আন্তর্জাতিক বিষয়াবলী-৯৮

প্রশ্নঃ বিশ্বের কোন নগরটি দুটি মহাদেশে অবস্থিত?
ক. কায়রো
খ. প্যারিস
গ. ইস্তাম্বুল
ঘ. মস্কো
উত্তরঃ গ

প্রশ্নঃ বিশ্বের কতটি দেশে আধুনিক দাসত্বের প্রচলন রয়েছে?
ক. ১৬০টি
খ. ১৬৫টি
গ. ১৬৭টি
ঘ. ১৮৩টি
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ পৃথিবীর দীর্ঘতম রেলপথ হচ্ছে-
ক. ট্রান্স সাইবেরিয়ান
খ. নার্দার্ন প্যাসিফিক
গ. ইউনিয়ন প্যাসিফিক
ঘ. ট্রান্স রাশিয়ান
উত্তরঃ ক

প্রশ্নঃ EUI’র ২০১৭ সালের বৈশ্বিক বাসযোগ্য শহরের তালিকায় সবচেয়ে অনুপযোগী শহর কোনটি?
ক. দামেস্ক (সিরিয়া)
খ. লাগোস (নাইজেরিয়া)
গ. ত্রিপোলি (লিবিয়া)
ঘ. ঢাকা (বাংলাদেশ)
উত্তরঃ ক

প্রশ্নঃ দুর্নীতির ধারণা সূচক ২০১৫ অনুযায়ী কম দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি?
ক. অস্ট্রেলিয়া
খ. নেদারল্যান্ডস
গ. নিউজিল্যান্ড
ঘ. ডেনমার্ক
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ২০১৪ সালে বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর কোনটি?
ক. হংকং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট
খ. সিংগাপুর চাঙ্গি এয়ারপোর্ট
গ. দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট
ঘ. লন্ডন হিথ্রো এয়ারপোর্ট
উত্তরঃ গ

প্রশ্নঃ বিশ্বের কোন দেশে সর্বাধিক বাঘ রয়েছে?
ক. ইন্দোনেশিয়া
খ. রাশিয়া
গ. ভারত
ঘ. বাংলাদেশ
উত্তরঃ গ

প্রশ্নঃ ২০১৬ সালের বৈশ্বিক উদ্ভাবন সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
ক. ১১৫তম
খ. ১১৭তম
গ. ১২১তম
ঘ. ১১২তম
উত্তরঃ খ

প্রশ্নঃ চা পানে শীর্ষ দেশ কোনটি?
ক. আমেরিকা
খ. ইংল্যান্ড
গ. চীন
ঘ. ভারত
উত্তরঃ গ

প্রশ্নঃ ২০১৭ সালের ১১তম আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
ক. ইংল্যান্ড
খ. নিউজিল্যান্ড
গ. ভারত
ঘ. অস্ট্রেলিয়া
উত্তরঃ ক

প্রশ্নঃ ২০১৬ সালের রিপোর্ট অনুযায়ী সুখী দেশের তালিকায় বাংলাদেশ কততম?
ক. ১১৫তম
খ. ১১৪তম
গ. ১০৮তম
ঘ. ১১০তম
উত্তরঃ গ

প্রশ্নঃ বিশ্বের বৃহত্তম বইমেলা অনুষ্ঠিত হয়-
ক. কোলকাতা
খ. ফ্রাঙ্কফুর্ট
গ. লন্ডন
ঘ. নিউইয়র্ক
উত্তরঃ খ

প্রশ্নঃ বর্তমানে (২০১৬) মাতৃ মৃত্যু হারে শীর্ষ দেশ কোনটি?
ক. বাংলাদেশ
খ. কেনিয়া
গ. সিয়েরা লিওন
ঘ. জাম্বিয়া
উত্তরঃ গ

প্রশ্নঃ ডুয়িং বিজনেস রিপোর্ট ২০১৬-এর সূচকে সবচেয়ে খারাপ দেশ কোনটি?
ক. ইরিত্রিয়া
খ. লিবিয়া
গ. বাংলাদেশ
ঘ. আফগানিস্তান
উত্তরঃ ক

প্রশ্নঃ সবচেয়ে বেশি সময় মহাশূন্যে কাটানো নভোচারী কোন দেশের?
ক. রাশিয়া
খ. কানাডা
গ. যুক্তরাষ্ট্র
ঘ. চীন
উত্তরঃ ক

