প্রশ্নঃ মাদাম তুশো-র জাদুঘরে কি রক্ষিত আছে?
ক. ম্যাডাম তুশোর ব্যক্তিগত সংগ্রহ
খ. বিখ্যাত চিত্রকরদের আঁকা চিত্রকর্ম
গ. বিখ্যাত ব্যক্তিদের পোর্ট্রেট
ঘ. বিখ্যাত ব্যক্তিদের মোমের মূর্তি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ গৌতম বুদ্ধের আসল নাম–
ক. বুদ্ধদেব
খ. নারায়ণ
গ. সিদ্ধার্থ
ঘ. শংকর
উত্তরঃ গ
প্রশ্নঃ The Dramatic Decade : The Indira Gandhi Years গ্রন্থের লেখক কে?
ক. হেদায়েতুল্লাহ আল মামুন
খ. প্রণব মুখার্জী
গ. বারাক ওবামা
ঘ. রাহুল গান্ধী
উত্তরঃ খ
প্রশ্নঃ প্রথম একশ্বরবাদী ধর্ম কোনটি?
ক. প্রাচীন মিশরীয় ধর্ম
খ. হিব্রু ধর্ম
গ. ইসলাম ধর্ম
ঘ. খ্রিস্ট ধর্ম
উত্তরঃ ক
প্রশ্নঃ বিখ্যাত গোয়ার্নিকা চিত্রকর্মের শিল্পী–
ক. লিওনার্দো দ্য ভিঞ্জি
খ. পাবলো পিকাসো
গ. মাইকেল এঞ্জেলো
ঘ. সালভেদর ডালি
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘জিন্নাহ’ ইন্ডিয়া-পার্টিশন-স্বাধীনতা’ নামে লিখেছেন–
ক. যশবন্ত সিং
খ. অটল বিহারী বাজপেয়ী
গ. ভি পি সিং
ঘ. এল কে আদভানি
উত্তরঃ ক
প্রশ্নঃ শিশুদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন–
ক. হযরত আলী (রাঃ)
খ. হযরত সা’দ (রাঃ)
গ. হযরত ওমর (রাঃ)
ঘ. হযরত আনাস (রাঃ)
উত্তরঃ ক
প্রশ্নঃ কোন বিপ্লবের পরিপ্রেক্ষিতে A Tale of Two Cities রচিত হয়?
ক. বলশেভিক বিপ্লব
খ. ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব
গ. আমেরিকান বিপ্লব
ঘ. ফরাসি বিপ্লব
উত্তরঃ ঘ
প্রশ্নঃ জেমস বন্ড সিরিজের ২৪তম চলচিত্রের নাম কি?
ক. স্পেক্টর
খ. ডাই এনাদার ডে
গ. কোয়ান্টাম অব সোল্যাস
ঘ. ক্যাসিনো রয়্যাল
উত্তরঃ ক
প্রশ্নঃ জাভা মানব কোথায় পাওয়া যায়?
ক. ইন্দোনেশিয়ায়
খ. জার্মানিতে
গ. চীনে
ঘ. ভারতে
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘বায়তুল হিকমা’ কি?
ক. আব্বাসী রাজপ্রাসাদ
খ. জ্ঞানচর্চা কেন্দ্র
গ. প্রমোদ কেন্দ্র
ঘ. কারাগার
উত্তরঃ খ
প্রশ্নঃ The Clash of Civilization ধারণার প্রবক্তা কে?
ক. জর্জ বুশ
খ. স্যামুয়েল হানটিংটন
গ. কন্ডোলিৎসা রাইস
ঘ. ডোনাল্ড রামসফেল্ড
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘দি ক্ল্যাস অব সিভিলাইজেশন’ বইয়ের লেখক কে?
ক. লুসিয়ান ডব্লিউ পাই
খ. বারবারা ওয়ার্ড
গ. হ্যারি পটার
ঘ. স্যামুয়েল হানটিংটন
উত্তরঃ ঘ
প্রশ্নঃ মুসলিমদের মক্কা বিজয় সংঘঠিত হয়?
