ভূগোল ও পরিবেশ-০২

প্রশ্নঃ স্বাভাবিক অবস্থায় একজন মানুষের উপর প্রতি বর্গ ইঞ্চিতে বায়ুর চাপ পড়ে প্রায়-
ক. ১৩ পাউন্ড
খ. ১০ পাউন্ড
গ. ১৫ পাউন্ড
ঘ. ২৮ পাউন্ড
উত্তরঃ গ

প্রশ্নঃ Viscosity of air-
ক. Decrease with increase of temperature
খ. Increase with increase of temperature
গ. Does not have any effect of temperature
ঘ. Depends on pressure
উত্তরঃ ক

প্রশ্নঃ বর্ষাকালে ভিজা কাপড় শুকাতে দেরী হয়, কারণ-
ক. বৃষ্টিপাত বেশি হয়
খ. বাতাসে জলীয় বাষ্পের পরিমান বেশি থাকে
গ. বাতাস কম থাকে
ঘ. সূর্য মেঘে ঢাকা থাকে
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ কোন স্থানের বায়ুচাপ হঠাৎ কমে গেলে কি হয়?
ক. বায়ুপ্রবাহ কমে যায়
খ. বায়ু প্রবাহ বেড়ে যায়
গ. বায়ুপ্রবাহ থেমে যায়
ঘ. বায়ু প্রবাহ অপরিবর্তিত থাকে
উত্তরঃ খ

প্রশ্নঃ নিম্নের কোন নিয়ামকটি একটি অঞ্চলের বা দেশের জলবায়ু নির্ধারণ করে না?
ক. অক্ষরেখা
খ. দ্রাঘিমারেখা
গ. উচ্চতা
ঘ. সমুদ্রস্রোত
উত্তরঃ খ

প্রশ্নঃ সূর্য থেকে পৃথিবীতে কোন প্রক্রিয়ায় তাপ আসে?
ক. পরিবহন (Conduction)
খ. পরিচলন (Convection)
গ. বিকিরণ (Radiation)
ঘ. তিন প্রক্রিয়াতেই
উত্তরঃ গ

প্রশ্নঃ শীতকালে চামড়া ফাটে কেন?
ক. আদ্রতার অভবে
খ. রৌদ্রের অভাবে
গ. ভিটামিনের অভাবে
ঘ. স্নেহজাতীয় পদার্থের অভাবে
উত্তরঃ ক

প্রশ্নঃ বায়ুমণ্ডলে জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার ফলে দেখা দেয়-
ক. শিশির
খ. রোদ
গ. কুয়াশা
ঘ. ক ও গ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ক্রমশঃ ব্যারোমিটারে পারদ স্তম্ভের উচ্চতা বৃদ্ধি কিসের ইঙ্গিত দেয়?
ক. ভাল আবহাওয়া
খ. আসন্ন ঝড়ের
গ. বৃষ্টির সম্ভবনা
ঘ. তাৎপর্যহীন
উত্তরঃ ক

প্রশ্নঃ আবহাওয়ার ৯০% আর্দ্রতা মানে-
ক. বৃষ্টিপাতের সম্ভাবনা ৯০%
খ. ১০০ ভাগ বাতাসে ৯০ ভাগ জলীয় বাষ্প
গ. বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সম্পৃক্ত অবসথার ৯০%
ঘ. বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃষ্টিপাতের সময়ের ৯০%
উত্তরঃ গ

প্রশ্নঃ বায়ুমণ্ডলের চাপের ফলে ভূ-গর্ভস্থ পানি লিফট পাম্পের সাহায্যে সর্বোচ্চ যে গভীরতা থেকে উঠান যায়-
ক. ১ মিটার
খ. ১০ মিটার
গ. ১৫ মিটার
ঘ. ৩০ মিটার
উত্তরঃ খ

প্রশ্নঃ ভূ-পৃষ্ঠের প্রতি বর্গ ইঞ্চিতে স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপ-
ক. ১৭.৭২ পাউণ্ড
খ. ২২.১৫ পাউণ্ড
গ. ১৪.৭২ পাউণ্ড
ঘ. ১২.১৪ পাউণ্ড
উত্তরঃ গ

প্রশ্নঃ মৌসুমী বায়ু সৃষ্টির মূল কারণ হলো-
ক. আহ্নিক গতি
খ. নিয়ত বায়ুর প্রভাব
গ. বায়ুচাপের তারতম্য
ঘ. উত্তর আয়ন ও দক্ষিণ আয়ন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ব্যরোমিটারের পারদ স্তম্ভের উচ্চতা হঠাৎ হ্রাস পেলে-
ক. বৃষ্টি হওয়ার আভাস পাওয়া যায়
খ. ভাল আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যায়
গ. ঝড়ের পূর্বাভাস পাওয়া যয়
ঘ. ক্ষণস্থায়ী ভাল আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যায়
উত্তরঃ গ

