৪০৬ – রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নব্যাংক – পরিবেশ ও অভিবাসন

ঢাকা কলেজ – প্রথম ইনকোর্সঃ

১ । বৈশ্বিক উষ্ণায়ন কি? বৈশ্বিক উষ্ণায়ন রোধের উপায়সমূহ বর্ণনা কর।

২। প্রকৃতিক দুর্যোগ কী? বাংলাদেশের প্রধান প্রধান প্রাকৃতিক দুর্যোগসমূহ আলোচনা কর।

ঢাকা কলেজ – দ্বিতীয় ইনকোর্সঃ

১। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে মানব নিরাপত্তার হুমকিসমূহ এবং নিরাপত্তা নিশ্চিত করার উপায়সমূহ আলেচনা কর।

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

২। অপ্রথাগত নিরাপত্তার ধারণা ব্যাখ্যা কর। বাংলাদেশের ন্যায় একটি উন্নয়নশীল রাষ্ট্র কিভাবে নিরাপত্তার ঝুঁকিসমূহ মোকাবেলা করবে? বিশ্লেষণ কর।

ঢাকা কলেজ – নির্বাচনী পরীক্ষাঃ

১। সমালোচনাসহ নিরাপত্তার ধারণা এবং সীমাবদ্ধতাসমূহ আলোচনা কন।

২। বাংলাদেশের প্রধান নিরাপত্তার বিষয় ও ঝুঁকিসমূহ আলোচনা কর। বাংলাদেশ কীভাবে এদেরকে মোকাবেলা করবে তা ব্যাখ্যা কর।

৩। ধর্মীয় উগ্রবাদ কি বাংলাদেশের নিরাপত্তার জন্য একটি প্রধান হুমকি? কেন এবং কীভাবে? ব্যাখ্যা কর। ৪ । স্নায়ুযুদ্ধ পরবর্তী যুগে বিশ্ব নিরাপত্তার ঝুঁকি ও হুমকিসমূহ আলোচনা কর।

৫। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে মানব নিরাপত্তার হুমকিসমূহ এবং নিরাপত্তা নিশ্চিত করার উপায়সমূহ আলোচনা কর।

৬। বৈশ্বিক উষ্ণয়নের কারন এবং রোধের উপায়সমূহ বর্ণনা কর।

৭ । অভিবাসন এবং উন্নয়নের মধ্যকার সম্পর্ক চিহ্নিত কর। বৈশ্বিক পরিবেশগত রাজনীতি সমসাময়িক বিশ্বব্যবস্থার এই সম্পর্ককে কিভাবে মূল্যায়ন করে? আলোচনা কর ।

৮। রোহিঙ্গ উদ্বাস্তরা কী বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ? আলোচনা কর। রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশে সরকারের গৃহীত পদক্ষেপগুলো সম্পর্কে আলোচানা কর।

ইডেন কলেজ – ইনকোর্স পরীক্ষাঃ

১. জলবায়ু পরিবর্তনের কারণ ও ফলাফল আলোচনা কর ।

২. অভিবাসন এবং উন্নয়নের মধ্যেকার সম্পর্ক চিহিত কর। বৈশ্বিক পরিবেশগত রাজনীতি সমসাময়িক বিশ্বব্যবস্থায় এই সম্পর্ককে কীভাবে মূল্যায়ন করে? আলোচনা কর।

ইডেন কলেজ – নির্বাচনী পরীক্ষাঃ

১। সনাতন ও অসনাতন নিরাপত্তার পার্থক্য কি ? রাষ্ট্র কেন অসনাতন নিরাপত্তাকে গুরুত্বপূর্ণ নিরাপত্তা হিসেবে বিবেচনা করে না- আলোচনা কর।

২। মানব নিরাপত্তার সংজ্ঞা দাও। মানব নিরাপত্তার প্রধান উপদানসমূহ আলোচনা কর । কিভাবে মানব নিরাপত্তা সনাতন নিরাপত্তার বিপরীত ধারনা প্রদান করে ? ব্যাখ্যা কর।

৩। জ্ঞাত নিরাপত্তা বলতে শুধু যুদ্ধহীনতাকেই বুঝায় না বরং অন্য সামাজিক সম্পর্ক এবং অসম লিঙ্গ সম্পর্ক থেকে মুক্তিলাভকেও বুঝায় (টিনকার ১৯৯১ ) ব্যাখ্যা কর।

৪। অভিবাসন ও উন্নয়নের মধ্যকার সম্পর্ক চিহ্নিত কর। বৈশ্চিক পরিবেশগত রাজনীতি সমসাময়িক বিশ্বব্যবস্থার এই সম্পর্ক কে কিভাবে মূল্যায়ন করে ? আলোচনা কর।

৫। কেন এবং কীভাবে ফ্রাংকফুট স্কুল সম্পর্কিত নিরাপত্তার ধারনা কোলনহেগেন স্কুল থেকে পথক ব্যাখ্যা কর।

৬। বাংলাদেশের রোহিঙ্গা সমস্যাকে তুমি কি জাতীয় নিরাপত্তা সংকট না মানবিক সংকট হিসাবে বিবেচনা করে যুক্তি দাও।

৭। ২০১৭ সালে প্যারিস জলবায়ু চুক্তি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের কারণে পরিবেশগত নিরাপত্তা প্রভাবিত হয়েছে বিষয়টি ব্যাখ্যা কর।

৮। ‘ রক্তপাতহীন যুদ্ধের একটি বিশ্বব্যাপী হুমকি হচ্ছে সাইবার ঝুঁকি’- (নরেন্দ্র মোদী-২০১৫) তুমি কি এই উক্তির সাথে একমত ? যুক্তি দাও।

