প্রশ্নঃ ডি-৮ এর সদর দপ্তর-
ক. ইস্তাম্বুল
খ. ঢাকা
গ. ব্যাংকক
ঘ. জাকার্তা
উত্তরঃ ক
প্রশ্নঃ ২৬ এপ্রিল ২০১৫ কোন দেশ বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO)- এর ১৬১তম সদস্য পদ লাভ করে?
ক. ইরান
খ. সার্বিয়া
গ. সুদান
ঘ. সিচেলিস
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ব্ল্যাক ওয়াটার একটি-
ক. বিষাক্ত দ্রবণ
খ. চুক্তি
গ. নিরাপত্তা সংস্থার নাম
ঘ. গোয়েন্দা সংস্থার নাম
উত্তরঃ ঘ
প্রশ্নঃ আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM) প্রতিষ্ঠিত হয় কবে?
ক. ১৯ সেপ্টেম্বর ২০১৬
খ. ২০ নভেম্বর ১৯৮০
গ. ১৫ ডিসেম্বর ১৯৫২
ঘ. ৫ ডিসেম্বর ১৯৫১
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ন্যাটোর একটি বাহিনী বর্তমানে ইউরোপের বাইরে কোথায় অবস্থান করছে?
ক. ইরাকে
খ. আফগানিস্তানে
গ. লেবাননে
ঘ. সিয়েরালিওনে
উত্তরঃ খ
প্রশ্নঃ IUCN-এর কাজ হলো বিশ্বব্যাপী–
ক. প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা
খ. আন্তর্জাতিক সন্ত্রাস দমন করা
গ. পানি সম্পদ সংরক্ষণ করা
ঘ. মানবাধিকার সঙরক্ষণ করা
উত্তরঃ ক
প্রশ্নঃ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)-এর বর্তমান (২০১৬) অ্যাফিলিয়েট সদস্য দেশ কতটি?
ক. ৫৬টি
খ. ৫০টি
গ. ৫২টি
ঘ. ৫৮টি
উত্তরঃ ক
প্রশ্নঃ সার্কের ১৩তম মহাসচিব কে?
ক. Ibrahim Zaki, Maldives
খ. Chenkyab Dorji, Bhutan
গ. Q.A. Rahim, Bangladesh
ঘ. Amjad Hussain B. Sial, Pakistan
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘মোসাদ’ কোন দেশের গোয়েন্দা সংস্থা?
ক. ইসরাইল
খ. সাইবেরিয়া
গ. ফ্রান্স
ঘ. রাশিয়া
উত্তরঃ ক
প্রশ্নঃ ১৬ অক্টোবর ২০১৫ কোন দেশ রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা (OPCW) -এর ১৯২তম সদস্যপদ লাভ করে?
ক. অ্যাঙ্গোলা
খ. উত্তর কোরিয়া
গ. ইরান
ঘ. মিয়ানমার
উত্তরঃ ক
প্রশ্নঃ ২৭ সেপ্টেম্বর ২০১৭ কোন দেশ Interpol-এর ১৯১তম সদস্যপদ লাভ করে?
ক. মার্শাল দ্বীপপুঞ্জ
খ. তিউনিসিয়া
গ. ফিলিস্তিন
ঘ. সলোমন দ্বীপপুঞ্জ
উত্তরঃ গ
প্রশ্নঃ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)-এর নতুন চেয়ারম্যান কে?
ক. এস এম কৃষ্ণা
খ. ভেঙ্কইয়া নাইডু
গ. শশাঙ্ক মনোহর
ঘ. শারদ পাওয়ার
উত্তরঃ গ
প্রশ্নঃ Which country below within the EU still does not use Euro as their currency?/ ইউরোপীয় ইউনিয়নের যে দেশ এখনো ‘ইউরো’ গ্রহণ করেনি–
ক. France(ফ্রান্স)
খ. Germany(জার্মানি)
গ. Austria(অস্ট্রিয়া)
ঘ. England(ইংল্যান্ড)
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ২০১৫ সালের গণতন্ত্র সূচকে শীর্ষ দেশ কোনটি?
ক. নিউজিল্যান্ড
খ. সুইডেন
গ. আইসল্যান্ড
ঘ. নরওয়ে
উত্তরঃ ঘ
প্রশ্নঃ জাতিসংঘ সাধারণ পরিষদের কততম অধিবেশনে টেকসই উন্নয়ন লক্ষ্য (SDG) গৃহীত হয়?
