প্রশ্নঃ শ্রীলঙ্কার মুদ্রার নাম–
ক. ডলার
খ. পাউন্ড
গ. টাকা
ঘ. রুপী
উত্তরঃ ঘ
প্রশ্নঃ উজবেকিস্তানের মুদ্রার নাম–
ক. রুবল
খ. সোম
গ. টেনগে
ঘ. মানাত
উত্তরঃ খ
প্রশ্নঃ রিংগিত কোন দেশের মুদ্রার নাম?
ক. জাপান
খ. ইন্দোনেশিয়া
গ. থাইল্যান্ড
ঘ. মালয়েশিয়া
উত্তরঃ ঘ
প্রশ্নঃ AIIB- এর আর্টিকেল অব এগ্রিমেন্ট (AoA) স্বাক্ষরকারী দেশ কতটি?
ক. ৪৭
খ. ৫০
গ. ৫৫
ঘ. ৫৭
উত্তরঃ খ
প্রশ্নঃ বর্তমানে (২০১৫) নারকেল তেল রপ্তানি ও উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
ক. কানাডা
খ. ব্রাজিল
গ. যুক্তরাষ্ট্র
ঘ. ফিলিপাইন
উত্তরঃ ঘ
প্রশ্নঃ জাপানি মুদ্রার নাম কি?
ক. লিরা
খ. ইয়েন
গ. ডলার
ঘ. পাউন্ড
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘The World Economic Forum’ কর্তৃক নির্ধারিত International Competitiveness Ranking- এ ১৯৯৩ সালে কোন দেশ সর্বোচ্চ স্থান অধিকার করেছে?
ক. যুক্তরাষ্ট্র
খ. জাপান
গ. জার্মানি
ঘ. দক্ষিণ কোরিয়া
উত্তরঃ ঘ
প্রশ্নঃ পোল্যান্ডের মুদ্রার নাম কি?
ক. ইউরো
খ. জলোটি
গ. ডলার
ঘ. কিয়েট
উত্তরঃ খ
প্রশ্নঃ দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম কি?
ক. ইয়েন
খ. পেসো
গ. ইউয়ান
ঘ. উয়ন
উত্তরঃ ঘ
প্রশ্নঃ AIIB গঠিত হয় কবে?
ক. ২৪ অক্টোবর ২০১৪
খ. ২৫ অক্টোবর ২০১৪
গ. ২৫ নভেম্বর ২০১৪
ঘ. ২০ ডিসেম্বর ২০১৪
উত্তরঃ ক
প্রশ্নঃ বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান ২০১৭ অনুযায়ী বিশ্বে রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
ক. জাপান
খ. রাশিয়া
গ. যুক্তরাষ্ট্র
ঘ. চীন
উত্তরঃ ঘ
প্রশ্নঃ The name of the currency of Hong Kong is:/হংকং এর মুদ্রার নাম কি?
ক. Hong Kong Yen
খ. Hong Kong Kroner
গ. Hong Kong Chingit
ঘ. Hong Kong Dollar
উত্তরঃ ঘ
প্রশ্নঃ এশীয় অবকাঠামো বিনিয়গ ব্যাংক (AIIB)- এর প্রস্তাবক কে?
ক. জিন লিকুন (চীন)
খ. শি জিনপিং (চীন)
গ. নরেন্দ্র মোদি (ভারত)
ঘ. ভ্লাদিমির পুতিন (রাশিয়া)
উত্তরঃ খ
প্রশ্নঃ Bailout কোন বিষয়ের সাথে সংশ্লিষ্ট?
ক. খেলাধুলা
খ. রাজনীতি
গ. অর্থনীতি
ঘ. সাহিত্য
উত্তরঃ গ
প্রশ্নঃ ব্রহ্মপুত্র নদ কোথায় বাংলাদেশে প্রবেশ করেছে ?
ক. লালমনিরহাটে
খ. নীলফামারীতে
গ. কুড়িগ্রামে
ঘ. ভুরুঙ্গামারীতে
উত্তরঃ গ
প্রশ্নঃ বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান ২০১৭ অনুযায়ী বিশ্বে আমদানিতে শীর্ষ দেশ কোনটি?
