১২তম শিক্ষক নিবন্ধন-২০১৫

১) বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত কত?

ক) ২০৩ সে.মি.

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

খ) ২০৫ সে.মি.

গ) ২০৭ সে.মি.

ঘ) ২০৯ সে.মি.

উত্তরঃ ক) ২০৩ সে.মি.

২) পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম সভ্যতা কোনটি?

ক) মেসোপটেমীয় সভ্যতা

খ) সুমেরীয় সভ্যতা

গ) মিশরীয় সভ্যতা

ঘ) আসেরীয় সভ্যতা

উত্তরঃ ক) মেসোপটেমীয় সভ্যতা

৩) বুড়িমারী স্থলবন্দর কোন উপজেলায় অবস্থিত?

ক) হাতিবান্ধা

খ) পাটগ্রাম

গ) চিলমারী

ঘ) ভূরুঙ্গামারী

উত্তরঃ খ) পাটগ্রাম

৪) ২১শে ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে জাতিসংঘের কোন অঙ্গসংগঠন স্বীকৃতি প্রদান করে?

ক) ইউএনডিপি

খ) ইউনেস্কো

গ) ইউএনএফপিএ

ঘ) আইএলও

উত্তরঃ খ) ইউনেস্কো

৫) ‘গম্ভীরা’ বাংলাদেশের কোন অঞ্চলের গান?

ক) ময়মনসিংহ

খ) রংপুর

গ) চাঁপাইনবাবগঞ্জ

ঘ) দিনাজপুর

উত্তরঃ গ) চাঁপাইনবাবগঞ্জ

৬) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন করেন-

ক) ৯ জানুয়ারি, ১৯৭২

খ) ১০ জানুয়ারি, ১৯৭২

গ) ১১ জানুয়ারি, ১৯৭২

ঘ) ১২ জানুয়ারি, ১৯৭২

উত্তরঃ খ) ১০ জানুয়ারি, ১৯৭২

৭) FAO-এর সদরদপ্তর কোথায়?

ক) নিউইয়র্ক

খ) ম্যানিলা

গ) রোম

ঘ) জেনেভা

উত্তরঃ গ) রোম

৮) ‘ডায়েট’ কোন দেশের পার্লামেন্টের নাম?

ক) পোল্যান্ড

খ) সুইডেন

গ) তুরস্ক

ঘ) জাপান

উত্তরঃ ঘ) জাপান

৯) মালয়েশিয়ার ব্যবহৃত মুদ্রার নাম কী?

ক) রুপি

খ) পেসো

গ) রিংগিট

ঘ) রুবল

উত্তরঃ গ) রিংগিট

১০) স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় কবে?

ক) ১০ এপ্রিল, ১৯৭২

খ) ১৭ এপ্রিল, ১৯৭১

গ) ১৮ এপ্রিল, ১৯৭১

ঘ) ১০ এপ্রিল, ১৯৭১

উত্তরঃ ঘ) ১০ এপ্রিল, ১৯৭১

১১) আমিষ বেশি আছে কোনটিতে?

ক) মুগ ডাল

খ) মসুর ডাল

গ) খাসির মাংস

ঘ) ইলিশ মাছ

উত্তরঃ খ) মসুর ডাল

১২) কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয়?

ক) ভিটামিন এ

খ) ভিটামিন বি

গ) ভিটামিন সি

ঘ) ভিটামিন ডি

উত্তরঃ গ) ভিটামিন সি

১৩) কোন মৌলিক ধাতুর সাধারণ তাপমাত্রায় তরল থাকে?

ক) ব্রোমিন

খ) পারদ

গ) সীমা

ঘ) ক্রোমিয়াম

উত্তরঃ খ) পারদ

১৪) মহামান্য রাষ্ট্রপ্রতি মোঃ আবদুল হামিদ বাংলাদেশের কততম রাষ্ট্রপ্রতি?

ক) ১৯ তম

খ) ২০ তম

গ) ২১ তম

ঘ) ২২ তম

উত্তরঃ খ) ২০ তম

১৫) বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে?

ক) ১৯৬০ সালে

খ) ১৯৫২ সালে

গ) ১৯৫৫ সালে

ঘ) ১৯৫৪ সালে

উত্তরঃ গ) ১৯৫৫ সালে

১৬) ১১ তম বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন সল কোনটি?

