বাংলাদেশ বিষয়াবলী-২৬

প্রশ্নঃ নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংক নয় ? (Which one is not a commercial bank ?)
ক. BSB
খ. Premier Bank
গ. AB Bank
ঘ. American Express Bank
উত্তরঃ ক

প্রশ্নঃ স্টক শেয়ারে প্রবর্তিত পদ্ধতি কোনটি?
ক. ডিভিডেন্ড
খ. ডিভ্যালু
গ. ডিম্যাট
ঘ. ডিসকাউন্ট
উত্তরঃ গ

প্রশ্নঃ নিচের প্রতিষ্ঠানগুলোর মধ্য কোনটি বাংলাদেশে ক্ষুদ্রঋণ কার্যক্রমের উদ্যেক্তা ? (Which of the following institutions is the pioneer of microfinance movement in Bangladesh ?)
ক. BRAC
খ. ASA
গ. Grameen Bank
ঘ. Proshika
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় আয় গণনায় দেশের অর্থনীতিকে ক’টি খাতে ভাগ করা হয়–
ক. ১২
খ. ১৩
গ. ১৪
ঘ. ১৫
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নিচের কোনটি একটি বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান ? (Which one of the following is a specialized financial institution ?)
ক. Islamic Bank Bangladesh Ltd.
খ. Rajshahi Krishi Unnayan Bank
গ. Bangladesh commerce Bank Ltd.
ঘ. Mutual Trust Bank Ltd.
ঙ. None of these
উত্তরঃ খ

প্রশ্নঃ দুই টাকার নোটে স্বাক্ষর থাকে –
ক. অর্থ সচিবের
খ. গর্ভনরের
গ. রাষ্ট্রপতির
ঘ. সচিবের
উত্তরঃ ক

প্রশ্নঃ The term ‘Secondary Market’ is usually used in –
ক. পুঁজিবাজার (Stock Market )
খ. কারখানা বাজার (Factory Market)
গ. শ্রম বাজার (Labour Market )
ঘ. কৃষি বাজার (Agriculture Market)
উত্তরঃ ক

প্রশ্নঃ বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন ২০১৭ অনুযায়ী বাংলাদেশে কোন খাতে সর্বাধিক বিনিয়োগ হয়েছে?
ক. গ্যাস ও পেট্রোলিয়াম
খ. ব্যাংকিং
গ. বিদ্যুৎ
ঘ. টেলিকমিউনিকেশন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশে বর্তমান কতটি জাতীয়করণকৃত বাণিজ্যিক ব্যাংক আছে ?
ক. দুই
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশে প্রথম ভ্যাট (VAT) চালু হয় –
ক. ১৯৯১ সালে
খ. ১৯৭৩ সালে
গ. ১৯৮৬ সালে
ঘ. ১৯৯৬ সালে
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশ এইড গ্রুপ গঠিত হয়—
ক. ১৯৭২ সালে
খ. ১৯৭৬ সালে
গ. ১৯৭৪ সালে
ঘ. ১৯৭৩ সালে
উত্তরঃ গ

প্রশ্নঃ ২০১৪-১৫ করবর্ষে সর্বোচ্চ করদাতা হলো–
ক. রবি আজিয়াটা লি.
খ. ইসলামী ব্যাংক বাংলাদেশ লি.
গ. স্ট্যান্ডার্ড চাটার্ড বাংলাদেশ
ঘ. গ্রামীণফোন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ প্রত্যয় পত্র বলতে বোঝায় -(Letter of credit (LC) is -)
ক. A reminder given by banks to repay back its loans.
খ. An instrument through which a bank guarantees the credit of its customer
গ. An instrument issued by a purchaser to guarantee payment
ঘ. An instrument issued by a seller to send goods in time
ঙ. None of these
উত্তরঃ ঙ

প্রশ্নঃ ২০১৫-১৬ (সাময়িক) অর্থবছরে মাথাপিছু আয় কত?
ক. ১৪৬৬ মা.ড.
খ. ১৪২৫ মা.ড.
গ. ১৩৬৫ মা.ড.
ঘ. ১৩৯০ মা.ড.
উত্তরঃ ক

