বীজগণিত-০৩

প্রশ্নঃ (9×2+16y2)রাশিটির সাথে কোনটি যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে?
ক. 12xy
খ. 24xy
গ. 15xy
ঘ. 30xy
উত্তরঃ খ

প্রশ্নঃ x2 -1 – y(y – 2) এর উৎপাদক কত?
ক. (x – y – 1)(x – y + 1)
খ. (x – y + 1)(x + y – 1)
গ. (x + y – 1)(x – y + 1)
ঘ. (x – y)(x + y + 1)
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ কোনটি 2×4 – 5×3 + 6×2 -5x + 2 এর একটি উৎপাদক?
ক. x + 1
খ. x – 1
গ. x + 2
ঘ. x – 2
উত্তরঃ খ

প্রশ্নঃ a3 – 7a – 6 এর উৎপাদক কত?
ক. (a + 1)(a – 2)(a – 3)
খ. (a – 1)(a + 2)(a – 3)
গ. (a + 1)(a + 2)(a – 3)
ঘ. (a – 1)(a – 2)(a – 3)
উত্তরঃ গ

প্রশ্নঃ p6 – q6 এর উৎপাদক কত?
ক. (p3 – q3)(p3 + q3)
খ. (p + q)(p2 – pq + q2)(p3 – q3)
গ. (p2 – q2)(p2 – pq + q2)(p2 – pq + q2)
ঘ. (p + q)(p – q)(p2 – pq + q2)(p2 – pq + q2)
উত্তরঃ ঘ

গণিত, বীজগণিত, দ্বিঘাত সমীকরণ:

প্রশ্নঃ সাধারণ দ্বিঘাত সমীকরণ ax2 + bx + c = 0 এর মূল দুটি হল–
ক. -b + c2 -4ab
খ. -c ± c2 – 4ab2a
গ. 4ac – b2a
ঘ. -b ± b2 – 4ac2a
উত্তরঃ ঘ

প্রশ্নঃ p এর মান কত হলে 4×2 – px +9 একটি পূর্ণ বর্গ হবে?
ক. 10
খ. 9
গ. 17
ঘ. 12
উত্তরঃ ঘ

প্রশ্নঃ x2 + y2 = 185, x – y = 3 এর একটি সমাধান হবে?
ক. (7, 4)
খ. (9, 6)
গ. (10, 7)
ঘ. (11, 8)
উত্তরঃ ঘ

প্রশ্নঃ a এর মান কত হলে 9 – 12x + ax2 একটি পূর্ণ বর্গ হবে?
ক. 8
খ. 6
গ. -6
ঘ. 4
উত্তরঃ ঘ

প্রশ্নঃ যদি x2 + px + 6 = 0 এর মূল দুটি সমান হয় এবং p>0 হয় তবে p এর মান কত?
ক. √48
খ. 0
গ. √6
ঘ. √24
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ax2 + bx + c = 0 সমীকরণের মূল দুইটি মূলদ হবে যদি–
ক. b2 > 4ac
খ. b2 – 4ac একটি পূর্ণবর্গ সংখ্যা হয়
গ. b2 < 4ac
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ

গণিত, বীজগণিত, ধারা:

প্রশ্নঃ ২, ৮, ১৮, ৩২ ধারাটির পরবর্তী সংখ্যা কত?
ক. ৩৮
খ. ৪২
গ. ৫০
ঘ. ৪৮
উত্তরঃ গ

প্রশ্নঃ ১ + ৩ + ৫ + …………… + ২১ সমান কত হবে?
ক. ১২২
খ. ১১৯
গ. ১২০
ঘ. ১২১
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ৪, ৬, ১০, ১৮ ক্রমটির পরবর্তী পদ কত?
ক. ৩৬
খ. ৩৪
গ. ৩২
ঘ. ৩০
উত্তরঃ খ

প্রশ্নঃ What is the next number of the series, 1, 4, 9, 16,…?/১, ৪, ৯, ১৬, .. ধারাটির পরবর্তী পদ কত?
ক. 18
খ. 21
গ. 23
ঘ. 25
ঙ. 31
উত্তরঃ ঘ

প্রশ্নঃ 13 + 23 + 33 + 43 + …………… + 203 = কত?
ক. 44000
খ. 44100
গ. 44200
ঘ. উপরের কোনটাই সত্য নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ ১ হতে ৪৯ পর্যন্ত ক্রমিক সংখ্যা গুলোর গড় কত?
ক. ২৩
খ. ২৪.৫
গ. ২৫
ঘ. ২৬.৫
উত্তরঃ গ

প্রশ্নঃ ১, ৯, ২৫, ৪৯, ৮১,…………ধারাটির পরবর্তী সংখ্যা কত?
ক. ১০০
খ. ১২১
গ. ১৪৪
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ ৯, ৩৬, ৮১, ১৪৪,……….। পরবর্তী সংখ্যা কত?
ক. ১৬৯
খ. ২২৫
গ. ২৫৬
ঘ. ২৭২
উত্তরঃ খ

প্রশ্নঃ 1 – 1 + 1 – 1 + —————— এর ধারাটির (2n + 1) পদের সমষ্টি হবে?
ক. – 1
খ. 1
গ. 0
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ ৬, ১৭, ৪৯, ১৪৪ ধারাটির পরবর্তী পদ কত?
ক. ২০
খ. ৩৫৬
গ. ৪০৮
ঘ. ৪২৮
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন কিছু (ধরা যাক, জনসংখ্যা) বৃদ্ধির ধারা যদি ২, ৪, ৮, ১৬, ৩২ ইত্যাদি এই হারে বৃদ্ধি হতে থাকে তাহলে ঐ বৃদ্ধির হারকে কি বলা হয়?
ক. আনুপাতিক হার
খ. গাণিতিক হার
গ. জ্যামিতিক হার
ঘ. অস্বাভাবিক হার
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন সমান্তর প্রগমনে প্রথম দুটি সংখ্যা ৫ ও ১৭ হয় তবে তৃতীয় সংখ্যাটি কত?
ক. ২২
খ. ২৫
গ. ২৯
ঘ. ৮৫
উত্তরঃ গ

প্রশ্নঃ 8, 11, 17, 29, 53, ………….। পরবর্তী সংখ্যা কত?
ক. 101
খ. 102
গ. 75
ঘ. 59
উত্তরঃ ক

প্রশ্নঃ ২৯ + ২৫ + ২১ + ……………………………. – ২৩ = কত?
ক. ৮২
খ. ৭২
গ. ৫২
ঘ. ৪২
উত্তরঃ ঘ

প্রশ্নঃ শূণ্যস্থানের সংখ্যাটি কত? ৫, ৭, ১১, ১৯, ……..
ক. ৩০
খ. ২৬
গ. ৩৫
ঘ. ৪২
উত্তরঃ গ

প্রশ্নঃ প্রথম n সংখ্যক স্বভাবিক সংখ্যার ঘনের সমষ্টি ২২৫ হলে n-এর মান কত?
ক. n = 3
খ. n = 5
গ. n = 6
ঘ. n = 7
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!