ক. ৭২তম
খ. ৭১তম
গ. ৭০তম
ঘ. ৬৮তম
উত্তরঃ গ
প্রশ্নঃ সাউথ এশিয়ান ফেডারেশন অব এক্সচেঞ্জের (SAFE) নতুন (২০১৭) চেয়ারম্যান কে?
ক. Mr. Rajeeva Bandranaike
খ. Mr. K.A.M. Majedur Rahman
গ. Mr. Asish Kumar Chauhan
ঘ. Mr. Jitesh Surendran
উত্তরঃ গ
প্রশ্নঃ NATO’র বর্তমান সদস্য দেশ কতটি?
ক. ৩০টি
খ. ২৯টি
গ. ২৫টি
ঘ. ২৭টি
উত্তরঃ খ
প্রশ্নঃ যৌথ নিরাপত্তা চুক্তি সংস্থা (CSTO)-এর বর্তমান (২০১৭) মহাসচিব কে?
ক. গিলবার্ট এফ. হিউংবো
খ. ফ্রান্সিস প্যাট্রিক মাসম্বু
গ. ইউরি খাচাতুরভ
ঘ. ম্যাথিয়াস জোনাস
উত্তরঃ গ
প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে বড় সংবাদ সংস্থার নাম কি?
ক. সিনগুন
খ. সানা
গ. রয়টার
ঘ. তাস
উত্তরঃ গ
প্রশ্নঃ জনসংখ্যা ক্রমানুসারে সাজানো কোন বিন্যাসটি সঠিক-
ক. ভারত, বাংলাদেশ পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলংকা
খ. ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, শ্রীলংকা, ভুটান, মালদ্বীপ
গ. ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলংকা, নেপাল, ভুটান, মালদ্বীপ
ঘ. ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, মালদ্বীপ, ভুটান, শ্রীলংকা
উত্তরঃ খ
প্রশ্নঃ জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী প্রথম গঠিত হয়-
ক. ১৯৪৮ সালে
খ. ১৯৪৯ সালে
গ. ১৯৫৩ সালে
ঘ. ১৯৫৬ সালে
উত্তরঃ ক
প্রশ্নঃ NAM-এর বর্তমান সদস্য সংখ্যা কত?
ক. ১১৬
খ. ১১৮
গ. ১১৫
ঘ. ১১৯
উত্তরঃ খ
প্রশ্নঃ এখন (২০১৬) থেকে কত বছর পর পর সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে?
ক. ৪ বছর
খ. ৩ বছর
গ. ২ বছর
ঘ. ১ বছর
উত্তরঃ গ
প্রশ্নঃ মানবাধিকার কমিশনের সদর দপ্তর কোথায়?
ক. নিউইয়র্ক
খ. প্যারিস
গ. জেনেভা
ঘ. লন্ডন
উত্তরঃ গ
প্রশ্নঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) পোলিওমুক্ত বিশ্ব গড়ার লক্ষ্যে পোলিও টিকাদান কর্মসূচি গ্রহণ করে কত সালে?
ক. ১৯৭৮
খ. ১৯৮০
গ. ১৯৮৬
ঘ. ১৯৮৮
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ১১ অক্টোবর ২০১৭ কোন দেশ IRENA’র ১৫৩তম সদস্যপদ লাভ করে?
ক. উজবেকিস্তান
খ. বতসোয়ানা
গ. আফগানিস্তান
ঘ. নেপাল
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘ইউনিটা’ কোন দেশের গেরিলা সংগঠন?
ক. এঙ্গোলা
খ. উগান্ডা
গ. মায়ানমার
ঘ. পেরু
উত্তরঃ ক
প্রশ্নঃ ইসিএ (ECA) এর সদর দপ্তর কোথায়?
ক. আদ্দিস আবাবা
খ. নাইরোবি
গ. ডাকঘর
ঘ. কায়রো
উত্তরঃ ক
প্রশ্নঃ এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কবে প্রতিষ্টিত হয়?
ক. ১৯৬১ সালে
খ. ১৯৫০ সালে
গ. ১৯৭১ সালে
ঘ. ১৯১৯ সালে
উত্তরঃ ক
প্রশ্নঃ ২৪তম APEC সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
ক. ১৯ – ২০ নভেম্বর, ২০১৬
খ. ১৭ – ১৮ নভেম্বর, ২০১৬
গ. ১৬ – ১৮ নভেম্বর, ২০১৬
ঘ. ১৫ – ১৭ নভেম্বর, ২০১৬
উত্তরঃ ক
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)