সভ্যতার ইতিহাস

সভ্যতার ইতিহাস :

প্রাচীনতম সভ্যতাগুলো কি কি?উঃ সিন্ধু সভ্যতা, মিসরীয় সভ্যতা, সুমেরীয় সভ্যতা, পারস্য সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা,রোমান সভ্যতা, ইজিয়ান সভ্যতা।
বিশ্ব সভ্যতার কবে যাত্রা শুরু হয়?উঃ খ্রিষ্টপূর্ব ৫০০০ অব্দ থেকে।
পৃথিবীর প্রথম সভ্যতা বলা হয় কোন সভ্যতা কে?উঃ মিশরীয় সভ্যতাকে।
হোমো স্যাপিয়েন্স বা আধুনিক মানুষের উদ্ভব হয় কোন যুগে?উঃ সেনোজোয়িক যুগে।
আকৃতি ও প্রকৃতিগত দিক দিয়ে মানব জাতিকে কয় ভাগে ভাগ করা হয়েছে?উঃ চার ভাগে, (অষ্ট্রেলয়েড, মঙ্গলয়েড, নিগ্রোয়েড ও ককেশীয়)
পাথর যুগ কয় ভাগে বিভক্ত ও কি কি?উঃ দুই ভাগে, যথা- পুরোপলীয় যুগ, নবোপলীয় যুগ।
প্রচীন মিশরীয় সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল?উঃ নীলনদ।
মিশরে কোন সভ্যতার সূচনা ঘঠে?উঃ নগর সভ্যতা।
প্রথম পর্যায়ে মিশরীয় লিপি কি ছিল?উঃ চিত্র ভিত্তিক।
ফারাও খুফুর পিরামিডের উচ্চতা কত?উঃ প্রায় চার’শ ফুট।
প্রাচীন মিশরীয়দের মতে পাপ-পুণ্যের বিচার কে করবে?উঃ ওসিরিস।
হায়ারোগ্লিফিক কি?উঃ মিশরীয় লিপি।
মেসোপটেমীর সভ্যতা কোথায় গড়ে উঠেছিল?উঃ টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরাঞ্চলে।
সুমেরীয়, ব্যাবিলনীয়, আশেরীয়, ও ক্যালডীয় সভ্যতা কোন সভ্যাতার অন্তভুক্ত?উঃ মেসোপটেমীয় সভ্যতা।
মেসোপটিমীয়ার সবচেয়ে প্রাচীন সভ্যতাটি গড়ে তুলেছিল কারা?উঃ সুমেরীয়গণ।
পাটিগণিতের গুন পদ্ধতি কারা আবিষ্কার করে?উঃ মেসোপটেমীয়রা।
সুমেরীয় সভ্যতার ধর্মীয় ও রাষ্ট্রীয় নেতাদের উপাধি কি ছিল?উঃ পাতেজী।
ব্যবিলনীয় সভ্যতার স্থপতি কে ছিলেন?উঃ হাম্মুরাবি।
ব্যবিলনীয় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল?উঃ মেসোপটেমিয়ায়।
নতুন ব্যবিলনীয় সভ্যতা কে গড়ে তুলেছিলেন?উঃ নেবুচাদ নেজার।
ব্যবিলনীয় শূন্যেদান কে তৈরী করেন?উঃ নেবুচাদ নেজার।
ব্যবিলনীদের প্রধান দেবতার নাম কি?উঃ মারডক।
ব্যবিলনীয়দের লিখন পদ্ধতির নাম কি?উঃ কিউনিফর্ম।
হাম্মুরাবি কোন সভ্যতার আইনবিদ ছিলেন?উঃ ব্যবলনীয় সভ্যতার।
আশেরীয় সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল?উঃ টাইগ্রিস।
কারা প্রথম বৃত্তকে ৩৬০ ডিগ্রীতে ভাগ করে?উঃ আশেরীয়গণ।
কারা প্রথম অক্ষাংশ ও দ্রাঘিমাংশ ভাগ করেছিলেন?উঃ আশেরীয়গণ।
