আন্তর্জাতিক বিষয়াবলী-০৯

প্রশ্নঃ Interpol এর অফিসিয়াল নাম কি?
ক. International Police
খ. International Police Organization
গ. International Criminal Police
ঘ. International Police Agency
ঙ. International Criminal Police Organization
উত্তরঃ ঙ

প্রশ্নঃ নবম BRICS সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
ক. ৩-৫ জুলাই ২০১৭
খ. ৩-৫ সেপ্টেম্বর ২০১৭
গ. ৫-৭ আগস্ট ২০১৭
ঘ. ৮-১০ সেপ্টেম্বর ২০১৭
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ১৪ সেপ্টম্বর ২০১৫ কোন দেশ সমূহ বিশ্ব পর্যটন সংস্থা (UNWTO)-এর সদস্যপদ লাভ করে?
ক. বার্বাডোজ
খ. সামোয়া
গ. গায়ানা
ঘ. ক ও খ উভয়ই
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ১১ সেপ্টেম্বর ২০১৫ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (IAEA) -এর ১৬৫তম সদস্যপদ লাভ করে কোন দেশ?
ক. জিবুতি
খ. ভানুয়াতু
গ. গিনি
ঘ. ফিজি
উত্তরঃ খ

প্রশ্নঃ নিকারাগুয়ার ‘কন্ট্রা’ বিদ্রোহীরা কোন দেশের সমর্থনপুষ্ট ছিল?
ক. যুক্তরাজ্য
খ. যুক্তরাষ্ট্র
গ. কোরিয়া
ঘ. কিউবা
উত্তরঃ খ

প্রশ্নঃ G-77-এর বর্তমান (২০১৬) সদস্য দেশ কতটি?
ক. ১৩৪টি
খ. ১৩৩টি
গ. ১৩০টি
ঘ. ১২৮টি
উত্তরঃ ক

প্রশ্নঃ HDI is an index that represents development of a country by: HDI সূচক কিভাবে বিভিন্ন দেশের উন্নয়ন পরিমাপ করে?
ক. Taking income, education and Health under consideration
খ. Taking income, environment and corruption under consideration
গ. Taking income, growth and Inflation under consideration
ঘ. Taking income,education and child mortality under consideration
উত্তরঃ ক

প্রশ্নঃ ওয়াল্ড ওয়াচ কি?
ক. বিশ্বের বিভিন্ন দেশের সময় পর্যবেক্ষণকারী সংস্থা
খ. পৃথিবীর প্রাচীনতম গাড়ি
গ. ওয়াশিংটনভিত্তিক বিশ্ব পরিবেশ সংস্থা
ঘ. কোনটিই নয়
উত্তরঃ গ

প্রশ্নঃ বর্তমানে (২০১৬) ওপেকের অ-আরব এশীয় সদস্য দেশ কোনটি?
ক. ইরান
খ. ইন্দোনেশিয়া, ইরান
গ. সংযুক্ত আরব আমিরাত ও ইরান
ঘ. ওপরের কোনটিই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ আইএলও- এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. লন্ডন
খ. জেনেভা
গ. নিউইয়র্ক
ঘ. দিল্লি
উত্তরঃ খ

প্রশ্নঃ ২৪তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
ক. তেহরান (ইরান)
খ. সিডনি (অস্ট্রেলিয়া)
গ. বার্জু (মাল্টা)
ঘ. নয়াদিল্লি (ভারত)
উত্তরঃ গ

প্রশ্নঃ ২০২১ সালের World Congress on Information Technologh (WCTT) কোন দেশে অনুষ্ঠিত হবে?
ক. বাংলাদেশ
খ. ভারত
গ. মালয়েশিয়া
ঘ. আর্মেনিয়া
উত্তরঃ ক

প্রশ্নঃ জাতিসংঘের কোন সংস্থা খাদ্য ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট?
ক. ILO
খ. UNESCO
গ. IMF
ঘ. FAO
উত্তরঃ ঘ

প্রশ্নঃ সাভাক কোন দেশের গোয়েন্দা সংস্থার নাম?
ক. সিরিয়া
খ. ইরান
গ. জার্মানি
ঘ. ইসরাইল
উত্তরঃ ঘ

প্রশ্নঃ প্রতিষ্ঠাকালীন আরব লীগের সদর দপ্তর কোথায় ছিল?
ক. তিউনিস
খ. কায়রো
গ. রাবাত
ঘ. দামেস্ক
উত্তরঃ খ

