জীব বিজ্ঞান-০৯

প্রশ্নঃ জীববিজ্ঞানের প্রধান শাখা দুটি কি কি?
ক. Zoology এবং Mycology
খ. Botany এবং Ecology
গ. Mycology এবং Ecology
ঘ. Botany এবং Zoology
উত্তরঃ ঘ

প্রশ্নঃ পরিবেশের সাথে জীবদেহের সম্পর্ক সমন্বন্ধীয় বিদ্যাকে বলে-
ক. ইভোলিউশন
খ. এপিকালচার
গ. ইকোলজি
ঘ. আর্কিওলজি
উত্তরঃ গ

প্রশ্নঃ Entomology কি সম্পর্কিত বিদ্যা?
ক. ভূ-প্রকৃতি
খ. পাখি পালন
গ. কীট পতঙ্গ
ঘ. গতিবিদ্যা
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ এনাটমির জনক কে?
ক. ভেসালিয়াস
খ. উইলিয়াম হার্ভে
গ. রাসেল ওয়ালেস
ঘ. জন ফ্লেমিং
উত্তরঃ ক

প্রশ্নঃ ইবনে সিনা কি ছিলেন?
ক. চিকিৎসক
খ. বৈজ্ঞানিক
গ. দার্শনিক
ঘ. ইতিহাসবিদ
উত্তরঃ ক

প্রশ্নঃ এভিকালচার বলতে কি বুঝায়?
ক. পক্ষীশালা ব্যবস্থাপনা
খ. পাখিপালন সংক্রান্ত বিষয়াদি
গ. বিনোদন চর্চা
ঘ. উড্ডয়ন সংক্রান্ত বিষয়াদি
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘অরিজিন অব স্পেসিস’ গ্রন্থের প্রণেতা কে?
ক. জন ডাল্টন
খ. হার্বার্ট স্পেন্সার
গ. চার্লাস ডারউইন
ঘ. বেনজামিন ফ্রাঙ্কলিন
উত্তরঃ গ

প্রশ্নঃ রেশম পোকার চাষকে কি বলে?
ক. লাক্ষাকালচার
খ. এপিকালচার
গ. পিসিকালচার
ঘ. সেরিকালচার
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কীট-পতঙ্গ সম্পর্কিত বিদ্যা কোনটি?
ক. জিওলোজী
খ. এ্যানথ্রপলোজী
গ. এনটোমলোজী
ঘ. নিউরোলজী
উত্তরঃ গ

প্রশ্নঃ Osteologyঅর্থ?
ক. হাড় বিষয়ক চিকিৎসা বিজ্ঞান
খ. দন্ত বিষয়ক চিকিৎসা শাস্ত্র
গ. সূর্য রশ্মির সাহায্যে রোগের চিকিৎসা
ঘ. তেজস্ক্রিয়তা সম্পর্কীয় বিজ্ঞান
উত্তরঃ ক

প্রশ্নঃ বাণিজ্যিকভাবে মৌমাছি পালনকে বলা হয়–
ক. পিসিকালচার
খ. এপিকালচার
গ. মেরিকালচার
ঘ. সেরিকালচার
উত্তরঃ খ

প্রশ্নঃ ম্যালকোলজিতে নিচের কোনটি নিয়ে আলোচনা করা হয়?
ক. কীট-পতঙ্গ
খ. শামুক-ঝিনুক
গ. উভচর
ঘ. সরীসৃপ
উত্তরঃ খ

প্রশ্নঃ হোমিওপ্যাথির আবিষ্কারক হচ্ছেন-
ক. উইলিয়াম কনরাড রনজেন
খ. এস.সি. এফ হ্যানিমেন
গ. চন্দ্রশেখর ভেঙ্কটরমন
ঘ. আব্দুস সালাম
উত্তরঃ খ

