আন্তর্জাতিক বিষয়াবলী-০৭

প্রশ্নঃ এশীয় অবকাঠামো বিনিয়গ ব্যাংক (AIIB)- এর প্রথম ও বর্তমান (২০১৫) প্রেসিডেন্ট কে?
ক. প্রণব ভট্ট (ভারত)
খ. আ. হ. ম. মোস্তফা কামাল (বাংলাদেশ)
গ. জিন লিকুন (চীন)
ঘ. ভ্লাদিমির পুতিন (রাশিয়া)
উত্তরঃ গ

প্রশ্নঃ যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
ক. ইন্দোনেশিয়া
খ. বাংলাদেশ
গ. ভিয়েতনাম
ঘ. চীন
উত্তরঃ ঘ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ইউরোপীয় ইউনিয়নভুক্ত কতটি দেশ ইউরো মুদ্রা চালু করেছে?
ক. ২২ টি
খ. ২৩ টি
গ. ২০ টি
ঘ. ১৯ টি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ AIIB- এর সদর দপ্তর কোথায়?
ক. মস্কো, রাশিয়া
খ. নয়াদিল্লি, ভারত
গ. ঢাকা, বাংলাদেশ
ঘ. বেইজিং, চীন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ভিয়েতনামের মুদ্রার নাম–
ক. ইউয়ান
খ. ইয়েন
গ. ডং
ঘ. কিপ
উত্তরঃ গ

প্রশ্নঃ বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান ২০১৭ অনুযায়ী বিশ্বে পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
ক. ভারত
খ. ভিয়েতনাম
গ. বাংলাদেশ
ঘ. চীন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নতুন উন্নয়ন ব্যাংক (NDB) কার্যক্রম শুরু করে কবে?
ক. ১৫ জুলাই ২০১৫
খ. ১২ জুলাই ২০১৫
গ. ১০ জুলাই ২০১৫
ঘ. ২১ জুলাই ২০১৫
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ইরাকের মুদ্রার নাম কি?
ক. ডলার
খ. দিনার
গ. রিয়াদ
ঘ. রূপী
উত্তরঃ খ

প্রশ্নঃ স্টেট অয়েল কোন দেশভিত্তিক বহুজাতিক কোম্পানি?
ক. কানাডা
খ. যুক্তরাজ্য
গ. যুক্তরাষ্ট্র
ঘ. নরওয়ে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ এশীয় অবকাঠামো বিনিয়গ ব্যাংক (AIIB)- এর প্রস্তাবক কোন দেশ?
ক. চীন
খ. রাশিয়া
গ. ভারত
ঘ. বাংলাদেশ
উত্তরঃ ক

প্রশ্নঃ ১৯৮৯ সালের সমীক্ষা অনুসারে সবচেয়ে বেশি চাল রপ্তানী কারক দেশ-
ক. ফিলিপাইন
খ. জাপান
গ. চীন
ঘ. ভারত
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান ২০১৭ অনুযায়ী বিশ্বে কৃষিপণ্য আমদানি ও রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
ক. জাপান
খ. জার্মানি
গ. যুক্তরাষ্ট্র
ঘ. চীন
উত্তরঃ গ

প্রশ্নঃ মাথাপিছু আয়ের ভিত্তিতে বিশ্বব্যাংক কর্তৃক দেশগুলোর বিভাজন কতটি?
ক. ৬ টি
খ. ৪ টি
গ. ২ টি
ঘ. ৫ টি
উত্তরঃ খ

প্রশ্নঃ এশিয়ার মুদ্রা সংকট ঘটেছিল কোন সালে?
ক. ১৯৭১
খ. ১৯৯০
গ. ১৯৯৭
ঘ. ১৯৯২
ঙ. ২০০২
উত্তরঃ গ

প্রশ্নঃ The name of the Central Bank of Malaysia is…/মালয়েশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের নাম কি?
ক. State Bank of Malaysia
খ. Bank Negara Malaysia
গ. Bank of Malaysia
ঘ. Central Bank of Malaysia
উত্তরঃ খ

প্রশ্নঃ সংযুক্ত আরব আমিরাতের মুদ্রার নাম কি?
ক. দিরহাম
খ. দিনার
গ. রিয়াল
ঘ. লিরা
উত্তরঃ ক

প্রশ্নঃ নেদারল্যান্ডের মুদ্রার নাম কি?
ক. ইউরো
খ. ডলার
গ. পেসো
ঘ. পাউন্ড
উত্তরঃ ক

প্রশ্নঃ Pound is not the currency of which country?/’পাউন্ড’ কোন দেশের মুদ্রা নয়?
ক. Lebanon
খ. Syria
গ. Egypt
ঘ. Luxemburg
উত্তরঃ ঘ

প্রশ্নঃ What is the name of Indonesiancurrency?/ইন্দোনেশিয়ার মুদ্রার নাম কি?
ক. Dollar
খ. Rupee
গ. Ringitt
ঘ. Rupiah
ঙ. Baht
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ইথিওপিয়ার মুদ্রার নাম কি?
ক. চেদি
খ. বির
গ. নায়রা
ঘ. লিয়ন
উত্তরঃ খ

প্রশ্নঃ Kyat কোন দেশের মুদ্রার নাম?
ক. থাইল্যান্ড
খ. মায়ানমার
গ. ভিয়েতনাম
ঘ. লাওস
উত্তরঃ খ

সাধারণ জ্ঞান, আন্তর্জাতিক বিষয়াবলী, আন্তর্জাতিক সংস্থা ও সংগঠন:

প্রশ্নঃ জাতিসংঘের পূর্বসূরি আন্তর্জাতিক প্রতিষ্ঠান কোনটি?
ক. ইউনাইটেড নেশনস
খ. লীগ অব নেশনস
গ. কম্যুনিটি অব নেশনস
ঘ. এসোসিয়েশনস অব নেশনস
উত্তরঃ খ

প্রশ্নঃ জাতিসংঘের মিলিনিয়াম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
ক. ওয়াশিংটন ডিসি
খ. মেক্সিকো সিটি
গ. জেনেভা
ঘ. নিউইয়র্ক
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ওপেক (OPEC)-এর বর্তমান (২০১৬) সদস্য দেশ কতটি?
ক. ১৪টি
খ. ১৩টি
গ. ১২টি
ঘ. ১১টি
উত্তরঃ খ

প্রশ্নঃ জাতিসংঘ সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনের প্রেসিডেন্ট কে?
ক. মর্গেন্স লিক্কেটফট (ডেনমার্ক)
খ. নাবিল আর আরাবি (মিশর)
গ. জেসন স্টলেনবার্গ (নরওয়ে)
ঘ. হাওলিন ঝাও (চীন)
উত্তরঃ ক

প্রশ্নঃ How many countries have accepted ‘Euro’ as their common currency?/ ইউরো সংশ্লিষ্ট যতটি দেশের একক মুদ্রায় পরিণত হয়েছে–
ক. ১০
খ. ১১
গ. ১৬
ঘ. ১৭
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ২০১৬ সালের ICT উন্নয়ন সূচকে সর্বনীম্ন দেশ কোনটি?
ক. শাদ
খ. ইরিত্রিয়া
গ. ইথিওপিয়া
ঘ. কেনিয়া
উত্তরঃ ক

প্রশ্নঃ রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা (OPCW)- এর বর্তমান (২০১৫) সদস্য দেশ কতটি?
ক. ১৮৫ টি
খ. ১৮৭ টি
গ. ১৯২ টি
ঘ. ১৯৩ টি
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!