আন্তর্জাতিক বিষয়াবলী-১০৯

প্রশ্নঃ প্যালেস্টাইনে কোন সভ্যতা গড়ে উঠেছিল?
ক. ফিনিশীয় সভ্যতা
খ. পারসিক সভ্যতা
গ. হিব্রু সভ্যতা
ঘ. ব্যাবিলনীয় সভ্যতা
উত্তরঃ গ

প্রশ্নঃ পৃথিবীতে সর্ববৃহৎ জনসংখ্যা—
ক. হিন্দুদের
খ. খ্রিস্টানদের
গ. মুসলমানদের
ঘ. বৌদ্ধদের
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ The earleast civilization was flourished in:/প্রাচীনতম সভ্যতার বিকাশ ঘটেছিল–
ক. Babylon
খ. Sumeria
গ. Egypt
ঘ. China
উত্তরঃ গ

প্রশ্নঃ ৮৯তম অস্কারে বিদেশি ভাষা বিভাগে বাংলাদেশ থেকে কোন চলচিত্র মনোনীত হয়?
ক. অজ্ঞাতনামা
খ. এইতো প্রেম
গ. আয়নাবাজি
ঘ. তারকাঁটা
উত্তরঃ ক

প্রশ্নঃ সুমেরীয়দের ধর্ম মন্দির কোনটি—
ক. গীর্জা
খ. মসজিদ
গ. মন্দির
ঘ. জিগুরাত
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোনটি জোসেফ ই স্টিগলিজের রচনা?
ক. Development of Freedom
খ. Globalization and Its Discontents
গ. Passage to India
ঘ. States and markets
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘মহামানবের দেশে’ কোন ব্যক্তিকে নিয়ে নির্মিত টেলিভিশন নাটক?
ক. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
খ. কামাল আতাতুর্ক
গ. আবদুল কালাম আজাদ
ঘ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘দি লাস্ট সাপার’-
ক. একটি ছায়াছবি
খ. একটি চিত্র
গ. একটি উপন্যাস
ঘ. একটি কবিতা
উত্তরঃ খ

প্রশ্নঃ হিন্দুদের প্রধান ধর্ম গ্রন্থের নাম–
ক. বেদ
খ. উপনিষদ
গ. গীতা
ঘ. রামায়ণ
উত্তরঃ ক

প্রশ্নঃ আফগানিস্তানের প্রধান ভাষা কোনটি?
ক. আফগানি
খ. ফার্সি
গ. পশতু
ঘ. তুর্কি
উত্তরঃ গ

প্রশ্নঃ চীনা ভাষায় প্রথম রবীন্দ্র সমগ্র প্রকাশিত হয় কবে?
ক. ১০ মে ২০১৬
খ. ১২ মে ২০১৬
গ. ৫ মে ২০১৬
ঘ. ৩ মে ২০১৬
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘মাইন ক্যাম্প’ কি?
ক. বিখ্যাত অবকাশ যাপন কেন্দ্র
খ. বিখ্যাত বই
গ. নৌঘাঁটি
ঘ. বিমান ঘাঁটি
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘ওল্ড ম্যান এন্ড দি সী’ গ্রন্থের লেখক কে?
ক. চার্লস ডিকেন্স
খ. ম্যাক্সিম গোর্কি
গ. উইলিয়াম ফকনার
ঘ. আর্নেস্ট হেমিংওয়ে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ এশিয়ার একমাত্র হিন্দু রাষ্ট্র কোনটি?
ক. নেপাল
খ. ভারত
গ. ভুটান
ঘ. মালদ্বীপ
উত্তরঃ ক

প্রশ্নঃ কার্ল মার্কস কোন দেশে মৃত্যুবরণ করেন?
ক. জার্মানি
খ. ফ্রান্স
গ. যুক্তরাজ্য
ঘ. রাশিয়া
উত্তরঃ গ