কারা সর্বপ্রথম লোহার অস্ত্র তৈরী করে যুদ্ধে ব্যবহার করে?উঃ আশেরীয়গণ।
আশেরীয়দের সূর্য দেবতার নাম কি?উঃ শামস।
কত খিষ্ট্রপূর্বে আশেরীয়দের সভ্যতা ধ্বংশ হয়?উঃ ৬১২ খ্রিষ্টপূর্বে।
কিভাবে আশেরীয় সভ্যতা ধ্বংশ হয়?উঃ প্রতিবেশী রাজ্যগুলোর আক্রমনের মুখে।
ক্যালডীয় সভ্যতা গড়ে তুলেছিলেন কে?উঃ সম্রাট নেবুচাদ নেজার।
ক্যালডীয় প্রধান দেবতার নাম কি?উঃ জুপিটার।
কোন সভ্যতার লোকেরা আকাশের গ্রহকে দেবতা মনে করত?উঃ ক্যালডীয়রা।
কারা প্রথমে সপ্তাহকে সাত দিনে বিভক্ত করেন?উঃ ক্যালডীয়রা।
কারা প্রথম বছরের দৈর্ঘ্য বের করেন?উঃ ক্যালডীয়রা।
ক্যালডীয়রা জ্যোতিবিজ্ঞানীগণ কয়টি নক্ষত্র পুঞ্জের সন্ধান পান? উঃ ১২ টি।


ক্যালডীয় সভ্যতার পতন ঘটেছিল কিভাবে?উঃ পারস্য আক্রমনের ফলে।
লৌহার ব্যবহার কারা শুরু করে?উঃ হিট্রইটরা।
এশিয়ার মাইনরে লৌহযুগের সূত্রপাত ঘঠে কবে?উঃ খিষ্ট্রপূর্বে ১২০০ অব্দে।
সিন্ধু সভ্যতার নিদর্শন কত খিষ্ট্রাব্দে আবিষ্কৃত হয়?উঃ ১৯২১ খিষ্ট্রাব্দে।
মোহেনজোদারো ও হরপ্পা শহর দুটি কবে আবিষ্কৃত হয়?উঃ ১৯২১-২২ সালে।
কারা সিন্ধু সভ্যতা গড়ে তুলেছিলেন?উঃ দ্রাবিড়বা | সভ্যতার ইতিহাস
মোহেনজোদারো ও হরপ্পা কোন সভ্যতায় অবস্থিত?উঃ সিন্ধু সভ্যতায়।
সিন্ধু সভ্যতা কখন পতন ঘটে?উঃ ১৭৫০ খ্রিষ্টপূর্বাব্দে।
প্রত্নতত্ত্ববিদদের মতে সিন্ধু সভ্যতা পতনের কারণ কি?উঃ প্রলয়ঙ্করী বন্যা।
সিন্ধুদের তীরে প্রথম মাটি খুঁড়ে প্রথম কোন শহরটি খোঁজ পাওয়া যায়?উঃ হরপ্পা নগরী।
ভারতীয় সভ্যতাটি সিন্ধু সভ্যতা নামে পরিচিত কেন?উঃ সিন্ধু নদের তীরে গড়ে উঠেছে বলে।
মূল সিন্ধু নদের তীরে কত এলাকা জুড়ে মহেঞ্জোদারো নগরী গড়ে উঠেছিল?উঃ এক মাইল।
মহেনজোদারো পাকিস্তানের কোন জেলায় অবস্থিত?উঃ লারকানা জেলায়।
প্রাচীন সভ্যতার ইতিহাসে ফিনিশীয়দের শ্রেষ্ঠতম পরিচয় কি?উঃ নাবিক ও জাহাজ নির্মাতা হিসেবে।
সভ্যতার ইতিহাসে ফিনিশীয়দের সবচেয়ে বড় অবদান কি?উঃ বর্ণমালার উদ্ভাবন।
কারা ফিনিশীয়দের উদ্ভাবিত বর্ণমালার সাথে স্বরবর্ণ যোগ করে বর্ণমালাকে সম্পূর্ণ করেন?উঃ গ্রীকরা।
ইউরোপীরা কাদের কাছ থেকে কলম, কালি ও কাগজের ব্যবহার শিখে?উঃ ফিনিশীয়।
কত খ্রিষ্টপূর্বে পারস্য সম্রাজ্য গড়ে উঠে?উঃ ৬০০ খ্রিষ্ট্রপূর্ব।
গ্রীক বীর আলেকজান্ডার কবে পারস্য সম্রাজ্য অধিকার করেন?উঃ ৩৩০ খ্রিষ্টপূর্বে।
