প্রিলিমিনারি টেস্ট-২৭

০১. ‘কাবিলের বোন’-গ্রন্থের রচয়িতা কে?
ক. আল মাহমুদ
খ. রফিক আজাদ
গ. মামুনুর রশীদ
ঘ. সৈয়দ সৈয়দ শামসুল হক
উত্তরঃ ক

০২.মীর আবদুস শুকুর আল মাহমুদ মৃত্যুবরণ করেন?
ক.১৫ ফেব্রুয়ারি ২০১৯
খ.১৫ ফেব্রুয়ারি ২০১৮
গ.১৬ ফেব্রুয়ারি ২০১৭
ঘ. ১৯ ফেব্রুয়ারি ২০২০
উঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

০৩.সৈয়দ শামসুল হক কত তারিখে মৃত্যুবরণ করেন?
ক.২৭ সেপ্টেম্বর ২০১৭
খ.২৯ সেপ্টেম্বর ২০১৮
গ.২৭ সেপ্টেম্বর ২০১৬
ঘ.১৭ সেপ্টেম্বর ২০১৯
উঃ গ

০৪. কোন পত্রিকাটি ১৯২৩ সালে প্রকাশিত হয় ?
ক. কল্লোল
খ.সবুজপত্র’
গ.নবযুগ
ঘ.অঙ্গুর
উত্তর ক

০৫. ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ নাটকের প্রেক্ষাপট কি ?
ক.ভাষা আন্দোলনের প্রস্তুতি
খ. ক.ভাষা আন্দোলনের শেষ
গ.মুক্তিযুদ্ধের শেষ
ঘ.মুক্তিযুদ্ধের প্রস্তুতি
উঃ গ

০৬. ‘কাল নিরবধি’গ্রন্থের লেখক ড.আনিসুজ্জামান কবে মারা যান?
ক.১৩ মে ২০১৮
খ.১৫ মে ২০২০
গ.১৪ মে ২০১৯
ঘ.১৪ মে ২০২০
উঃ ঘ

০৭. রফিক আজাদ এর মৃত্যু সন কত?
ক.মার্চ ১২, ২০১৬
খ.মার্চ ১৮, ২০১৭
ক.মার্চ ১৩, ২০১৬
ঘ.মার্চ ৩০, ২০১৫
উঃ ক

০৮. ‘পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি’ গ্রন্থের রচিয়তা কে ?
ক. এ আর আখতার মুকুল
খ.বদরুদ্দীন উমর
গ. জীবনানন্দ দাশ
ঘ.আবুল মনসুর আহমদ
উঃ খ

০৯. ‘মাটির ময়না’ চলচ্চিত্রের নির্মাতা কে ?
ক.মিশুক মনির
খ.ক্যাথরিন মাসুদ
গ.হুমায়ুন আহমেদ
ঘ.কেউ নয়
উঃ ঘ (তারেক মাসুদ)

১০. কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক নাটক নয় ?
ক.পায়ের আওয়াজ পাওয়া
খ.ইবলিশ
গ.কী চাহ শংখচীল
ঘ.তরঙ্গভঙ্গ
উঃ খ

১১.The Rape of Bangladesh কার লেখা?
ক.Anthony Mascarenhas
খ.তাহমিনা আনাম
গ.জিম ম্যাকিনলে
ঘ.সায়মন ড্রিং
উঃ ক

১২.কোনটি ‘লালসালু ’ উপন্যাসের চরিত্র নয়?
ক. জমিলা
খ. মাজেদা
গ. মজিদ
ঘ. আমেনা
উত্তরঃ খ

১৩.শর্মিলা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কোন উপন্যাসের নায়িকা?
ক. দুইবোন
খ. বউঠাকুরাণীর হাট
গ. শেষের কবিতা
ঘ. মালঞ্চ
উত্তরঃ ক

