আন্তর্জাতিক বিষয়াবলী-১০

প্রশ্নঃ ডি-৮ এর সদর দপ্তর-
ক. ইস্তাম্বুল
খ. ঢাকা
গ. ব্যাংকক
ঘ. জাকার্তা
উত্তরঃ ক

প্রশ্নঃ ২৬ এপ্রিল ২০১৫ কোন দেশ বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO)- এর ১৬১তম সদস্য পদ লাভ করে?
ক. ইরান
খ. সার্বিয়া
গ. সুদান
ঘ. সিচেলিস
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ব্ল্যাক ওয়াটার একটি-
ক. বিষাক্ত দ্রবণ
খ. চুক্তি
গ. নিরাপত্তা সংস্থার নাম
ঘ. গোয়েন্দা সংস্থার নাম
উত্তরঃ ঘ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM) প্রতিষ্ঠিত হয় কবে?
ক. ১৯ সেপ্টেম্বর ২০১৬
খ. ২০ নভেম্বর ১৯৮০
গ. ১৫ ডিসেম্বর ১৯৫২
ঘ. ৫ ডিসেম্বর ১৯৫১
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ন্যাটোর একটি বাহিনী বর্তমানে ইউরোপের বাইরে কোথায় অবস্থান করছে?
ক. ইরাকে
খ. আফগানিস্তানে
গ. লেবাননে
ঘ. সিয়েরালিওনে
উত্তরঃ খ

প্রশ্নঃ IUCN-এর কাজ হলো বিশ্বব্যাপী–
ক. প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা
খ. আন্তর্জাতিক সন্ত্রাস দমন করা
গ. পানি সম্পদ সংরক্ষণ করা
ঘ. মানবাধিকার সঙরক্ষণ করা
উত্তরঃ ক

প্রশ্নঃ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)-এর বর্তমান (২০১৬) অ্যাফিলিয়েট সদস্য দেশ কতটি?
ক. ৫৬টি
খ. ৫০টি
গ. ৫২টি
ঘ. ৫৮টি
উত্তরঃ ক

প্রশ্নঃ সার্কের ১৩তম মহাসচিব কে?
ক. Ibrahim Zaki, Maldives
খ. Chenkyab Dorji, Bhutan
গ. Q.A. Rahim, Bangladesh
ঘ. Amjad Hussain B. Sial, Pakistan
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘মোসাদ’ কোন দেশের গোয়েন্দা সংস্থা?
ক. ইসরাইল
খ. সাইবেরিয়া
গ. ফ্রান্স
ঘ. রাশিয়া
উত্তরঃ ক

প্রশ্নঃ ১৬ অক্টোবর ২০১৫ কোন দেশ রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা (OPCW) -এর ১৯২তম সদস্যপদ লাভ করে?
ক. অ্যাঙ্গোলা
খ. উত্তর কোরিয়া
গ. ইরান
ঘ. মিয়ানমার
উত্তরঃ ক

প্রশ্নঃ ২৭ সেপ্টেম্বর ২০১৭ কোন দেশ Interpol-এর ১৯১তম সদস্যপদ লাভ করে?
ক. মার্শাল দ্বীপপুঞ্জ
খ. তিউনিসিয়া
গ. ফিলিস্তিন
ঘ. সলোমন দ্বীপপুঞ্জ
উত্তরঃ গ

প্রশ্নঃ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)-এর নতুন চেয়ারম্যান কে?
ক. এস এম কৃষ্ণা
খ. ভেঙ্কইয়া নাইডু
গ. শশাঙ্ক মনোহর
ঘ. শারদ পাওয়ার
উত্তরঃ গ

প্রশ্নঃ Which country below within the EU still does not use Euro as their currency?/ ইউরোপীয় ইউনিয়নের যে দেশ এখনো ‘ইউরো’ গ্রহণ করেনি–
ক. France(ফ্রান্স)
খ. Germany(জার্মানি)
গ. Austria(অস্ট্রিয়া)
ঘ. England(ইংল্যান্ড)
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ২০১৫ সালের গণতন্ত্র সূচকে শীর্ষ দেশ কোনটি?
ক. নিউজিল্যান্ড
খ. সুইডেন
গ. আইসল্যান্ড
ঘ. নরওয়ে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ জাতিসংঘ সাধারণ পরিষদের কততম অধিবেশনে টেকসই উন্নয়ন লক্ষ্য (SDG) গৃহীত হয়?
ক. ৭২তম
খ. ৭১তম
গ. ৭০তম
ঘ. ৬৮তম
উত্তরঃ গ

