আন্তর্জাতিক বিষয়াবলী-০৮

প্রশ্নঃ টেকসই উন্নয়ন লক্ষ্য কত বছর মেয়াদি?
ক. ১৫ বছর
খ. ১৩ বছর
গ. ১০ বছর
ঘ. ১২ বছর
উত্তরঃ ক

প্রশ্নঃ What is the present number of members in the European Parliament?/ ইউরোপিয়ান পার্লামেন্টের পার্লামেন্টারিয়ানের বর্তমান সংখ্যা কত?
ক. 735
খ. 736
গ. 835
ঘ. 836
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ সাংহাই সহযোগিতা সংস্থা (SCO)-এর রাষ্ট্রপ্রধানদের ১৫তম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
ক. ৫-৬ জুলাই ২০১৫
খ. ৬-৭ জুলাই ২০১৫
গ. ৯-১০ জুলাই ২০১৫
ঘ. ৭-৮ জুলাই ২০১৫
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘নন-এলাইনমেন্ট মোভমেন্ট’ এর সচিবালয়—তে অবস্থিত?
ক. ঢাকা
খ. নয়াদিল্লি
গ. জাকার্তা
ঘ. কোনটা সত্য নয়
উত্তরঃ ঘ

প্রশ্নঃ Interpol-এর বর্তমান (২০১৭) সদস্য দেশ কতটি?
ক. ১৯৫টি
খ. ১৯২টি
গ. ১৯০টি
ঘ. ১৮৯টি
উত্তরঃ খ

প্রশ্নঃ বিশ্ব পর্যটন সংস্থা (UNWTO)-এর বর্তমান ২০১৬ সদস্য দেশ কতটি?
ক. ১৫৬টি
খ. ১৬০টি
গ. ১৫৫টি
ঘ. ১৫০টি
উত্তরঃ ক

প্রশ্নঃ Which Asian country belongs to the group of G-8 countries?/ জি-৮ এর একমাত্র এশিয়ার দেশ–
ক. Japan(জাপান)
খ. Thailand(থাইল্যান্ড)
গ. India(ভারত)
ঘ. China(চীন)
উত্তরঃ ক

প্রশ্নঃ জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. লন্ডন
খ. নিউইয়র্ক
গ. প্যারিস
ঘ. মস্কো
উত্তরঃ খ

প্রশ্নঃ প্রেসিডেন্ট-উইড্র উইলসনের 14 points এ কত নম্বর point এ জাতিপুঞ্জের সৃষ্টির কথা উল্লেখ করা হয়েছে?
ক. ৯
খ. ১২
গ. ১৩
ঘ. ১৪
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘ইউনিডো’ (UNIDO) এর প্রধান কার্যালয় কোথয় অবস্থিত?
ক. টোকিও
খ. প্যারিস
গ. নিউইয়র্ক
ঘ. ভিয়েনা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ২০১৭ সালে ২৫তম APEC শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
ক. মেক্সিকো সিটি, মেক্সিকো
খ. সান্তিয়াগো, চিলি
গ. মস্কো, রাশিয়া
ঘ. দা নং, ভিয়েতনাম
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন পরিষদের সুপারিশক্রমে জাতিসংঘে নতুন সদস্য গ্রহণ করা হয়?
ক. অছি পরিষদ
খ. সাধারণ পরিষদ
গ. নিরাপত্তা পরিষদ
ঘ. অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘লীগ অব নেশনস’ কবে গঠিত হয়?
ক. ১৯৯৭ সালে
খ. ১৯১৮ সালে
গ. ১৯১৯ সালে
ঘ. ১৯২০ সালে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ সার্ক শীর্ষ সম্মেলনে কোন বিষয়টি আলোচিত হতে পারে না?
ক. কৃষি উন্নয়ন
খ. দ্বিপাক্ষিক সমস্যা
গ. অবাধ বাণিজ্য
ঘ. সাংস্কৃতিক বিনিময়
উত্তরঃ খ

প্রশ্নঃ ২ মার্চ ২০১৬ কোন দেশ EAC-এর ৬ষ্ঠ সদস্যপদ লাভ করে?
ক. কেনিয়া
খ. সিয়েরালিওন
গ. উগান্ডা
ঘ. দক্ষিন সুদান
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ১২তম জি-২০ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
ক. ৭-৮ জুলাই ২০১৭
খ. ৯-১০ জুলাই ২০১৭
গ. ৮-৯ জুলাই ২০১৭
ঘ. ৫-৬ জুলাই ২০১৭
উত্তরঃ ক