১৪.’গণবুদ্ধিজীবী’ বলা হয় কাকে?
ক. আহমদ শরীফ
খ.হুমায়ুন আহমেদ
গ. আহমদ ছফা
ঘ.আবুল মনসুর আহমদ
উঃ গ

১৫.’অর্জুন’ চরিত্রের স্রষ্টা কে?
ক.সমরেশ মজুমদার।
খ.হুমায়ুন আহমেদ
গ. আহমদ ছফা
ঘ.আবুল মনসুর আহমদ
উঃ ক

১৬.” কিছু কিছু মানুষ ভাগ্যকে নিজের হাতে গড়ে, আবার কারো কারো কাছে ভাগ্য আপনি এসে ধরা দেয়।“কার উক্তি?
ক.সমরেশ মজুমদার।
খ.হুমায়ুন আহমেদ
গ. আহমদ ছফা
ঘ.আবুল মনসুর আহমদ
উঃ খ

১৭.‘সবুজপত্র’ পত্রিকা প্রকাশিত হয় ?
ক. ১৯১৫ সালে
খ. ১৯২৩ সালে
গ. ১৯২৯ সালে
ঘ. কোনটিই নয়
উঃ ঘ(১৯১৪)

১৮.’জাগ্রত বাংলাদেশ’কার লেখা?
ক. আহমেদ মুসা
খ.মেজর জেনারেল সুখওয়ান্ত সিং
গ.মেজর রফিকুল ইসলাম
ঘ. জেনারেল জ্যাকব
উঃ ক

১৯. ‘একাত্তরের স্মৃতি”কার লেখা?
ক.বাসন্তি গুহঠাকুরতা
খ.মেজর জেনারেল সুখওয়ান্ত সিং
গ.মেজর রফিকুল ইসলাম
ঘ. জাহানারা ইমাম
উঃ ক

২০.’এক সে পদ্ম তার চৌষট্টি পাখনা’ উক্তিটি কোন গ্রন্থ থেকে নেয়া?
ক. পদ্মাবতী
খ.চর্যাপদ
গ.শ্রীকৃষ্ণকীর্তন
(ঘ) ইউসুফ-জোলেখা
উঃ খ

২১. নিচের কোনটি সঠিক?
ক. সংশপ্তক- আহমদ শরীফ
খ. সত্যের মত বদমাস- হুমায়ুন আহমেদ
গ. গাভী বৃত্তান্ত- আহমদ ছফা
ঘ. হাঙ্গর নদী গ্রেনেড- ড.আনিসুজ্জামান
উত্তরঃ গ

২২.১৯৫৯ খ্রিষ্টাব্দে প্রকাশিত মৌলিক গ্রন্থ’ বিচিত চিন্তা’ লেখক কে?
ক. আহমদ শরীফ
খ.হুমায়ুন আহমেদ
গ. আহমদ ছফা
ঘ. ড.আনিসুজ্জামান
উত্তরঃ ক

২৩.নদীবক্ষে (উপন্যাস) রচনাটির লেখক কে
ক. আহমদ শরীফ
খ.হুমায়ুন আহমেদ
গ. আহমদ ছফা
ঘ. কাজী আবদুল ওদুদ
উত্তরঃ ঘ

২৪.’ফেলুদা’ চরিত্রের স্রষ্টা কে?
ক. আহমদ শরীফ
খ.হুমায়ুন আহমেদ
গ. সত্যজিৎ রায়
ঘ. কাজী আবদুল ওদুদ
উত্তরঃ গ

২৫.চাঁদ সওদাগর বাংলা কোন কাব্য ধারার চরিত্র?
ক. অন্নদামঙ্গল
খ.নাথ সাহিত্য
গ. মনসামঙ্গল
ঘ. জীবনী
উঃ গ

২৬.’চক্ষু শ্রেষ্ঠ প্রত্যঙ্গ, আর রক্ত হচ্ছে প্রাণ প্রতীক, কাজেই গোটা অঙ্গ কবরের কীটের খাদ্য হওয়ার চেয়ে মানুষের কাজে লাগাইতো বাঞ্ছনীয়’ উক্তি কার?
ক. আহমদ শরীফ
খ.হুমায়ুন আহমেদ
গ. আহমদ ছফা
ঘ. ড.আনিসুজ্জামান
উত্তরঃ ক