ক. ৬২৪ খ্রিঃ
খ. ৬২৮ খ্রিঃ
গ. ৬৩০ খ্রিঃ
ঘ. ৬৩২ খ্রিঃ
উত্তরঃ গ
প্রশ্নঃ ইতিহাসের জনক বা পিতা-
ক. যুসিডাইজিস
খ. হেরোডোটাস
গ. এরিস্টটল
ঘ. টয়েনবি
উত্তরঃ খ
প্রশ্নঃ ফ্রাঙ্কফ্রুর্ট শহর কিসের জন্য বিখ্যাত?
ক. কৃষিপণ্য
খ. বইমেলা
গ. ঔষধ পন্য
ঘ. আইস হকি
উত্তরঃ খ
প্রশ্নঃ The Whit Tiger- এর লেখক–
ক. অরবিন্দ আদিগাও
খ. অরুন্ধতী রায়
গ. অনীতা দেশাই
ঘ. শোভা দে
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘সিদ্ধার্থ’ গ্রন্থের লেখক কে?
ক. আর্নল্ড টয়েনবি
খ. হারমান হেস
গ. ডেরেক ওয়ালকট
ঘ. জায়ারে
উত্তরঃ খ
প্রশ্নঃ মার্ক টোয়েন কোন দেশের লোক ছিলেন?
ক. যুক্তরাজ্য
খ. মার্কিন যুক্তরাষ্ট্র
গ. ইতালি
ঘ. গ্রিস
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘একাডেমী অব সায়েন্স লাইব্রেরি’ কোথায় অবস্থিত?
ক. জার্মানি
খ. রাশিয়া
গ. যুক্তরাষ্ট্র
ঘ. যুক্তরাজ্য
উত্তরঃ খ
প্রশ্নঃ অদ্যাবধি বিরাজমান বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়–
ক. অক্সফোর্ড
খ. কেমব্রিজ
গ. আল-আজহার
ঘ. নালন্দা
উত্তরঃ গ
প্রশ্নঃ নিম্নের কোন সভ্যতায় প্রতিদিনকে ১২ জোড়া ঘন্টায় বিভক্ত করা হয়?
ক. রোমান
খ. গ্রিক
গ. ক্যালডীয়
ঘ. পারস্য
উত্তরঃ গ
প্রশ্নঃ আব্বাসীয় খলিফাদের রাজধানী ছিল–
ক. মক্কায়
খ. মদীনায়
গ. দামেস্কে
ঘ. বাগদাদে
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘দি প্রিন্স’ গ্রন্থের লেখক কে?
ক. এরিস্টটল
খ. ম্যাকিয়াভেলি
গ. জন লক
ঘ. রুশো
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘wings of Fire’ গ্রন্থটি কে রচনা করেন?
ক. নেলসন ম্যান্ডেলা
খ. মাদার তেরেসা
গ. অ্যালফ্রেড মার্শাল
ঘ. এপিজে আবদুল কালাম
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোন শহর মুসলমান, খ্রিস্টান ও ইহুদী কর্তৃক সমাদৃত?
ক. মদিনা
খ. জেরুজালেম
গ. মক্কা
ঘ. জেদ্দা
উত্তরঃ খ
প্রশ্নঃ From Purdah to Parliament গ্রন্থের লেখক কে?
ক. অরুন্ধতী রায়
খ. সালমান রুশদি
গ. শায়েস্তা ইকরামউল্লাহ
ঘ. সুফিয়া কামাল
উত্তরঃ গ
প্রশ্নঃ নিম্নের কে খুলাফায়ে রাশেদীনের একজন নন?
ক. হযরত আলী
খ. উমর বিন আব্দুল আযীয
গ. হযরত উমর বিন খাত্তাব
ঘ. উসমান বিন আফফান
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘মহামানবের দেশে’ নাকটির নাট্যরূপ নির্দেশক ও পরিচালক কে?
ক. মান্নান হীরা
খ. আবদুল্লাহ আল মামুন
গ. কাজী হায়াৎ
ঘ. তানভীর মোকাম্মেল
উত্তরঃ ক
প্রশ্নঃ বর্তমান ইসরাইলের অধিবাসীরা কাদের বংশধর?
ক. পারসিকদের
খ. হিব্রুদের
গ. আরবীয়দের
ঘ. মিশরীয়দের
উত্তরঃ খ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)