আন্তর্জাতিক বিষয়াবলী-৫১

প্রশ্নঃ Which statesman received Nobel Prize for literary work?/ একজন রাজনীতিবিদ কিন্তু সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন?
ক. Statin
খ. Churchill
গ. Nixon
ঘ. Roosevelt
উত্তরঃ খ

প্রশ্নঃ ২০১৬ সালের আইসিসির বর্ষসেরা টেস্ট খেলোয়াড় কে?
ক. ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)
খ. হাসিম আমলা (দঃ আফ্রিকা)
গ. ভিরাট কোহলি (ভারত)
ঘ. রবিচন্দ্রন অশ্বিন (ভারত)
উত্তরঃ ঘ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ২০১৬ সালে পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন কে?
ক. David J. Thouless
খ. F. Duncan M. Haldane
গ. J. Michael Kosterlitz
ঘ. All of them
উত্তরঃ ঘ

প্রশ্নঃ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কর্তৃক প্রদত্ত পদক ‘দ্য মেডেল অব ফ্রিডম’ প্রদান করা হয় কোন ক্ষেত্রে অবদানের জন্য?
ক. বিশ্ব শান্তি
খ. মানবতা
গ. মুক্ত চিন্তা
ঘ. সাহিত্য
উত্তরঃ ক

প্রশ্নঃ মোট কয়টি বিষয়ে নোবেল পুরস্কার দেয়া হয়?
ক. ৭টি
খ. ৬টি
গ. ৫টি
ঘ. ৪টি
উত্তরঃ খ

প্রশ্নঃ মুষ্টিযোদ্ধা মেহাম্মদ আলীর পূর্ববর্তী নাম ছিল
ক. জন কনেলী
খ. রবার্ট ব্রাউন
গ. টনি লকউড
ঘ. ক্যসিয়াস ক্লে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ IAAF-এর বর্ষসেরা নারী অ্যাথলেট কে?
ক. আলমাজ আয়ানা
খ. শেলী অ্যান ফ্রেশার
গ. ললো জোনস
ঘ. লিনডসে ভন
উত্তরঃ ক

প্রশ্নঃ ২০১৬ সালের ১১তম আইসিসি অনুর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে টুর্নামেন্ট সেরা হন কে?
ক. সরফরাজ খান (ভারত)
খ. গিডরন পোপ (ওয়েস্ট ইন্ডিজ)
গ. উমির মাসুদ (পাকিস্তান)
ঘ. মেহেদি হাসান মিরাজ (বাংলাদেশ)
উত্তরঃ ঘ

প্রশ্নঃ টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি- তিন ধরনের ক্রিকেটেই সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশী কে?
ক. সাকিব আল হাসান
খ. মেহেরাব হোসেন অপি
গ. মুশফিকুর রহিম
ঘ. তামিম ইকবাল খান
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘অস্কার’ পুরস্কারের অপর নাম-
ক. গ্র্যামি
খ. এমি
গ. একাডেমী
ঘ. টনি
উত্তরঃ গ

প্রশ্নঃ ১৯৯৬ সালের অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়?
ক. লস এঞ্জেলস
খ. আটলান্টা
গ. টোকিও
ঘ. নয়াদিল্লী
উত্তরঃ খ

প্রশ্নঃ বিশ্বকাপ ফুটবল না খেলেও তারকা হয়েছেন?
ক. স্কুরবার
খ. জর্জ বেস্ট
গ. জিকো
ঘ. বেকহ্যাম
উত্তরঃ গ

প্রশ্নঃ চীনের প্রথম নারী হিসেবে নোবেল পুরস্কার লাভ করে?
ক. জিং ফিই
খ. ল্যান ইয়াং
গ. ইউইউ তু
ঘ. জাওলিং
উত্তরঃ গ

প্রশ্নঃ আদর্শ ফুটবলের ওজন কত আউন্স
ক. ১৫-১৬
খ. ১৪-১৬
গ. ১২-১৬
ঘ. ১৩-১৬
উত্তরঃ খ

প্রশ্নঃ শতাব্দীর সর্বশেষ অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়?
ক. রোম
খ. সিডনি
গ. মস্কো
ঘ. টরেন্টো
উত্তরঃ খ

প্রশ্নঃ ২০১৭ সালের বিশ্ব খাদ্য পুরস্কার লাভ করেন কে?
ক. Dr Sanjaya Rajaram, India
খ. Dr. Maria Andrade, Cape Verde
গ. Dr. Akinwumi Adesina, Nigeria
ঘ. Dr Daniel Hillel, Israel
উত্তরঃ গ

