আন্তর্জাতিক বিষয়াবলী-১১১

প্রশ্নঃ Title of autobiography of US senator Hillari Clinton is–/হিলারি ক্লিনটনের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম–
ক. My life
খ. Living History
গ. White House years
ঘ. Roots
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘পোয়েটিকস’ কি?
ক. সাহিত্যতত্ত্ব
খ. কাব্যগ্রন্থ
গ. নাটক সংগ্রহ
ঘ. ধর্মগ্রন্থ
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ প্রাচীনকালে পারস্য নামে পরিচিত ছিল–
ক. ইরাক
খ. ইরান
গ. মিশর
ঘ. তুরস্ক
উত্তরঃ খ

প্রশ্নঃ প্রায় সম্পূর্ণ ‘অস্ট্রালোপিতিসিন্স লুসি’র কংকাল ১৯৭৪ সালে নিচের কোন দেশে আবিষ্কৃত হয়?
ক. কেনিয়া
খ. ইরিত্রিয়া
গ. ইথিওপিয়া
ঘ. তানজানিয়া
উত্তরঃ গ

প্রশ্নঃ পঞ্চম খলিফা বলে পরিচিত–
ক. খলিফা আলী (রাঃ)
খ. খলিফা আবুবকর (রাঃ)
গ. খলিফা ওসমান (রাঃ)
ঘ. খলিফা ওমন বিন আব্দুল আযিম (রাঃ)
উত্তরঃ ঘ

প্রশ্নঃ হযরত মুহাম্মদ (স) এর জন্মস্থান–
ক. মদীনা
খ. মক্কা
গ. বাগদাদ
ঘ. দামেস্ক
উত্তরঃ খ

প্রশ্নঃ বিখ্যাত গ্রন্থ ‘মসনবী শরীফ’ এর রচয়িতা–
ক. আলাওল
খ. আল্লামা জালাল উদ্দিন রুমী (রা)
গ. আবুল ফজল
ঘ. মিনহাজ উস সিরাজ
উত্তরঃ খ

প্রশ্নঃ পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয়-
ক. কেমব্রিজ
খ. অক্সফোর্ড
গ. বার্লিন
ঘ. কারুইন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ গ্রিক পুরাণে ‘ভালবাসার দেবতা’ কে ছিলেন?
ক. আফ্রোডাইট
খ. এথেনা
গ. হেরা
ঘ. ভেনার
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন রাতে পবিত্র কুরআন নাযিল হয়?
ক. শবে মিরাজ রাতে
খ. শবে বরাত রাতে
গ. শবে কদর রাতে
ঘ. ঈদের রাতে
উত্তরঃ গ

প্রশ্নঃ The book ‘My Life’ is written by?/’মাই লাইফ’ গ্রন্থের লেখক কে?
ক. Imelda Marcos
খ. Hillary Clinton
গ. Bill Clinton
ঘ. Khaleda Zia
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন সাহিত্যিক হিটলারের প্যারা মিলিটারি বাহিনীতে কাজ করার কথা স্বীকার করেছেন?
ক. এরিখ কালফেট
খ. গুন্টার গ্রাস
গ. নাগিব মাহফুজ
ঘ. শেক্সপিয়ার
উত্তরঃ খ

প্রশ্নঃ পাবলো পিকাসো কে ছিলেন?
ক. দার্শনিক
খ. ক্রীড়াবিদ
গ. সঙ্গীতবিদ
ঘ. চিত্রশিল্পী
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশে আমরা পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ি নরওয়ের মুসলমানেরা কোন দিকে মুখ করে নামাজ পড়ে?
ক. উত্তর
খ. দক্ষিণ
গ. পূর্ব
ঘ. পশ্চিম
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘বায়তুল মাল’ কে প্রতিষ্ঠা করেন?
ক. হযরত আবু বকর (রাঃ)
খ. হযরত ওমর (রাঃ)
গ. হযরত ওসমান (রাঃ)
ঘ. হযরত আলী (রাঃ)
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘In the line of Fire’ বইটির লেখক কে?
ক. জেনারেল পারভেজ মোশারফ
খ. হিলারি ক্লিনটন
গ. মাহাথির মোহাম্মদ
ঘ. এদের কেউ নয়
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘প্রাইড এন্ড প্রেজুডিস’ উপন্যাসের লেখক কে?
ক. জেন অস্টেন
খ. মেরি শেলি
গ. শার্লট ব্রান্ট
ঘ. টমার্স হার্ডি
উত্তরঃ ক

