স্মরনীয় ঘটনাবলী

স্মরনীয় ঘটনাবলী :

খ্রিস্ট পূর্বস্মরনীয় ঘটনাবলী
৪০০০মিশরে ও মেসোপটেমিয়ায় (বর্তমান ইরাক) প্রথম মানব সভ্যতার বিকাশ
৩০০০ভারতে হিন্দু সভ্যতার বিকাশ।
২৫০০ভারতে আর্যদের আগমন শুরু।
৯৫০ভারতে কুরুক্ষেত্রের মহাসমর।
৭৭৬গ্রীসে প্রথম অলিম্পিক শুরু।
৪৯০গ্রীসে ম্যারাথনের যুদ্ধ।
৪২৭দার্শনিক প্লেটোর জন্ম।
৩৯৯দার্শনিক সক্রেটিস হেমলক পানে নিহত।
৩৪৭দার্শনিক প্লেটোর মৃত্যু।
৩২৭আলেকজান্ডারের মৃত্যু।
২৮৭আর্কিমিডিসের জন্ম।
১৬৬তাতারদের চীন অভিযান।
৫৫জুলিয়াস সিজারের প্রথম প্রেট ব্রিটেন গমন।
৩০এ্যান্টনিও ও ক্লিওপেট্রার মৃত্যু।
খ্রিস্ট পরবর্তীস্মরনীয় ঘটনাবলী | স্মরনীয় ঘটনাবলী
যীশু খ্রিষ্টের জন্ম।
৩০যীশু খ্রিষ্টের মৃত্যু। (মতান্তরে ২৯ খ্রিষ্টাব্দে)
৩৪রোমান সম্রাট নিরো কর্তৃক ধর্মীয় কারণে খ্রিষ্টানদের হত্যার আদেশ।
৭৯বিসুভিয়াসের অগ্ন্যুপাতের ফলে পম্পেই নগরী ধ্বংশ।
৩৭৬প্রসিদ্ধ জ্যোতিবিজ্ঞানী আর্যভট্টের জন্ম।
৫৭০হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার জন্ম।
৬০০রোমান সাম্রাজ্যের পতন।
৬০৬হর্ষবর্ধনের সিংহাসনে আরোহণ।
৬১০হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নবুয়্যাত লাভ।
৬২২হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মদিনায় হিজরত পালন ও হিজরী সন গণনা শূরু।
৬৩২হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ইন্তেকাল।
৬৩৪মুসলমানগণ কর্তৃক সিরিয়া অধিকার। হযরত আবু বকর রাদ্বিয়াল্লাহ তায়ালা আনহু শাহাদাত লাভ করেন
৬৪৪হযরত ওমর রাদ্বিয়াল্লাহ তায়ালা আনহু শাহাদাত লাভ।
৬৫৬হযরত ওসমান রাদ্বিয়াল্লাহ তায়ালা আনহু মদীনায় শাহাদাত লাভ করেন
৬৬১হযরত আলী রাদ্বিয়াল্লাহ তায়ালা আনহু কুফায় শাহাদাত লাভ করেন।
৭১১মুর সম্রাট সারাসিনের স্পেন বিজয়।
৭১২মোঃ বিন কাসিম কর্তৃক সিন্ধু আক্রমন ও বিজয়।
৭৭৮ফরাসী লেখক রোমা রোলারের মৃত্যু।
৭৮৬বাগদাদে হারুন অর রশিদ খলিফা নিযুক্ত।
৯০০আলফ্রেড দি গ্রেটের মৃত্যু।
৯৯৭সুলতান মাহমুদের গজনীর সিংহাসন লাভ।
১০২০শাহনামা গ্রন্থের রচয়িতা মহা কবি ফেরদৌসির ইন্তেকাল।
১০২৬সুলতান মাহমুদ কর্তৃক ভারতের সোমনাথ মন্দির লুণ্ঠন।
১০৭৬তাতার বাহিনীর কর্তৃক পবিত্র জেরুজালেম দখল।
১০৯৬গির্জা কর্তৃপক্ষের অনুরোধে খ্রিস্টানদের প্রথম ক্রসেডে যোগদান।
১০৯৯খ্রীস্টান কর্তৃক জেরুজালেম অধিকার।
১১৪৭দ্বিতীয় ক্রসেড। স্মরনীয় ঘটনাবলী
১১৬২মোঙ্গল নেতা চেঙ্গিস খানের জন্ম।
১১৮৭মিশরের সুলতান সালাউদ্দিন কর্তৃক জেরুজালেম পুনরুদ্ধার।
১২০২চতুর্থ ক্রসেড।
১২২৫ইংল্যান্ডের রাজা জন কর্তৃক ম্যাগনাকার্টায় স্বাক্ষর প্রদান।
১২২৭চেঙ্গিস খাঁর মৃত্যু।