২৭.১৯৭০ সালে ‘শিশির কুমার পদক’ লাভ করেন কে?
ক. আহমদ শরীফ
খ.হুমায়ুন আহমেদ
গ. আহমদ ছফা
ঘ. কাজী আবদুল ওদুদ
উত্তরঃ ঘ

২৮. ‘বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে এই জনতা’ কোন প্রেক্ষাপটে রচিত ?
ক.মুক্তিযুদ্ধ
খ.দেশ বিভাগ
গ. ভাষা আন্দোলন
ঘ.সিপাহি বিদ্রোহ
উঃ ক

২৯.মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত ‘আমার কিছু কথা’ লেখক কে ?
ক.শেখ মুজিবুর রহমান
খ.মেজর জেনারেল সুখওয়ান্ত সিং
গ.মেজর রফিকুল ইসলাম
ঘ. জেনারেল জিয়াউর রহমান
উঃ ক

৩০.ভিখু, পেহলাদ, পাঁচী- কোন গল্পের চরিত্র?
ক. মহেশ
খ. বিলাসী
গ. একুশের গল্প
ঘ.প্রাগৈতিহাসিক
উঃ ঘ

৩১. ‘‘আমি থাকি মহাসুখে অট্টালিকা
‘পরে তুমি কত কষ্ট পাও রোদ, বৃষ্টি,ঝড়ে।”উক্তির কার?
ক. নীলমনি হালদার
খ.শাহ আবদুল করিম
গ.রজনীকান্ত সেন
ঘ.মদনমোহন তর্কালঙ্কার
উঃ গ

৩২.‘বাংলা একাডেমী সংক্ষিপ্ত বাংলা অভিধান’ এর সম্পাদক কে?
ক. মুহম্মদ আব্দুল হাই
খ.আহমদ ছফা
গ. মুহম্মদ এনামূল হক
ঘ. আহমদ শরীফ
উত্তরঃ ঘ

৩৩.‘বিষাদ সিন্ধু’ উপন্যাসের নায়কের নাম কী?
ক. ইমাম হোসেন
খ. ইমাম হাসান
গ. এজিদ
ঘ. সীমার
উত্তরঃ ক

৩৪.”অভাগা যদ্যপি চায় সাগর শুকায়ে যায়’-কে বলেেছেন?
ক. অনিলাদেবী
খ.মুকুন্দরাম।
গ.গুরুদেব
ঘ.রজনীকান্ত সেন
উঃ খ

৩৫.রবীন্দ্রনাথ ঠাকুরের নিম্নোক্ত কোন তিনটি গল্পেই মুসলমান চরিত্র রয়েছে?
ক. মুকুট, ছুটি ও মুসলমানীর গল্প
খ. কাবুলিওয়ালা, মুসলমানীর গল্প ও সমাপ্তি
গ. ক্ষুধিত পাষাণ, মুকুট ও সুভা
ঘ. সমস্যা পূরণ, মুকুট ও সুভা
উত্তরঃ গ

৩৬.কোন গ্রন্থটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল? ক. একুশে ফেব্রুয়ারী
খ. পূর্ব বাঙলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি
গ. একুশে ফেব্রুয়ারী আন্দোলন
ঘ. রাষ্ট্রভাষা আন্দোলনের ইতিহাস
উত্তরঃ ক

৩৭.‘নিমচাঁদ’ চরিত্রের সাক্ষাৎ পাওয়া যায় কোন গ্রন্থে? ক. সধবার একাদশী
খ. আলালের ঘরের দুলাল
গ. একেই কি বলে সভ্যতা?
ঘ. নববাবু বিলাস
উত্তরঃ ক