ক) অস্ট্রলিয়া

খ) নিউজিল্যান্ড

গ) ভারত

ঘ) শ্রীলংকা

উত্তরঃ ক) অস্ট্রলিয়া

১৭) সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভিতর কি গ্যাস ব্যবহার করা হয়?

ক) অক্সিজেন

খ) নাইট্রোজেন

গ) হাইড্রোজেন

ঘ) হিলিয়াম

উত্তরঃ খ) নাইট্রোজেন

১৮) ভূমিকম্প মাপার যন্ত্রের নাম?

ক) ফ্যাদোমিটার

খ) ট্রান্সমিটার

গ) ক্রেসগোগ্রাফ

ঘ) সিসমোগ্রাফ

উত্তরঃ ঘ) সিসমোগ্রাফ

১৯) ‘সাবাস বাংলাদেশ’ ভাস্কর্যটি কোথায় অবস্থিত?

ক) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে

খ) ঢাকা বিশ্ববিদ্যালয়ে

গ) টি এস সি মোড়ে

ঘ) জয়দেবপুরে

উত্তরঃ ক) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে

২০) নেলসন ম্যান্ডেলা কত সালে শান্তিতে নোবেল পেয়েছেন?

ক) ১৯৯০ সালে

খ) ১৯৯১ সালে

গ) ১৯৯২ সালে

ঘ) ১৯৯৩ সালে

উত্তরঃ ঘ) ১৯৯৩ সালে

২১) কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?

ক) হামিদুর রহমান

খ) শামীম শিকদার

গ) আমিনুল ইসলাম

ঘ) নিতুন কুন্ডু

উত্তরঃ ক) হামিদুর রহমান

২২) ‘বিশ্ব পরিবেশ দিবস’ পালন করা হয় কত তারিখে?

ক) ৫ জুন

খ) ২৩ জুন

গ) ১৮ জুন

ঘ) ২৫ ডিসেম্বর

উত্তরঃ ক) ৫ জুন

২৪) ‘এপিকালচার’ বলতে কি বোঝায়?

ক) মৎস্য চাষ

খ) রেশম চাষ

গ) মৌমাছি চাষ

ঘ) বৃক্ষ চাষ

উত্তরঃ গ) মৌমাছি চাষ

২৫) বাঙ্গালদেশের সংবিধানের মূলনীতি কয়টি?

ক) ২ টি

খ) ৩ টি

গ) ৪ টি

ঘ) ৬ টি

উত্তরঃ গ) ৪ টি

২৬) সাধু ও চলিত রীতি বাংলা ভাষার কোনরূপে বিদ্যমান?

ক) আঞ্চলিক

খ) উপভাষা

গ) লেখ্য

ঘ) কথ্য

উত্তরঃ গ) লেখ্য

২৭) ভাষার মৌলিক অংশ কয়টি?

ক) তিনটি

খ) চারটি

গ) পাঁচটি

ঘ) ছয়টি

উত্তরঃ খ) চারটি

২৮) একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোন চিহ্ন ব্যবহার করতে হবে?

ক) হাইফেন

খ) ড্যাস

গ) কোলন ড্যাস

ঘ) কোলন

উত্তরঃ ঘ) কোলন

২৯) কোন বাগদারাটি স্বতন্ত্র অর্থ প্রকাশ করে?

ক) তুলসী বনের বাঘ

খ) বিড়াল তপস্বী

গ) ভিজা বিড়াল

ঘ) বকধার্মিক

উত্তরঃ গ) ভিজা বিড়াল

৩০) ‘চক্ষুদান করা’ বাগদারার অর্থ কী?

ক) চুরি করা

খ) সেবা করা

গ) অপরাধ করা

ঘ) নষ্ট করা

উত্তরঃ ক) চুরি করা

৩১) নিচের কোন বানানটি শুদ্ধ?

ক) অত্যাধিক

খ) অদ্যাপি

গ) আদ্যাক্ষর

ঘ) আবিষ্কার

উত্তরঃ খ) অদ্যাপি

৩২) নিচের কোন বাক্যটি শুদ্ধ?

