বাংলা সাহিত্য-৮২

প্রশ্নঃ ‘বৃন্দাবনের ষড় গোস্বামী’ কি?
ক. হিন্দু তীর্থক্ষেত্র
খ. তীর্থ ঠাকুর
গ. শ্রী চৈতন্যের বৃন্দাবিনী নাম
ঘ. বৃন্দাবনে চৈতন্যের ছয় শিষ্য
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নিমাই কার বাল্যকালের নাম?
ক. জয়দেব
খ. হরপ্রসাদ শাস্ত্রী
গ. দীনবন্ধু
ঘ. শ্রী চৈতন্যদেব
উত্তরঃ ঘ

প্রশ্নঃ আলাওলের তৃতীয় রচনা কোনটি?
ক. সয়ফুলমুলুক-বদিউজ্জামান
খ. সপ্তপয়কর
গ. সতীময়নার শেষ অংশ
ঘ. তোহফা
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ কোনটি মৈমনসিংহ গীতিকার উপাখ্যান?
ক. পদ্মাবতী
খ. বিদ্যাসুন্দর
গ. জয়চন্দ্র চন্দ্রাবতী
ঘ. পদ্মিনী উপাখ্যান
উত্তরঃ গ

প্রশ্নঃ হিন্দি কবি মনঝন রচিত ‘মধুমারত’ অবলম্বনে মধুমালতী কাব্য রচনা করেন কে?
ক. আলাওল
খ. মুহম্মদ কবীর
গ. মাগন ঠাকুর
ঘ. কাজী দৌলত
উত্তরঃ খ

প্রশ্নঃ মৈমনসিংহ গীতিকা বিশ্বের কতটি ভাষায় অনূদিত হয়েছে?
ক. ১৩টি
খ. ১৮টি
গ. ২৩টি
ঘ. ২৬টি
উত্তরঃ গ

প্রশ্নঃ কৃষ্ণদাস কবিরাজের লেখা গ্রন্থের নাম কি?
ক. চৈতন্যমঙ্গল
খ. শ্রীচৈতন্য কড়চা
গ. শ্রী চৈতন্য চরিতামৃত
ঘ. গৌরক্ষ বিজয়
উত্তরঃ গ

প্রশ্নঃ মনসামঙ্গলের কাহিনী নেয়া-
ক. রামায়ণ থেকে
খ. মহাভারত থেকে
গ. অন্য কোনো পুরাণ থেকে
ঘ. এটি একটি স্বতন্ত্র লৌকিক কাহিনী
উত্তরঃ ঘ

প্রশ্নঃ পুঁথি সাহিত্যের বিকাশ সাধিত হয় কোন শতকে?
ক. অষ্টাদশ শতকে
খ. সপ্তদশ শতকে
গ. নবম শতকে
ঘ. উনিশ শতকে
উত্তরঃ ক

প্রশ্নঃ লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা কে?
ক. আলাওল
খ. কোরেশী মাগন
গ. দৌলত কাজী
ঘ. সৈয়দ সুলতান
উত্তরঃ গ

প্রশ্নঃ ময়মনসিংহ অঞ্চলে গীত হয় কোন গান?
ক. ভাওয়াইয়া
খ. জারি
গ. ঝুমুর গান
ঘ. জাগ গান
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন কবি অদ্ভুতাচার্য হিসেবে পরিচিত?
ক. কৃত্তিবাস
খ. নিত্যানন্দ আচার্য
গ. চন্দ্রাবতী
ঘ. কাশীরাম দাস
উত্তরঃ খ

প্রশ্নঃ আরাকান রাজসভার কবিদের মধ্যে শ্রেষ্ঠ হলেন-
ক. আলাওল
খ. কোরেশী মাগন ঠাকুর
গ. শেখ মর্দন
ঘ. দৌলত কাজী
উত্তরঃ ক

