আন্তর্জাতিক বিষয়াবলী-১০৫

প্রশ্নঃ মাদাম তুশো-র জাদুঘরে কি রক্ষিত আছে?
ক. ম্যাডাম তুশোর ব্যক্তিগত সংগ্রহ
খ. বিখ্যাত চিত্রকরদের আঁকা চিত্রকর্ম
গ. বিখ্যাত ব্যক্তিদের পোর্ট্রেট
ঘ. বিখ্যাত ব্যক্তিদের মোমের মূর্তি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ গৌতম বুদ্ধের আসল নাম–
ক. বুদ্ধদেব
খ. নারায়ণ
গ. সিদ্ধার্থ
ঘ. শংকর
উত্তরঃ গ

প্রশ্নঃ The Dramatic Decade : The Indira Gandhi Years গ্রন্থের লেখক কে?
ক. হেদায়েতুল্লাহ আল মামুন
খ. প্রণব মুখার্জী
গ. বারাক ওবামা
ঘ. রাহুল গান্ধী
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ প্রথম একশ্বরবাদী ধর্ম কোনটি?
ক. প্রাচীন মিশরীয় ধর্ম
খ. হিব্রু ধর্ম
গ. ইসলাম ধর্ম
ঘ. খ্রিস্ট ধর্ম
উত্তরঃ ক

প্রশ্নঃ বিখ্যাত গোয়ার্নিকা চিত্রকর্মের শিল্পী–
ক. লিওনার্দো দ্য ভিঞ্জি
খ. পাবলো পিকাসো
গ. মাইকেল এঞ্জেলো
ঘ. সালভেদর ডালি
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘জিন্নাহ’ ইন্ডিয়া-পার্টিশন-স্বাধীনতা’ নামে লিখেছেন–
ক. যশবন্ত সিং
খ. অটল বিহারী বাজপেয়ী
গ. ভি পি সিং
ঘ. এল কে আদভানি
উত্তরঃ ক

প্রশ্নঃ শিশুদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন–
ক. হযরত আলী (রাঃ)
খ. হযরত সা’দ (রাঃ)
গ. হযরত ওমর (রাঃ)
ঘ. হযরত আনাস (রাঃ)
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন বিপ্লবের পরিপ্রেক্ষিতে A Tale of Two Cities রচিত হয়?
ক. বলশেভিক বিপ্লব
খ. ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব
গ. আমেরিকান বিপ্লব
ঘ. ফরাসি বিপ্লব
উত্তরঃ ঘ

প্রশ্নঃ জেমস বন্ড সিরিজের ২৪তম চলচিত্রের নাম কি?
ক. স্পেক্টর
খ. ডাই এনাদার ডে
গ. কোয়ান্টাম অব সোল্যাস
ঘ. ক্যাসিনো রয়্যাল
উত্তরঃ ক

প্রশ্নঃ জাভা মানব কোথায় পাওয়া যায়?
ক. ইন্দোনেশিয়ায়
খ. জার্মানিতে
গ. চীনে
ঘ. ভারতে
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘বায়তুল হিকমা’ কি?
ক. আব্বাসী রাজপ্রাসাদ
খ. জ্ঞানচর্চা কেন্দ্র
গ. প্রমোদ কেন্দ্র
ঘ. কারাগার
উত্তরঃ খ

প্রশ্নঃ The Clash of Civilization ধারণার প্রবক্তা কে?
ক. জর্জ বুশ
খ. স্যামুয়েল হানটিংটন
গ. কন্ডোলিৎসা রাইস
ঘ. ডোনাল্ড রামসফেল্ড
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘দি ক্ল্যাস অব সিভিলাইজেশন’ বইয়ের লেখক কে?
ক. লুসিয়ান ডব্লিউ পাই
খ. বারবারা ওয়ার্ড
গ. হ্যারি পটার
ঘ. স্যামুয়েল হানটিংটন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ মুসলিমদের মক্কা বিজয় সংঘঠিত হয়?
ক. ৬২৪ খ্রিঃ
খ. ৬২৮ খ্রিঃ
গ. ৬৩০ খ্রিঃ
ঘ. ৬৩২ খ্রিঃ
উত্তরঃ গ

