পদার্থ বিজ্ঞান-০৮

সাধারণ বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, চৌম্বকবিদ্যা:

প্রশ্নঃ ক্যাসেট প্লেয়ারের টেপে কি ব্যবহৃত হয়?
ক. MnO2
খ. CrO2
গ. Na2(SO2)3
ঘ. CuSO4
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ কোন পদার্থটি চৌম্বক পদার্থ নয়?
ক. কাঁচা লৌহ
খ. ইস্পাত
গ. এলুমিনিয়াম
ঘ. কোবাল্ট
উত্তরঃ গ

প্রশ্নঃ কোনটি চৌম্বক পদার্থ?
ক. পারদ
খ. বিসমাথ
গ. এ্যান্টিমনি
ঘ. কোবল্ট
উত্তরঃ ঘ

প্রশ্নঃ পৃথিবী একটি বিরাট চুম্বক। এ ভূ-চুম্বকের উত্তর মেরু থাকে-
ক. উত্তর দিকে
খ. উত্তর দিক্ষণ মেরু বরাবর
গ. কেন্দ্রস্থলে
ঘ. দক্ষিণ দিকে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘পৃথিবী একটি বিরাট চুম্বক’ এটি সর্বপ্রথম ১৬০০ খ্রিস্টাব্দে কে প্রমান করেন?
ক. Robert Norman
খ. Sir Thomas Browne
গ. William Gilbert
ঘ. James Clerk Maxwell
উত্তরঃ গ

প্রশ্নঃ কলিং বেলে বিদ্যুৎ চুম্বকের জন্য নরম লোহা ব্যবহার করা হয়, কারণ
ক. বিদ্যুৎ প্রবাহে নরম লোহা দ্রুত চুম্বকে পরিণত হয়
খ. বিদ্যুৎ প্রবাহে নরম লোহা ধীরে চুম্বকে পরিণত হয়
গ. বিদ্যুৎ প্রবাহ বন্ধ করলে নরম লোহার চুম্বকত্ব ধীরে ধীরে লোপ পায়
ঘ. উপরের সবগুলোই সত্য
উত্তরঃ ক

প্রশ্নঃ ক্যাসেটের ফিতার শব্দ রক্ষিত থাকে কি হিসেবে?
ক. বৈদ্যুতিক ক্ষেত্র হিসেবে
খ. মেমোরী চিপ হিসেবে
গ. চৌম্বক ক্ষেত্র হিসেবে
ঘ. কার্বন ক্ষেত্র হিসেবে
উত্তরঃ গ

প্রশ্নঃ টেপ রেকর্ডার এবং কম্পিউটারে স্মৃতির ফিতায় কি ধরনের চুম্বক ব্যবহৃত হয়?
ক. স্থায়ী চুম্বক
খ. অস্থায়ী চুম্বক
গ. সংকর চুম্বক
ঘ. এলনিকো
উত্তরঃ ক

প্রশ্নঃ টেপ রেকর্ডার এবং কম্পিউটারে স্মৃতির ফিতায় কোন চুম্বক বহুল ব্যবহৃত হয়?
ক. সিরামিক চুম্বক
খ. অস্থায়ী চুম্বক
গ. সংকর চুম্বক
ঘ. এলনিকো
উত্তরঃ ক

প্রশ্নঃ সাধারণত কাঁচা লোহা, নিকেল ও লোহার সংকর ধাতু ব্যবহৃত হয়–
ক. বিদ্যুৎ উৎপাদনে
খ. অস্থায়ী চুম্বক উৎপাদনে
গ. স্থায়ী চুম্বক উৎপাদনে
ঘ. রং এর প্রলেপ দিতে
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটিকে চম্বুকে পরিনত করা যায়?
ক. তাপ
খ. ইস্পাত
গ. পিতল
ঘ. স্বর্ণ
উত্তরঃ খ

সাধারণ বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, তড়িৎ শক্তি:

প্রশ্নঃ বাংলাদেশের বাসা বাড়ীতে সরবরাহকৃত বিুদ্যতের ফ্রিকুয়েন্সি হল-
ক. ৬০ হার্জ
খ. ২২০ হার্জ
গ. ৫০ হার্জ
ঘ. ১১০ হার্জ
উত্তরঃ গ

প্রশ্নঃ অধিক দূরত্বে তড়িৎ প্রেরণে ভোল্টেজ বাড়ানো হয় এবং তড়িৎ প্রবাহ কমানো হয়, কারণ এতে-
ক. তাপ শক্তি উৎপাদন কম হয় বলে তড়িৎ শক্তি অপচয় কম হয়
খ. তড়িৎ অতি দ্রুত গন্তব্যে পৌঁছায়
গ. প্রেরক তার দীর্ঘদিন ভাল থাকে
ঘ. প্রেরক তারের রোধ কম থাকে
উত্তরঃ ক