প্রশ্নঃ পৃথিবীর কোথায় প্রথম লিখিত আইনের প্রচলন হয়?
ক. স্পেন
খ. ব্যাবিলন
গ. গ্রিস
ঘ. তেহরান
উত্তরঃ খ

প্রশ্নঃ পৃথিবীর শ্রেষ্ঠতম দেয়ালচিত্র হলো–
ক. লাস্ট সাপার
খ. মোনালিসা
গ. গুয়োর্নিকা
ঘ. রাতের পাহারা
উত্তরঃ ক

প্রশ্নঃ ইনকা সভ্যতার ধ্বংসাবশেষ পাওয়া গেছে-
ক. ব্রাজিলে
খ. ভেনিজুয়েলায়
গ. পেরুতে
ঘ. বলিভিয়ায়
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘The End of History and the last Man’ গ্রন্থটির রচয়িতা কে?
ক. Samuel Huntington
খ. Robert Forest
গ. Franchis Fukuyama
ঘ. David Lynn
উত্তরঃ গ

প্রশ্নঃ গণতন্ত্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?
ক. নির্বাচন
খ. আইনের শাসন
গ. বহুদলীয় ব্যবস্থা
ঘ. সরকারের জবাবদিহিতা
উত্তরঃ ক

প্রশ্নঃ হযরত আবু বকর (রাঃ) কোন সালে খলিফা হন?
ক. ৬৩২ খ্রিস্টাব্দে
খ. ৬৩৪ খ্রিস্টাব্দে
গ. ৬৩৫ খ্রিস্টাব্দে
ঘ. ৬৩৬ খ্রিস্টাব্দে
উত্তরঃ ক

প্রশ্নঃ স্ফিংকস কোথায় অবস্থিত?
ক. মিশর
খ. লিবিয়া
গ. মরক্কো
ঘ. ইতালি
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘আফ্রিদি’ কি?
ক. দেশ
খ. উপজাতি
গ. খেলা
ঘ. হাতিয়া
উত্তরঃ খ

প্রশ্নঃ ইনিড কে লিখেছেন?
ক. হোমার
খ. ট্যাসো
গ. মিল্টন
ঘ. ভার্জিল
উত্তরঃ ঘ

প্রশ্নঃ গৌতম বুদ্ধ কোন নগরীতে জন্মগ্রহণ করেন?
ক. বৈশালী
খ. তক্ষশীলা
গ. অবন্তী
ঘ. লুম্বিনী
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘অহিংসা পরম ধর্ম’ কোন ধর্মের মূলমন্ত্র?
ক. বৌদ্ধ
খ. শাক্ত
গ. বৈষ্ণব
ঘ. হিন্দু
উত্তরঃ ক

প্রশ্নঃ মহানবী হযরত মুহাম্মদ (স) এর জন্ম-মৃত্যুর তারিখ–
ক. ১২ রবিউল আউয়াল
খ. ১২ রবিউস সানি
গ. ১২ জমাদিয়াল আউয়াল
ঘ. ১২ জমাদিউস সানি
উত্তরঃ ক

প্রশ্নঃ পৃথিবীর সকল ধর্মীয় গ্রন্থের মধ্যে সর্বাধিক পঠিত গ্রন্থ কোনটি?
ক. বুখারী শরীফ
খ. কুরআন শরীফ
গ. বাইবেল
ঘ. তাওরাত
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!