প্রশ্নঃ যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়, তাকে বলা হয়–
ক. অয়ন বায়ু
খ. প্রত্যয়ন বায়ু
গ. মৌসুমী বায়ু
ঘ. নিয়ত বায়ু
উত্তরঃ ঘ

প্রশ্নঃ দুটি ঘরের তাপমাত্রা সমান কিন্তু আপেক্ষিক আর্দ্রতা যথাক্রমে ৫০% ও ৭৫% হলে কোন ঘরটি তুলনামূলকভাবে আরামদায়ক হবে?
ক. প্রথমটি
খ. দ্বিতীয়টি
গ. একই রকম হবে
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক

প্রশ্নঃ বৃষ্টিপাত সাধারণত কতপ্রকার?
ক. চার প্রকার
খ. পাঁচ প্রকার
গ. তিন প্রকার
ঘ. সাত প্রকার
উত্তরঃ ক

ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবেশ বিজ্ঞান:

প্রশ্নঃ পরিবেশ রক্ষাকারী জাতিসংঘের সংগঠন কোনটি?
ক. UNICEF
খ. UNEP
গ. UNDP
ঘ. UNESCO
উত্তরঃ খ

প্রশ্নঃ নিম্নের কোনটি গ্রীন হাউজ গ্যাস নয়?
ক. নাইট্রাস অক্সাইড
খ. কার্বন ডাই-অক্সাইড
গ. অক্সিজেন
ঘ. মিথেন
উত্তরঃ গ

প্রশ্নঃ পানি দূষণের জন্য দায়ী
ক. শিল্প কারখানার বর্জ্য পদার্থ
খ. শহর ও গ্রামের ময়লা আবর্জনা
গ. জমি থেকে ভেসে আসা রাসায়নিক সার ও কীটনাশক
ঘ. উপরের সবকয়টিই
উত্তরঃ ঘ

প্রশ্নঃ লা নিনা কোন ভাষার শব্দ এবং এর দ্বারা কি বুঝায়?
ক. গ্রীকঃ ক্ষরা ও ঘূর্ণিঝড়
খ. ল্যাটিনঃ শৈত্যপ্রবাহ
গ. স্পেনীয়ঃ দূরন্ত বালিকা প্রকৃত অর্থে প্রবল বৃষ্টিপাত ও বন্যা
ঘ. মালয়েশীয়ঃ বিপদ সংকেত
উত্তরঃ গ

প্রশ্নঃ ধরিত্রি সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
ক. আফ্রিকার জোহানেসবার্গে
খ. ব্রাজিলের রিওডিজোনিরোতে
গ. ইতালির রোমে
ঘ. যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে
উত্তরঃ খ

প্রশ্নঃ গ্রিন হাউস কি?
ক. কাঁচের তৈরি ঘর
খ. সবুজ আলোর আলোকিত ঘর
গ. সবুজ ভবনের নাম
ঘ. সবুজ গাছপালা
উত্তরঃ ক

প্রশ্নঃ যে সর্বোচ্চ শ্রুতি সীমার উপরে মানুষ বধির হতে পারে তা হচ্ছে-
ক. ৭৫ ডিবি
খ. ৯০ ডিবি
গ. ১০৫ ডিবি
ঘ. ১২০ ডিবি
উত্তরঃ গ

প্রশ্নঃ প্রাকৃতিক পরিবেশ নষ্ট করবার জন্য সবচেয়ে বেশি দায়ী কে?
ক. কারখানা, যানবাহন
খ. পশুপাখি
গ. মানুষ
ঘ. কীটপতঙ্গ
উত্তরঃ ক

প্রশ্নঃ পরিবেশের কোন দূষণের ফলে প্রধানতঃ উচ্চ রক্তচাপ হতে পারে?
ক. পানি দূষণ
খ. মাটি দূষণ
গ. বায়ু দূষণ
ঘ. শব্দ দূষণ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ আমাদের দেশে বনায়নের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ-
ক. গাছপালা পরিবেশের ভারসাম্য নষ্ট করে
খ. গাছপালা অক্সিজেন ত্যাগ করে পরিবেশকে নির্মল রাখে ও জীবব জগতকে বাঁচায়
গ. দেশের অর্থনৈতিক উন্নয়নে কোন অবদান নেই
ঘ. ঝড় ও বন্যার আশঙ্কা বাড়িয়ে দেয়
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন জ্বালানী পোড়ালে সালফার ডাই-অক্সাইড গ্যাস বাতাসে আসে?
ক. অকটেন
খ. পেট্রোল
গ. ডিজেল
ঘ. সিএনজি
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!
Scroll to Top