প্রশ্নঃ প্রত্যক্ষ শুল্কের আওতায় পড়ে –
ক. আবগারী শুল্ক
খ. বিক্রয় কর
গ. আয়কর
ঘ. আমোদ কর
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশ Export Processing Zone (EPZ)-এর কার্যক্রম কোন সালে শুরু হয়?
ক. ১৯৮৫
খ. ১৯৮৩
গ. ১৯৭৯
ঘ. ১৯৮১
উত্তরঃ খ

প্রশ্নঃ বিশ্বের ধনীর তালিকায় প্রথম বাংলদেশি কে?
ক. ড. মুহাম্মদ ইউনূস
খ. ড. ফজলে হোসেন আবেদ
গ. সালমান এফ রহমান
ঘ. মূসা বিন শমসের
উত্তরঃ গ

প্রশ্নঃ রপ্তানি উন্নয়ন ব্যুরো আইন ২০১৫ জাতীয় সংসদে পাস হয়?
ক. ১৫ জুলাই ২০১৫
খ. ১২ জুলাই ২০১৫
গ. ৮ জুলাই ২০১৫
ঘ. ৬ জুলাই ২০১৫
উত্তরঃ গ

প্রশ্নঃ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে কবে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ নামকরণ করা হয়?
ক. ৩০ এপ্রিল ২০১৭
খ. ২৫ এপ্রিল ২০১৭
গ. ২২ এপ্রিল ২০১৭
ঘ. ২০ এপ্রিল ২০১৭
উত্তরঃ খ

প্রশ্নঃ ২০১৮-১৯ অর্থবছরে রপ্তানি প্রণোদনা রাখা হয়েছে-
ক. সাড়ে ৪ হাজার কোটি টাকা
খ. সাড়ে ৫ হাজার কোটি টাকা
গ. সাড়ে ৩ হাজার কোটি টাকা
ঘ. সাড়ে ৬ হাজার কোটি টাকা
উত্তরঃ ক

প্রশ্নঃ BBS’র এর চূড়ান্ত হিসাব অনুযায়ী ২০১৬-১৭ অর্থবছরে দেশের মাথাপিছু আয় কত?
ক. ১৬১৫ মা.ড.
খ. ১৬১২ মা.ড.
গ. ১৬০৫ মা.ড.
ঘ. ১৬০২ মা.ড.
উত্তরঃ ঘ

প্রশ্নঃ উচ্চ মুদ্রাস্ফীতির ফলে সর্বাধিক ক্ষতিগ্রস্ত গোষ্ঠী –
ক. ব্যবসায়ী শ্রেণী
খ. শিল্পপতি
গ. কৃষক
ঘ. সীমিত আয়ের জনগোষ্ঠী
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বর্তমানে (২০১৫) কোন নোট সরকারি মুদ্রা?
ক. পাঁচ টাকা
খ. এক টাকা
গ. দুই টাকা
ঘ. ওপরের সবগুলো
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নিম্নের কোনটি বাণিজ্যিক ব্যাংকের কাজ নয় ?
ক. ঋণদান
খ. আমানত সংগ্রহ
গ. মুদ্রার প্রচলন
ঘ. ঋণপত্র ক্রয় বিক্রয়
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশে কয়টি কাগুজে নোট আছে ?
ক. ৭ টি
খ. ৮ টি
গ. ৯ টি
ঘ. ১০ টি
উত্তরঃ গ

প্রশ্নঃ উচ্চ মুনাফা পেতে হলে কোন ধরনের হিসাবে ঊচিত ? (In which type of account we should deposit our money in order to earn higher rate of a return ?)
ক. Current
খ. Savings
গ. Fixed deposit
ঘ. Home savings account
উত্তরঃ গ

প্রশ্নঃ Bangladesh Bank is not a :
ক. Banker of Govt.
খ. Central Bank
গ. Commercial Bank
ঘ. Note issuer
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশ কোন দেশ সর্বাধিক পাটজাত পণ্য রপ্তানি করে?
ক. যুক্তরাষ্ট্র
খ. রাশিয়া
গ. চীন
ঘ. তুরস্ক
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক কোনটি? (Which is the largest commercial Bank in Bangladesh?)
ক. Sonali
খ. Rupali
গ. HSBC
ঘ. Standard -Grindlays
উত্তরঃ ক

প্রশ্নঃ কলমানি রেট –
ক. কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার
খ. বিনিয়োগের সুদের হার
গ. আন্তব্যাংক সুদের হার
ঘ. চলতি হিসেবে সুদের হার
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!
Scroll to Top