বিশ্ব সভ্যতা

বিজ্ঞানীদের মতে পৃথিবীতে মানুষের অস্তিত্ব ছিল -প্রায় ৫০,০০০ বছর আগে

বিশ্ব সভ্যতার শুরু হয় – আনুমানিক ৫০০০ খ্রীষ্টপূর্বাব্দে।

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

মিসর কে ‘নীলনদের দান’ বলে আখ্যা দিয়েছেন – হেরোডোটাস।

পুরাতন প্রস্তর যুগের অবদান – আগুন আবিষ্কার।

নব্য প্রস্তাব যুগের অবদান – আগুনের ব্যাবহার, চাকা আবিষ্কার।

ব্রোঞ্জ যুগের অবদান – ধাতু ও তামার ব্যাবহার।

ক্যালডীয় সভ্যতার অবদান – ধাতব মুদ্রার আবিষ্কার।

রোমান সভ্যতার অবদান – আইন প্রণয়ন।

প্রথম নগর রাষ্ট্রের উদ্ভব ঘটে – গ্রীক সভ্যতায়। এথেন্স ও স্পার্টায়।

গ্রীক সভ্যতার অনন্য অবদান – জ্যামিতি, গণিত ও চিকিৎসা।

গ্রীক সভ্যতা – কোন নদী তীরে গড়ে উঠেনি।

মিশরীয় সভ্যতার অবদান – কৃষিকাজ।

মিশরীয় সভ্যতার অন্যান্য অবদান – পিরামিড, লিখন পদ্ধতি, জ্যোতির্বিদ্যা।

মিশরীয়দের লিখন পদ্ধতির নাম – হায়ারোগ্লিফিক।

৩৬৫ দিনে বছর এবং ৩০ দিনে মাস গণনা শুরু করে – মিশরীয়রা।

পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম এক ঈশ্বরের ধারনা দেন – ফারাও ঈখনাটন।

ইতিহাসে শ্রেষ্ঠ নির্মাতা বলা হয় – মিশরীয়দের।

পৃথিবীর প্রাচীন তম সভ্যতা – মেসোপটেমীয় সভ্যতা।

মেসোপটেমীয় সভ্যতার চার পর্যায় –

সুমেরীয়, ব্যাবিলনীয়, অ্যাসেরিয় ও ক্যালডিয় সভ্যতা)

সুমেরীয়দের লিখন পদ্ধতি – কিউনিফর্ম।

ব্যাবিলনীয় সভ্যতার অবদান – আইন প্রণয়ন।

সর্বপ্রথম পঞ্জিকার ব্যাবহার শুরু হয় – ব্যাবিলনীয় সভ্যতায়।

অ্যাসেরীয় সভ্যতার অবদান – আমোরাইট,যুদ্ধবিদ্যা, অস্ত্র, হাতিয়ার তৈরি।

৩৬০ ডিগ্রী কোন আবিষ্কার করে – অ্যাসেরীয়রা।

পৃথিবীকে অক্ষাংশ দ্রাঘিমাংশে বিভক্ত করে – অ্যাসেরীয়রা।

সভ্যতায় ক্যালডিয়দের অবদান – ঝুলন্ত উদ্যান,৭ দিনে সপ্তাহ গননা।


আরো পড়ুন:


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!