কারক ও বিভক্তি

কারক ও বিভক্তি

কারক অর্থ = যা ক্রিয়া সম্পাদন করে

সংজ্ঞা = বাক্যে ক্রিয়া পদের সাথে নাম পদের সম্পর্ক কে কারক বলে।
কারক – ৬ প্রকার।
• কর্তৃকারক
• কর্ম কারক
• করণ কারক
• সম্প্রদান কারক
• অধিকরণ কারক
• অপাদান কারক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

কারক চেনার সহজ উপায়ঃ

কে/কি/কারায় কর্তৃকারক
কি/কাকেতে কর্ম
স্বত্ব ছেড়ে দান করাটাই সম্প্রদানের ধর্ম।
কি দিয়ে/কিসে/কিসের সাহায্যে কর যদি জিজ্ঞাসা
উত্তরে করণই হবে একমাত্র ভরসা। (উপকরণ)
কোথায়/কিসের মধ্যে/কোথাকার যদি কেও জানতে চায়
উত্তরে সেজন কেবল
অধিকরণই পায়।
কোথা থেকে/কি হতে/কিসের হতে কিংবা
ভয় শঙ্কা ডর ভীতিতে
কারক মিলবে কেবলরে ভাই অপাদানের নীতিতে।

বিভক্তি- শব্দকে বাক্যে ব্যবহার উপযোগী পদে রূপান্তর করার জন্য শব্দের সাথে যা যোগ করা হয়।
যেমনঃ মাকে, এখানে ‘কে’ হল বিভক্তি।

বিভক্তি – ৭ টি।
প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী।

কারক অব্যয় কোনগুলো? –
দ্বারা/দিয়া/কর্তৃক/হইতে/থেকে এই পাঁচটি।

খাঁটি বাংলা শব্দ বিভক্তি – শূন্য বা অ, এ (য়), তে (এ), কে (এ), রে, র (এরা)।
বাংলা কারকে বিভক্তি চিহ্নগুলো মনে রাখার উপায়ঃ
অ রা এরা গুলি সমূহে হয় প্রথমা বা শূন্য
কে রে য়ে আর দের দিগকে দিয়ে
দ্বিতীয়া চতুর্থী হয় পূর্ণ।
তৃতীয়া হয় দ্বারা, কর্তৃক, দিয়া আর দিগের/দের দ্বারা মিলে
ষষ্ঠী হবে কেবল র, এর, দিগের, দের যোগ দিলে
পঞ্চমীতে হইতে, থেকে, চেয়ে দের থেকে দিগ হতে
সপ্তমী হবে যখন থাকবে এ, য়, তে আর দিগেতে দিগে।
শূন্য বা প্রথমা ০/অ রা/এরা/গুলি/সমুহ
দ্বিতীয়া কে/রে/য়ে দের/দিগকে
তৃতীয়া দ্বারা/দিয়া/কর্তৃক দিগের দ্বারা/দের দ্বারা
চতুর্থী ২য়ার মত ২য়ার মত
পঞ্চমী হইতে/থেকে/চেয়ে দিগ হতে/দের
ষষ্ঠী র/এর থেকেদিগের/দের
সপ্তমী এ, য়, তে দিগে/দিগেতে।

কর্তৃকারক (Subject) = বাক্যে কর্তাপদের নাম।
ক্রিয়া সম্পাদনের বৈচিত্র অনুযায়ী কর্তৃকারক – চার প্রকার। মুখ্য, প্রযোজক, প্রযোজ্য,ব্যতিহার।
বাচ্য ও প্রকাশ ভঙ্গি অনুসারে কর্তৃকারক – ৩ প্রকার।

কারক ও বিভক্তি | কর্মবাচ্যের কর্তা, ভাববাচ্যের কর্তা, কর্মকর্তৃবাচ্যের কর্তা।
কর্মকারক (Object) = ক্রিয়া পদের সাথে কর্ম পদের সম্পর্ক।
কর্মকারক – ৪প্রকার।
কর্মকারকে বিভক্তি যুক্ত হয় না- মূখ্য কর্মে।
কর্মকারকে বিভক্তি যুক্ত হয় – গৌণ কর্মে।
করণ শব্দের অর্থ- সহায়ক/উপায়।
করণ কারক – কর্তা যার সাহায্যে ক্রিয়া সম্পাদন করে।
সম্প্রদান কারক – যাকে স্বত্ব ছেড়ে কিছু দান করা হয়।
অধিকরণ কারক – বাক্যে ক্রিয়া পদের সঙ্গে ক্রিয়া সম্পাদনের স্থান, সময় বা বিষয়ের সম্পর্ক হল অধিকরণ কারক।
সম্বন্ধপদ – যে নাম পদের সাথে ক্রিয়া পদের সম্পর্ক নেই।

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!