প্রশ্নঃ প্রাণি জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে-
ক. জুওলজী
খ. বায়োলজী
গ. ইভোলিওশন
ঘ. জেনেটিক্স
উত্তরঃ গ

প্রশ্নঃ জেনেটিক্সে বা বংশগতির জনক কে?
ক. লুই পাস্তুর
খ. হরগোবিন্দ খোরানা
গ. মেন্ডেল
ঘ. ডারউইন
উত্তরঃ গ

প্রশ্নঃ প্রথম জীবনের উদ্ভব হয়–
ক. স্থল পরিবেশে
খ. জলজ পরিবেশে
গ. বায়ুমণ্ডলে
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ আলেকজান্ডার ফ্লেমিং ছিলেন একজন বিশিষ্ট-
ক. বিজ্ঞানী
খ. ক্রিকেটার
গ. মুক্তিযোদ্ধা
ঘ. ঔপন্যাসিক
উত্তরঃ ক

প্রশ্নঃ জোহান গ্রেগর মেন্ডেল ছিলেন একজন-
ক. ধর্মযাজক
খ. সমাজবিজ্ঞানী
গ. জীববিজ্ঞানী
ঘ. রসায়নবিদ
উত্তরঃ ক

প্রশ্নঃ পাখিপালন বিদ্যাকে কী বলে?
ক. এপিকালচার
খ. এভিকালচার
গ. পেট্রোলজি
ঘ. এথনোলজি
উত্তরঃ খ

প্রশ্নঃ আধুনিক মনোবিজ্ঞানের প্রতিষ্ঠাত কে?
ক. হাবার্ট স্পেন্সার
খ. জুলিয়ান হাক্সলি
গ. সিগমান্ড ফ্রয়েড
ঘ. এরিখ ফ্রম
উত্তরঃ গ

প্রশ্নঃ ব্যাকটেরিয়া আবিষ্কার করেন-
ক. রবার্ট কুক
খ. লিউয়েন হুক
গ. রবার্ট হুক
ঘ. এডওয়ার্ড জেনার
উত্তরঃ খ

প্রশ্নঃ পেনিসিলিয়াম আবিষ্কার করেন-
ক. রবার্ট হুক
খ. টমাস এডিসন
গ. জেমস ওয়াট
ঘ. আলেকজান্ডার ফ্লেমিং
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ভূপৃষ্ঠ ও ভূ-গর্ভস্থ পানি সম্পর্কিত বিদ্যার নাম-
ক. হাইড্রোলজি
খ. মিনারলজি
গ. মেটিওরোলজি
ঘ. ইকোলজি
উত্তরঃ ক

প্রশ্নঃ ডিএনএ অণুর দ্বি-হেলিক্স কাঠামোর প্রবর্তক/ডিএনএ অণুর আণবিক গঠন আবিষ্কারের সাথে কে বা কারা জড়িত-
ক. স্যাংগার
খ. ওয়াটসন
গ. পাউলিং
ঘ. ওয়াটসন ও ক্রিক
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘paediatric’ relates to the treatment of
ক. Children
খ. Adult
গ. Old people
ঘ. Women
উত্তরঃ ক

প্রশ্নঃ কৃত্রিম জীন আবিষ্কার করেন
ক. বেন ল্যায়েনকে
খ. হরগোবিন্দ খোরানা
গ. ক্রিশ্চিয়ান বার্নাড
ঘ. হ্যানিম্যান
উত্তরঃ খ

প্রশ্নঃ শারীরবিদ্যার জনক কে?
ক. লুই পাস্তুর
খ. উইলিয়াম হার্ভে
গ. হিপোক্রাটাস
ঘ. এরিস্টটল
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন বিজ্ঞানী রোগজীবাণু তত্ত্ব উদ্ভাবন করেন-
ক. লুইপাস্তুর
খ. প্রিস্টলি
গ. ডারউইন
ঘ. লাভয়সিয়ে
উত্তরঃ ক

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!
Scroll to Top