আন্তর্জাতিক বিষয়াবলী-০৫

প্রশ্নঃ Currency of Myanmer-/নিচের কোনটি মিয়ানমারের মুদ্রা?
ক. কিয়াট
খ. বীর
গ. ডং
ঘ. উয়ন
উত্তরঃ ক

প্রশ্নঃ Which one is not a central Bank?/ নিচের কোনটি কেন্দ্রীয় ব্যাংক নয়?
ক. State Bank of Pkistan
খ. State Bank of India
গ. Bank of England
ঘ. Bank of Japan
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান ২০১৭ অনুযায়ী বিশ্বে বস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি?
ক. ভারত
খ. যুক্তরাষ্ট্র
গ. চীন
ঘ. বাংলাদেশ
উত্তরঃ খ

প্রশ্নঃ The Central Bank of India is:/ ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি?
ক. State Bank of India
খ. Federal Reserve Bank of India
গ. Reserve Bank of India
ঘ. India Bank
উত্তরঃ গ

প্রশ্নঃ বেলজিয়ামের মুদ্রার নাম-
ক. শিলিং
খ. ফ্রাংক
গ. পাউন্ড
ঘ. ক্রাউন
উত্তরঃ খ

প্রশ্নঃ The central bank of USA is-/ যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের নাম?
ক. Bank of America
খ. Reserve Bank of America
গ. State Bank of America
ঘ. Federal Reserve Syatem
উত্তরঃ ঘ

প্রশ্নঃ সুইজারল্যান্ডের মুদ্রার নাম কি?
ক. ডলার
খ. মার্ক
গ. ফ্রাংক
ঘ. লিরা
উত্তরঃ গ

প্রশ্নঃ আলজেরিয়ার মুদ্রার নাম—
ক. রিয়েল
খ. দিনার
গ. সমরখন্দ
ঘ. ফ্রাংক
উত্তরঃ খ

প্রশ্নঃ বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান ২০১৭ অনুযায়ী বিশ্বে বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
ক. ভারত
খ. যুক্তরাষ্ট্র
গ. চীন
ঘ. বাংলাদেশ
উত্তরঃ গ

প্রশ্নঃ The currency of Afghanistan is?/আফগানিস্তানের মুদ্রার নাম কি?
ক. Rupee
খ. Ghltram
গ. Rupiah
ঘ. Burmat
ঙ. None of these
উত্তরঃ ঙ

প্রশ্নঃ The curency of Syriais-/সিরিয়ার মুদ্রার নাম কি?
ক. Pound
খ. Rial
গ. Diner
ঘ. Dollar
উত্তরঃ ক

প্রশ্নঃ The currency of the Peoplee’s Republic of China is called:/চীনের মুদ্রার নাম কি?
ক. ইউয়ান(Yuan)
খ. ইয়েন(Yen)
গ. রিংগিত(Ringgit)
ঘ. ইয়ান ইয়ান(Yan Yan)
ঙ. চায়না ফ্রাংক(Chinese Frank)
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘ইয়েন’ কোন দেশের মুদ্রা?
ক. অস্ট্রেলিয়া
খ. ফ্রান্স
গ. জাপান
ঘ. জার্মানি
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশের মূল্য সংযোজন কর কোন অর্থবছরে চালু হয় ?
ক. ১৯৯১-৯২ সালে
খ. ১৯৯২-৯৩ সালে
গ. ১৯৯৩-৯৪ সালে
ঘ. ১৯৯৪-৯৫ সালে
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘The Federal Reserve System’ is the central bankof:/ ‘ফেডারেল রিজার্ভ সিস্টেম’ কোন দেশের কেন্দ্রীয় ব্যাংক?
ক. The USA
খ. The UK
গ. Russia
ঘ. India
ঙ. None of these
উত্তরঃ ক

প্রশ্নঃ বাহরাইনের মুদ্রার নাম কি?
ক. দিনার
খ. রিয়েল
গ. রিয়েল ওমানি
ঘ. দিরহাম
উত্তরঃ ক

প্রশ্নঃ সুইডেনের মুদ্রার নাম কি?
ক. পাউন্ড
খ. ডলার
গ. ক্রোনা
ঘ. পিসো
উত্তরঃ গ

প্রশ্নঃ বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান ২০১৭ অনুযায়ী বিশ্বে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম?
ক. দ্বিতীয়
খ. প্রথম
গ. তৃতীয়
ঘ. পঞ্চম
উত্তরঃ ক

প্রশ্নঃ বিশ্ববাজারে মোটরগাড়ি বিক্রিতে বর্তমানে (২০১৫) শীর্ষ স্থান কোন প্রতিষ্ঠানের–
ক. ফোর্ড (যুক্তরাষ্ট্র)
খ. জেনারেল মোটরস্‌ (যুক্তরাষ্ট্র)
গ. টয়োটা (জাপান)
ঘ. ভক্সওয়াগন (জার্মানি)
উত্তরঃ ঘ

প্রশ্নঃ AIIB- তে সর্বাধিক শেয়ার কোন দেশের?
ক. রাশিয়া
খ. বাংলাদেশ
গ. ভারত
ঘ. চীন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ BRICS ব্যাংকের প্রেসিডেন্টের মেয়াদ কত?
ক. ৩ বছর
খ. ৫ বছর
গ. ২ বছর
ঘ. ৪ বছর
উত্তরঃ খ

প্রশ্নঃ ৮ নভেম্বর ২০১৬ ভারত সরকার কোন দুটি নোট বাতিল করে?
ক. ৫০০ এবং ১০০০
খ. ১০০ এবং ১০০০
গ. ১০০ এবং ৫০০
ঘ. ৫০ এবং ১০০০
উত্তরঃ ক

প্রশ্নঃ ১ জানুয়ারি ২০১৫ ইউরোপীয় ইউনিয়নভুক্ত কোন দেশ ১৯তম দেশ হিসেবে ইউরো মুদ্রা চালু করে?
ক. সার্বিয়া
খ. অস্ট্রিয়া
গ. লিথুয়ানিয়া
ঘ. সুইডেন
উত্তরঃ গ

প্রশ্নঃ গুলট্রাম মুদ্রাটি—
ক. নেপালের
খ. পূর্ব তিমুরের
গ. গুয়েতেমালার
ঘ. ভুটানের
উত্তরঃ ঘ

প্রশ্নঃ The central bank of UK?/ যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংকের নাম–
ক. Reserve Bank of England
খ. Central Bank of England
গ. Federal Bank of England
ঘ. Federal Bank of UK
ঙ. None of these
উত্তরঃ ঙ

প্রশ্নঃ বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান ২০১৭ অনুযায়ী বিশ্বে লোহা ও ইস্পাত রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
ক. যুক্তরাষ্ট্র
খ. ফ্রান্স
গ. রাশিয়া
ঘ. চীন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ থাইল্যান্ডের মুদ্রার নাম কি?
ক. রুপি
খ. লিরা
গ. বাথ
ঘ. রিংগিত
ঙ. কোনটিই নয়
উত্তরঃ গ

প্রশ্নঃ The symbol £ indicates the curency of which country?/£ প্রতীক কোন দেশের মুদ্রা নির্দেশ করে?
ক. Japan
খ. Germany
গ. UK
ঘ. USA
উত্তরঃ গ

প্রশ্নঃ সৌদি আরবের মুদ্রার নাম—-
ক. ইয়েন
খ. রিয়েল
গ. রুবল
ঘ. মার্ক
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!