বাংলা সাহিত্যের ছন্দ

বাংলা সাহিত্যের ছন্দ :

বাংলা ছন্দ প্রধানত কত প্রকার ও কি কি?উঃ তিন প্রকার। যথাঃ স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত ও অক্ষরবৃত্ত।
বাংলা সাহিত্যের প্রথম সনেট কে রচনা করেন?উঃ মাইকেল মধুসুদন দত্ত।
মাইকেল মধুসুদন দত্তের সর্বপ্রথম সনেট কোনটি?উঃ বঙ্গভাষা
সনেটের প্রবর্তক কে?উঃ ইটালীর কবি পেত্রার্ক।
ধ্বনি প্রধান ছন্দ বলা হয়?উঃ মাত্রাবৃত্ত ছন্দকে।
ছন্দের যাদুকর কাকে বলা হয়?উঃ সত্যেন্দ্রনাথ দত্ত।
স্বরাক্ষরিক ছন্দের প্রর্বতক কে করেন?উঃ সত্যেন্দ্রনাথ দত্ত।
ছান্দসিক কবি কাকে বলা হয়?উঃ কবি আব্দুল কাদিরকে।
পয়ার ছন্দে থাকে?উঃ অন্তমিল।
লৌকিক ছন্দ কাকে বলে ?উঃ স্বরবৃত্ত ছন্দকে।
গৈরিশ ছন্দের প্রবর্তন কে করেন?উঃ গিরিশচন্দ্র।
গদ্য ছন্দের প্রবর্তন কে করেন?উঃ সত্যেন্দ্রনাথ দত্ত।
তানপ্রধান ছন্দ কাকে বলে?উঃ অক্ষরবৃত্ত ছন্দকে।
মুক্তক ছন্দের প্রবর্তন কে করেন?উঃ কাজী নজরুল ইসলাম।
সমিল মুক্তক ছন্দের প্রবর্তন কে করেন?উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!
Scroll to Top