আন্তর্জাতিক বিষয়াবলী-৩০

প্রশ্নঃ জাতিসংঘের জনসংখ্যা সংক্রান্ত-১৯৯৪ সালের রিপোর্ট অনুযায়ী জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের স্থান–
ক. সপ্তম
খ. অষ্টম
গ. নবম
ঘ. দশম
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘আন্তর্জাতিক রেডক্রস’ এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. প্যারিস
খ. লন্ডন
গ. জেনেভা
ঘ. দি হেগ
উত্তরঃ গ

প্রশ্নঃ সাফটা (SAFTA) চুক্তি কখন স্বাক্ষরিত হয়?
ক. ২১ মে, ১৯৯৩
খ. ৬ জানুয়ারি, ২০০৪
গ. ২ জানুয়ারি, ২০০৪
ঘ. ৮ সেস্পেম্বর, ২০০৩
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ নিচের কোন সংস্থাটির সচিবালয় বাংলাদেশে অবস্থিত?
ক. BIMSTEC
খ. CICA
গ. IORA
ঘ. SAARC
উত্তরঃ ক

প্রশ্নঃ A.F.P কোন দেশের সংবাদ সংস্থা?
ক. ফ্রান্স
খ. জার্মানি
গ. ইংল্যান্ড
ঘ. যুক্তরাষ্ট্র
উত্তরঃ ক

প্রশ্নঃ গারুদা কোন্ দেশের বিমান সংস্থা
ক. গ্রিস
খ. জার্মানি
গ. ইন্দোনেশিয়া
ঘ. নেদারল্যান্ড
উত্তরঃ গ

প্রশ্নঃ ২৮তম NATO শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়?
ক. ব্রাসেলস, বেলজিয়াম
খ. বন, জার্মানি
গ. প্যারিস, ফ্রান্স
ঘ. তাওরামিনা, ইতালি
উত্তরঃ ক

প্রশ্নঃ The headquarter of WTO is in-/বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) এর সদর দপ্তর কোন শহরে?
ক. New Work (নিউইয়র্ক)
খ. Geneva (জেনেভা)
গ. Vienna (ভিয়েনা)
ঘ. Washington D.C (ওয়াশিংটন ডি.সি.)
উত্তরঃ খ

প্রশ্নঃ আন্তর্জাতিক মুদ্রা তহবিল কোন সালে গটিত হয়?
ক. ১৯৪৫
খ. ১৯৩৪
গ. ১৯৫৪
ঘ. ১৯৫০
উত্তরঃ ক

প্রশ্নঃ বিশ্ব ব্যাংক কোন সালে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৪৯ সালে
খ. ১৯৪৬ সালে
গ. ১৯৮৬ সালে
ঘ. ১৯৪৪ সালে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ What is Reuters‘রয়টার্স’ কি?
ক. A club একটি ক্লাব
খ. A TV station একটি টিভি কেন্দ্র
গ. A news agency সংবাদ সংস্থা
ঘ. A magazineএকটি পত্রিকা
উত্তরঃ গ

প্রশ্নঃ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা-
ক. ৫ জন
খ. ১০ জন
গ. ৬ জন
ঘ. ৮ জন
উত্তরঃ খ

প্রশ্নঃ ১৮ মে ২০১৫ কোন দেশ পুঁজি বিনিয়োগজনিত বিরোধ নিষ্পত্তির আন্তর্জাতিক কেন্দ্র (ICSID)- এর ১৫১তম সদস্য পদ লাভ করে?
ক. জর্ডান
খ. ঘানা
গ. উগান্ডা
ঘ. সান ম্যারিনো
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোনটি D-৮ ভুক্ত দেশ নয়?
ক. নাইজেরিয়া
খ. ভারত
গ. মিশর
ঘ. আলজেরিয়া
উত্তরঃ খ

প্রশ্নঃ UNESCO’র ১১তম ও বর্তমান (২০১৭) মহাপরিচালক কে?
ক. আদ্রেঁ আজুলে (ফ্রান্স)
খ. সেবাস্তিয়ান কুর্জ (অস্ট্রিয়া)
গ. ইরিনা বোকোভা (বুলগেরিয়া)
ঘ. বাবাটুন্ডে ওসোতিমোহিন (নাইজেরিয়া)
উত্তরঃ ক

প্রশ্নঃ United Nation Conference on Trade and Development(UNCTD)-এর সদর দপ্তর কোথায়?
ক. হেগে
খ. জেনেভায়
গ. নিউইয়র্কে
ঘ. ক্যানবেরায়
উত্তরঃ খ

প্রশ্নঃ M-১৯’ কোন দেশের গেরিলা সংগঠন?
ক. ভারত
খ. কলম্বিয়া
গ. জাপান
ঘ. মালয়েশিয়া
উত্তরঃ খ

