পাটিগণিত-১২

প্রশ্নঃ √১৫.৬০২৫ = ?
ক. ৩.৮৫
খ. ৩.৭৫
গ. ৩.৯৫
ঘ. ৩.৬৫
উত্তরঃ গ

প্রশ্নঃ যদি, ৫ + ৩ =২৮ ৯ + ১ = ৮১০ ২ + ১ = ১৩ হয় তবে, ৫ + ৪ = ?
ক. ১৮
খ. ১৯
গ. ২০
ঘ. ২১
উত্তরঃ খ

প্রশ্নঃ A number consist of two digits whose sum is 10. If 18 subtracted from the number, digits are reversed. The number is-/দুই অঙ্ক বিশিষ্ঠ সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি ১০। সংখ্যাটি থেকে ১৮ বিয়োগ করলে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে। সংখ্যাটি কত?
ক. 64
খ. 46
গ. 55
ঘ. 73
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ২০ এর চেয়ে বড় এবং ২০০ এর চেয়ে ছোট কতগুলি মৌলিক সংখ্যা আছে?
ক. ৩৫
খ. ৩৭
গ. ৩৮
ঘ. ৪০
উত্তরঃ গ

প্রশ্নঃ ৪০ থেকে ১০০ পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত?
ক. ৫৯
খ. ৫৬
গ. ৬০
ঘ. ৭০
উত্তরঃ খ

প্রশ্নঃ নিচের কোন সংখ্যাটি মৌলিক?/Which of the following is a prime number?
ক. ৪৯
খ. ৫১
গ. ৫৩
ঘ. ৫৫
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন একটি সংখ্যার ১৩ গুণ থেকে ৪ গুণ বাদ দিলে ১৭১ হয়, সংখ্যাটি কত?
ক. ১৫
খ. ১৭
গ. ১৯
ঘ. ২৯
উত্তরঃ গ

প্রশ্নঃ When number 6 is added to 1/3 of a number, the result is 28. What is the number?/কোন সংখ্যার ১/৩ এর সাথে ৬ যোগ করলে যোগফল ২৮ হয়। সংখ্যাটি কত?
ক. 44
খ. 66
গ. 42
ঘ. 84
ঙ. 88
উত্তরঃ খ

প্রশ্নঃ একটি শতক,দশক ও একক স্থানীয় অংক যথাক্রমে p,q,r হলে সংখ্যাটি হবে?/The hundreds, tens and units digits of a number are respectively p,q,r. Find the numer.
ক. 100r+10p+q
খ. 100p+10q+r
গ. 100q+10r+p
ঘ. 100pq+r
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন সংখ্যা হ্রাস পেলে ৩/৮ হবে?
ক. ২৫/৪২
খ. ৫/৪২
গ. ২৫/২৪
ঘ. ১৫/৪০
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ৩২ এবং ৬৪ এর ভাজক সংখ্যার পার্থক্য কত?
ক. ৩
খ. ২
গ. ১
ঘ. ০
উত্তরঃ গ

প্রশ্নঃ .১ x .০১ x .০০১ =?
ক. ১.০০০১
খ. .১০০০১
গ. .০০০০১
ঘ. .০০০০০১
উত্তরঃ ঘ

প্রশ্নঃ পর পর দশটির সংখ্যার প্রথম ৫টির যোগফল ৫৬০ হলে শেষ ৫টির যোগফল কত?
ক. ৫৪০
খ. ৫৬০
গ. ৫৮৫
ঘ. ৫৭০
উত্তরঃ গ

প্রশ্নঃ ১,২ ও ৩ দ্বারা গঠিত তিন অঙ্কের যতটি সংখ্যা লেখা যায়, তাদের সমষ্টি কত?/What is the sum of the 3-digit numbers thet can be formed by the digits 1,2 and 3?
ক. ১২২৩
খ. ১২৩৩
গ. ১৩২২
ঘ. ১৩৩২
উত্তরঃ ঘ

প্রশ্নঃ একটি সংখ্যার তিন গুণের সাথে দ্বিগুণ যোগ করলে ৯০ হয়। সংখ্যটি কত?
ক. ১৬
খ. ১৮
গ. ২০
ঘ. ২৪
উত্তরঃ খ