৩৮. নিচের কোনটি শরৎ সাহিত্যের চরিত্র নয়?
ক. অভয়া
খ. সুরবালা
গ. ষোড়শী
ঘ. সাবিত্রী
উত্তরঃ খ

৩৯.মুক্তিযুদ্ধের উপর নির্মিত প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র কোনটি ?
ক.আবার তারা মানুষ হে
খ. ধীরে বহে মেঘনা
গ. রেপ অব বাংলাদেশ
ঘ.ওরা ১১ জন
উত্তরঃঘ

৪০.মানুষ মরে গেলে পঁচে যায় ,বেঁচে থাকলে বদলায়…”
কোন নাটকের অন্তর্ভুক্ত?
ক.কবর
খ.রক্তাক্ত প্রান্তর
গ. জমিদার দর্পণ
ঘ. রক্তকরবী
উঃ খ

৪১.সুরঞ্জনা,ঐখানে যেয়ো না তুমি বোলো নাকো কথা
ওই যুবকের সাথে,”—– জীবনানন্দ দাশ।
ক. কাজী নজরুল ইসলাম
খ.হুমায়ুন আহমেদ
গ. জীবনানন্দ দাশ
ঘ.আবুল মনসুর আহমদ
উঃগ

৪২.’ইয়ংবেঙ্গল’ আন্দোলনের প্রবক্তা কে ছিলেন ?
ক. উইলিয়াম কেরি
খ. ডিরোজিও
গ. প্যারীচাঁদ মিত্র
ঘ. দক্ষিণারজ্ঞন মিএ
উঃ খ

৪৩.প্রথম বাংলা ছাপাখানা প্রতিষ্ঠিত হয় কবে ?
ক. ১৮০০
খ. ১৮০২
গ. ১৮০১
ঘ. ১৮০৫
উত্তরঃ গ

৪৪.মৈমনসিংহ গীতিকার অন্তর্গত একটি গীতিকা-
(ক) দস্যু কেনারামের পালা
(খ) নিজাম ডাকাতের পালা
(গ) চৌধুরীর লড়াই
(ঘ) ভেলুয়া
উত্তরঃক

৪৫.বাংলা গদ্য সাহিত্য বিকাশে কোন প্রতিষ্ঠানটির বিশেষ অবদান রয়েছে?
ক. মুহসীন কলেজ খ. ফোর্ট উইলিয়াম কলেজ
গ. শ্রীরামপুর মিশন ঘ. সংস্কৃত কলেজ
উত্তরঃ খ

৪৬.শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠিত হয় কত সালে?
ক. ১৮০০ সালে
খ. ১৮০১ সালে
গ. ১৮০২ সালে
ঘ. ১৮০৩ সালে
উত্তরঃ ক

৪৭.ফোর্ট উইলিয়াম কলেজ কত সালের কোন তারিখে স্থাপিত হয়?
ক. ১৮১৬, ১০ মার্চ
গ. ১৮০১, ৫ মার্চ
ঘ. ১৮০০, ৪ মে
উত্তরঃ ঘ

৪৮. ‘বঙ্গীয় মুসলমান সাহিত্য সমাজ’ প্রতিষ্ঠিত হয়–
ক. ১৯০৭ সালে
খ. ১৯০৯ সালে
গ. ১৯১১ সালে
ঘ. ১৯১৩ সালে
উত্তরঃ গ

৪৯.’কল্লোল’ পত্রিকার প্রথম সম্পাদকের নাম কী?
ক. বুদ্ধদেব বসু
খ. দীনেশরঞ্জন দাশ
গ. সজনীকান্ত দাস
ঘ. প্রেমেন্দ্র মিত্র
উত্তরঃ খ

৫০.শিখা’ পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?
ক. আবুল হোসেন
খ. আবুল হুসেন
গ. আবুল ফজল
ঘ. কাজী ইমদাদুল হক
উঃ খ

সংগৃহীত : বাংলা সাহিত্যে - Zakir's BCS specials

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!