নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন-০২

প্রশ্নঃ ‘সুশাসন বলতে রাষ্ট্রের সঙ্গে সুশীল সমাজের, সরকারের সঙ্গে শাসিত জনগণের, শাসকের সঙ্গে শাসিতের সম্পর্ক বোঝায়’- উক্তিটি কার?
ক. এরিস্টটল
খ. জন স্টুয়ার্ট মিল
গ. ম্যাককরনি
ঘ. মেকিয়াভেলি
উত্তরঃ গ

প্রশ্নঃ শিশুর মনস্তাত্বিক চাহিদা পূরণে কোনটি জরুরী?
ক. স্বীকৃতি
খ. স্নেহ
গ. সাফল্য
ঘ. উল্লেখিত সব কটি
উত্তরঃ ঘ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ব্যক্তিগত মূল্যবোধ লালন করে–
ক. সামাজিক মূল্যবোকে
খ. গণতান্ত্রিক মূল্যবোধকে
গ. ব্যাক্তিগত মূল্যবোধকে
ঘ. স্বাধীনতার মূল্যবোধকে
উত্তরঃ ক

প্রশ্নঃ সুশাসন হচ্ছে এমন এক শাসন ব্যবস্থা যা শাসক ও শাসিতের মধ্যে–
ক. সুসম্পর্ক গড়ে তোলে
খ. আস্থার সম্পর্ক গড়ে তোলে
গ. শান্তির সম্পর্ক গড়ে তোলে
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ সুশাসনের পূর্বশর্ত হচ্ছে–
ক. অর্থনৈতিক উন্নয়ন
খ. অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন
গ. সামাজিক উন্নয়ন
ঘ. সবগুলোই
উত্তরঃ খ

প্রশ্নঃ সরকারি সিদ্ধান্ত প্রণয়নে কোন মূল্যবোধটি গুরত্বপূর্ণ নয়?
ক. বিশ্বস্ততা
খ. সৃজনশীলতা
গ. নিরপেক্ষতা
ঘ. জবাবদিহিতা
উত্তরঃ খ

প্রশ্নঃ মূল্যবোধ পরীক্ষা করে-
ক. ভাল ও মন্দ
খ. ন্যায় ও অন্যায়
গ. নৈতিকতা ও অনৈতিকতা
ঘ. উপরের সবগুলো
উত্তরঃ ঘ

প্রশ্নঃ জাতিসংঘের অভিমত অনুসারে সুশাসনের লক্ষ্য ও উদ্দেশ্য হলো-
ক. দারিদ্র বিমোচন
খ. মৌলিক অধিকার রক্ষা
গ. মৌলিক স্বাধীনতার উন্নয়ন
ঘ. নারীদের উন্নয়ন ও সুরক্ষা
উত্তরঃ গ

প্রশ্নঃ নৈতিকভাবে বলা হয় মানবজীবনের–
ক. নৈতিক শক্তি
খ. নৈতিক বিধি
গ. নৈতিক আদর্শ
ঘ. সবগুলোই
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘Power: A New Social Analysis’ গ্রন্থটি কার লেখা?
ক. ম্যাকিয়াভেলি
খ. হবস
গ. লক
ঘ. রাসেল
উত্তরঃ ঘ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!