প্রশ্নঃ Organization of African Unity(OAU)-কত সালে প্রতিষ্টিত হয়?
ক. ১৯৬০ সালে
খ. ১৯৬২ সালে
গ. ১৯৬৩ সালে
ঘ. ১৯৬৪ সালে
উত্তরঃ গ

প্রশ্নঃ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় Green Climate Fund বিশ্বের দরিদ্র দেশগুলোর জন্য কি পরিমাণ অর্থ মঞ্জুর করেছে?
ক. ৮০ বিলিয়ন ডলার
খ. ১০০ বিলিয়ন ডলার
গ. ১৫০ বিলিয়ন ডলার
ঘ. ২০০ বিলিয়ন ডলার
উত্তরঃ খ

প্রশ্নঃ বান কি মুন জাতিসংঘের কততম মহাসচিব-
ক. সপ্তম
খ. অষ্টম
গ. নবম
ঘ. দশম
উত্তরঃ খ

প্রশ্নঃ বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) এর বর্তমান (২০১৫) সদস্য দেশ কতটি?
ক. ১৬৫ টি
খ. ১৬৩ টি
গ. ১৬২ টি
ঘ. ১৬৭ টি
উত্তরঃ গ

প্রশ্নঃ Asia Pacific Economic Co-operation (APEC) ফোরামের নভেম্বর, ১৯৯৩-এ অনুষ্ঠিত বৈঠকে কোন সদস্য দেশের সরকার প্রধান অনুপস্থিত ছিলেন?
ক. মালয়েশিয়া
খ. ফিলিপাইন
গ. অস্ট্রেলিয়া
ঘ. জাপান
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘লীগ অব নেশনস’ স্থাপনে কে অগ্রণী ভূমিকা পালন করেন?
ক. প্রেসিডেন্ট ঊইলসন
খ. প্রেসিডেন্ট রুজভেল্ট
গ. জেনারেল স্মাটস
ঘ. উইনস্টন চার্চিল
উত্তরঃ ক

প্রশ্নঃ ১৯ আগস্ট ২০১৬ বিশ্ব পর্যটন সংস্থা (UNWTO)-এর সদস্যপদ প্রত্যাহার করে কোন দেশ?
ক. যুক্তরাষ্ট্র
খ. তুরস্ক
গ. অস্ট্রেলিয়া
ঘ. ভিয়েতনাম
উত্তরঃ গ

প্রশ্নঃ যে যুদ্ধের প্রেক্ষাপটে সাধারণ পরিষদে “Uniting for peace resolution” গৃহীত হয়েছিল–
ক. সুয়েজ যুদ্ধ
খ. কোরীয় যুদ্ধ
গ. পাক ভারত যুদ্ধ- ১৯৬৫
ঘ. ফকল্যান্ড যুদ্ধ
উত্তরঃ খ

প্রশ্নঃ ৩০ নভেম্বর ২০১৫ বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) -এর ১৬২তম সদস্যপদ লাভ করে কোন দেশ?
ক. আফগানিস্তান
খ. লাইবেরিয়া
গ. ইরান
ঘ. কাজাখস্তান
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নিচের কোন দেশটি BIMSTEC -এর সদস্য নয়?
ক. সিঙ্গাপুর
খ. থাইল্যান্ড
গ. মিয়ানমার
ঘ. ভারত
উত্তরঃ ক

প্রশ্নঃ বিশ্ব ব্যাংক এর কোন অঙ্গ সংগঠনটি ‘Soft-loan-window’ নামে পরিচিত?
ক. IRBD
খ. IDA
গ. IFC
ঘ. FDI
উত্তরঃ খ

প্রশ্নঃ সুইজারল্যান্ড আনুষ্ঠানিকভাবে কখন জাতিসংঘের সদস্য হয়?
ক. ৩০ আগস্ট, ২০০২
খ. ১২ অক্টোবর, ২০০২
গ. ১০ সেপ্টেম্বর, ২০০২
ঘ. ১৫ সেপ্টেম্বর, ২০০২
উত্তরঃ গ

প্রশ্নঃ CIA-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. ওয়শিংটন ডিসি
খ. নিউইয়র্ক
গ. ডালাস
ঘ. ভার্জিনিয়িা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ১২ এপ্রিল ২০১৬ পুনর্গঠন ও উন্নয়নের জন্য আন্তর্জাতিক ব্যাংক (IBRD)-এর ১৮৯তম সদস্য পদ লাভ করে কোন দেশ?
ক. নাউরু
খ. বারমুডা
গ. কসোভো
ঘ. দক্ষিন সুদান
উত্তরঃ ক

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!