নদী নিয়ে যত কথা

০১। বাংলাদেশে প্রবাহিত মোট নদী ৩১০ টি( সূত্র পানি উন্নয়ন বোর্ড ও বাংলাদেশ পকের পরিসংখ্যান বই ২০১৮)

০২। বাংলাদেশে প্রবাহিত নদীর দৈর্ঘ্য ২৪,১৪০ কিমি (প্রায়) (সূত্র বাংলাপিডিয়া)

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

০৩। বাংলাদেশে প্রবাহিত আন্তঃসীমান্ত বা অভিন্ন নদী রয়েছে ৫৭ টি।

০৪। বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রবাহিত আন্তঃ সীমান্ত নদী ৫৪ টি

০৫। বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে প্রবাহিত নদী ৩ টি

০৬। ভুটান-ভারত- বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত আন্তঃ সীমান্ত নদী দুধকুমার

০৭। নেপাল- ভারত- বাংলাদেশের মধ্যে প্রবাহিত নদী গঙ্গা

০৮। বাংলাদেশের দীর্ঘতম- প্রশস্ততম-গভীরতম নদী মেঘনা; দৈর্ঘ্য ৩৩০কিমি, প্রশস্ত ১৩০০ মিটার, গভীরতা ২৭ মিটার। বাংলাদেশের ক্ষুদ্রতম নদী- গোবরা

০৮। পানি সম্পর্কিত বাংলাদেশ -ভারতের দ্বিপাক্ষিক স্বার্থ সংরক্ষণ গঠিত হয় যৌথ নদী কমিশন বাংলাদেশ ; গঠন ১৯ মার্চ ১৯৭২

০৯। জাতীয় নদী রক্ষা মিশন;গঠন ৩ আগস্ট ২০১৪

১০। নদী রক্ষায় অবদানের জন্য প্রবর্তিত হয় বঙ্গবন্ধু নদী পদক, প্রবর্তন ২০১৯

১১। নদীকে জীবন্ত জীবসত্তা হিসাবে ঘোষনা করা হয় ৩ ফেব্রুয়ারি ২০১৯


আরো পড়ুন:


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!