বদরুন্নেছা কলেজ – ইনকোর্স পরীক্ষাঃ

১। অপ্রচলিত নিরাপত্তা বলতে কি বুঝ? প্রচলিত নিরাপত্তার হুমকীসমূহ দূর করার উপায় কি কি আলোচনা কর।

২। নিরাপত্তাহীনতা বলতে কি বুঝ? নিরাপত্তাহীনতা দূর করার উপায়সমূহ আলোচনা কর ।

বদরুন্নেছা কলেজ – নির্বাচনী পরীক্ষাঃ

১। অপ্রচলিত নিরাপত্তার হুমকীসমূহ কি কি? রাষ্ট্র কিভাবে এ সকল হুমকী মোকাবেলা করবে।

২। নিরাপত্তাহীনতা সম্পর্কে ধারণা দাও। নিরাপত্তা বিধানের রাষ্ট্রীয় এবং অ-রাষ্ট্রীয় উপাদানের সম্পর্ক আলোচনা কর।

৩। বর্তমান বিশ্বে অনুন্নত ও উন্নয়নশীল দেশ সমূহের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিতে World Bank, IMF, WTO এর ভূমিকা পর্যালোচনা কর।

৪। মানব নিরাপত্তা বিধান বা সুরক্ষাকরণের পদ্ধতি হিসেবে জাপানের পদ্ধতি ও কানাডিয়ান পদ্ধতির তুলনামূলক আলোচনা কর

৫। জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির সাম্প্রতিক প্রবনতায় বাংলাদেশের প্রভাব আলোচনা কর।

৬। দূর্যোগ ব্যবস্থাপনা বলতে কি বুঝ? বাংলাদেশের দূর্যোগ মোকাবেলার কৌশলসমূহ আলোচনা কর ।

৭। মায়ানমারের সাথে বাংলাদেশের রোহিঙ্গা শরনার্থী সংক্রান্ত সমস্যার কারণ এবং এই সমস্যা দূরীকরণের উপায় আলোচনা কর।

৮। সার্থক শ্রম অভিবাসন সম্পর্কে ধারণা দাও। বাংলাদেশের অর্থনীতিতে বৈদেশিক কর্মসংস্থানের গুরুত্ব আলোচনা কর ।

নজরুল কলেজ – প্রথম ইনকোর্সঃ

১। নিরাপত্তার ধারণা দাও । নিরাপত্তা বিষয়ে অধ্যয়ন করা জরুরি কেন?

২। অপ্রচলিত নিরাপত্তা কী? অপ্রচলিত নিরাপত্তার বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর?

নজরুল কলেজ – দ্বিতীয় ইনকোর্সঃ

১। অপ্রচলিত নিরাপত্তা সমস্যা/হুমকি সমূহ কী কী? বাংলাদেশের আলোকে বিশ্লেষণ কর।

২। নিরাপত্তাহীনতা কী? নিরাপত্তাহীনতার প্রথাগত ও অপ্রথাগত কারণসমূহ ব্যাখ্যা কর।

সোহরাওয়ার্দী কলেজ – নির্বাচনী পরীক্ষাঃ

১। একটা দেশের জাতীয় নিরাপত্তার মৌলিক উপাদান গুলো কি কি? আলোচনা কর।

২। বাংলাদেশে নিরাপত্তা অধ্যায়নের গুরুত্ব ও তাৎপার্য আলোচনা কর ।

৩। বিশ্ব উষ্ণায়ন কি? বাংলাদেশে এর বিরূপ প্রভাব আলোচনা কর।

৪। অপ্রথাগত নিরাপত্তা কি? এ বিষয়ে কোপেনহেগেন স্কুল- ধারনাটি ব্যাখ্যা কর।

৫। মানব নিরাপত্তা নিশ্চিতকরনে UNDP’-এর ভূমিকা আলোচনা কর ।

৬। নিরাপত্তা বিধানে রাষ্ট্রীয় উপাদান গুলো কি কি? আলোচনা কর ।

৭। বৃক্ততা আইন (Speech Act) কি? এর কার্যাবলী আলোচনা কর।

৮। পরিবেশ সংক্রান্ত এজেন্ডাগুলো কি কি? পরিবেশ সংক্রান্ত এজেন্ডা কী শিল্পোন্নত দূষণ উপশম বা হ্রাস করতে পারছে?

বাঙলা কলেজ – ইনকোর্স পরীক্ষাঃ

১। আঞ্চলিক নিরাপত্তা কী ? দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তার সমস্যাসমূহ আলোচনা কর।

২। অপ্রথাগত উপায়ে কিভাবে নিরাপত্তাহীনতা দূর করা যায় ? আলোচনা কর।

৩ । বৰ্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে উন্নত বিশ্ব কিভাবে তাদের নিরপত্তা হুমকিসমূহ মোকাবিলা করবে?

তিতুমীর কলেজ – ইনকোর্স পরীক্ষাঃ

১। অধিকারের সংজ্ঞা দাও ? অধিকারের রক্ষাকবচসমূহ আলোচনা কর।

২। জাতিসংঘের মূলনীতিসমূহ আলোচনা কর । জাতিসংঘ সনদের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।

*** সবগুলো পত্রকোডের প্রশ্নব্যাংক একসাথে পেতে এখানে ক্লিক করুনঃ 7 COLLEGE – POLITICAL SCIENCE – QB

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!
Scroll to Top