ক) কেবল মাত্র তুমি যাবে

খ) এতে আশ্চর্য হলাম

গ) বিবিধ জিনিষ কিনলাম

ঘ) এ সংবাদে সন্তোষ হলাম

উত্তরঃ গ) বিবিধ জিনিষ কিনলাম

৩৩) অনুবাদে পারদর্শিতা মূলত কিসের উপর নির্ভরশীল?

ক) আভ্যাসের

খ) পড়াশুনার

গ) ভাষান্তরের

ঘ) নির্ধারনের

উত্তরঃ গ) ভাষান্তরের

৩৪) He is out of luck-এর অর্থ কী?

ক) সে ভাগ্য হারিয়েছে

খ) সে ভাগ্যহারা

গ) তার পোড়া কপাল

ঘ) সে ভাগ্যের বাইরে

উত্তরঃ গ) তার পোড়া কপাল

৩৫) ‘বনস্পতি’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক) বনঃ+পতি

খ) বন+পতি

গ) বনস+পতি

ঘ) বন+স্পতি

উত্তরঃ খ) বন+পতি

৩৬) কোনটি স্বরসন্ধির উদাহরণ?

ক) হিমালয়

খ) অহরহ

গ) সংসার

ঘ) বনস্পতি

উত্তরঃ ক) হিমালয়

৩৭) ‘আকাশে চাঁদ উঠেছে’। এখানে ‘আকাশে’ কোন প্রকারের অধিকরণ?

ক) ভাবাধিকরণ

খ) ঐকদেশিক অধিকরণ

গ) কালাধিকরণ

ঘ) বৈষয়িক

উত্তরঃ খ) ঐকদেশিক অধিকরণ

৩৮) ‘জিজ্ঞাসিব জনে জনে’-এখানে ‘জনে জনে’ কোন কারকে কোন বিভক্তি?

ক) করণে সপ্তমী

খ) কর্মে সপ্তমী

গ) অপাদানে সপ্তমী

ঘ) অধিকরণে সপ্তমী

উত্তরঃ খ) কর্মে সপ্তমী

৩৯) পূর্বপদ প্রধান সমাস কোনটি?

ক) দ্বন্দ্ব

খ) অব্যয়ীভাব

গ) তৎপুরুষ

ঘ) বহুব্রীহি

উত্তরঃ খ) অব্যয়ীভাব

৪০) কোনটি নিত্য সমাস?
ক) কলেছাটা

খ) ভবনদী

গ) জয়ধ্বনি

ঘ) জলমাত্র

উত্তরঃ ঘ) জলমাত্র

৪১) নিচের কোনটি প্রত্যয়যোগে ঘটিত স্ত্রীবাচক শব্দ?

ক) বাঁদী

খ) সভানেত্রী

গ) জেলেনী

ঘ) পেত্নী

উত্তরঃ গ) জেলেনী

৪২) ‘শৈশব’-এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি?

ক) শিশু+ষ্ণ

খ) শিশু+ষ্ণ্য

গ) শিশু+শব

ঘ) শৈ+শব

উত্তরঃ ক) শিশু+ষ্ণ

৪৩) নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ?

ক) ডাইনী

খ) সম্রাজ্ঞী

গ) মানুষ

ঘ) সভানেত্রী

উত্তরঃ ক) ডাইনী

৪৪) ‘মরদ’-এর বিপরীত শব্দ কোনটি?

ক) মর্দ

খ) জেনানা

গ) জেনানী

ঘ) মরদী

উত্তরঃ খ) জেনানা

৪৫) ‘খাতক’-এর সমার্থক শব্দ কোনটি?

ক) ঘাতক

খ) স্বজন

গ) মহাজন

ঘ) কুজন

উত্তরঃ গ) মহাজন

৪৬) ‘হাতি’-এর সমার্থক শব্দ কোনটি?

ক) কুন্তল

খ) ফনী

গ) তনু

ঘ) কর

উত্তরঃ [সঠিক উত্তর নেই]

৪৭) ‘নষ্ট হওয়া স্বভাব যার’- এক কথায় কী বলে?

ক) নশ্বর

খ) অবিনশ্বর

গ) ‘নষ্ট স্বভাব

ঘ) বিনষ্ট

উত্তরঃ নশ্বর

৪৮) ‘ সাপের খোলস ’- বাক্য সংকোচন কী হবে ?