প্রশ্নঃ প্রথম এশিয়ান-আফ্রিকান শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
ক. ২৫-২৮ এপ্রিল ১৯৫৫
খ. ২১-২৭ এপ্রিল ১৯৫৫
গ. ১৮-২৪ এপ্রিল ১৯৫৫
ঘ. ২২-২৮ এপ্রিল ১৯৫৫
উত্তরঃ গ

প্রশ্নঃ নিচের কোন দেশ কমনওয়েলথ-এর সদস্যপদ প্রত্যাহার করেছে?
ক. জিম্বাবুয়ে ও গাম্বিয়া
খ. আয়ারল্যান্ড
গ. মালদ্বীপ
ঘ. ওপরের সবকয়টি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘Earth Summit’ held at Rio De Janeiro is concerned with:
ক. Population explosion
খ. World food problem
গ. Enviornment
ঘ. World trade
উত্তরঃ গ

প্রশ্নঃ ১৭ মার্চ ২০১৫ সালে ইউরোপীয় ইউনিয়ন নিযুক্ত মধ্যপ্রাচ্যবিষয়ক দূত ফার্নান্দো জেলিস্তিনি কোন দেশের নাগরিক?
ক. জার্মানি
খ. ফ্রান্স
গ. ইতালি
ঘ. রাশিয়া
উত্তরঃ গ

প্রশ্নঃ স্থায়ী সালিশি আদালত (PCA)- এর বর্তমান (২০১৬) সদস্য দেশ কতটি?
ক. ১২১ টি
খ. ১২০ টি
গ. ১১৫ টি
ঘ. ১১৩ টি
উত্তরঃ ক

প্রশ্নঃ কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়াশনের (CPA) বর্তমান (২০১৭) চেয়ারপারসন কে?
ক. মিক্কি রেটেল (কুক আইল্যান্ড)
খ. এমিলিয়া মনজোবা লিফাকা (ক্যামেরুন)
গ. নাফিস সাদিক (পাকিস্তান)
ঘ. ড. শিরীন শারমিন চৌধুরী (বাংলাদেশ)
উত্তরঃ খ

প্রশ্নঃ ১ জানুয়ারি ২০১৫ আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (ITU)-এর মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?
ক. মুখ হিসা কিটুয়ি (কেনিয়া)
খ. হাওলিন ঝাও (চীন)
গ. আহমেদ বাহা (ইয়েমেন)
ঘ. আব্দুল্লাহ আল গণি (ওমান)
উত্তরঃ খ

প্রশ্নঃ ইসলামী সহযোগিতা সংস্থা (OIC)-এর বর্তমান মহাসচিব কে?
ক. আবদুল আজিজ আল সৌদ
খ. আলী ইবনে ইব্রাহীম
গ. আইয়াদ বিন আমীন মাদানী
ঘ. ড. ইউসুফ বিন আল-ওথাইমিন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ জাতিসংঘ শিল্পোন্নয়ন সংস্থা (UNIDO)- এর বর্তমান (২০১৫) সদস্য দেশ কতটি?
ক. ১৬৫
খ. ১৭০
গ. ১৬৭
ঘ. ১৭২
উত্তরঃ খ

প্রশ্নঃ ১৭তম ন্যাম (NAM) শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
ক. ১৭ – ১৮ সেপ্টেম্বর ২০১৬
খ. ১৬ – ১৭ সেপ্টেম্বর ২০১৬
গ. ২০ – ২২ সেপ্টেম্বর ২০১৬
ঘ. ০৬ – ০৮ সেপ্টেম্বর ২০১৬
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন রাষ্ট্র ন্যাটোর সদস্য কিন্তু ইউরোপীয় ইউনিযনের সদস্য নয়?
ক. জার্মানি
খ. ইতালি
গ. যুক্তরাষ্ট্র
ঘ. যুক্তরাজ্য
উত্তরঃ গ

প্রশ্নঃ আন্তর্জাতিক আদালতের বিচারকগণ কত বছরের জন্য নিয়োগপ্রাপ্ত হন?
ক. ৯
খ. ৭
গ. ৬
ঘ. ২
উত্তরঃ ক

প্রশ্নঃ BIMSTEC’র দ্বিতীয় ও বর্তমান (২০১৭) মহাসচিব কে?
ক. এম শহীদুল ইসলাম (বাংলাদেশ)
খ. গোপালকৃষ্ণ গান্ধী (ভারত)
গ. শের বাহাদুর দেওবা (নেপাল)
ঘ. সুমিত নালানডালা (শ্রীলংকা)
উত্তরঃ ক

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!
Scroll to Top