আফ্রিকা মহাদেশ

আফ্রিকা মহাদেশ :

পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ কোনটি?আফ্রিকা।
আফ্রিকার আয়তন কত?২,৯৮,০৫,০৪৮ বর্গ কিমি।
আফ্রিকা পৃথিবীর মোট আয়তনের কত অংশ?২০.৬% ।
আফ্রিকা মহাদেশর অবস্থান?নিররেখার দু’পাশে।
প্রাচীনকালে আফ্রিকা মহাদেশকে কি বলা হত?অন্ধকারাচ্ছন্ন মহাদেশ।
আফ্রিকা মহাদেশের একমাত্র শিল্পোন্নত দেশ কোনটি?দক্ষিণ আফ্রিকা।
আফ্রিকা মহাদেশের বৃহত্তম দ্বীপের নাম কি?মাদাগাস্কার। আফ্রিকা মহাদেশ
আফ্রিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি?কিলিমাঞ্জারো (৫৮৯৪ মিটার)।
কিলিমাঞ্জারো পর্বতশৃঙ্গ কোন দেশে অবস্থিত?তাঞ্জানিয়া।
আফ্রিকার বৃহত্তম হ্রদ কোনটি?ভিক্টোরিয়া (২৬,৮২৮ বর্গ কিমি।)
আফ্রিকার সর্বনিন্ম বিন্দু কোনটি?লেক আসাই, জিবুতি (গভীরতা-১৫৬.১ মিটার)।
আফ্রিকা তথা পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি?নীলনদ (৬৬৫০ কিমি)।
আফ্রিকার বিখ্যাত নদী গুলোর নাম কি?নীলনদ ৬৬৫০ কিমি) কঙ্গো (৪৮০০ কিমি), নাইজার (৪১৮০ কিমি), জাম্বেসী (৩৫৪০ কিমি)।
আফ্রিকা তথা পৃথিবীর (আয়তনে) বৃহত্তম জলপ্রপাত কোনটি?নায়াগ্রা (উচ্চতা ৫১ মিটার)।
পৃথিবীর সর্বাপেক্ষা খর্বকায় জাতি কোনটি?পিগমী (১.৪ মিটার)।
পিগমী জাতি কোন দেশে বসবাস করে?কঙ্গো।
আয়তনে আফ্রিকার বৃহত্তম দেশ কোনটি?আলজেরিয়া (২৩,৮১,৭৪০ বর্গ মিটার)।
লোকসংখ্যায় আফ্রিকার বৃহত্তম দেশ কোনটি?নাইজেরিয়া।
আয়তনে আফ্রিকার ক্ষুদ্রতম দেশ কোনটি?সিসেলিস ।
পৃথিবীর ৬০% হীরা উত্তোলন করা হয় কোন খনি থেকে ?দক্ষিণ আফ্রিকার কিম্বার্লি খনি।
বৃহদাকার চিড়িয়াখানা বলা হয়া কোন মহাদেশ কে?আফ্রিকা ।
আফ্রিকার সবচেয়ে সম্পদশালী দেশ কোনটি?দক্ষিণ আফ্রিকা।
আফ্রিকা মহাদেশের মধ্য ভাগ দিয়ে কোন রেখা অতিক্রম করেছে?বিষূব রেখা।
আফ্রিকা মহাদেশের উপর দিয়ে কোন রেখা অতিক্রম করেছে?কর্কটক্রান্তি রেখা।
আফ্রিকা মহাদেশের দক্ষিণ দিয়ে কোন রেখা অতিক্রম করেছে?মকরক্রান্তি রেখা।
গরিলা ও শিম্পাঞ্জী আফ্রিকার কোন বনভূমিতে বাস করে?নিরীয় নিবিড় বনভূমি ।
আফ্রিকা ইউরোপ মহাদেশের কত গুণ?আড়াই গুন। আফ্রিকা মহাদেশ
কালাহারি মালভূমি কোথায় অবস্থিত?দক্ষিণ আফ্রিকা ও বতসোয়ানায়।
সাভানা তৃনভূমি কোথায় অবস্থিত?কেনিয়া, সুদান , তানজানিয়া ও জিম্বাবুয়ে।
আফ্রিকার বৃহত্তম মরূভূমি কোনটি?সাহারা (৩৫,০০০,০০ বর্গ কিমি)।
আফ্রিকার গভীরতম হ্রদ কোনটি?ট্যাঙ্গানিকা (গভীরতা-৬৬২ মিটার)।

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!
Scroll to Top