ক. যুক্তরাষ্ট্র
খ. চীন
গ. জাপান
ঘ. রাশিয়া
উত্তরঃ ক
প্রশ্নঃ মালদ্বীপের মুদ্রার নাম কি?
ক. রূপী
খ. ডলার
গ. পাউন্ড
ঘ. রূপাইয়া
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ২০১৪ সালে কোন দেশে সর্বাধিক বিনিয়োগ এসেছে?
ক. যুক্তরাষ্ট্র
খ. যুক্তরাজ্য
গ. চীন
ঘ. জাপান
উত্তরঃ গ
প্রশ্নঃ তুরস্কের মুদ্রার নাম কি?
ক. দিনার
খ. দিরহাম
গ. ডলার
ঘ. লিরা
উত্তরঃ ঘ
প্রশ্নঃ সম্প্রতি (২০১৭) লন্ডন থেকে সরাসরি চীনে আসা প্রথম ট্রেনটির নাম কি?
ক. স্যাটল উইন্ড
খ. ইস্ট উইন্ড
গ. ম্যাক্স উইন্ড
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ
প্রশ্নঃ বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান ২০১৭ অনুযায়ী বিশ্বে মোটরগাড়ি আমদানিতে শীর্ষ দেশ কোনটি?
ক. ইতালি
খ. জার্মানি
গ. যুক্তরাষ্ট্র
ঘ. জাপান
উত্তরঃ গ
প্রশ্নঃ The currency of Nepal is?/নেপালের মুদ্রার নাম কি?
ক. Rupee
খ. Ghltram
গ. Rupiah
ঘ. Burmat
ঙ. None of these
উত্তরঃ ক
প্রশ্নঃ বিল গেটস প্রতিষ্ঠিত বহুজাতিক ক্ষুদ্র বীমা প্রতিষ্ঠানের নাম কি?
ক. বিলগেটস এনসিওর
খ. মাইক্রোসফট এনসিওর
গ. সিটি এনসিওর
ঘ. মাইক্রোএনসিওর
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ভুটানের মুদ্রার নাম কি?
ক. রূপি
খ. ডলার
গ. দিরহাম
ঘ. গুলট্রাম
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘জেনারেল অ্যাগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড’ একমাত্র বহুমুখী সহায়ক সংস্থা হিসাবে বর্তমানে বিশ্ব বাণিজ্যের কত অংশের সমন্বয় সাধন করে থাকে?
ক. প্রায় ৭৫ শতাংশ
খ. প্রায় ৮০ শতাংশ
গ. প্রায় ৮৫ শতাংশ
ঘ. প্রায় ৯০ শতাংশ
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘পেসো’ কোন দেশের মুদ্রার নাম?
ক. ফিলিপাইন
খ. মরক্কো
গ. গ্রানাডা
ঘ. মালি
উত্তরঃ ক
প্রশ্নঃ বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান ২০১৭ অনুযায়ী বিশ্বে লোহা ও ইস্পাত আমদানিতে শীর্ষ দেশ কোনটি?
ক. যুক্তরাষ্ট্র
খ. রাশিয়া
গ. যুক্তরাজ্য
ঘ. চীন
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘ক্রজিরো’ কোন দেশের মুদ্রার নাম?
ক. লুক্সেমবার্গ
খ. ব্রাজিল
গ. কম্বোডিয়া
ঘ. মঙ্গোলিয়া
উত্তরঃ খ
প্রশ্নঃ কলম্বিয়া দেশটির মুদ্রার নাম কি?
ক. ডলার
খ. রিয়াল
গ. পেসো
ঘ. ফ্রাংক
উত্তরঃ গ
প্রশ্নঃ বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান ২০১৭ অনুযায়ী বিশ্বে পোশাক আমদানিতে শীর্ষ দেশ কোনটি?
ক. ভারত
খ. যুক্তরাষ্ট্র
গ. যুক্তরাজ্য
ঘ. চীন
উত্তরঃ খ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)