টি?
ক. পাকিস্তান ও জাপান
খ. জাপান ও ফিলিপাইন
গ. নেপাল ও ভুটান
ঘ. মায়ানমার ও ভারত
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!