প্রশ্নঃ 4G প্রথম কখন, কোথায় চালু হয়?
ক. ভারত
খ. যুক্তরাজ্য
গ. জাপান
ঘ. দক্ষিণ কোরিয়া
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বর্তমানে (২০১৫) ক্রয় ক্ষমতার ভিত্তিতে জিডিপি’তে শীর্ষ অর্থনীতির দেশ কোনটি?
ক. জার্মানি
খ. জাপান
গ. ভারত
ঘ. চীন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বিশ্বের প্রথম ধুমপানমুক্ত দেশ কোনটি?
ক. ভূটান
খ. সাইপ্রাস
গ. গ্রিস
ঘ. রুমানিয়া
উত্তরঃ ক

প্রশ্নঃ বর্তমানে (২০১৭) গম আমদানিতে শীর্ষ দেশ কোনটি?
ক. যুক্তরাষ্ট্র
খ. ব্রাজিল
গ. মিসর
ঘ. চীন
উত্তরঃ গ

প্রশ্নঃ পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান বিশ্বে কততম?
ক. চতুর্থ
খ. তৃতীয়
গ. দ্বিতীয়
ঘ. প্রথম
উত্তরঃ গ

প্রশ্নঃ ২০১৬ সালের SIPRI-এর তথ্য মতে, বিশ্বের সামরিক ব্যয়ে শীর্ষ দেশ কোনটি?
ক. রাশিয়া
খ. সৌদি আরব
গ. চীন
ঘ. যুক্তরাষ্ট্র
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ২০১৭ সালের শিশু অধিকার সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
ক. ১১০তম
খ. ৯৮তম
গ. ৮৭তম
ঘ. ৭৫তম
উত্তরঃ গ

প্রশ্নঃ প্রতি হাজারে শিশু মৃত্যুহারে শীর্ষ দেশ কোনটি?
ক. নাইজার
খ. সাউথ সুদান
গ. অ্যাঙ্গোলা
ঘ. ভানুয়াতু
উত্তরঃ গ

প্রশ্নঃ সবচেয়ে বেশি সময় মহাশূন্যে কাটানো নভোচারীর নাম কি?
ক. ইউরি গ্যাগারিন
খ. নীল আমস্ট্রং
গ. গেন্নাদি পাডালকা
ঘ. এদের কেউই না
উত্তরঃ গ

প্রশ্নঃ ২০১৭ সালের ভ্রমণ ও পর্যটন প্রতিযোগিতা সূচকে সর্বনীম্ন দেশ কোনটি?
ক. ইয়েমেন
খ. শাদ
গ. বুরুন্ডি
ঘ. মৌরতানিয়া
উত্তরঃ ক

প্রশ্নঃ বর্তমান বিশ্বের বৃহত্তম যাত্রীবাহী জাহাজ কোনটি?
ক. টাইটানিক
খ. কুইন মেরী-২
গ. বিলবোর্ড
ঘ. প্রিন্সহ্যারী
উত্তরঃ খ

প্রশ্নঃ সর্বশেষ ২০১৫ সালে আবিস্কৃত অ্যান্টিবায়টিক এর নাম কি?
ক. টিক্সোব্যাক্টিন
খ. হেক্সাব্যাক্টিন
গ. কিয়োটোব্যাক্টিন
ঘ. র‍্যাক্টোব্যাক্টিন
উত্তরঃ ক

প্রশ্নঃ ২০১৭ সালের শিশু অধিকার সূচকে শীর্ষ দেশ কোনটি?
ক. আইসল্যান্ড
খ. সুইজারল্যান্ড
গ. নরওয়ে
ঘ. পর্তুগাল
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ২০১৬ সালের বৈশ্বিক উদ্যোক্তা সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
ক. ১৩৩তম
খ. ১২৫তম
গ. ১৩০তম
ঘ. ১১৫তম
উত্তরঃ ক

প্রশ্নঃ Mercer-এর জরীপ অনুযায়ী, বসবাসের জন্য সবচেয়ে খারাপ শহর কোনটি?
ক. বাগদাদ (ইরাক)
খ. ঢাকা (বাংলাদেশ)
গ. ইসলামাবাদ (পাকিস্তান)
ঘ. মুম্বাই (ভারত)
উত্তরঃ ক

প্রশ্নঃ ২০১৭ সালের সংবাদপত্রের স্বাধীনতা সূচকে সর্বনীম্ন দেশ কোনটি?
ক. উত্তর কোরিয়া
খ. ইরিত্রিয়া
গ. তুর্কমেনিস্তান
ঘ. সিরিয়া
উত্তরঃ ক

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!