আন্তর্জাতিক বিষয়াবলী-০৭

প্রশ্নঃ এশীয় অবকাঠামো বিনিয়গ ব্যাংক (AIIB)- এর প্রথম ও বর্তমান (২০১৫) প্রেসিডেন্ট কে?
ক. প্রণব ভট্ট (ভারত)
খ. আ. হ. ম. মোস্তফা কামাল (বাংলাদেশ)
গ. জিন লিকুন (চীন)
ঘ. ভ্লাদিমির পুতিন (রাশিয়া)
উত্তরঃ গ

প্রশ্নঃ যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
ক. ইন্দোনেশিয়া
খ. বাংলাদেশ
গ. ভিয়েতনাম
ঘ. চীন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ইউরোপীয় ইউনিয়নভুক্ত কতটি দেশ ইউরো মুদ্রা চালু করেছে?
ক. ২২ টি
খ. ২৩ টি
গ. ২০ টি
ঘ. ১৯ টি
উত্তরঃ ঘ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ AIIB- এর সদর দপ্তর কোথায়?
ক. মস্কো, রাশিয়া
খ. নয়াদিল্লি, ভারত
গ. ঢাকা, বাংলাদেশ
ঘ. বেইজিং, চীন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ভিয়েতনামের মুদ্রার নাম–
ক. ইউয়ান
খ. ইয়েন
গ. ডং
ঘ. কিপ
উত্তরঃ গ

প্রশ্নঃ বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান ২০১৭ অনুযায়ী বিশ্বে পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
ক. ভারত
খ. ভিয়েতনাম
গ. বাংলাদেশ
ঘ. চীন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নতুন উন্নয়ন ব্যাংক (NDB) কার্যক্রম শুরু করে কবে?
ক. ১৫ জুলাই ২০১৫
খ. ১২ জুলাই ২০১৫
গ. ১০ জুলাই ২০১৫
ঘ. ২১ জুলাই ২০১৫
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ইরাকের মুদ্রার নাম কি?
ক. ডলার
খ. দিনার
গ. রিয়াদ
ঘ. রূপী
উত্তরঃ খ

প্রশ্নঃ স্টেট অয়েল কোন দেশভিত্তিক বহুজাতিক কোম্পানি?
ক. কানাডা
খ. যুক্তরাজ্য
গ. যুক্তরাষ্ট্র
ঘ. নরওয়ে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ এশীয় অবকাঠামো বিনিয়গ ব্যাংক (AIIB)- এর প্রস্তাবক কোন দেশ?
ক. চীন
খ. রাশিয়া
গ. ভারত
ঘ. বাংলাদেশ
উত্তরঃ ক

প্রশ্নঃ ১৯৮৯ সালের সমীক্ষা অনুসারে সবচেয়ে বেশি চাল রপ্তানী কারক দেশ-
ক. ফিলিপাইন
খ. জাপান
গ. চীন
ঘ. ভারত
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান ২০১৭ অনুযায়ী বিশ্বে কৃষিপণ্য আমদানি ও রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
ক. জাপান
খ. জার্মানি
গ. যুক্তরাষ্ট্র
ঘ. চীন
উত্তরঃ গ

প্রশ্নঃ মাথাপিছু আয়ের ভিত্তিতে বিশ্বব্যাংক কর্তৃক দেশগুলোর বিভাজন কতটি?
ক. ৬ টি
খ. ৪ টি
গ. ২ টি
ঘ. ৫ টি
উত্তরঃ খ

প্রশ্নঃ এশিয়ার মুদ্রা সংকট ঘটেছিল কোন সালে?
ক. ১৯৭১
খ. ১৯৯০
গ. ১৯৯৭
ঘ. ১৯৯২
ঙ. ২০০২
উত্তরঃ গ

প্রশ্নঃ The name of the Central Bank of Malaysia is…/মালয়েশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের নাম কি?
ক. State Bank of Malaysia
খ. Bank Negara Malaysia
গ. Bank of Malaysia
ঘ. Central Bank of Malaysia
উত্তরঃ খ

প্রশ্নঃ সংযুক্ত আরব আমিরাতের মুদ্রার নাম কি?
ক. দিরহাম
খ. দিনার
গ. রিয়াল
ঘ. লিরা
উত্তরঃ ক

প্রশ্নঃ নেদারল্যান্ডের মুদ্রার নাম কি?
ক. ইউরো
খ. ডলার
গ. পেসো
ঘ. পাউন্ড
উত্তরঃ ক

প্রশ্নঃ Pound is not the currency of which country?/’পাউন্ড’ কোন দেশের মুদ্রা নয়?
ক. Lebanon
খ. Syria
গ. Egypt
ঘ. Luxemburg
উত্তরঃ ঘ

প্রশ্নঃ What is the name of Indonesiancurrency?/ইন্দোনেশিয়ার মুদ্রার নাম কি?
ক. Dollar
খ. Rupee
গ. Ringitt
ঘ. Rupiah
ঙ. Baht
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ইথিওপিয়ার মুদ্রার নাম কি?
ক. চেদি
খ. বির
গ. নায়রা
ঘ. লিয়ন
উত্তরঃ খ

প্রশ্নঃ Kyat কোন দেশের মুদ্রার নাম?
ক. থাইল্যান্ড
খ. মায়ানমার
গ. ভিয়েতনাম
ঘ. লাওস
উত্তরঃ খ

সাধারণ জ্ঞান, আন্তর্জাতিক বিষয়াবলী, আন্তর্জাতিক সংস্থা ও সংগঠন:

প্রশ্নঃ জাতিসংঘের পূর্বসূরি আন্তর্জাতিক প্রতিষ্ঠান কোনটি?
ক. ইউনাইটেড নেশনস
খ. লীগ অব নেশনস
গ. কম্যুনিটি অব নেশনস
ঘ. এসোসিয়েশনস অব নেশনস
উত্তরঃ খ

প্রশ্নঃ জাতিসংঘের মিলিনিয়াম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
ক. ওয়াশিংটন ডিসি
খ. মেক্সিকো সিটি
গ. জেনেভা
ঘ. নিউইয়র্ক
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ওপেক (OPEC)-এর বর্তমান (২০১৬) সদস্য দেশ কতটি?
ক. ১৪টি
খ. ১৩টি
গ. ১২টি
ঘ. ১১টি
উত্তরঃ খ

প্রশ্নঃ জাতিসংঘ সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনের প্রেসিডেন্ট কে?
ক. মর্গেন্স লিক্কেটফট (ডেনমার্ক)
খ. নাবিল আর আরাবি (মিশর)
গ. জেসন স্টলেনবার্গ (নরওয়ে)
ঘ. হাওলিন ঝাও (চীন)
উত্তরঃ ক

প্রশ্নঃ How many countries have accepted ‘Euro’ as their common currency?/ ইউরো সংশ্লিষ্ট যতটি দেশের একক মুদ্রায় পরিণত হয়েছে–
ক. ১০
খ. ১১
গ. ১৬
ঘ. ১৭
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ২০১৬ সালের ICT উন্নয়ন সূচকে সর্বনীম্ন দেশ কোনটি?
ক. শাদ
খ. ইরিত্রিয়া
গ. ইথিওপিয়া
ঘ. কেনিয়া
উত্তরঃ ক

প্রশ্নঃ রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা (OPCW)- এর বর্তমান (২০১৫) সদস্য দেশ কতটি?
ক. ১৮৫ টি
খ. ১৮৭ টি
গ. ১৯২ টি
ঘ. ১৯৩ টি
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!
Scroll to Top