প্রশ্নঃ Electric bill is calculatec in/বিদ্যুৎ বিলের হিসাব কিভাবে করা হয়?/বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক কি?
ক. Joule
খ. Watt hour
গ. Kilowatt hour
ঘ. Watt
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশের তড়িৎ-এর কম্পাংক (Frequency) প্রতি সেকেণ্ড ৫০ সাইকেল-এর তাৎপর্য কি?
ক. প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০ বার বন্ধ হয়
খ. প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০ বার দিক বদলায়
গ. প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০ বার উঠানামা করা
ঘ. প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০ একক দৈর্ঘ্য অতিক্রম করে
উত্তরঃ খ

প্রশ্নঃ অনেক বস্তুর মধ্য দিয়ে সহজে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে (পরিবাহক), আবার কোন কোন বস্তুর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না (অপরিবাহক)। নিম্নলিখিত কোন বস্তুটি অপরিবাহক?
ক. তামা
খ. প্লাস্টিক
গ. রূপা
ঘ. লোহা
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি অর্ধপরিবাহী (Semi-conductor) নয়?
ক. লোহা
খ. সিলিকন
গ. জার্মেনিয়াম
ঘ. গ্যালিয়াম
উত্তরঃ ক

প্রশ্নঃ একটি ধাতব পদার্থের উষ্ণতা বৃদ্ধির সাথে এর
ক. বৈদ্যুতিক রোধ বেড়ে যায়
খ. বৈদ্যুতিক রোধ কমে যায়
গ. বৈদ্যুতিক রোধ অপরিবর্তিত থাকে
ঘ. কোনটিই সত্য নয়
উত্তরঃ ক

প্রশ্নঃ ওহমের সূত্র প্রযোজ্য হওয়ার জন্য
ক. উষ্ণতা অপরিবর্তিত থাকা উচিত
খ. উষ্ণতা কমানো উচিত
গ. উষ্ণতা বৃদ্ধি করা উচিত
ঘ. কোনটিই সত্য নয়
উত্তরঃ ক

প্রশ্নঃ যে দুটি সেমিকনডাক্টর প্রায়ই ব্যবহৃত হয় তাদের নাম-
ক. কার্বন, ক্যাডমিয়াম সালফাইড
খ. জার্মেনিয়াম, সিলিকন
গ. গ্যালিয়াম, সালফাইড
ঘ. গ্যালিয়াম, আর্সেনাইড
উত্তরঃ খ

প্রশ্নঃ নিচের কোনটির বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি?
ক. রূপা
খ. তামা
গ. সোনা
ঘ. কার্বন
উত্তরঃ ক

প্রশ্নঃ যে যন্ত্রের সাহায্যে পরিবর্তী উচ্চ বিভবকে নিম্ন বিভবে এবং নিম্ন বিভকে উচ্চ বিভবে রূপান্তরিত করা হয় তার নাম হল-
ক. ট্রান্সফর্মার
খ. মোটর
গ. জেনারেটর
ঘ. ডায়নামো
উত্তরঃ ক

প্রশ্নঃ বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ-
ক. কম হয়
খ. বেশি হয়
গ. একই হয়
ঘ. খুব কম হয়
উত্তরঃ গ

প্রশ্নঃ নিচের কোনটিতে পারস্পরিক আবেশকে ব্যবহার করা হয়?
ক. ট্রানজিস্টার
খ. ডায়োড
গ. অ্যামপ্লিফায়ার
ঘ. ট্রান্সফর্মার
উত্তরঃ ঘ

প্রশ্নঃ AC কে DC করার যন্ত্র-
ক. রেকটিফায়ার
খ. অ্যামপ্লিফায়ার
গ. ট্রানজিস্টর
ঘ. ডায়োড
উত্তরঃ ক

প্রশ্নঃ বিদ্যুৎবাহী তারে পাখী বসলে সাধারণতঃ বিদ্যুৎস্পৃষ্ট হয় না, কারণ-
ক. বিদ্যুৎস্পৃষ্ঠ হলেও পাখী মরে না
খ. পাখীর গায়ে বিদ্যুৎরোধী আবরণ থাকে
গ. মাটির সংগে সংযোগ হয় না
ঘ. পাখীর দেহের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় না
উত্তরঃ গ

প্রশ্নঃ যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয়, তাকে বলে-
ক. ট্রান্সফর্মার
খ. বৈদ্যুতিক মোটর
গ. ডায়ানামো
ঘ. যে কোনটি
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!