ক) পাবক

খ) উরগ

গ) নির্মোক

ঘ) কৃত্তি

উত্তরঃ নির্মোক

৪৯) ‘ কমা ’ কোথায় বসে ?

ক) বাক্যের মাজে কোনো পদ ব্যাখ্যা করার জন্য

খ) প্রশ্ন বোঝানের জন্য

গ) সম্বোধন পদের পর

ঘ) কোনো অপূর্ণ বাক্যের পর

উত্তরঃ সম্বোধন পদের পর

৫০) কোন প্রত্যয়যুক্ত পদে মূর্ধন্য ‘ষ’ হয় না?

ক) সাৎ

খ) সা

গ) ষ্ণেয়

ঘ) ষ্ণিক

উত্তরঃ সাৎ

৫১) Tawfiq went to library with a view to .

ক) read a book

খ) reads a book

গ) reading a book

ঘ) buy some books

উত্তরঃ গ) reading a book

৫২) Hardly had we reached school

ক) when the bell rang

খ) than the bell rang

গ) the bell rang

ঘ) after the bell ringing

উত্তরঃ ক) when the bell rang

৫৩) Though he is poor-

ক) he is honest

খ) but he is honest

গ) and he is honest

ঘ) but he was honest

উত্তরঃ ক) he is honest

৫৪) আমি তোমাকে খাওয়াবো।

ক) I shall eat you

খ) I shall feed you

গ) I shall be eating you

ঘ) I shall give you a party

উত্তরঃ খ) I shall feed you

৫৫) সে আমার আপন ভাই।

ক) He is my brother

খ) He is my step brother

গ) He is my elder brother

ঘ) He is my own brother

উত্তরঃ ক) He is my brother

৫৬) আমার লিখিবার কলম নাই।

ক) I have no pen to write

খ) I have no writing pen

গ) I have no pen to write with

ঘ) I have no pen for writing

উত্তরঃ গ) I have no pen to write with

৫৭) The adverb form of ‘heart’ Is .

ক) heart

খ) hearten

গ) heartly

ঘ) heartily

উত্তরঃ ঘ) heartily

৫৮) Verb form of the word ‘danger’ Is .

ক) dangerous

খ) danger

গ) dangerously

ঘ) endanger

উত্তরঃ ঘ) endanger

৫৯) Noun form the word ‘Long’ Is .

ক) length

খ) longer

গ) longest

ঘ) lengthen

উত্তরঃ ক) length

৬০) The padma is one of the biggest rivers In Bangladesh. (Positive)

ক) Very few river in Bangladesh is as big as the padma

খ) Very few rivers in Bangladesh are as big as the padma

গ) No other rivers in Bangladesh is so big as the padma

ঘ) No other rivers in Bangladesh are as big as the padma

উত্তরঃ খ) Very few rivers in Bangladesh are as big as the padma

৬১) Every mother loves her child.(Negative)

ক) There is no mother loves her child

খ) Every mother cannot but loves her child

গ) No mother loves her child

ঘ) There is no mother loving her child

উত্তরঃ ক) There is no mother loves her child

৬২) Without working hard you cannot shine in life. (make it complex sentence)

ক) In spite of working hard, you cannot shine in life

খ) Though he works hard, you cannot shine in life

গ) Unless you work hard, you cannot shine in life

ঘ) Unless you do not work hard, you can’t shine in life

উত্তরঃ গ) Unless you work hard, you cannot shine in life

৬৩) If you wanted, I (help) you.

ক) helped

খ) would help

গ) will help

ঘ) can help

উত্তরঃ খ) would help

৬৪) They arrived there after you (left).

ক) had left

খ) left

গ) will leave

ঘ) leave

উত্তরঃ ক) had left

৬৫) Let the sentence be (pen) through.

ক) pen

খ) penning

গ) pened

ঘ) penned

উত্তরঃ ঘ) penned

৬৬) A – in time saves nine.

ক) stick

খ) strick

গ) stitch

ঘ) stich

উত্তরঃ গ) stitch

৬৭) The man was – for murder.

ক) hung

খ) hang

গ) hanged

ঘ) hangged

উত্তরঃ গ) hanged

৬৮) He speaks as if he – a mad.