প্রশ্নঃ চণ্ডীমঙ্গল কাব্যের কাহিনী কয় খণ্ডে বিভক্ত?
ক. দুই খণ্ডে
খ. তিন খণ্ডে
গ. চার খণ্ডে
ঘ. অখণ্ড কাব্য
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘মর্সিয়া’ শব্দের উৎপত্তি কোন ভাষা থেকে?
ক. উর্দু
খ. ফারসি
গ. আরবি
ঘ. তুর্কি
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘জয়নাবের চৌতিশা’ কে রচনা করেন?
ক. কবি শেরবাজ
খ. মুহম্মদ খান
গ. বাহরাম খান
ঘ. শেখ ফয়জুল্লাহ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘মহুয়া’ পালাটির রচয়িতা-
ক. দ্বিজ কানাই
খ. মনসুর বয়াতী
গ. নয়নচাঁদ ঘোষ
ঘ. দ্বিজ ঈশান
উত্তরঃ ক

প্রশ্নঃ মহাকবি আলাওল কোন যুগের কবি?
ক. সর্বাধুনিক যুগের
খ. আধুনিক যুগের
গ. প্রাচীন যুগের
ঘ. মধ্যযুগের
উত্তরঃ ঘ

প্রশ্নঃ সর্বজন স্বীকৃত ও খাঁটি ভাষায় রচিত প্রথম কাবগ্রন্থ কোনটি?
ক. চর্যাপদ
খ. শ্রীকৃষ্ণকীর্তন
গ. ইউসুফ-জোলেখা
ঘ. পদ্মাবতী
উত্তরঃ খ

প্রশ্নঃ ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, বডু চন্ডীদাসের শ্রীকৃষ্ণকীর্তন কাব্য রচিত হয়-
ক. ১৩০০-১৩৪০ সালের মধ্যে
খ. ১৩৫০-১৪০০ সালের মধ্যে
গ. ১৩৪০-১৪৪০ সালের মধ্যে
ঘ. ১৩০০-১৪০০ সালের মধ্যে
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘বিদ্যাসুন্দর’ কাব্যের কবি কে?
ক. আলাওল
খ. শাহ মুহম্মদ সগীর
গ. দৌলত কাজী
ঘ. সাবিরিদ খান
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘ভাদুগান’ কি?
ক. সাধারণ পূজায় গাওয়া হয় যে গান
খ. নবান্ন উৎসবে গাওয়া হয় যে গান
গ. ভাদ্রমাসে গাওয়া গান
ঘ. ভাদু পূজায় গাওয়া গান
উত্তরঃ ঘ

প্রশ্নঃ রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার অন্যতম সাহিত্যিক নিদর্শন-
ক. হাকন্দ পুরান
খ. গীতাঞ্জলি
গ. অন্নদামঙ্গল
ঘ. পদ্মাবতী
উত্তরঃ ঘ

প্রশ্নঃ পশুপাখির কাহিনী অবলম্বনে রচিত সাহিত্য কি নামে পরিচিত?
ক. লোককথা
খ. উপকথা
গ. রূপকথা
ঘ. গল্পকথা
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘জঙ্গনামা’ কাব্যের বিষয় কি?
ক. যুদ্ধ-বিগ্রহ
খ. শোক-তাপ
গ. রোমান্স
ঘ. প্রেম-ভালোবাসা
উত্তরঃ ক

প্রশ্নঃ শ্রী চৈতন্যদেব কোথায় জন্মগ্রহন করেন?
ক. সিলেটে
খ. রাজশাহীতে
গ. পশিমবঙ্গে
ঘ. নবদ্বীপে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘মৈমনসিংহ গীতিকা’র সংগ্রহ করেছেন কে?
ক. ড. আশরাফ ভট্টাচার্য
খ. ড. আশরায় সিদ্দিকী
গ. ড. দীনেশচন্দ্র সেন
ঘ. ড. গোরাম সাকলায়েন
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন পর্তুগীজ বাঙালী বিধবাকে বিয়ে করেন এবং বাংলার কবিয়াল হিসেবে খ্যাতি লাভ করেন?
ক. উইলিয়াম কেরী
খ. দোম অ্যান্তোনিও
গ. অ্যান্টনি ফিরিঙ্গি
ঘ. উইলিয়াম জোনস
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘শ্রীকৃষ্ণবিজয়’ গ্রন্থটি কার লেখা?
ক. কাশীরাম
খ. মালাধর বসু
গ. শ্রীকর নন্দী
ঘ. কৃত্তিবাস
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘নসীরা নামা’ কাব্য কার রচনা?
ক. দৌলত কাজী
খ. কবি মরদন
গ. কোরেশী মাগন ঠাকুর
ঘ. আলাওল
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!
Scroll to Top