পারস্য সাম্রাজ্যের অপর নাম কি?উঃ একমেনিড সাম্রাজ্য।
কে পারসীয় দিনপুঞ্জী তৈরী করেন?উঃ দারিয়ুস।
পারস্য স্থাপত্যের গুরুত্বপূর্ণ নিদর্শন কোনটি?উঃ কাইরাসের সমাধি।
পারস্য ইতিহাসের সবচেয়ে সফল শাসক কে?উঃ দানিয়ুব।
পারসীয়রা লিপি লিখনে কয়টি কিউনিফর্ম চিহ্ন ব্যবহার করত?উঃ ৩৯ টি।
পারস্য সভ্যতার লিখন পদ্ধতিতে কয়টি ভাষার প্রচলন ছিল?উঃ ২ টি | সভ্যতার ইতিহাস
কারা ১২ মাসে ১ বছর ও ৩০ দিনে ১ মাস গণনার রীতি প্রবর্তন করেন?উঃ পারসীয়রা।
হিব্রুদের আদি বাস কোথায় ছিল?উঃ আরব মরুভূমিতে।
ঈশ্বরের আরাধনার কথা প্রথম প্রচার করেন কারা?উঃ হিব্রুরা।
হিব্রু বিশ্বাস কোন ধর্মের ভিত্তি তৈরী করেছিল?উঃ খিষ্ট্রান ধর্মের।
বর্তমান ইসরাইলের অধিবাসীরা কাদের বংশধর ছিলেন?উঃ হিব্রুদের।
হিব্রু প্রথম ধর্মীয় নেতা কে ছিলেন? ?উঃ সোমটিক।
চীনের নগর সভ্যতা গড়ে উঠেছিল কখন?উঃ প্রায় চার হাজার বছর আগে।
চৈনিক সভ্যতা কোথায় গড়ে উঠেছিল?উঃ হোয়াংহো, ইয়াংসিকিয়াং ও দক্ষিন চিনে।
চৌ রাজাদের আধিপত্য চীনে কত বছর টিকেছিল?উঃ ৮৭৩ বছর।
চীনের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী দাশর্নিক কে ছিলেন?উঃ কনফুসিয়াস।
চীনে শাং যুগ কবে শুরু হয়ে ছিল?উঃ ১১২২ খ্রিষ্টাব্দে।
কোন নদীর তীরে শাং রাজারা সভ্যতা গড়ে তুলে?উঃ হোয়াংহো।
শাঙ যুগে কিসের জিনিস ব্যবহ্রত হত?উঃ ব্রোঞ্জের।
চীনা জনগোষ্ঠী মূলত কোন গোষ্ঠীর বংশোভূত?উঃ মঙ্গোলীয় | সভ্যতার ইতিহাস
ইজিয়ান সভ্যতা উঠেকোন অঞ্চলকে নিয়ে?উঃ ইজিয়ন সাগরের তীরবর্তী পূর্ব বলকান অঞ্চল।
ইজিয়ান সভ্যতার বিকাশ হয় কোন সময়কালে?উঃ খ্রিষ্টপূর্ব ৪০০০ অব্দে।
ইজিয়ান সভ্যতার তথ্য কোথা থেকে পাওয়া যায়?উঃ গ্রীক কবি হোমারের ইলিয়ড ও ওডেসী কাব্যে।
ট্রয়, মাইসেনীয়, টিরিনস অঞ্চলের নগরীর ধ্বংসাবশেষ কে আবিস্কার করেন?উঃ জার্মান পূরাতাত্ত্বিক হাইনরিখ শ্লিম্যান।
ইউরোপের কোন অঞ্চলের মানুয়েরা প্রথম ধাতুর যুগে প্রবেশ করে?উঃ পূর্ব বলকান অঞ্চলের মানুষ।
কত খিষ্ট্রাব্দে ইজিয়ান সভ্যতার পতন ঘঠে?উঃ ১২০০ খিষ্টপূর্বাব্দে।
গ্রীক ও অগ্রীক সংস্কৃতির মিশ্রণে মিশরের আলেকজান্দ্রিয়াকে কেন্দ্র করে যে নতুন সংস্কৃতির জন্ম হয় তার নাম কি?উঃ হেলেনিষ্টিক সংস্কৃতি।
গ্রীকের ইতিহাসে ১১০০ থেকে ৭৫০ খিষ্ট্রপূর্বাব্দ পর্যন্ত সময়কাল কি নামে পরিচিত ছিল?উঃ হোমারীয় যুগ।