ক) were

খ) is

গ) has been

ঘ) had been

উত্তরঃ ক) were

৬৯) The synonym of the word ‘witty’ Is –

ক) clever

খ) dull

গ) boring

ঘ) tedious

উত্তরঃ ক) clever

৭০) The synonym of the word ‘cordial’ is – .

ক) hostile

খ) unfriendly

গ) meek

ঘ) amiable

উত্তরঃ ঘ) amiable

৭১) The antonym of the word ‘adverse’ is – .

ক) hostile

খ) negative

গ) favorable

ঘ) unfavorable

উত্তরঃ গ) favorable

৭২) The antonym of the word ‘flexible’ Is –

ক) hard

খ) elastic

গ) changeable

ঘ) ductile

উত্তরঃ ক) hard

৭৩) — he is coming today.

ক) At length

খ) Ten to one

গ) At large

ঘ) All in all

উত্তরঃ ক) At length

৭৪) You’ll fail in the exam, if you — from school.

ক) take to task

খ) put off

গ) put out

ঘ) play truant

উত্তরঃ ঘ) play truant

৭৫) His – pleased us all.

ক) slow coach

খ) silver spoon

গ) maiden speech

ঘ) weal and woe

উত্তরঃ গ) maiden speech

৭৬) আয়তাকার একটি ক্ষেত্রের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য ১২ মিটার বড় এবং ক্ষেত্রটির পরিসীমা ১৩৬ মিটার হলে, ক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ কত?

ক) ৪০ ও ৫২

খ) ৪০ ও ২৮

গ) ৪২ ও ৩২

ঘ) ৩৮ ও ৩৬

উত্তরঃ খ) ৪০ ও ২৮

৭৭) প্রথম ও দ্বিতিয় সংখ্যার গড় ২৫। প্রথম, দ্বিতিয় ও তৃতীয় সংখ্যার গড় ৩০ হলে, তৃতীয় সংখ্যাটি কত?

ক) ২৫

খ) ৪০

গ) ৯০

ঘ) ৫০

উত্তরঃ খ) ৪০

৭৮) একটি খাড়া খুটি মাটি থেকে ৩ মিটার উপরে ভেঙ্গে বিচ্ছিন্ন না হয়ে অন্যপ্রান্ত ভূমিতে ৪ মিটার দূরত্ত্বে স্পর্শ করলে খুঁটির উচ্চতা কত?

ক) ৫ মিটার

খ) ৮ মিটার

গ) ৭ মিটার

ঘ) ৯ মিটার

উত্তরঃ খ) ৮ মিটার

৭৯) একটি বর্গক্ষেত্রের ১৮ বর্গমিটার হলে, কর্ণের দৈর্ঘ্য কত?

ক) ১২ মিটার

খ) ৯ মিটার

গ) ৬ মিটার

ঘ) ৩ মিটার

উত্তরঃ গ) ৬ মিটার

৮০) পাঁচটি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে ৫,১০,১৫,২০ ও ২৫ সেকেন্ড অন্তর বাজাতে লাগল, কতক্ষণ পর ঘন্টাগুলো আবার একত্রে বাজবে?

ক) ৫ মিনিট

খ) ৬ মিনিট

গ) ৪ মিনিট

ঘ) ৬ ঘন্টা

উত্তরঃ ক) ৫ মিনিট

৮১) দুইটি সংখ্যা গুণফল ৫৪ এবং ল.সা.গু. ১৮ হলে তাদের গ.সা.গু. কত?

ক) ২

খ) ৪

গ) ১

ঘ) ৩

উত্তরঃ ঘ) ৩

৮২) শতকরা বার্ষিক ১২ টাকার হারে ৬০০ টাকার ৬ মাসের সুদ কত?

ক) ২৪ টাকা

খ) ৩৬ টাকা

গ) ৪৮ টাকা

ঘ) ৬০ টাকা

উত্তরঃ খ) ৩৬ টাকা

৮৩) ১০০ টাকায় ১৫ টি কমলা ক্রয় করে, ১০০ টাকায় ১২ টি কমলা বিক্রয় করলে, শতকরা কত লাভ বা ক্ষতি হবে?

ক) ২০% ক্ষতি

খ) ৩০% ক্ষতি

গ) ৩৫% ক্ষতি

ঘ) ২৫% ক্ষতি

উত্তরঃ ঘ) ২৫% ক্ষতি

৮৪) ৪% হার মুনাফায় কোনো টাকার ২ বছরের মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য ১ টাকা হলে, মূলধন কত?

