সুন্দরবন দিবস : ১৪ ফেব্রুয়ারি

আসুন এক নজরে সুন্দরবনকে জেনে নেইঃ

সুন্দরবন দিবস | ০১। সুন্দরবনের মোট আয়তন ১০০০০ বর্গ কি.মি। যার মধ্যে ৬,০১৭ বর্গ কিলোমিটার রয়েছে বাংলাদেশে অবস্থিত ।

০২। সুন্দরবনের মোট আয়তেনের ৬২% বাংলাদেশের বাংলাদেশের ৫ জেলায় অবস্থিত : খুলনা , বাগেরহাট , পটুয়াখালি , বরগুনা , সাতক্ষীরা।

০৩। সুন্দরবন হলো পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন।

০৪। সুন্দরবন হলো পৃথিবীর বৃহত্তম টাইডাল/স্রোতজ বন।

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

০৫। সুন্দরবন বাংলাদেশের জাতীয় বন।

০৬। সুন্দরবন এককভাবে বাংলাদেশের বৃহত্তম বনভূমি।

০৭। সুন্দরবনের প্রধান বৃক্ষ সুন্দরী। প্রায় ৭০%।

০৮। সুন্দরবনকে ইউনেস্কো ৬ই ডিসেম্বর,১৯৯৭ বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে।

০৯। সুন্দরবনের তিনটি অভয়ারণ্য হলো কটকা , দক্ষিণ নীলকমল ও পশ্চিম মান্দারবাড়িয়া।

১০। সুন্দরবন দিবস ১৪ই ফেব্রুয়ারি।

১১। হাড়িয়াভাঙ্গা ও রায়মঙ্গল সুন্দরবনের ভিতরে প্রবাহিত প্রধান দুটি নদী।
সুন্দরবনের পূর্বে বালেশ্বর ও পশুর এবং পশ্চিমে রায় মঙ্গল নদী প্রবাহিত হয়েছে।

১২। সুন্দরবনে অবস্থিত পয়েন্ট ৩ টি। হিরণ পয়েন্ট, জাফর পয়েন্ট, টাইগার পয়েন্ট।

১৩। দেশের ব্যবহৃত কাঠের প্রায় ৬০ ভাগ আসে সুন্দরবন থেকে।

১৪। সুন্দরবনের বাঘ গণনায় ব্যবহৃত পদ্ধতির নাম পাগমার্ক।বর্তমানে বাংলাদেশে অংশে বাঘের সংখ্যা -১০৬টি ।

১৫। সুন্দরবন থেকে ১৪ কি. মি. দূরে রামপাল বিদ্যুৎকেন্দ্র স্থাপিত হয়েছে !

১৬। সুন্দরবন বাংলাদেশের সবচেয়ে বড় – বদ্বীপ।

১৭। সুন্দরবনের অপর নাম – বাদাবন, গরান বন। ‘বিশ্ব ভালোবাসা দিবসে সুন্দরবনকে ভালোবাসুন।’

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!
Scroll to Top