প্রশ্নঃ সাউথ এশিয়ান ফেডারেশন অব এক্সচেঞ্জের (SAFE) নতুন (২০১৭) চেয়ারম্যান কে?
ক. Mr. Rajeeva Bandranaike
খ. Mr. K.A.M. Majedur Rahman
গ. Mr. Asish Kumar Chauhan
ঘ. Mr. Jitesh Surendran
উত্তরঃ গ

প্রশ্নঃ NATO’র বর্তমান সদস্য দেশ কতটি?
ক. ৩০টি
খ. ২৯টি
গ. ২৫টি
ঘ. ২৭টি
উত্তরঃ খ

প্রশ্নঃ যৌথ নিরাপত্তা চুক্তি সংস্থা (CSTO)-এর বর্তমান (২০১৭) মহাসচিব কে?
ক. গিলবার্ট এফ. হিউংবো
খ. ফ্রান্সিস প্যাট্রিক মাসম্বু
গ. ইউরি খাচাতুরভ
ঘ. ম্যাথিয়াস জোনাস
উত্তরঃ গ

প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে বড় সংবাদ সংস্থার নাম কি?
ক. সিনগুন
খ. সানা
গ. রয়টার
ঘ. তাস
উত্তরঃ গ

প্রশ্নঃ জনসংখ্যা ক্রমানুসারে সাজানো কোন বিন্যাসটি সঠিক-
ক. ভারত, বাংলাদেশ পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলংকা
খ. ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, শ্রীলংকা, ভুটান, মালদ্বীপ
গ. ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলংকা, নেপাল, ভুটান, মালদ্বীপ
ঘ. ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, মালদ্বীপ, ভুটান, শ্রীলংকা
উত্তরঃ খ

প্রশ্নঃ জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী প্রথম গঠিত হয়-
ক. ১৯৪৮ সালে
খ. ১৯৪৯ সালে
গ. ১৯৫৩ সালে
ঘ. ১৯৫৬ সালে
উত্তরঃ ক

প্রশ্নঃ NAM-এর বর্তমান সদস্য সংখ্যা কত?
ক. ১১৬
খ. ১১৮
গ. ১১৫
ঘ. ১১৯
উত্তরঃ খ

প্রশ্নঃ এখন (২০১৬) থেকে কত বছর পর পর সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে?
ক. ৪ বছর
খ. ৩ বছর
গ. ২ বছর
ঘ. ১ বছর
উত্তরঃ গ

প্রশ্নঃ মানবাধিকার কমিশনের সদর দপ্তর কোথায়?
ক. নিউইয়র্ক
খ. প্যারিস
গ. জেনেভা
ঘ. লন্ডন
উত্তরঃ গ

প্রশ্নঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) পোলিওমুক্ত বিশ্ব গড়ার লক্ষ্যে পোলিও টিকাদান কর্মসূচি গ্রহণ করে কত সালে?
ক. ১৯৭৮
খ. ১৯৮০
গ. ১৯৮৬
ঘ. ১৯৮৮
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ১১ অক্টোবর ২০১৭ কোন দেশ IRENA’র ১৫৩তম সদস্যপদ লাভ করে?
ক. উজবেকিস্তান
খ. বতসোয়ানা
গ. আফগানিস্তান
ঘ. নেপাল
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘ইউনিটা’ কোন দেশের গেরিলা সংগঠন?
ক. এঙ্গোলা
খ. উগান্ডা
গ. মায়ানমার
ঘ. পেরু
উত্তরঃ ক

প্রশ্নঃ ইসিএ (ECA) এর সদর দপ্তর কোথায়?
ক. আদ্দিস আবাবা
খ. নাইরোবি
গ. ডাকঘর
ঘ. কায়রো
উত্তরঃ ক

প্রশ্নঃ এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কবে প্রতিষ্টিত হয়?
ক. ১৯৬১ সালে
খ. ১৯৫০ সালে
গ. ১৯৭১ সালে
ঘ. ১৯১৯ সালে
উত্তরঃ ক

প্রশ্নঃ ২৪তম APEC সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
ক. ১৯ – ২০ নভেম্বর, ২০১৬
খ. ১৭ – ১৮ নভেম্বর, ২০১৬
গ. ১৬ – ১৮ নভেম্বর, ২০১৬
ঘ. ১৫ – ১৭ নভেম্বর, ২০১৬
উত্তরঃ ক

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!
Scroll to Top