আন্তর্জাতিক বিষয়াবলী-৩১

প্রশ্নঃ এশিয়া সহযোগিতা সংলাপ (ACD)-এর বর্তমান (২০১৬) সদস্য দেশ কতটি?
ক. ৪০টি
খ. ৩৫টি
গ. ৩৪টি
ঘ. ৩৬টি
উত্তরঃ গ

প্রশ্নঃ ৩০ জানুয়ারি ২০১৭ আফ্রিকান ইউনিয়ন (AU)-এর চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?
ক. Idriss Déby, Chad
খ. Alpha Conde, Guinea
গ. Mohamed Ould Abdel Aziz, Mauritania
ঘ. Robert Mugabe, Zimbabwe
উত্তরঃ খ

প্রশ্নঃ ১ জানুয়ারি ২০১৭ G-7এর চেয়ারম্যান হিসেব দায়িত্ব গ্রহণ করেন কে?
ক. ডোনাল্ড ট্রাম্প (যুক্তরাষ্ট্র)
খ. অ্যাঞ্জেলা মার্কেল (জার্মানি)
গ. শিনজো অ্যাবে (জাপান)
ঘ. পাওলো জোন্তিলোনি (ইতালি)
উত্তরঃ ঘ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ Euro is the currency of—
ক. Asia
খ. Europe
গ. America
ঘ. Africa
উত্তরঃ খ

প্রশ্নঃ NASA-কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৫২ সনে
খ. ১৯৫৪ সনে
গ. ১৯৫৬ সনে
ঘ. ১৯৫৮ সনে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ১৯৪৫ সালে জাতিসংঘ সনদ কোথায় স্বাক্ষরিত হয়?
ক. সানফ্রান্সিসকো
খ. নিউইয়র্ক
গ. প্যারিস
ঘ. জেনেভা
উত্তরঃ ক

প্রশ্নঃ কমনওয়েলথ- এর বর্তমান (২০১৬) সদস্য দেশ কতটি?
ক. ৫৫টি
খ. ৫৪টি
গ. ৫২টি
ঘ. ৫০টি
উত্তরঃ গ

প্রশ্নঃ ৫ অক্টোবর ২০১৬ কোন দেশ CERN-এর সহযোগী সদস্যপদ লাভ করে?
ক. পাকিস্তান
খ. তুরস্ক
গ. ইউক্রেন
ঘ. সাইপ্রাস
উত্তরঃ গ

প্রশ্নঃ আরাকান লিবারেশন পার্টি কোন দেশভিত্তিক বিদ্রোহী গোষ্ঠি?
ক. ভারত
খ. মায়ানমার
গ. শ্রীলংকা
ঘ. আফগাস্থান
উত্তরঃ খ

প্রশ্নঃ বিশ্ব খাদ্য কর্মসূচী (WFP)-এর বর্তমান (২০১৭) নির্বাহী পরিচালক কে?
ক. ডেভিড বিয়াসলে (যুক্তরাষ্ট্র)
খ. চিমিয়াও ফান (চীন)
গ. কাজুহিকো হিগুচি (জাপান)
ঘ. জন এলিয়ানসন (সুইডেন)
উত্তরঃ ক

প্রশ্নঃ কমনওয়েলথের সিদ্ধান্ত গৃহীত হয়-
ক. সংবিধানের মাধ্যমে
খ. সনদের মাধ্যমে
গ. সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোটের মাধ্যমে
ঘ. সর্বসম্মতিক্রমে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ IMF এর সদর দপ্তর অবস্থিত-
ক. ওয়াশিংটন ডিসি
খ. নিউইয়র্ক
গ. জেনেভা
ঘ. রোম
উত্তরঃ ক

প্রশ্নঃ ১৮ অক্টোবর ২০১৭ কোন দেশ COMESA’র ২০তম সদস্যপদ লাভ করে?
ক. লেবানন
খ. উজবেকিস্তান
গ. কসোভো
ঘ. তিউনিসিয়া
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. লন্ডন
খ. ব্রাসেলস
গ. বন
ঘ. প্যারিস
উত্তরঃ খ

প্রশ্নঃ কফি আনান আফ্রিকা মহাদেশ থেকে নিয়োগকৃত জাতিসংঘের কততম মহাসচিব?
ক. প্রথম
খ. তৃতীয়
গ. দ্বিতীয়
ঘ. চতুর্থ
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘সাইনিং পাথ’ হচ্ছে-
ক. পেরুর গেরিরা সংগঠন
খ. নেপলের গেরিয়া সংগঠন
গ. নিকারগুয়ার রাজনৈতিক দল
ঘ. হন্ডুরাসের রাজনৈতিক দল
উত্তরঃ ক

