উপসর্গ মনে রাখার টেকনিক

বাংলা উপসর্গ মোট ২১টি। যথা :

অ অঘা অজ অনা
আ আন আব আড়
ইতি ঊনা কদ্ কু নি
স সা সু হা
বি ভর রাম পাতি

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

তৎসম (সংস্কৃত) উপসর্গ মোট ২০টি। যথা :

প্র পরা অপ সম্ নি
অভি অতি উপ পরি
অধি প্রতি অপি
আ সু বি নির
দুর অব উৎ অনু

কিছু উপসর্গ আছে যা বাংলা ও তৎসম উভয় শব্দে পাওয়া যায়। যথা :

আ সু বি নি
এগুলো বাংলা শব্দের সাথে পাওয়া গেলে বাংলা উপসর্গ আর তৎসম শব্দের সাথে পাওয়া গেলে তৎসম উপসর্গ।

ফারসি উপসর্গ :

বর্ কম্ ফি দর্ বে না
নিম্ কার্ বদ্(না) ব্ (য়ে নিয়ে যায়)

আরবি উপসর্গ :

গর্ লা খাস আম
ইংরেজী উপসর্গ
ফুল হেড হাফ সাব

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!