প্রশ্নঃ Hit Refresh গ্রন্থের লেখক কে?
ক. টিম কুক
খ. সার্জে ব্রিন
গ. বিল গেটস
ঘ. সত্য নাদেলা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ব্যাবিলন কোথায়?
ক. তুরস্কে
খ. ইরাকে
গ. মিশরে
ঘ. স্পেনে
উত্তরঃ খ

প্রশ্নঃ মার্কিন যুক্তরাষ্টের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৩৬ সালে
খ. ১৮৩৬ সালে
গ. ১৭৩৬ সালে
ঘ. ১৬৩৬ সালে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ চীনা ভাষায় প্রকাশিত রবীন্দ্র সমগ্র কত খণ্ডের?
ক. ২৫ খণ্ডের
খ. ২৮ খণ্ডের
গ. ৩৩ খণ্ডের
ঘ. ওপরের কোনটিই নয়
উত্তরঃ গ

প্রশ্নঃ রাজা ঈদিপাস নাটকের রচিয়তা
ক. সাফোক্লিস
খ. শেক্সপিয়ার
গ. মলিয়েঁর
ঘ. টমাস কীড
উত্তরঃ ক

প্রশ্নঃ ইমরুল কায়েস কোন ভাষার শ্রেষ্ঠ কবি?
ক. আরবি
খ. ফার্সি
গ. রুশ
ঘ. সংস্কৃত
উত্তরঃ ক

প্রশ্নঃ পৃথিবীর প্রাচীনতম মহাকাব্য কোনটি?
ক. মেঘনাদ বধ
খ. রৈবতক
গ. গিলগামেশ
ঘ. বৃত্র সংহার
উত্তরঃ গ

প্রশ্নঃ পৃথিবীর প্রাচীনতম ধর্ম–
ক. ইহুদি ধর্ম
খ. খ্রিস্ট ধর্ম
গ. ইসলাম ধর্ম
ঘ. হিন্দু ধর্ম
উত্তরঃ ঘ

প্রশ্নঃ আল-আকসা মসজিদ কোথায়?
ক. বাগদাদ
খ. মক্কা
গ. মদিনা
ঘ. জেরুজালেম
উত্তরঃ ঘ

প্রশ্নঃ মৃত্যের সৎকারের জন্য ‘চিলঘর’ ব্যবহার করে কোন ধর্মালম্বীরা?
ক. শিনটো
খ. জোরোস্ট্রীয়
গ. জৈন
ঘ. বাহাই
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘লিভিং হিস্ট্রি’- এই গ্রন্থটির রচয়িতা কে?
ক. স্টিফেন হকিং
খ. হিলারি রডহ্যাম ক্লিনটন
গ. জন জেক্স
ঘ. হ্যারল্ড রবিন্স
উত্তরঃ খ

প্রশ্নঃ পারসিক ধর্মের প্রবর্তক কে?
ক. গৌতম বুদ্ধ
খ. বর্ধমান মহাবীর
গ. আইড্রো
ঘ. জরথুস্ট্র
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘ইন্ডিয়াজ এক্সপোর্ট ট্রেন্ডস অ্যান্ড প্রসপেক্টস ফর সেলফ সাসটেইন্ড গ্রোথ’ গ্রন্থের লেখক–
ক. পি চিদম্বরম
খ. যশোবন্ত সিং
গ. মনমোহন সিং
ঘ. অমর্ত্য সিং
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘The Lowland’ গ্রন্থের লেখক কে?
ক. অধ্যাপক আবু সাইয়িদ
খ. তন্বী নন্দিনী
গ. এ পি জে আবদুল কালাম
ঘ. ঝুম্পা লাহিড়ী
উত্তরঃ ঘ

প্রশ্নঃ The President is Missing উপন্যাসের লেখক কে?
ক. বারাক হোসেন ওবামা
খ. জেমস প্যাটারসন
গ. বিল ক্লিনটন
ঘ. খ ও গ উভয়ই
উত্তরঃ ঘ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!