সাম্প্রতিক সাধারণ জ্ঞান : সেপ্টেম্বর-২০১৯

01) জাতিসংঘ মিশনে শান্তিরক্ষী প্রেরণে বাংলাদেশের অবস্থান – তৃতীয়

02) সুন্দরবনে বর্তমানে বাঘের সংখ্যা- 114 টি ।

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

03) সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ কোন ভাষায় প্রকাশ পায়? – জাপানি ভাষায়।

04) বাংলাদেশ রেলের অনলাইন টিকিট কাটার মোবাইল অ্যাপের নাম – সেবা ।

05) সম্প্রতি জলবায়ু ও নিরাপত্তা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় ?- জার্মানি ।

06) দেশে বর্তমানে বিদ্যুৎ সুবিধার আওতায় কত শতাংশ জনগন ?- ৯৩% ।

07) দেশের ১ম “ফিশ ওয়ার্ল্ড একুরিয়াম কোথায় অবস্থিত? – কক্সবাজার।

08. সম্প্রতি আন্তর্জাতিক নিরাপত্তাবিষয়ক সংলাপ “সাংগ্রিলা ডায়ালগ “ কোথায় অনুষ্ঠিত হয়? – সিঙ্গাপুর।

09) ইসরো কোন দেশের মহাকাশ গবেষণা সংস্থার নাম? – ভারতের ।

10) কাজাখস্তানের বর্তমান রাজধানী – নুর সুলতান।

11) বর্তমানে বিশ্বের জনসংখ্যা – ৭৭০ কোটি ।

12) আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে শীর্ষে কোন দল? – ইংল্যান্ড।

13) শাহিন-২ কোন দেশের ক্ষেপনাস্ত্রের নাম?- পাকিস্তান ।

14) নদী সুরক্ষায় প্রবর্তিত পদক – বঙ্গবন্ধু নদী পদক।

15) বাংলাদেশের ১ম লোহার খনির সন্ধান পাওয়া গেছে – হাকিমপুর , দিনাজপুর।

16) যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান – ৩য়

17) বর্তমানে দেশের মানুষের গড় মাথাপিছু আয় – ১৯০৯ ডলার।

18) দেশে প্রথমবারের মতো উদ্ভাবিত ঘূণিঝড়ের আগাম তথ্য জানার নতুন প্রযুক্তির নাম – সাইক্লোন ক্লাসিফায়ার মডেল।

19) ২০১৯-২০ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি(ADP) – ২১১৬৮৩ কোটি টাকা।

20) দেশে মোট শ্রমকশক্তির শতকরা হিসেবে নিয়োজিত- কৃষিঃ ৪০.৬%, সেবাঃ৩৯%, শিল্পঃ ২০.৪% ।

21) বর্তমানে দেশে স্থলববন্দর – ২৪ টি (ভোলাগঞ্জ,সিলেট)

22) জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ কোন মন্ত্ররালয়ের অধীন ?- প্রধানমন্ত্রীর কার্যালয় ।

23) বিশ্বের ১ম দেশ হিসেবে ভার্চুয়াল ব্যাংক অনুমোদন দেয় কোন দেশ? তাইওয়ান ।

24) পোশাক আমদানিতে শীর্ষ দেশ – যুক্তরাষ্ট্র ।

25) ফেসবুকে যুক্ত হওয়া বাংলাদেশের ২য় ভাষা কোনটি? – চাকমা।

26) বিমান বাংলাদেশে যুক্ত হওয়া সর্বশেষ ড্রিমলাইনার – গাঙচিল।

27) সর্বশেষ বীরাঙ্গনা খেতাবপ্রাপ্ত নারী সংখ্যা – ৩২২ জন।

28) আন্তর্জাতিক আদিবাসী দিবস – ৯ আগস্ট।

29) G-7 ৪৫তম সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় – বিয়ারিৎস, ফ্রান্স।

30) ASEAN পররাষ্ট্র মন্ত্রীদের সম্মেলন অনুষ্ঠিত হয় – ব্যাংকক, থাইল্যান্ড।

31) বিশ্বের শীর্ষ বন্দর – চিনের সাংহাই বন্দর।

32) সর্বোচ্চ মুদ্রাস্ফীতির দেশ – ভেনিজুয়েলা।

33) বঙ্গবন্ধুকে Friend of the world আখ্যা দেন – আনোয়ারুল করিম চেীধুরীG

34) পুলিশের নতুন বিশেষ বাহিনীর নাম- অ্যান্টি টেররিজম ইউনিট(ATU)

35) 2019 মেীসুমী বন্যায় আক্রান্ত জেলা – ২৮ টি।

36) রুশ- মার্কিন INF চুক্তি বাতিল করে – ২ আগস্ট, ২০১৯।

37) রোহিঙ্গা প্রত্যাবর্সন চুক্তি স্বাক্ষরিত হয় – ২৩ নভেম্বর, ২০১৭ ।

38) কাশ্মীরের সর্বশেষ রাজা – হরি সিং।

39) বিশ্ব মশা দিবস – ২০ আগস্ট।

40) বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ 2019-2021 এ অংশ গ্রহণ করবে ৯ টি দল।


আরো পড়ুন:


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!