আন্তর্জাতিক বিষয়াবলী-১১

প্রশ্নঃ জাতিসংঘের স্থায়ী সদস্য:
ক. জাপান, জার্মানি, ফ্রান্স, ব্রিটেন, কানাডা, যুক্তরাষ্ট্র
খ. ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, চীন
গ. যুক্তরাষ্ট্র, জার্মানি, ব্রিটেন, ব্রাজিল, চীন, নাইজেরিয়া
ঘ. উত্তর কোরিয়া, পাকিস্তান, ভারত, ইসরায়েল, চীন
উত্তরঃ খ

প্রশ্নঃ African Union এর সদর দপ্তর কোথায়?
ক. মোগাদিসু
খ. আদ্দিস আবাবা
গ. কায়রো
ঘ. ত্রিপোলি
উত্তরঃ খ

প্রশ্নঃ ২৪তম জাতিসংঘ জলবায়ু সম্মেলন বা COP-24 কবে অনুষ্ঠিত হবে?
ক. ১০-২২ ডিসেম্বর ২০১৮
খ. ৭- ১৮ ডিসেম্বর ২০১৮
গ. ৫-১৬ ডিসেম্বর ২০১৮
ঘ. ৩-১৪ ডিসেম্বর ২০১৮
উত্তরঃ ঘ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয়–
ক. সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার
খ. সেপ্টেম্বর মাসের প্রথম সোমবার
গ. সেপ্টেম্বর মাসের দ্বিতীয় বুধবার
ঘ. সেপ্টেম্বর মাসের চতুর্থ মঙ্গলবর
উত্তরঃ ক

প্রশ্নঃ প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থার প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়?
ক. জাপানের নাগাসাকিতে
খ. অস্ট্রেলিয়ার ক্যানবেরায়
গ. রাশিয়ার আশখাবাদে
ঘ. কানাডার ভেন্‌কুবার
উত্তরঃ গ

প্রশ্নঃ ১৭তম সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
ক. আস্তানা, কাজাখস্তান
খ. দুশানবে, তাজিকিস্তান
গ. মস্কো, রাশিয়া
ঘ. বেইজিং, চীন
উত্তরঃ ক

প্রশ্নঃ Which is not a UN Organization?/কোনটি জাতিসংঘের অঙ্গসংস্থা নয়?
ক. CARE
খ. UNDP
গ. ILO
ঘ. WFP
উত্তরঃ ক

প্রশ্নঃ এশিয়ার অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে নতুন জোটগুলোর মধ্যে কোনটিকে এসকাপের সবচেয়ে বেশি উপযোগী বিবেচনা করে?
ক. APEC
খ. CREC
গ. EAEG
ঘ. ECO
উত্তরঃ ক

প্রশ্নঃ The target year of achieving the millennium Development Goal is:/সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যসমূহের সময়সীমা নির্ধারণ করা হয়েছে কোন সাল পর্যন্ত?
ক. 2010
খ. 2015
গ. 2020
ঘ. 2025
উত্তরঃ খ

প্রশ্নঃ SDG এর লক্ষ্য কতটি?
ক. ১৫ টি
খ. ১৮ টি
গ. ২০ টি
ঘ. ১৭ টি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা (UNEP) ও জলবায়ু বিষয়ক সংস্থা (WMO) এর মিলিত উদ্যোগে প্রতিষ্ঠা লাভ করে-
ক. IPCC
খ. COP 21
গ. Green Peace
ঘ. Sierra Club
উত্তরঃ ক

প্রশ্নঃ ফিফা (FIFA)-এর বর্তমান সদস্য কত?
ক. ২১১টি
খ. ২০৫টি
গ. ২০৮টি
ঘ. ২১৫টি
উত্তরঃ ক

প্রশ্নঃ সাংহাই সহযোগিতা সংস্থা (SCO)-এর বর্তমান সদস্য দেশ কতটি?
ক. ৮ টি
খ. ১০ টি
গ. ৪ টি
ঘ. ১২ টি
উত্তরঃ ক

প্রশ্নঃ যুক্তরাষ্ট্র কবে এককভাবে ABM (Anti-Ballistic Missile) চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে?
ক. জুন ২০০১
খ. জুন ২০০০
গ. জুন ২০০২
ঘ. জুন ২০০৩
উত্তরঃ গ

প্রশ্নঃ OPCW’র নির্বাহী পর্ষদের ২০তম চেয়ারপার্সন নর্বাচিত হন কে?
ক. শেখ মোহাম্মদ বেলাল (বাংলাদেশ)
খ. চিমিয়াও ফান (চীন)
গ. কাজুহিকো হিগুচি (জাপান)
ঘ. জন এলিয়ানসন (সুইডেন)
উত্তরঃ ক