প্রশ্নঃ বর্তমানে (২০১৫) কতটি শান্তিরক্ষা মিশন চালু রয়েছে?
ক. ২০ টি
খ. ২২ টি
গ. ১৬ টি
ঘ. ১৫ টি
উত্তরঃ গ

প্রশ্নঃ ৩ মার্চ ২০১৭ কোন দেশ WCO-এর ১৮১তম সদস্যপদ লাভ করে?
ক. ফিলিস্তিন
খ. সোমালিয়া
গ. দক্ষিণ সুদান
ঘ. কসোভো
উত্তরঃ ঘ

প্রশ্নঃ টেকসই উন্নয়ন লক্ষ্য (SDG) গৃহীত হয় কবে?
ক. ২৫ সেপ্টেম্বর ২০১৫
খ. ২০ সেপ্টেম্বর ২০১৫
গ. ৩০ সেপ্টেম্বর ২০১৫
ঘ. ২৭ সেপ্টেম্বর ২০১৫
উত্তরঃ ক

প্রশ্নঃ প্রথম সার্ক সাংস্কৃতিক রাজধানী কোনটি?
ক. ইসলামাবাদ, পাকিস্তান
খ. কলম্বো, শ্রীলংকা
গ. বামিয়ান, আফগানিস্তান
ঘ. মহাস্থানগড়, বাংলাদেশ
উত্তরঃ গ

প্রশ্নঃ বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) এর বর্তমান (২০১৬) মহাসচিব কে?
ক. তালেব রাফি (জর্ডান)
খ. পেত্তেরি তালাশ (ফিনল্যান্ড)
গ. ইউকিয়ো আমানো (জাপান)
ঘ. ব্রক চিজোলম
উত্তরঃ খ

প্রশ্নঃ ২৬তম আরবলীগ শীর্ষ সম্মেলন কবে, কোথায় অনুষ্ঠিত হয়?
ক. ২৭-২৮ মার্চ ২০১৫; ইরাক
খ. ৩০-৩১ মার্চ ২০১৫; ওমান
গ. ২৮-২৯ মার্চ ২০১৫; মিশর
ঘ. ২৫-২৬ মার্চ ২০১৫; আরব আমিরাত
উত্তরঃ গ

প্রশ্নঃ AIIB-তে চীনের বর্তমান (২০১৫) শেয়ার কত?
ক. ৩৫.৭৫%
খ. ৩০.৩৪%
গ. ৩৫.৩৪%
ঘ. ৩৩.৩৪%
উত্তরঃ খ

প্রশ্নঃ ৯ মার্চ ২০১৫ কোন দেশ আন্তর্জাতিক নবায়নযোগ্য শক্তি সংস্থা (IRENA)- এর ১৪০তম সদস্য পদ লাভ করে?
ক. ফিলিস্তিন
খ. নাইজেরিয়া
গ. কলম্বিয়া
ঘ. দক্ষিন সুদান
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘ওপেক’ ভুক্ত অ-আরব মুসলিম দেশ কোনটি?
ক. ইন্দোনেশিয়া
খ. মালয়েশিয়া
গ. ইরাক
ঘ. ইরান
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ওসামা বিন লাদেন কোন সংগঠনের নেতা?
ক. পিএলও
খ. আল-জাজিরা
গ. আল কায়েদা
ঘ. আল ফাতাহ গ্রুপ
উত্তরঃ গ

প্রশ্নঃ TI এর সদর দপ্তর কোথায়?
ক. ম্যানিলা
খ. বার্লিন
গ. ব্যাংকক
ঘ. সিঙ্গাপুর
উত্তরঃ খ

প্রশ্নঃ কমনওয়েলথ কোন ধরনের দেশ নিয়ে গঠিত?
ক. স্বল্ব উন্নত দেশসমূহ
খ. ইংরেজ শাসন থেকে স্বাধীনতাপ্রাপ্ত দেশসমূহ
গ. তেল উৎপাদনকারী দেশসমূহ
ঘ. এশিয়া ও ইউরোপের দেশসমূহ
উত্তরঃ খ

প্রশ্নঃ বর্তমানে (২০১৭) স্বল্পোন্নত দেশ (LDC) কতটি?
ক. ৪৯টি
খ. ৪৭টি
গ. ৪৬টি
ঘ. ৪৮টি
উত্তরঃ খ

প্রশ্নঃ জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় নিহত হয়েছিলেন?
ক. ট্রিগেভেলী
খ. কুটওয়াল্ডহেইম
গ. দ্যাগ হ্যামারশোল্ড
ঘ. উ থান্ট
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!
Scroll to Top