প্রশ্নঃ ২৩তম শীতকালীন অলিম্পিক গেমস কবে, কোথায় অনুষ্ঠিত হবে?
ক. ৯ – ২৫ ফেব্রুয়ারি ২০১৮, লস অ্যাঞ্জেলেস (যুক্তরাষ্ট্র)
খ. ৯ – ২৫ ফেব্রুয়ারি ২০১৮, পিয়ং চ্যান (দক্ষিণ কোরিয়া)
গ. ৯ – ২৫ ফেব্রুয়ারি ২০১৮, প্যারিস (ফ্রান্স)
ঘ. ৯ – ২৫ ফেব্রুয়ারি ২০১৮, লন্ডন (যুক্তরাজ্য)
উত্তরঃ খ

প্রশ্নঃ সেরেনা ইউলিয়াম কোন খেলার সঙ্গে সম্পৃক্ত?
ক. শ্যুটিং
খ. এথলেটিক্স
গ. ব্যাডমিন্টন
ঘ. কোনোটিই নয়
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ICC -এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. দুবাই
খ. লন্ডন
গ. সিডনি
ঘ. এন্টিগা
উত্তরঃ ক

প্রশ্নঃ ২০১৫ সালে “স্থাপত্যের নোবেল” হিসেবে খ্যাত প্রিৎজকার পুরস্কার লাভ করেন কে?
ক. বারাক হোসেন ওবামা
খ. ফ্রেই অটো
গ. ফ্রেডারিক হ্যানসেন
ঘ. জেনারেল জন ক্যাম্পবেল
উত্তরঃ খ

প্রশ্নঃ ১৯৯২ সালের Wimbeldon টেনিস প্রতিযোগিতায় men’s singles -এ কে চ্যাম্পিয়ন হন?
ক. Boris Becker
খ. Mechael Stich
গ. Andre Agassi
ঘ. Stefan Edberg
উত্তরঃ গ

প্রশ্নঃ জুলিও কুরী একজন বিশ্ববিখ্যাত-
ক. কবি
খ. সাহিত্যিক
গ. বৈজ্ঞানিক
ঘ. শিল্পী
উত্তরঃ গ

প্রশ্নঃ প্রথম ক্রিকেটার হিসেবে টেস্ট ও ওয়ানডে’তে অভিষেক অধিনায়ক হিসেবে সেঞ্চুরি করেন কে?
ক. মাইকেল ক্লার্ক
খ. এ বি ডি ভিলিয়ার্স
গ. স্টিভেন স্মিথ
ঘ. ভিরাট কোহলি
উত্তরঃ গ

প্রশ্নঃ দুবার নোবেল পুরস্কার কে পেয়েছিলেন?
ক. উইলিয়াম রঞ্জেন
খ. পিয়ারে কুরি
গ. মেরী কুরি
ঘ. আব্দুস সালাম
উত্তরঃ গ

প্রশ্নঃ কাবাডি খেলা সর্বপ্রথম শুরু হয়
ক. বাংলাদেশে
খ. ভারতে
গ. জাপানে
ঘ. নেপালে
উত্তরঃ খ

প্রশ্নঃ ২০১৭ সালের উইম্বলডনে পুরুষ এককে চ্যাম্পিয়ন হন কে?
ক. Marin Čilić
খ. Roger Federer
গ. Rafael Nadal
ঘ. Novak Djokovic
উত্তরঃ খ

প্রশ্নঃ শততম টেস্টে বাংলাদেশের একমাত্র সেঞ্চুরিয়ান কে?
ক. সাকিব আল হাসান
খ. মুশফিকুর রহিম
গ. তামিম ইকবাল
ঘ. সৌম্য সরকার
উত্তরঃ ক

প্রশ্নঃ অলিম্পিক পতাকার কয়টি রঙ থাকে?
ক. ৫টি
খ. ২টি
গ. ৪টি
ঘ. ৭টি
উত্তরঃ ক

প্রশ্নঃ টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান কার
ক. শচীন টেন্ডুলকার
খ. ব্রায়ান লারা
গ. সাঈদ আনোয়ার
ঘ. মার্ক ওয়াহ
উত্তরঃ ক

প্রশ্নঃ বোনাস পয়েন্ট কোন খেলায় দেয়া হয়?
ক. কাবাডি
খ. জিমন্যাস্টিক
গ. হ্যান্ডবল
ঘ. বাস্কেটবল
উত্তরঃ ক

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!