প্রশ্নঃ ৪ ÷ ০.১২৫ = কত?
ক. ৬৪
খ. ৬.৪
গ. ৩২
ঘ. ৩.২
উত্তরঃ গ

প্রশ্নঃ একটি সংখ্যা ও তার বিপরীত ভগ্নাংশের যোগফল সংখ্যাটির দ্বিগুণের সমান। সংখ্যাটি কত?
ক. ১
খ. -১
গ. ১ অথবা -১
ঘ. ২
উত্তরঃ গ

প্রশ্নঃ ক্যালকুলাসের আদি ধারণা কে দেন?/Who gave the primary idea of Calculas?
ক. নিউটন
খ. আর্কিমিডিস
গ. লাইবনিজ
ঘ. ফার্মা
উত্তরঃ ক

প্রশ্নঃ ইংরেজি বর্ণমালার ধারাবাহিকভাবে ১৮ তম অক্ষরের বামদিকে ১০ম অক্ষর কোনটি?
ক. H
খ. S
গ. F
ঘ. J
উত্তরঃ ক

প্রশ্নঃ The Roman numerical M stands for what?/রোমান M প্রতীকের অর্থ কি?
ক. 50
খ. 100
গ. 1000
ঘ. None of these
উত্তরঃ গ

প্রশ্নঃ 53 সংখ্যাটি কি সংখ্যা?
ক. একটি মৌলিক সংখ্যা
খ. একটি পূর্ণ সংখ্যা
গ. একটি মূলদ সংখ্যা
ঘ. একটি অমূলদ সংখ্যা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি ১০। সংখ্যাটি থেকে ৭২ বিয়োগ করলে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে। সংখ্যাটি কত?
ক. ৮২
খ. ৯১
গ. ৫৫
ঘ. ৩৭
উত্তরঃ খ

প্রশ্নঃ ০, ১, ২ এবং ৩ দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল –
ক. ৩১৪৭
খ. ২২৮৭
গ. ২৯৮৭
ঘ. ২১৮৭
উত্তরঃ ঘ

প্রশ্নঃ দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১৯৯ হলে, বড় সংখ্যাটি কত?
ক. ৭০
খ. ৮০
গ. ৯০
ঘ. ১০০
উত্তরঃ ঘ

প্রশ্নঃ If the product of three consecutive integers is 210, the sum of the integers is-/তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল ২১০। সংখ্যা তিনটির যোগফল কত?
ক. 12
খ. 14
গ. 15
ঘ. 18
ঙ. 20
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোনটি মৌলিক সংখ্যা নয়?
ক. ২২১
খ. ২২৭
গ. ২২৩
ঘ. ২২৯
উত্তরঃ ক

প্রশ্নঃ একটি সংখ্যা ৬৫০ থেকে যত বড় ৮২০ হতে তত ছোট। সংখ্যাটি কত?/A number is as much greater than 650 as is less than 820. Find the number.
ক. ৭৩০
খ. ৭৩৫
গ. ৮০০
ঘ. ৭৮০
উত্তরঃ খ

প্রশ্নঃ পর পর দুটি পূর্ণ সংখ্যা নির্নয় কর যাদের বর্গের পার্থক্য ৫৩ ?
ক. ২৫ এবং ২৬
খ. ২৬ এবং ২৭
গ. ২৭ এবং ২৮
ঘ. ২৮ এবং ২৯
উত্তরঃ খ

প্রশ্নঃ চার অংকের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত?/What is the difference between the greatest and least numbers consisting of four digits?
ক. ১০৯৯৯
খ. ৮৯৯৯
গ. ১০০৯
ঘ. ১৯৯৯
উত্তরঃ খ

প্রশ্নঃ প্রশ্নবোধক স্থানে (?) কোনটি বসবে? ৩, ১০, ৯, ৮, ২৭, ৬, ৮১, ৪, ২৪৩ (?)
ক. ২
খ. ৪
গ. ১৫
ঘ. ১২
উত্তরঃ ক

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!
Scroll to Top