আন্তর্জাতিক বিষয়াবলী-১১২

প্রশ্নঃ মুসলিম জাতির আদি পিতা কে?
ক. হযরত আদম (আ.)
খ. হযরত ইসমাইল (আ.)
গ. হযরত ইব্রাহিম (আ.)
ঘ. হযরত শীষ (আ.)
উত্তরঃ ক

প্রশ্নঃ যুক্তরাষ্ট্রের আদিবাসীদের নাম কি?
ক. উপজাতি
খ. আদিবাসী
গ. রেড ইন্ডিয়ান
ঘ. নিগ্রো
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ The Wealth of Nations গ্রন্থের লেখক কে?
ক. Karl Marx
খ. A K Sen
গ. Adam Smith
ঘ. Ricardo
উত্তরঃ গ

প্রশ্নঃ Who is the writer of the book ‘Mother’?/’মা’ গ্রন্থটির রচয়িতা কে?
ক. Bernard Shaw
খ. Shakespeare
গ. Leo Tolstoy
ঘ. Maxim Gorky
উত্তরঃ ঘ

প্রশ্নঃ Red Indian lives in-/রেড ইন্ডিয়ানরা বাস করে–
ক. Red Islands
খ. America
গ. India
ঘ. Red sea
ঙ. None of these
উত্তরঃ খ

প্রশ্নঃ কামাল আতাতুর্ক কোন দেশের নেতা ছিলেন?
ক. মিশর
খ. তুরস্ক
গ. ইরাক
ঘ. ইরান
উত্তরঃ খ

প্রশ্নঃ Protestant Ethics and the Spirit of Cpitalism গ্রন্থটির লেখক কে?
ক. ম্যাক্স ওয়েবার
খ. কার্ল মার্কস
গ. আবুল ফজল হক
ঘ. আর ভি রাও
উত্তরঃ ক

প্রশ্নঃ Who wrote the autobiography ‘From third world to first’?/’From third world to first’ আত্মজীবনীটি কে রচনা করেন?
ক. Dr Mahathir Mohammad
খ. Lee Kuan U
গ. Indira Gandhi
ঘ. Aung Saan Suchi
উত্তরঃ খ

প্রশ্নঃ Eskimis hunt using a dog driven vehicle called-/এস্কিমোরা শিকারের জন্য কুকুর চালিত যে গাড়ি ব্যবহার করে তার নাম—
ক. Grat
খ. Sledge
গ. Bus
ঘ. Snow Cart
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান’ কোন দেশে অবস্থিত?
ক. ইরান
খ. ইরাক
গ. তুরস্ক
ঘ. সিরিয়া
উত্তরঃ খ

প্রশ্নঃ ভ্যাটিকান সিটির ভাষা কোনটি?
ক. ল্যাটিন
খ. স্প্যানিশ
গ. ফারসি
ঘ. গ্রিক
উত্তরঃ ক

প্রশ্নঃ শিখ ধর্মের প্রবর্তক ছিলেন–
ক. গুরু নানক
খ. রণজিৎ সিং
গ. সিরওয়ান্দ সিং
ঘ. ভগৎ সিং
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘দি ম্যাডোনা অ্যান্ড চাইল্ড’- কার চিত্রকর্ম?
ক. লিওনার্দো দ্য ভিঞ্জি
খ. ভ্যানগগ
গ. মাইকেল এঞ্জেলো
ঘ. এস এম সুলতান
উত্তরঃ ক

প্রশ্নঃ আক্ষরিক অর্থে আন্তর্জাতিক ভাষা-
ক. আরবি
খ. ফারসি
গ. এসপারেনটো
ঘ. ইংরেজি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘শাহনামা’ মৌলিক গ্রন্থটি কার?
ক. মালিক জয়সী
খ. ফেরদৌসী
গ. সৈয়দ হামজা
ঘ. কাজী দৌলত উজির বাহরাম খাঁ
উত্তরঃ খ

সাধারণ জ্ঞান, আন্তর্জাতিক বিষয়াবলী, বিশ্বের শিল্প, কৃষি ও খণিজ সম্পদ:

প্রশ্নঃ কোন দেশে সবচেয়ে বেশী আপেল উৎপন্ন হয়?
ক. অস্ট্রেলিয়া
খ. ভারত
গ. চীন
ঘ. যুক্তরাষ্ট্র
উত্তরঃ গ

প্রশ্নঃ বিশ্বের সর্ববৃহৎ তামাখনি কোনটি এবং কোথায় অবস্থিত?
ক. Collahuasi, Chile
খ. Cananea, Mexico
গ. Escondida, Chile
ঘ. Toquepala, Peru
উত্তরঃ গ

প্রশ্নঃ ফোকাস ইকোনমিক্স আউটলুক ২০১৬ অনুযায়ী ভুট্টা উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
ক. রাশিয়া
খ. যুক্তরাষ্ট্র
গ. ভারত
ঘ. ব্রাজিল
উত্তরঃ খ

প্রশ্নঃ বর্তমানে বিশ্বের সর্বোচ্চ প্রাকৃতিক রাবার উৎপাদনকারী দেশ কোনটি?
ক. ইন্দোনেশিয়া
খ. ব্রাজিল
গ. ভারত
ঘ. ফিলিপাইন
উত্তরঃ ক

প্রশ্নঃ কৃত্রিম ডিম উৎপাদন ও বাজারজাতকারী দেশ কোনটি?
ক. ভারত
খ. মায়ানমার
গ. চীন
ঘ. রাশিয়া
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন দেশে সর্বপ্রথম কফিকে পানীয় হিসাবে ব্যবহার করা হয়েছে?
ক. মিশর
খ. ইয়েমেন
গ. কেনিয়া
ঘ. যুক্তরাজ্য
উত্তরঃ খ

প্রশ্নঃ বর্তমানে (২০১৭) বিশ্বে মাছ উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
ক. যুক্তরাষ্ট্র
খ. নরওয়ে
গ. জাপান
ঘ. চীন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ পৃথিবীর অর্ধেক পাট উৎপন্ন হয়–
ক. ভারতে
খ. বাংলাদেশে
গ. চীনে
ঘ. রাশিয়ায়
উত্তরঃ ক

প্রশ্নঃ শেভরন কোন দেশভিত্তিক তেল-গ্যাস কোম্পানি?
ক. যুক্তরাজ্য
খ. চীন
গ. দক্ষিণ কোরিয়া
ঘ. যুক্তরাষ্ট্র
উত্তরঃ ঘ

প্রশ্নঃ যুক্তরাষ্ট্র কোন দেশ থেকে সর্বাধিক আমদানি করে?
ক. রাশিয়া
খ. জাপান
গ. চীন
ঘ. কানাডা
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশে বনভূমির হার কত?
ক. ১২%
খ. ১১%
গ. ১০%
ঘ. ৯%
উত্তরঃ খ

প্রশ্নঃ সিনেমা শিল্পে পৃথিবীর সর্ববৃহৎ দেশ?
ক. জাপান
খ. ভারত
গ. যুক্তরাষ্ট্র
ঘ. ফ্রান্স
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!