ইতিহাসের জনক বলা হয় কাকে?উঃ গ্রীক ইতিহাসবেত্তা হেরোডোটাস।
বৈজ্ঞানিক ইতিহাসের কাকে জনক বলা হয়?উঃ থুকিডাইডিস।
পৃথিবীর মানচিত্র কারা প্রথম অঙ্কন করেন?উঃ গ্রীক বিজ্ঞানীরা।
কার শাসন আমলে গ্রীসে অলিম্পিকের যাত্রা শুরু হয়?উঃ রাজা ইফিটাস।
কারা ব্যঞ্জনবর্ণের সাথে স্বরবর্ণ যোগ করেছিলেন?উঃ গ্রীকরা।
গ্রীসে অলিম্পিকের যাত্রা শুরু হয় কখন?উঃ ৭৭৬ খ্রিষ্টপূর্ব।
হেলেনিষ্টিক সভ্যতার উৎপত্তি ও বিকাশে কার ভূমিকা প্রধান?উঃ ম্যাসিডোন অধিপতি আলেকজান্ডার দ্য গ্রেট।
আলেকজান্ডারের শিক্ষাগুরু ছিলেন কে?উঃ প্লেটোর শিষ্য বিখ্যাত দার্শনিক এরিষ্টটল।
পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি?উঃ লাইসিয়াম বিশ্ববিদ্যালয়।
লাইসিয়াম বিশ্ববিদ্যালয় কে স্থাপন করেন?উঃ গ্রীক দার্শনিক এরিষ্টটল।
হেলেনিষ্টিক সভ্যতার বিলুপ্তি ঘটে কোন সময়?উঃ খ্রিষ্ট্রপূর্ব ৩১ অব্দে।
কোন সম্রাট খ্রিষ্টধর্মকে রোমের রাষ্ট্রধর্মের মর্যাদা দেন?উঃ কনস্টানটাইন।
রোমের প্রধান দেবতার নাম কি?উঃ জুপিটাস।
সর্বপ্রথম রোমান আইন সংকলন করা হয় কিসে?উঃ ১২ টি বোঞ্জ পাতে।
রোমান সভ্যতার পতন ঘটে কবে?উঃ ৪৭৬ খ্রিষ্টাব্দে।
কার শাসন আমলে রোমে দাসত্ব প্রথার বিলুপ্তি ঘটে?উঃ অগাষ্টাসের | সভ্যতার ইতিহাস
ইসলামের আবির্ভাব ঘটে কোন সময়কালে?উঃ সপ্তম শতাব্দিতে।
আরাবাত শব্দের অর্থ কি?উঃ বৃক্ষলতাহীন মরুভূমি।
ইসলামের সর্বপ্রথম ঘর কোনটি?উঃ কাবা।
কাবাগৃহে মোট কতটি দেব-দেবীর মূর্তি ছিল?উঃ ৩৬০ টি।


হুদাইবিয়া কিসের নাম?উঃ একটি কূপের নাম।
দারুল নদওয়া কি?উঃ কুরাইশদের মন্ত্রনা গৃহ।
ইসলামের ইতিহাসে আনসার নামে কারা অবহিত?উঃ মদীনার স্বার্থ ত্যাগী মুসলমানদের।
কবে থেকে হিজরী গনণা শুরু হয়?উঃ ৬২২ সাল থেকে।
কার সময় থেকে হিজরী সাল গনণা শুরু হয়?উঃ হযরত ওমর (রা)।
ইসলামের সর্বপ্রথম মসজিদ কোথায় নির্মিত হয়?উঃ কুবায়।
ইসলামের সর্বপ্রথম শিক্ষাকেন্দ্র কোনটি?উঃ দারুল আরাকাম, মদীনা।
দক্ষিন আমেরিকায় কোন সভ্যতা গড়ে উঠেছিল?উঃ ইনকা সভ্যতা।
ইনকা সভ্যতার স্থপতি কে ছিলেন?উঃ মানকো কাপেন।
সর্বপ্রথম কারা জল সেচের পদ্ধতি আবিষ্কার করেছিলেন?উঃ ইনকা রা |
কত শতাব্দীতে ইনকা সভ্যতা ধ্বংস হয়?উঃ ষোড়শ শতাব্দীতে।

আরো পড়ুন:

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!