প্রশ্নঃ ইতিহাসের জনক বা পিতা-
ক. যুসিডাইজিস
খ. হেরোডোটাস
গ. এরিস্টটল
ঘ. টয়েনবি
উত্তরঃ খ

প্রশ্নঃ ফ্রাঙ্কফ্রুর্ট শহর কিসের জন্য বিখ্যাত?
ক. কৃষিপণ্য
খ. বইমেলা
গ. ঔষধ পন্য
ঘ. আইস হকি
উত্তরঃ খ

প্রশ্নঃ The Whit Tiger- এর লেখক–
ক. অরবিন্দ আদিগাও
খ. অরুন্ধতী রায়
গ. অনীতা দেশাই
ঘ. শোভা দে
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘সিদ্ধার্থ’ গ্রন্থের লেখক কে?
ক. আর্নল্ড টয়েনবি
খ. হারমান হেস
গ. ডেরেক ওয়ালকট
ঘ. জায়ারে
উত্তরঃ খ

প্রশ্নঃ মার্ক টোয়েন কোন দেশের লোক ছিলেন?
ক. যুক্তরাজ্য
খ. মার্কিন যুক্তরাষ্ট্র
গ. ইতালি
ঘ. গ্রিস
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘একাডেমী অব সায়েন্স লাইব্রেরি’ কোথায় অবস্থিত?
ক. জার্মানি
খ. রাশিয়া
গ. যুক্তরাষ্ট্র
ঘ. যুক্তরাজ্য
উত্তরঃ খ

প্রশ্নঃ অদ্যাবধি বিরাজমান বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়–
ক. অক্সফোর্ড
খ. কেমব্রিজ
গ. আল-আজহার
ঘ. নালন্দা
উত্তরঃ গ

প্রশ্নঃ নিম্নের কোন সভ্যতায় প্রতিদিনকে ১২ জোড়া ঘন্টায় বিভক্ত করা হয়?
ক. রোমান
খ. গ্রিক
গ. ক্যালডীয়
ঘ. পারস্য
উত্তরঃ গ

প্রশ্নঃ আব্বাসীয় খলিফাদের রাজধানী ছিল–
ক. মক্কায়
খ. মদীনায়
গ. দামেস্কে
ঘ. বাগদাদে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘দি প্রিন্স’ গ্রন্থের লেখক কে?
ক. এরিস্টটল
খ. ম্যাকিয়াভেলি
গ. জন লক
ঘ. রুশো
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘wings of Fire’ গ্রন্থটি কে রচনা করেন?
ক. নেলসন ম্যান্ডেলা
খ. মাদার তেরেসা
গ. অ্যালফ্রেড মার্শাল
ঘ. এপিজে আবদুল কালাম
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন শহর মুসলমান, খ্রিস্টান ও ইহুদী কর্তৃক সমাদৃত?
ক. মদিনা
খ. জেরুজালেম
গ. মক্কা
ঘ. জেদ্দা
উত্তরঃ খ

প্রশ্নঃ From Purdah to Parliament গ্রন্থের লেখক কে?
ক. অরুন্ধতী রায়
খ. সালমান রুশদি
গ. শায়েস্তা ইকরামউল্লাহ
ঘ. সুফিয়া কামাল
উত্তরঃ গ

প্রশ্নঃ নিম্নের কে খুলাফায়ে রাশেদীনের একজন নন?
ক. হযরত আলী
খ. উমর বিন আব্দুল আযীয
গ. হযরত উমর বিন খাত্তাব
ঘ. উসমান বিন আফফান
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘মহামানবের দেশে’ নাকটির নাট্যরূপ নির্দেশক ও পরিচালক কে?
ক. মান্নান হীরা
খ. আবদুল্লাহ আল মামুন
গ. কাজী হায়াৎ
ঘ. তানভীর মোকাম্মেল
উত্তরঃ ক

প্রশ্নঃ বর্তমান ইসরাইলের অধিবাসীরা কাদের বংশধর?
ক. পারসিকদের
খ. হিব্রুদের
গ. আরবীয়দের
ঘ. মিশরীয়দের
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!
Scroll to Top