প্রশ্নঃ আন্তর্জাতিক নবায়নযোগ্য শুক্তি সংস্থা (IRENA)-এর বর্তমান (২০১৭) সদস্য দেশ কতটি?
ক. ১৫৩টি
খ. ১৫৫টি
গ. ১৫১টি
ঘ. ১৫৪টি
উত্তরঃ ক

প্রশ্নঃ ন্যাটোভুক্ত মুসলিমদেশ কতটি–
ক. ৪ টি
খ. ৬ টি
গ. ৩ টি
ঘ. ২ টি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বর্তমানে (২০১৭) শান্তিরক্ষী মিশনে পুলিশ শান্তিরক্ষী প্রেরণে শীর্ষ দেশ কোনটি?
ক. বাংলাদেশ
খ. মিসর
গ. লেবানন
ঘ. সেনেগাল
উত্তরঃ ঘ

প্রশ্নঃ BIMSTEC কি ধরেন সংগঠন?
ক. রাজনৈতিক
খ. অর্থনৈতিক
গ. বাণিজ্যিক
ঘ. সামাজিক
উত্তরঃ খ

প্রশ্নঃ ৪র্থ পরমাণু নিরাপত্তা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
ক. ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
খ. লন্ডন, যুক্তরাজ্য
গ. মস্কো, রাশিয়া
ঘ. প্যারিস, ফ্রান্স
উত্তরঃ ক

প্রশ্নঃ ইসলামী সম্মেলন সংস্থা (OIC)-র প্রধান কার্যালয় (Head quarter) বা সচিবালয় কোথায়?
ক. তেহরান
খ. জেদ্দা
গ. কায়রো
ঘ. রিয়াদ
উত্তরঃ খ

প্রশ্নঃ ২১ সেপ্টেম্বর ২০১৬ কোন দুটি দেশ CTBT অনুমোদন করে?
ক. কসোভো
খ. মায়ানমার
গ. সোয়াজিল্যান্ড
ঘ. খ ও গ উভয়ই
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ১১তম আসেম (ASEM) শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
ক. ইস্তানবুল, তুরস্ক
খ. জাকার্তা, ইন্দোনেশিয়া
গ. উলানবাটোর, মঙ্গোলিয়া
ঘ. কুয়ালালামপুর, মালয়েশিয়া
উত্তরঃ গ

প্রশ্নঃ ৮-৯ জুলাই ২০১৬ ন্যাটোর শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
ক. বার্লিন, জার্মানি
খ. টোকিও, জাপান
গ. ওয়ারশ, পোল্যান্ড
ঘ. ভিয়েনা, অস্ট্রিয়া
উত্তরঃ গ

প্রশ্নঃ ১৮তম ন্যাম শীর্ষ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হবে?
ক. দক্ষিণ আফ্রিকা
খ. আজারবাইজান
গ. ইরান
ঘ. আলজেরিয়া
উত্তরঃ খ

প্রশ্নঃ বিশ্ব বুদ্ধিবৃত্তিক সম্পদ সংস্থা (WIPO)-এর বর্তমান (২০১৭) সদস্য দেশ কতটি?
ক. ১৯১টি
খ. ১৯০টি
গ. ১৯২টি
ঘ. ১৮৮টি
উত্তরঃ ক

প্রশ্নঃ HZ (এইচ জেড) কোন দেশের বেসামরিক বিমানের প্রতীক?
ক. হাঙ্গেরি
খ. জাপান
গ. সৌদি আরব
ঘ. ব্রাজিল
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন ক্ষেত্রে অবদানের জন্য বাংলাদেশ এমডিজি-২০১০ পুরস্কার পায়?
ক. মাতৃমৃত্যুর হার হ্রাস
খ. শিশুমৃত্যুর হার হ্রাস
গ. জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস
ঘ. দারিদ্র বিমোচন
উত্তরঃ খ

প্রশ্নঃ ২৭ এপ্রিল ২০১৭ কোন দেশ অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটস (OAS) ছাড়ার ঘোষণা দেয়?
ক. কিউবা
খ. ব্রাজিল
গ. বলিভিয়া
ঘ. ভেনিজুয়েলা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ২ জানুয়ারি ২০১৫ কোন দেশ ইউরোশিয়ান ইকোনমিক ইউনিয়ন (EaEU)-এর ৪র্থ সদস্য পদ লাভ করে?
ক. আর্মেনিয়া
খ. রাশিয়া
গ. তুরস্ক
ঘ. সার্বিয়া
উত্তরঃ ক

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!