প্রশ্নঃ OPEC কোন পণ্যের cartel?
ক. পাট
খ. কপার
গ. কফি
ঘ. পেট্রোলিয়াম
উত্তরঃ ঘ

প্রশ্নঃ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্যপদ লাভকারী বর্তমান এশীয় দেশ-
ক. ভারত
খ. কোরিয়া
গ. জাপান
ঘ. ইন্দোনেশিয়া
উত্তরঃ ঘ

প্রশ্নঃ IFRC’র বর্তমান (২০১৭) প্রেসিডেন্ট কে?
ক. আব্দুল আজিজ ডায়ালো (সেনেগাল)
খ. ফ্রান্সিসকো রোকা (ইতালি)
গ. নাফিস সাদিক (পাকিস্তান)
ঘ. কারিম কনিক (তুরস্ক)
উত্তরঃ খ

প্রশ্নঃ বান্দুং (Bandung) সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কবে?
ক. এপ্রিল, ১৯৫৫
খ. ৫ফেব্রুয়ারী, ১৯৫৬
গ. জুন, ১৯৪৫
ঘ. ডিসেম্বর, ১৯৫৫
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ১৩ মে ২০১৬ ফিফার ২১০তম সদস্যপদ লাভ করে কোন দেশ?
ক. তাইওয়ান
খ. জিব্রাল্টার
গ. কসোভো
ঘ. মিসর
উত্তরঃ গ

প্রশ্নঃ BIMSTEC-এর সদস্য নয়-
ক. ভারত
খ. পাকিস্তান
গ. বাংলাদেশ
ঘ. থাইল্যান্ড
উত্তরঃ খ

প্রশ্নঃ কলম্বো পরিকল্পনা-এর বর্তমান (২০১৫) মহাসচিব কে?
ক. আব্দুল মান্নান (বাংলাদেশ)
খ. অর্জুন বাহাদুর থাপা (নেপাল)
গ. ভূপেন সিং (ভারত)
ঘ. ফিনলে দর্জি (ভুটান)
উত্তরঃ ঘ

প্রশ্নঃ What is the name of the organization working worldwide against corruption?/ দুর্নীতি হ্রাসের লক্ষ্যে কাজ করে কোন সংগঠন?
ক. Green Peace(গ্রীন পিস)
খ. Transparency International (ট্রান্সপারেন্সি ইন্টান্যাশনাল)
গ. Amnesty International( অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল)
ঘ. Interpole(ইন্টারপোল)
উত্তরঃ খ

প্রশ্নঃ League of Arab States-এর বর্তমান সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. তিউনিস
খ. কায়রো
গ. রাবাত
ঘ. জেদ্দা
উত্তরঃ খ

প্রশ্নঃ Which country does belongs to the group of G-8 countries?/ নিচের কোন দেশ গ্র“প-৮ এর সদস্য?
ক. Switzerland
খ. China
গ. Brazil
ঘ. Canada
ঙ. None of these
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বিশ্ব শুল্ক সংস্থা (WCO)-এর বর্তমান (২০১৭) কাউন্সিল চেয়ারম্যান কে?
ক. সার্জিও মুজিকা (চিলি)
খ. ইউকিয়ো আমানো (জাপান)
গ. টমাস গ্রিমিনজার (সুইজারল্যান্ড)
ঘ. এনরিক ক্যানন (উরুগুয়ে)
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশ কততম দেশ হিসেবে UN ESCAP’র কাগজবিহীন বাণিজ্য সহজীকরণ কাঠামো চুক্তি স্বাক্ষর করে?
ক. চতুর্থ
খ. ষষ্ঠ
গ. প্রথম
ঘ. তৃতীয়
উত্তরঃ গ

প্রশ্নঃ IFC is an–
ক. Commmercial Bank
খ. International Association for Finance Company
গ. Bilateral Trade Organization
ঘ. Investment Bank for Asia & Pacific
ঙ. Private sector developing wing of the World Bank
উত্তরঃ ঙ

প্রশ্নঃ আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC)-এর বর্তমান সদস্য দেশ কতটি?
ক. ১২৭টি
খ. ১২৫টি
গ. ১২৩টি
ঘ. ১২১টি
উত্তরঃ গ

প্রশ্নঃ Which country is not a member of ASEAN?/নিম্নলিখিত কোন দেশ ASEAN এর সদস্য নয়?
ক. Thailand
খ. Malaysia
গ. Indonesia
ঘ. Philipines
ঙ. Nepal
উত্তরঃ ঙ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!
Scroll to Top