ক) ৬২৫ টাকা

খ) ৪২৫ টাকা

গ) ৩২৫ টাকা

ঘ) ৫২৫ টাকা

উত্তরঃ ক) ৬২৫ টাকা

৮৫) a= √6 + √5 হলে,(a6-1)/a3 এর মান কত?

ক) 45√5

খ) 47√6

গ) 46√5

ঘ) 43√5

উত্তরঃ গ) 46√5

৮৬)logx1/16 = -2 হলে, x এর মান কত?

ক) 3

খ) 5

গ) 4

ঘ) 6

উত্তরঃ গ) 4

৮৭) যদি a3 -b3 = 513 এবং a-b = 3 হলে, ab এর মান কত?

ক) 54

খ) 35

গ) 45

ঘ) 55

উত্তরঃ ক) 54

৮৮)5log3 – log9 = কত?

ক)log8

খ)log27

গ)log5

ঘ)log10

উত্তরঃ খ) log27

৮৯) x3+6x2y+11xy2+6y3 -এর উৎপাদকে বিশেষণ কোনটি?

ক) (x+y)(x+3y)(x+5y)

খ) (x+y)(x+2y)(x+3y)

গ) (x+y)(x+4y)(x+3y)

ঘ) (x-y)(x+y)(x+2y)

উত্তরঃ খ) (x+y)(x+2y)(x+3y)

৯০) a এর মান কত হলে 9-12×2+ax2 একটি পূর্ণবর্গ রাশি হবে?

ক)  8

খ)  6

গ)  1

ঘ)  4

উত্তরঃ ঘ)  4

৯২) 9×2+16y2-এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ রাশি হবে?

ক) 6xy

খ) 12xy

গ) 24xy

ঘ) 144xy

উত্তরঃ গ) 24xy

৯৩) একটি ত্রিভূজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সেমি বেশি, ত্রিভূজের ক্ষেত্রফল 810 বর্গ সেমি হলে, এর উচ্চতা কত?

ক) 27 সেমি

খ) 28 সেমি

গ) 25 সেমি

ঘ) 24 সেমি

উত্তরঃ ক) 27 সেমি

৯৪) সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে সামান্তরিকটি হবে-

ক) আয়তক্ষেত্র

খ) রম্বস

গ) ট্রাপিজিয়াম

ঘ) বর্গক্ষেত্র

উত্তরঃ ক) আয়তক্ষেত্র

৯৫) নিচের তথ্যগুলো লক্ষ করুন-

i)বৃত্তে স্পর্শক স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ্যের ওপর লম্ব

ii) অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ

iii) বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূঢ়র্বর্তী

ওপরের তথ্যের আলোকে নিচের কোনটি সঠিক?

ক) I ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i,ii ও iii

উত্তরঃ ঘ) i,ii ও iii

৯৬) একটি ∆ABC -এ BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করা হল, যেখানে ∠A =45°, ∠B=60° হলে, ∠ACD = ?

ক) 90°

খ) 120°

গ) 105°

ঘ) 160°

উত্তরঃ গ) 105°

৯৭) সমবাহু ত্রিভুজের বাহুর দৈঘ্য যদি a হয় তবে ক্ষেত্রফল হবে —

ক) 3/2 a

খ) 3/2 a2

গ) 3/4 a3

ঘ) √3 a2/4

উত্তরঃ ঘ) √3 a2/4

৯৮) একটি রেখাংশের ওপর অঙ্কিত বর্গক্ষেত্র ঐ রেখাংশের এক-তৃতীয়াংশ ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের কতগুণ?

ক) 1/9 গুণ

খ) 1/3 গুণ

গ)  9 গুণ

ঘ)  3 গুণ

উত্তরঃ গ) 9 গুণ

৯৯) বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি করলে, ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?

ক) ৪

খ) ৯

গ) ১২

ঘ) ১৬

উত্তরঃ খ) ৯

১০০) PQRS সামান্তরিকের ∠P =100° তাহলে এর মান কত?

ক) 120°

খ) 100°

গ) 90°

ঘ) 80°

উত্তরঃ ঘ) 80°


আরো পড়ুন:


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!