১২৭১মার্কো পোলোর দেশ ভ্রমণ আরম্ভ।
১২৯৫বৃটিশ পার্লামেন্টের সূচনা।
১৩৩৮ইউরোপে শতবর্ষব্যাপি যুদ্ধ শুরু।
১৩৯৮তৈমুর লঙ্গের ভারত অভিযান।
১৪৫৬জন গুটেনবার্গ কর্তৃক আবিস্কৃত ধাতব ছাপার অক্ষরে প্রথম বাইবেল মুদ্রণ।
১৪৬৯শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানকের জন্ম।
১৪৯২ক্রিস্টোফার কলম্বাস আটলান্টিক মহাসাগর অতিক্রম করে আমেরিকা উপনীত।
১৪৯৮পর্তুগীজ নাবিক ভাস্কো-দা-গামা আফ্রিকা ঘুরে ভারতবর্ষে আগমণ।
১৪৯৯স্বাধীন প্রজাতন্ত্রী রাষ্ট্র হিসেবে সুইজারল্যান্ডের আত্মপ্রকাশ।
১৫০১পর্তুগীজ কর্তৃক ভারতের গোয়া দখল।
১৫২০পঞ্চম চার্লস রোমান সাম্রাজ্যের সম্রাট হিসেবে নির্বাচিত হন।
১৫২৬পানিপথের ১ম যুদ্ধে বাবরের জয়লাভ এবং দিল্লীতে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠা।
১৫২৯মার্টিন লুথার কর্তৃক পেপের নিরঙ্কুশ ক্ষমতা অস্বীকার।
১৫৩৫রানী এলিজাবেথের জন্ম।
১৫৪১হারনান্ডো সোটো কর্তৃক মিসিসিপি নদী আবিস্কার।
১৫৪৬মার্টিন লুথারের মৃত্যু। স্মরনীয় ঘটনাবলী
১৫৪৭রাশিয়ার সম্রাট চতুর্থ আইভান (দি টেরিবল) কর্তৃক জার উপাধি গ্রহণ।
১৫৫৬সম্রাট আকবরের রাজম্ব শুরু।
১৫৫৬পানিপথের ২য় যুদ্ধ।
১৫৫৮ইংল্যান্ডের রাণী এলিজাবেথের ১ম শাসনকালের শুরু।
১৫৬৪২৬ এপ্রিল উইলিয়াম শেক্সপিয়রের জন্ম।
১৫৭৪হলদিঘাটের যুদ্ধ। সম্রাট আকবর কর্তৃক বাংলা বিজয়।
১৫৮২আকবর কর্তৃক দীন-ই-ইলাহী প্রবর্তন।
১৬০০ইষ্ট ইন্ডিয়া কোম্পানী গঠন।
১৬০৩ইংল্যান্ডের রানী এলিজাবেথের মৃত্যু।
১৬০৫সম্রাট আকবরের মৃত্যু।
১৬০৮ভারতে ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর দেওয়ানী লাভ।
১৬১৬সম্রাট শাহজাহানের দিল্লীর সিংহাসনে আরোহণ।
১৬১৬শেক্সপীয়ারের মৃত্যু।
১৬৪৩ফ্রান্সের চর্তুদশ লুই এর রাজম্বকাল শুরু।
১৬৪৯ইংল্যান্ডের রাজা ১ম চালসের প্রাণদন্ড।
১৬৬০ব্রিটেনে পুনঃরায় রাজতন্ত্রের প্রতিষ্ঠা।
১৬৭৫গ্রীনউইচ মানমন্দির প্রতিষ্ঠা। স্মরনীয় ঘটনাবলী
১৬৭৯আওরঙ্গজেব কর্তৃক জিজিয়া কর পুনঃরারোপ।
১৬৮৮ইংল্যান্ডের রক্তপাতহীন বিপ্লব এবং রাজা জেমসের ফ্রান্সে পালায়ন।
১৬৮৮চন্দন নগরে ফরাসীদের কুঠি স্থাপন।
১৬৮৯ব্রিটিশ শাসনতান্ত্রিক রাজতন্ত্রের প্রতিষ্ঠা।
১৬৮৯রুশ সম্রাট পিটার দ্যা গ্রেট এর শাসনকাল শুরু।
১৭০৭মোগল সম্রাট আওরঙ্গজেবের মৃত্যু ও মোগল সাম্রাজ্যের পতন।
১৭২৮প্রখ্যাত বিজ্ঞানী নিউটনের মৃত্যু।
১৭৪০বাংলায় আলিবর্দী খাঁর রাজম্বকাল শুরু।
১৭৫৭২৩ জুন পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয় এবং ভারতে ইংরেজ শাসনের প্রতিষ্ঠা।
১৭৫৭নেপোলিয়ন বোনাপার্টের জন্ম।
১৭৬৪বক্সারের যুদ্ধে ইংরেজদের নিকট অযোধ্যার নবাব সুজাউদ্দৌলার পরাজয়।
