একই উচ্চারণে ভিন্ন অর্থের ইংরেজি শব্দসমূহ

1.Accept (গ্রহণ করা)

Except (ব্যতীত)

2. Access(প্রবেশেরঅধিকার)

Excess (অতিরিক্ত)

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

3. Adapt (খাপ খাওয়ানো)

Adept (পারদর্শী)

4. Advice (উপদেশ)

Advise (উপদেশ দেয়া)

5. Affect (ক্ষতিকর প্রভাব ফেলা)

Effect (ফল)

6. Ascent (আরোহণ)

Assent (সম্মতি)

7. Admit (স্বীকার করা)

Confess (দোষ স্বীকার করা)

8.Addicted (কুকর্ম এ আসক্ত)

Devoted (ভাল কাজে আসক্ত)

9.Assay (চেষ্টা করা)

Essay ( রচনা)

10. Bag (থলে)

Beg (প্রার্থনা করা/ চাওয়া)

এছাড়াও মজার কিছু ইংরেজি শব্দ :

11. Hold up উপরে তোলা

Uphold রক্ষা করা

12. Hold with একমত হওয়া

Withhold স্থগিত করা

13. Holiday ছুটির দিন

Holy day পবিত্র দিন

14. Keep up রক্ষা করা

Upkeep পরিচালনা

15. Lay-Out টাকা খাটানো/ ব্যয় করা

Outlay মূলধন

16. Let in ভিতরে আসতে দেয়া

Inlet ক্ষুদ্র ছিদ্র

17. Let out ভাড়া দেয়া

Out let যা দিয়ে কোন কিছু বাইরে আসে

18. Look out খোঁজ করা

Out look ভবিষ্যৎ সম্ভাবনা/ দৃষ্টিভঙ্গি

19. Fall dawn পড়ে যাওয়া

downfall পতন

20. Fit out সাজানো

Outfit সমস্ত আসবাবপত্র ও পোশাক পরিচ্ছদ

21. Go out নিভে যাওয়া

Outgo ব্যায়

22. Grow out জন্মানো

Outgrow বেশি বেড়ে যাওয়া


আরো পড়ুন:


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!