বাংলাদেশের বৃহত্তম, সর্বোচ্চ ও দীর্ঘতম

বাংলাদেশের বৃহত্তম বাঁধ ?উঃ কাপ্তাই বাঁধ।
বাংলাদেশের বৃহত্তম বিল ?উঃ চলন বিল।
বাংলাদেশের বৃহত্তম চিনির কল ?উঃ কেরু এন্ড কোং, দর্শনা, কুষ্টিয়া।
বাংলাদেশের বৃহত্তম পাটকল ছিল?উঃ আদমজী জুট মিল (নারায়নগঞ্জ)।
বাংলাদেশের বৃহত্তম পাটকল বর্তমানে কোনটি?উঃ ক্রিসেন্ট জুট মিলস (খুলনা)। (তাঁত -১১৩৬ এবং আয়তন-১১৩ একর)
বাংলাদেশের বৃহত্তম রেল স্টেশন ?উঃ কমলাপুর (ঢাকা)।
বাংলাদেশের বৃহত্তম রেল জংশন ?উঃ ঈশ্বরদী রেলওয়ে জংশন।
বাংলাদেশের বৃহত্তম মসজিদ ?উঃ বায়তুল মোকাররম (ঢাকা)।
বাংলাদেশের বৃহত্তম বিমান বন্দর ?উঃ হজরত শাহ্‌ জালাল আর্ন্তজাতিক বিমান বন্দর (ঢাকা)।
বাংলাদেশের বৃহত্তম একক বনভূমি ?উঃ সুন্দরবন | বাংলাদেশের বৃহত্তম
বাংলাদেশের বৃহত্তম গ্রন্থাগার ?উঃ পাবলিক লাইব্রেরী (ঢাকা)।
বাংলাদেশের বৃহত্তম উদ্যান ?উঃ সোহরাওয়ার্দী উদ্যান (ঢাকা)।
বাংলাদেশের বৃহত্তম পার্ক ?উঃ রমনা পার্ক।
বাংলাদেশের বৃহত্তম উপজেলা?উঃ বাঘাইছড়ি (১৯৮১ ব: কি:মি:)।
বাংলাদেশের বৃহত্তম উপজেলা?উঃ বেগমগঞ্জ, নোয়াখালী (জনসংখ্যার ভিত্তিতে)।
বাংলাদেশের ক্ষুদ্রতম থানা ?উঃ সুত্রাপুর ও কোতোয়ালী (২.৫৯ ব:কিমি)।
বাংলাদেশের বৃহত্তম জেলা ?উঃ রাঙ্গামাটি (৬১১৬ ব: কি:মি:)।
বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা ?উঃ নারায়ণগঞ্জ (৬৮৩.১৪ বর্গ কিঃ মিঃ), মেহেরপুর (৭১৬.০৮ বর্গ কিঃ মিঃ)।


বাংলাদেশের বৃহত্তম বিভাগ?উঃ চট্টগ্রাম (৩৩,৭৭১ ব:কি:মি:)।
বাংলাদেশের ক্ষুদ্রতম বিভাগ ?উঃ ময়মনসিংহ। (১০,৫৮৪ বঃকিঃমি)


বাংলাদেশের বৃহত্তম দ্বীপ ?উঃ ভোলা (৩৮৬ ব:কি:মি:)।
বাংলাদেশের বৃহত্তম বিশ্ববিদ্যালয় ?উঃ ঢাকা বিশ্ববিদ্যালয়।
বাংলাদেশের বৃহত্তম কাগজের কল ?উঃ কর্ণফুলী পেপার মিল (চন্দ্রঘোনা, রাঙ্গামাটি)।
বাংলাদেশের বৃহত্তম সার কারখানা ?উঃ শাহজালাল সার কারখানা (ফেঞ্চুগঞ্জ)।
বাংলাদেশের বৃহত্তম জাদুঘর ?উঃ ঢাকা জাতীয় জাদুঘর।
বাংলাদেশের বৃহত্তম চিড়িয়াখানা ?উঃ মিরপুর চিড়িয়াখানা।
বাংলাদেশের বৃহত্তম চক্ষু হাসপাতাল ?উঃ চক্ষু হাসপাতাল (চট্টগ্রাম)।
বাংলাদেশের বৃহত্তম হাসপাতাল ?উঃ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।
বাংলাদেশের বৃহত্তম স্টেডিয়াম ?উঃ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম।
বাংলাদেশের বৃহত্তম ব্যাংক ?উঃ সোনালী ব্যাংক।
বাংলাদেশের বৃহত্তম সিনেমা হল ?উঃ মনিহার (যশোর)।
বাংলাদেশের বৃহত্তম কন্টেনার জাহাজ ?উঃ বাংলার দূত
বাংলাদেশের বৃহত্তম শহর ?উঃ ঢাকা | বাংলাদেশের বৃহত্তম
বাংলাদেশের বৃহত্তম সমুদ্র বন্দর ?উঃ চট্টগ্রাম বন্দর
বাংলাদেশের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র ?উঃ কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র
বাংলাদেশের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র ?উঃ ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্র
বাংলাদেশের বৃহত্তম গ্যাসক্ষেত্র ?উঃ তিতাস, ব্রাহ্মণবাড়িয়া
বাংলাদেশের বৃহত্তম হোটেল ?উঃ হোটেল সোনারগাঁও, ঢাকা
বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ ?উঃ তাজিংডং (বিজয়) (১২৩১ মিঃ)
বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় ?উঃ গারো (ময়মনসিংহ)
বাংলাদেশের সর্বোচ্চ বৃক্ষ ?উঃ বৈলাম (প্রায় ৬১ মিটার)
বাংলাদেশের দীর্ঘতম নদী ?উঃ সুরমা
বাংলাদেশের প্রশস্ততম নদী ?উঃ যমুনা
বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু ?উঃ হার্ডিঞ্জ ব্রীজ (১৭৯৬ মি:)
বাংলাদেশের দীর্ঘতম সড়ক সেতু ?উঃ বঙ্গবন্ধু যমুনা ব্রীজ (৪.৮ কি: মি:)
বাংলাদেশের দীর্ঘতম সমুদ্র সৈকত ?উঃ কক্সবাজার (পৃথিবীর মধ্যে দীর্ঘতম)
বাংলাদেশের দীর্ঘতম মানুষ ?উঃ পরিমল বর্মন, জিঞ্জিরা, ঢাকা (৮ফুট ৩ ইঞ্চি)
বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত ?উঃ লালখান, সিলেট (৩৮৭৭ মি:মি:)
বাংলাদেশের সর্বনিম্ন বৃষ্টিপাত ?উঃ লালপুর, নাটোর | বাংলাদেশের বৃহত্তম
বাংলাদেশের উষ্ণতম স্থান ?উঃ রাজশাহীর লালপুর (৪৫.১ ডিগ্রী)
বাংলাদেশের শীতলতম স্থান ?উঃ সিলেটের শ্রীমঙ্গল (২.৮ ডিগ্রী)

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!