১৭৭০ছিয়াত্তরের মন্বান্তর (বাংলা ১১৭৬ সন) নামে খ্যাত ভারতবর্ষের ভয়াবহ দূর্ভিক্ষ।
৪ জুলাই ১৭৭৬মার্কিন যুক্তরাষ্ট্র কর্র্তক স্বাধীনতা ঘোষনা।
১৪ জুলাই ১৭৮৯ফ্রান্সের বিপ্লব শুরু। স্মরনীয় ঘটনাবলী
১৭৯০কলকাতা ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা।
১৭৯২ফ্রান্সে রাজতন্ত্র উচ্ছেদ ও ফ্রান্স রিপাবলিক ঘোষণা।
১৭৯৩ভারতবর্ষে চিরস্থায়ী বন্দোবস্তের প্রথা প্রবর্তন।
১৭৯৩ফ্রান্সের ষোড়শ লুই এর শিরচ্ছেদ।
১৮০০ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর সুরাট প্রাপ্তি।
১৮০৪নেপোলিয়ান বোনাপার্টের ফ্রান্সের সম্রাট পদ লাভ।
১৮০৪ইংল্যান্ডে শিল্প বিপ্লবের সূচনা।
১৮০৫ইংল্যান্ড ও ফরাসীদের মধ্যে ট্রাফালগারের যুদ্ধ এবং ফ্রান্সের শোচনীয় পরাজয়।
১৮০৭ব্রিটিশ ডোমিনিকানসমূহে দাস ব্যবসায় রহিত। যুক্তরাষ্ট্রে দাস ব্যবসা বন্ধ।
১৮১২রাশিয়ার বিরুদ্ধে নেপোলিয়ানের যুদ্ধ ঘোষণা।
১৮১৪নেপোলিয়নের সিংহাসন ত্যাগ।
১৮১৪জর্জ স্টিফেনসন কর্তৃক রেলগাড়ীর ইঞ্জিন আবিস্কার।
১৮১৫ওয়াটার লুর যুদ্ধ। ডিউক অব ওয়েলিংটনের নিকট নেপোলিয়নের পরাজয় এবং সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন।
১৮২১নেপোলিয়নের মৃত্যু।
১৮২৮রুশ ও তুর্কী যুদ্ধ।
১৮২৯ভারতে সতীদাহ প্রথা রহিত করণ।
১৮৩০ইংল্যান্ডে প্রধম রেলগাড়ী চালু (লিভারপুল হতে ম্যানচেস্টার পর্যন্তু)।
১৮৩২ন্যাট্যকার গ্যাটের মৃত্যু।
২৭ সেপ্টে ১৮৩৩রাজা রামমোহন রায়ের মৃত্যু। স্মরনীয় ঘটনাবলী
১৮৩৫সমাজতন্ত্র শব্দটির সর্বপ্রথম ব্যবহার।
১৮৩৫বৈদ্যুতিক টেলিগ্রাফ আবিস্কার।
১৮৩৫লর্ড মেকলের সুপারিশক্রমে শিক্ষার মাধ্যমে ইংরেজি প্রবর্তন।
১৮৩৭ইংল্যান্ডের রাণী ভিক্টোরিয়ার সিংহাসনে আরোহণ।
১৮৪০চীনা ও ইংরেজদের মধ্যে আফিম যুদ্ধ।
১৮৪২ডেভিড হেয়ারের মৃত্যু।
১৮৪৩হোমিও চিকিৎসার জনক/আবিস্কারক স্যামুয়েল হ্যানিম্যানের মৃত্যু।
১৮৪৮কমিউনিস্ট মেনোফেস্টো প্রকাশ।
১৮৫২রামনাথ সিকদার কর্তৃক সর্বপ্রথম এভারেস্ট শৃঙ্গের উচ্চতা পরিমাপ।
১৮৫৪ক্রিমিয়ার যুদ্ধ আরম্ভ।
১৮৫৬ক্রিমিয়ার যুদ্ধের অবসান।
১৮৫৭ভারতে সিপাহী বিদ্রোহ।
১৮৫৮ইংল্যান্ডের রাণী ভিক্টোরিয়া কর্তৃক ভারতের শাসনভার গ্রহণ।
১৮৬১বিশ্বকবি রবীন্দ্রনাথের জন্ম।
১৮৬৩প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন কর্তৃক যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথার বিলোপ সাধন।
১৮৬৪জেনেভায় রেডক্রস সোসাইটি প্রতিষ্ঠা।
১৮৬৭আলফ্রেড নোবেল কর্তৃক ডিনামাইট আবিস্কার।
১৮৭৬সুয়েজ খাল উদ্বোধন। স্মরনীয় ঘটনাবলী
১৮৭৯আফ্রিকার জুলুদের সংগে যুদ্ধে ইংরেজগণ পরাজিত।

আরো পড়ুন:

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!